পার্টঃ০১
লেখকঃহৃদয় বাপ্পী(পিচ্চি)
।।।।।।।
।।।।।।।
।।।।।।।
.
--আমাকে বিয়ের জন্য জোর করলে আত্মহত্যা করবো কিন্তু আমি।
.
--বেশী কথা বলবি না।।।যা বলেছি সেটাই কর।(আম্মু)
.
--আমি এখনি বিয়ে করতে পারবো না।
.
--তোকে বিয়ে তো করতেই হবে।।।।না করলে যে তোর উপায় নাই।(আম্মু)
.
--আমি কি বড় ছেলে হয়ে গেছি যে বিয়ে করবো বলোতো।আমি তো সবে ইন্টার পরীক্ষা দিলাম।
.
--আজ বিয়ে দিলে কাল হবি দুইটা বাচ্চার বাবা আর বলতেছে বড় হয় নাই।(বাবা)
.
--তোমরা দুইজন কি বলোতো।আচ্ছা আমার নাহয় বয়স হয়েছে কিন্তু যার সাথে বিয়ে দিচ্ছো সে তো সবে মাত্র ক্লাস ৯ এ পড়ে।।এভাবে বাল্য বিবাহ দিলে কিন্তু আমি তোমাদের নামে কেইস করে দিবো।
.
--সেটা নাহয় করিস।।।।কিন্তু বিয়েটা না করলে তোকে যে লকআপে থাকতে হবে সেটা তো মনে আছে।(বাবা)
.
--তুমি পুলিশ হয়েছিলে কি নিজের ছেলেকে সব কথা শোনাতে পারো তার জন্য?
.
--যাতে আমার ছেলেকে সোজা করতে পারি তার জন্য।এখন নিচে চল সবাই অপেক্ষা করছে।(বাবা)
.
--আম্মু তুমি একটু বুঝো না।।।।বিয়েটা ঠিক করে রাখো।আগে পড়ালেখা শেষ করি।ততদিনে ও বড় হয়ে যাবে তারপর নাহয় বিয়ে করে নিবো।
.
--চুপ একবার বলছি বিয়ে হবে সো হবে।।।।আর ওদের অবস্থা তো দেখতেই পাচ্ছোস।মেয়েটা শুধু কষ্ট পাচ্ছে এখানে।তুই কোনো কথায় বলবি না আর।।।চুপ চাপ যা বলি সেটাই করে ফেল।(আম্মু)
।।।।
।।।।
কি করার বাধ্য ছেলের মতো নিচে চলে আসলাম।।।।।ও পরিচয় দি।আমি হৃদয় বাপ্পী।বাবা আর আম্মুর একমাত্র ছেলে।।।।আম্মু কলেজের শিক্ষিকা।আর বাবা একজন Super Police(SP😜😜😜😜😜)।আর এতক্ষন আমাকে দুজন জোর করছিলো বিয়ে করার জন্য।আপনারাই বলেন তো বিয়ের কি বয়স হয়েছে আমার।
।
বয়স আসল ব্যাপার না।।।।আপনাদেরকে বলতে তো আর সমস্যা নাই।।।।যে মেয়েটা ছোট থেকে আমাকে ভাইয়া ভাইয়া করেছে তাকে কিভাবে বিয়ে করি বলেন।আর বিয়ে করা ছাড়াও কি করতে পারি এখন।।।আমার একজন খালামনি ছিলেন আজ ৩ বছর হলো তিনি মারা গেছেন।তারই মেয়ে মিমি।খালামনির শেষ ইচ্ছা ছিলো আমার সাথে যেনো বিয়ে হয় মিমির।।।।
।
আর এখন তার সৎ মা যে আচরন করে তার সাথে তাতে আমার খালু এখনি বিয়ে দিয়ে দিতে চাচ্ছে আমার সাথে।সমস্যা তো আরো একটা।বন্ধুরা যদি জানতে পারে আমি বিয়ে করেছি আমার তো ইজ্জতই থাকবে না।কি যে করি।।।।কেনো যে আসলাম এই বাসায়।।।।খালামনি বেচে থাকলে হয়তো এইদিন দেখতে হতো না আমার।।।।😭😭😭😭
।।।
।।।
.
--আনোয়ার হোসেনের প্রথম ঘরের একমাত্র মেয়ে আফসানা মিমিকে বিয়ে করতে তুমি কি রাজি?রাজি থাকলে তিনবার কবুল বলো।(কাজি সাহেব)
.
--.....
.
--কি হলো বাবা চুপ করে আসিস কেনো।বল(আম্মু)
.
--আম্মু ভয় লাগতেছে।(আমি)
.
--তোর ভয়ের গুষ্টি কিলায়।কবুল বলবি কিনা বল।(বাবা)
.
--আমি....
.
-দেখ বাবা এটা মোটেও মজার জায়গা না।।।।বলে দে চুপচাপ।(আম্মু)
.
--কবুল।(আমি)
.
--আরো দুইবার বলো বাবা।(কাজি)
.
--কবুল কবুল কবুল।নেন একবার বেশী বলছি খুশি।(আমি😠😠😠😠)
.
--এবার মেয়েকে কবুল বলিয়ে নিয়ে আসুন মেয়ে পক্ষের একজন।(কাজি)
।।।।।
।।।।।
ও যদি কবুল বলে আমি ওরে খুন করে ফেলমু।এটুকু বাচ্চার সাথেই কি শেষমেষ বিয়ে করবো নাকি।।।।কখনোই না।আমি নাহয় বাবার ধমুকে বিয়ে করতে রাজি ও কেনো করবে।।।।আমার নাহয় কোনো গফ নাই।মেয়েদের তো বফের অভাব নাই।একটার সাথে পালিয়ে গেলো না কেনো?
।।।।
।।।।
কি আর করার কাজির আলহামদুলিল্লাহ বলাতে বুঝে গেলাম বিয়েটা হয়ে গেছে।।।আমার কাছে সবাইকে মীর জাফর মনে হচ্ছে।আর এই কাজিটাকে কেনো জানি হিটলার হিটলার মনে হচ্ছে।।।শুনেছিলাম হিটলার এর গফ নাকি বিশ্বসুন্দরী ছিলো।।।আমাকে যদি কারো বউ নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে এই হিটলার সাজে কাজির বউ নিয়ে পালিয়ে যাবো।।।সালা বলতে পারলি না আমাদের এখনো বয়স হয় নাই বিয়ের দরকার নাই এখনি।
।
পুরো জীবনের জন্য একটা পেইন গলায় জরিয়ে দিয়েছে।।আমি এখন কোথায় যামু।।।।খালাতো বোনের সাথে বিয়ে হয়ে গেছে😭😭😭😭😭😭।।।।।।।।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
বউ নিয়ে বাসায় চলে আসলাম।।।।মাত্র এক ঘন্টার পথ খালামনির বাসা থেকে আমাদের বাসায় আসতে।।।মিমির সৎমা😘 ওর সাথে কেমন ব্যবহার করে সেটা আমার নিজেরও অজানা নাই।কিন্তু তাই বলে বাবা আর আম্মু কি ওকে আমার বউ করে নিয়ে আসবে।।।।কেনো ও তো আমার বোন ছিলো।।।।আমার নিজের কোনো বোন নাই,ওকে বোন হিসাবে নিয়ে আসলে কি হতো।।।😭😭😭😭বউ করে আনছে।।।।সেটা কিভাবে মেনে নি আমি।।।।।না মেনে নিতে পারমু না আমি।।।
।
এসব বিরোধী দলের চক্রান্ত।আমিও দেখে নিবো তাদের।।।
।
বাসায় পৌছে গেলাম।।।।তেমন ভাবে সাজানো হয় নি মিমিকে।।।।কিন্তু এতেই অনেক সুন্দরী লাগছে।অবশ্য আমি এক বারই লক্ষ করেছিলাম ওকে।।।।এমনিতেই দুধে আলতা গায়ের রং ওর।তার উপরে বউ সাজে আমার পাশে বসে আছে সুন্দরী তো তাকে লাগবেই।বাসায় পৌছাতে ৮ টা বেজে গেছে।।।আম্মু মিমিকে নিয়ে সোজা আমার রুমে চলে গেলো।আমি পিছনে পিছনে বাবার সাথে আসতে ভিতরে ঢুকতে লাগলাম।।
।
বিয়ে করেছি এটা ভাবতেই রাগ লাগতেছে।জীবনে একটা প্রেম ও করতে পারলাম না।।।আর সোজা বিয়ে করে নিলাম।সেটা যাইহোক আম্মু আর বাবা দুজনে আমাকে আমার ঘরে ঢুকিয়ে দিলো।।।।কেবল বাজে ৮ টা কি করবো আমি এখন।।।আজকে তো এই বাচ্চা মেয়ের কাছে নিজেরই ভয় লাগছে।।।।খারাপ কিছু না করে দেই।তাহলে তো আমি এই মুখ দেখাতেই পারবো না।।।।
।
যাইহোক খুব রাগ লাগতেছিলো।আমি সাধারনত তারাতারি ঘুমায় না।।।।কিন্তু রাগ উঠলে তারাতারি ঘুম আসে।।।।বিছানার পাশে গেলাম।।।মিমি নিচে নেমে আমার পা ধরে সালাম করতে লাগলো।
.
--আরে কি করতেছিস।(আমি)
.
--বিয়ের রাতে স্বামীকে সালাম করতে হয়।(মিমি)
.
--কে বলছে এই গুলা।
.
--আম্মু বললো একটু আগে।(মিমি আমার আম্মুকে আম্মু বলে)
.
--এসব কিছুই করতে হয় না।।।উঠ নাকি পা ধরেই ঘুমিয়ে পরবি।(আমি)
.
--কেনো তুমি উঠাবা না আমাকে?(মিমি)
.
--উহহহহ শখ কত।।।।নিজে উঠে পর।।।আমার এতো রোমান্স করার মুড নাই।।।।আর আমি এতো রোমান্টিক ও না।।।(আমি)
।।।
মন খারাপ করে উঠে পরলো মিমি।
.
--তোমার তো খুব ঘুম পাচ্ছে তাই না।।।।শুয়ে পরো আমি মাথা টিপে দিচ্ছি।(মিমি)
.
--এইটা কোন মিমি রে।।।যাকে ১০ টা চকলেট দিয়ে আমার মাথা টিপাতে হতো সে নিজে থেকেই মাথা টিপে দিতে চাইছে।জ্বর হয়েছে নাকি তোর বোন।(আমি)
.
--কি।।।।ঔ কি বল্লা আমাকে।আমি কি তোমার বোন?(মিমি)
.
--বোন নাতো কি।।।তুই তো আমার আপন মায়ের বোনের পেটের বোন।তোকে বোন বলবো না তো কি করবো।(আমি)
.
--নাউজুবিল্লাহ।।।।নিজের বউকে কেউ বোন বলে।।(মিমি)
.
--দেখ মিমি আমি সোজাসোজী বলে দিচ্ছি তোকে।।।তোর সাথে আমার বিয়ে হয়েছে এটা ঠিক আছে।।।এটা নয় যে আমি মেনে নি নাই বিয়েটা।কথা হলো সামনে আমার ভর্তি পরীক্ষা।আর একবছর ৮ মাস বাদে তোর এসএসসি পরীক্ষা।।।এই বিয়ে টিয়ে এতে পরে গেলে সমস্যা হবে এটা আমি আম্মু আর বাবাকে বোঝাতে চেয়েছি কিন্তু বোঝে নাই।তোকে বলতেছি আমারটা বাদ দিলাম।তোর ssc পরীক্ষা না হওয়া পর্যন্ত তুই আমার খালাতো বোনই থাকবি।।।।যদি বউ এর অধিকার দেখাতে যাস তাহলে কিন্তু খারাপ হবে এর মাঝে।এতোদিন যেভাবে আমার সাথে ব্যবহার করে এসেছিস সেভাবেই থাকবি।(আমি)
.
--আচ্ছা যেইটাই তুমি খুশি থাকো।(এতোক্ষনের হাসি মাখা মুখ নিমিষেই মলিন হয়ে গেলো মিমির)
।।।।
।।।।
বাসর রাত্রে হয়তো কোনো মেয়ে এসব কথা তার স্বামীর কাছ থেকে আশা করে না যেটা আমি বল্লাম।।।।।।
।
সে যাইহোক আমি এবার আমার মতো থাকবো।।।আপাতোতো তো বউ এর প্যারা নাই।।
।।।।।
।।।।
।।।
।।
।
(চলবে)
।
।।
।।।
।।।।
।।।।।