পার্ট:০৫
লেখকঃ হৃদয় বাপ্পী
।।
।।
গোসল করে এসে খাওয়া দাওয়া করলাম।খাওয়ার পর রুমে যাবো ঘুমায়তে এমন সময়,
.
--এই কোথায় যাচ্ছো(মেঘলা)
.
--ঘুমায়তে যাবো।(আমি)
.
--এখন আর ঘুমায়তে হবে না।(মেঘলা)
.
--কেনো ঘুমাবো না কেনো।(আমি)
.
--তুৃমি এতো কথা বলো কেনো।আমি যা বলছি সেটাই করবা।(মেঘলা)
.
--আচ্ছা তাহলে ঘুমাবো না।কিন্তু এখন কি করবো আমি।(আমি)
.
--তোমাকে নিয়ে ঘুরতে যাবো এখন।(মেঘলা)
.
--না আমি ঘুরতে যাবো না তোমার সাথে।তুমি উল্টা পাল্টা জিনিস করবা আমার সাথে।(আমি)
.
--কিছুই করবো না আমি চলো তো।(মেঘলা)
.
--না তুমি আবারও কিছু করবা।(আমি)
.
--দেখো এখন না গেলে কিন্তু আম্মুকে ডাক দিবো।(মেঘলা)
.
--না থাক চলো যাচ্ছি আমি।(আমি)
.
--গুড বয়।(এই বলে আমার গালে একটা পাপ্পি দিলো মেঘলা)
.
--এইটা কি হলো।(আমি)
.
--কোথায় কি হলো।(মেঘলা)
.
--এইযে পাপ্পি দিলা কেনো।(আমি)
.
--তুমি তো পিচ্চি তাই দিলাম।(মেঘলা)
.
--আমি পিচ্চি না।কে বললো আমি তোমার থেকে ৩ বছরের বড়।(আমি)
.
--তাতে কি তুমি তো কিছুই বুঝো না।তাই তুমি পিচ্চি।(মেঘলা)
.
--কি বুঝি না আমি।
.
--থাক এখন বলবো না।চলো তো তোমাকে আমাদের সারা গ্রাম দেখাবো।(মেঘলা)
.
--আচ্ছা আমি রেডি হয়ে নি।(আমি)
.
--হুমমমম।।।আমি ও জামা চেন্জ করবো।(মেঘলা)
.
--আরে কি করতেছো।তোমার কি লজ্জা করে না।আমার সামনেই জামা খুলতে যাচ্ছো।(আমি)
.
--তুমিই তো আমার বর হবা,তাহলে সমস্যা কোথায়।(আসতে আসতে বললো মেঘলা)
.
--কিছু বললা।(আমি)
.
--না কিছুই না।
.
--হুমমম তুমি একটা পাগল।।রুম আটকিয়ে দাও।আমি বাইরে যাচ্ছি।(আমি)
.
--গিয়ে আম্মুকে একটু পাঠিয়ে দিয়ো।(মেঘলা)
।।
আমি বাইরে চলে আসলাম।কি মেয়েরে বাবা একটু ও লজ্জা নাই।যাক বাবা আমি তো কিছুই দেখি নাই।বাইরে এসে ফুপিকে পাঠিয়ে দিলাম।আর আমি মোবাইল নিয়ে গেইম খেলা শুরু করে দিলাম।আধঁা ঘন্টা হয়ে গেলো মেঘলার আসার কোনো নাম নাই।হঠাৎ সামনে একটা পরী দেখলাম মনে হলো।না পরী না এটা টো মেঘলা।এতো সুন্দর লাগছে তা বলার মতো না।আমি তো দেখে আরেকবার ক্রাশ খাইলাম।নীল একটা শাড়ী পরেছে।চোখে কাজল।কপালে টিপ।হালকা মেকআপ,হাতে নীল চুড়ী।সব মিলিয়ে একটা পরী লাগছে ওকে।
.
--কি ওভাবে হা করে তাকিয়ে আছো কেনো।(মেঘলা)
.
--কৈ।(আমি)
.
--আমি দেখেছি তুমি তাকিয়ে ছিলে হা করে।(মেঘলা)
.
--না আসলে তোমাকে খুব সুন্দর লাগছে আজকে।(আমি)
.
--তারমানে আগে আমাকে ভালো লাগতো না।(মেঘলা)
.
--না আগেও ভালো লাগতো।
.
--হয়ছে হয়ছে আর মিথ্যা বলতে হবে মা।(মেঘলা)
.
--আচ্ছা ঘুরতে যাবা তো অনেক দেরী হয়ে গেছে।(আমি)
.
--হুমমম চলো।আম্মু আমরা ঘুরে আসি।(মেঘলা)
.
--আচ্ছা সাবধানে যাইস।(ফুপি)
.
--আচ্ছা।(আমি)
।।।।
মেঘলাকে নিয়ে বের হলাম।বের হয়েই একটা রিক্সা পেলাম।সোজা একটা নদীর পাশে চলে আসলাম।ভারা দিয়ে নামলাম।দুজনেই হাটা শুরু করলাম।
.
--আচ্ছা একটা কথা বলবা।(মেঘলা)
.
--হুমমম কি বলবো।(আমি)
.
--কাউকে ভালোবাসো।(মেঘলা)
.
--না কাউকেই পাই নাই এখনো।(আমি)
.
--পেলে ভালোবাসবা তাকে।(মেঘলা)
.
--সেটা ভেবে দেখবো।তোমার তো ভালোবাসার মানুষ আছে তাই না।(আমি)
.
--হুমমমম আছে তো।খুব ভালোবাসি তাকে।(মেঘলা লজ্জা পেয়ে বললো)
.
--বাব্বা তুমি তো দেখতেছি লজ্জাও পাও।(আমি)
.
--তোমাট গফ নাই তো সত্যি।(মেঘলা)
.
--না।
.
--তাহলে ঠিক আছে।(আমার হাত টা ধরে আমার কাধে মাথা রেখে হাটতে লাগলো মেঘলা)
.
--এটা কি করতেছো।(আমি)
.
--কেনো আমি তো হাটতেছি।(মেঘলা)
.
--দেখো তোমার বফ এভাবে দেখলে কষ্ট পাবে।(আমি)
.
--সে তো দেখতেছেই।(মেঘলা)
.
--মানে।(আমি)
.
--বুঝতে হবে না তোমার।(মেঘলা)
.
--বুঝিয়ে বললেই তো বুঝবো।(আমি)
।।।।
তখনই মেঘলা আমার সামনে দারিয়ে বললো,
.
--I Love U
.
--মানে পাগল হয়ে গেছো নাকি।(আমি)
.
--না সত্যি আমি তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি।তোমার জন্য আমি কোনো ছেলের সাথে ও কথা বলি না।বড় মামা যখন বলেছিলো আমাকে তোমার সাথেই বিয়ে দিবে তারপরই তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখা শুরু করি।আসতে আসতে তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলি।এখন যদি তোমাকে আমি না পাই তাহলে আমি মরে যাবো।(মেঘলা)
.
--দেখো বাবা তো ছোট বেলায় মজা করে বলেছিলো কথাটা আর তোমাকে তো আম্মু মেনে নিবে না।(আমি)
.
--আমি কিছুই জানি না।আমি শুধু তোমাকে ভালোবাসি।তোমাকেই চাই শুধু আমার।I Love U Very Much।(এই বলে মেঘলা আমাকে জরিয়ে ধরলো)
।।।।।
আমিও তো ওকে ভালোবেসে ফেলছি এক দিনেই।তাই আমি ও জরিয়ে ধরে বললাম,
.
--আমিও ভালোবেসে ফেলছি তোমাকে।(আমি)
.
--হুমমম ভালো না বেসে যাবা কোথায় বলো।(মেঘলা)
।।।।।
দুজনে নদীর পাড়ে হাত ধরে হাটতে লাগলাম।।প্রথমে তো ওকে ভয় লাগতো।কিন্তু এখন ওর জেদ ওর দুষ্টমি গুলো ভালো লাগে।কেমন জেনো আলাদা ভালো লাগা কাজ করতেছে।,
.
--আচ্ছা আমাকে একা ফেলে যাবা নাতো তুমি।(আমি)
.
--না কখনো যাবো না তোমাকে ফেলে।(আমি)
.
--যদি মামি এসে তোমাকে নিয়ে যাই তখনও যাবা না।(মেঘলা)
.
--আম্মু আসলে তো আমাকে যেতেই হবে।কিন্তু আমি তোমাকে নিয়ে জাবো।(আমি)
.
--আমাকে নিয়ে জাবা কোন সম্প্র্কে।তোমার ছোট ফুপির মেয়ে হিসাবে নিয়ে গেলে তো ঢুকতেই দিবে না বাসায় আমাকে।(মেঘলা)
.
--না আমি তোমাকে আমার বউ হিসাবে নিয়ে যাবো।
.
--ভালো।।।কিন্তু আমাদের বিয়ে তো হয় নাই।শুধু শুধু আম্মুর কাছে মিথ্যা বলবা কেনো।(মেঘলা)
.
--করি নাই বিয়ে কিন্তু করবো তো।(আমি)
.
--কবে করবা।(মেঘলা)
.
--আমার ক্যারিয়ারটা আগে করে নি।তারপর তোমাকে বিয়ে করবো আমি।(আমি)
.
--সামনে মাসের ২ তারিখে তোমার বিয়ে ঠিক করেছে।আর তুমি ক্যারিয়ার নিয়ে আছো।তোমার আম্মু লোক নিয়ে তোমাকে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দিবে।(মেঘলা)
.
--তাহলে এখন আমাকে কি করতে বলতেছো।পালিয়ে যাবো আমি।(আমি)
.
--পালালে আবার ও ধরে নিয়ে আসবে।(মেঘলা)
.
--তাহলে কি করবো আমি বলো।(আমি)
.
--আমাকে সত্যি তো ভালোবাসো।(মেঘলা)
.
--হুমমমম সত্যি ভালোবাসি।
.
--দেখো তোমার আম্মু তোমাকে বিয়ে দিবে।তুমি যেখানেই থাকো তোমাকে খুজে এনে বিয়ে দিবে।কিন্তু তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তো আর তোমাকে জোর করবে না আর একটা বিয়ে করতে।(মেঘলা)
.
--মানে টাতো একই হলো।আমি বিয়ে করবো না বলেই তো এখানে এসেছি।(আমি)
.
--আরে বোকা তুমি তো তোমার আম্মুর ঠিক করা মেয়েকে চিনোই না।তাকে কেনো বিয়ে করতে যাবা।আর আমাকে তো ভালোবাসো।আমাকে এখনই বিয়ে করে ফেলো।এতে করে তোমার আম্মু তোমাকে আর জোর করতে পারবে না আর আমিও তোমার সাথে তোমার বাসায় যেতে পারবো।(মেঘলা)
.
--কিন্তু আমি তো এখন বিয়ে করতে চাই না।
.
--এছাড়া তো কোনো রাস্তা নাই।তুমি তো ভালোবাসো আমাকে তাই না।(মেঘলা)
.
--হুমমম
.
--বিয়ে তো আমাকেই করবা।তাহলে এখন করতে সমস্যা কোথায়।(মেঘলা)
.
--এখন বিয়ে করলে তো আমার ক্যারিয়ার নিয়ে ভাবা হবে না।(আমি)
.
--দেখো তুমি যদি এখন বিয়ে করতে রাজি না হও তাহলে আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না।(মেঘলা)
.
--ভালোবাসি তো।(আমি)
.
--বাসলে তো রাজি হতাই।(মেঘলা)
।।।।।
কি করবো মেঘলা তো আমাকে ওর কথায় আটকিয়ে ফেলছে এখন কি বলা যায় এতো তারাতারি বিয়ে করবো না বলে তো পালালাম কিন্তু এখানেও ঠিক সেই অবস্হা।কোথায় ভাবলাম প্রেম করে ৫-৬ বছর কাটিয়ে দিবো।কিন্তু না বিয়ে করে কাটাতে হবে।
.
--আমি রাজি থাকলে তো কিছু হবে না।তোমার বাসার কেউ তো রাজি হবে না।(আমি)
.
--আগে বলো তুমি রাজি কি না আমাকে বিয়ে করতে।(মেঘলা)
.
--হুমমমম রাজি।।। কিন্তু তোমার বাবা ও মা রাজি হবে না।(আমি)
.
--তাদের রাজি করানোর দায়িত্ব আমার তুমি রাজি তাতেই আমি অনেক খুশি।(মেঘলা)
।।।।।।
আমি তো মনে হচ্ছে পুরা ফেসে গেছি।মনে হচ্ছে আমার বাবা আমাকে বিয়ে করতেই পাঠিয়েছে এখানে।আগে যদি যানতাম যে ও এমন হবে তাহলে তো কোনো দিন ও আসতান না এখানে।কি আর করার ওর সাথে আরো কিছু্ক্ষন ঘুরে বাসায় ফিরলাম সন্ধায়।
।।।
।।
।
(চলবে)
।
।।
।।।
পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।।।।।।