পার্টঃ০২
লেখকঃহৃদয় বাপ্পী(পিচ্চি)
।।।।
।।।।
।।।।
আমি একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাচ্ছিলাম।
.
--আমাকে তো খালাতো বোনই ভাববে তাই না।তাহলে আমার পাশে ভাইয়ের মতো ঘুমাতে সমস্যা কোথায় তোমার।(মিমি)
.
--তখন তো শুধু বোন ছিলি।এখন তো খালাতো বউ হয়েছিস।তাই আমি ভুলেও কোনো ভুল করতে চাই না।(আমি)
.
--তুমি প্লিজ বিছানায় ঘুমাও।।।আমি সোফাতে ঘুমাচ্ছি।(মিমি)
.
--সেটার দরকার নাই।আমার ঘর আমি বুঝবো আমি কোথায় ঘুমাবো।।।তুই চুপচাপ ঘুমাবি নাকি চলে যাবো রুম থেকে আমি।(আমি)
.
--এই না না।প্লিজ আমার খুব ভয় লাগবে তাহলে।।তুমি ঘুমাও সোফায় আমি নাহয় ঘুমাবো বিছানায়।(মিমি)
।।।।
।।।।
আমি সোফায় শুয়ে পরলাম।।।।মেয়েটার কত আশা কত স্বপ্ন ছিলো হয়তো।সব ভেঙে দিলাম আজকে।আমার কি দোষ।এতো তারাতারি কি বিয়ে করে কেউ।আমার বাসায় রাখতো নাহয়।বয়স হলে তারপর বিয়ে দিতো।।।তা না বাল্য বিবাহ দিয়ে দিলো বাসা থেকে।দুর মেয়েটা হয়তো ভাবছে আমি এতো পাষান কেনো।যা ভাবার ভাবুক আমার কি।
।
ঘুমিয়ে পরলাম।এক ঘুমে উঠলাম সকালে।।।।
।।।
.
--এই উঠো।আরে উঠো না কেনো।আরো কতো ঘুমাবা?(মিমি)
.
--আরেকটু ঘুমায় না আম্মু আজকে কলেজে যাবো না।(আমি)
.
--কি বলে এই আমি তোমার কোন কালের আম্মু।(মিমি আমাকে ধাক্কা দিয়ে বললো)
.
--কি হয়েছে এতো সকাল সকাল ডাকছিস কেনো আমাকে।।একটু ঘুমাতে তো দিবি শান্তি মতো।(আমি)
.
--আমার কি দোষ।আম্মুই তো ডাক দিতে বললো তোমাকে।(মিমি)
.
--আম্মু ডাক দিতে বলছে বলতে পারলি না সে ঘুমাচ্ছে।(আমি)
.
--বাবা কথা বলবে তোমার সাথে তাই ডাকতো বলছে।(মিমি)
.
--এতো কিছু রেখে শুধু এটুকু বললেই তো হতো।আর ঘর টা এতো পরিস্কার মনে হচ্ছে কেনো।(আমি)
.
--আমি থাকবো এই ঘরে।তাহলে অপরিস্কার কেনো রাখবো।(মিমি)
.
--থাক থাক আর কথা বলিস না।।।।তোকে দেখলেই আমার তোর ছোট বেলার কাহিনী মনে পরে।।।।।।(আমি)
.
--ছোট বেলার কাহিনী বলো না কি কাহিনী।(মিমি)
.
--চুপ।।।ওনাকে কাহিনী বলতে আসছি আমি।।।।।যা কাজ কর।।।আমি গেলাম নিচে।(আমি)
।।।
।।।
মিমির মনটা আবার খারাপ হয়ে গেলো।।।হয়তো বেশীই খারাপ করে ফেলছি।।।আমি তো এখন ওর সাথে ভাইয়ের মতো ব্যবহারও করতে পারছি না।।।দুর কি যে হয়ে গেলো।।।ফ্রেস হয়ে নিচে আসলাম নাস্তা করতে বসলাম।
.
--মিমি মা কইরে।(আম্মু)
.
--এইযে আম্মু।কি হয়েছে।(মিমি)
.
--নে তোর জামাই কে খেতে দে।(আম্মু)
.
--তুমি ও তো দারাই আছো তুমি দাও।(আমি)
.
--আগে তো খুব বলতি কাজের লোক রাখতে।।।।নে এখন কাজের লোক না বউমা নিয়ে আসছি এখন থেকে তোর সব কাজ তো ঔ করবে।(আম্মু)
.
--দুর বউ বউ করে ভালো লাগে না।(আস্তে আস্তে বল্লাম)
.
--কিছু বললি।(বাবা)
.
--না।ঔ মিমি খেতে দেতো আমাকে।(আমি)
.
--ঔ এটা কোন ধরনের কথা।(বাবা)
.
--আবার কি হলো।।।কি বল্লাম।(আমি)
.
--এইযে বউমাকে তুই করে বললি।।।আমাকে কি কখনো দেখেছিস তোর আম্মুকে তুমি ছাড়া কথা বলতে।(বাবা)
.
--তাহলে কি আমাকেও তুমি বলতে হবে।(আমি)
.
--হ্যা বলবি।আর যেনো তুই বলতে না দেখি।(বাবা)
.
--মিমি বাবু আমাকে খেতে দাও না প্লিজজ।।।।।হয়েছে এবার।(আমি রাগে গজগজ করতে করতে বল্লাম)
.
--হুমমম।(বাবা)
।।
।।
মিমি দেখি কথাটা শুনে লজ্জা পেয়েছে।আবার খুশিও হয়েছে।কারন এই প্রথম ওকে তুমি বলেছি।বিয়ের আগের কথা বাদই দিলাম।বিয়ের পরে সব মেয়েরাই তো চাই তাদের স্বামীরা তাকে তুমি করে বলুক।।।আর তো আমি সোজা বাবু বলেছি🙊🙊🙊।।।
।
.
--বাপ্পী।(বাবা)
.
--হ্যা বাবা।(আমি)
.
--নাস্তা শেষ করে রেডি হ যা।(বাবা)
.
--কেনো বাবা আমার তো তেমন কোনো কাজ নেই।(আমি)
.
--তোর নাই তো কি হয়েছে।আমি কাজ দিয়ে দিবো।(বাবা)
.
--হুমমম কি করতে হবে।(আমি)
.
--বউমাকে নিয়ে স্কুলে ভর্তি করিয়ে নিয়ে আসবি।(বাবা)
.
--তুমি যাও না।।।আমি কি এসব ব্যাপার বুঝি নাকি।।।।(আমি)
.
--বন্ধুদের সাথে কিভাবে আড্ডা দিতে হয় সেটা তো ঠিকই বুঝো তাই না।।।।এরপর সব পুলিশকে বলে দিবো তোদের বাইক নিয়ে যদি ধরে তাহলে লকআপে ভরে দিতে।(বাবা)
.
--তুমি আমার বাবা হয়ে এটা করতে পারবা।(আমি)
.
--কেনো পারবো না।(বাবা)
.
--ওকে ঠিক আছে।মিমি যাও রেডি হয়ে নাও।।।।তোমাকে নিয়ে বের হবো(আমি)
.
--যা মা।আর শোন যদি ও কখনো কিছু বলে তাহলে শুধু আমাকে বলবি।(বাবা)
।।।।
।।।।
।।।।
খাওয়াটা শেষ করে নিজের রুমে আসছিলাম।।।দুর কোথায় ভাবলাম এখন একটু বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা মারবো কিন্তু আমার বাপটা দিলো সব শেষ করে।।।এই বাচ্চাটা আবার রুম আটকিয়ে কি করে।
.
--ঔ মিমি দরজা খোল।।।কি করোস ভিতরে।(আমি)
.
--জামা চেন্জ করছি।(মিমি)
.
--তাই বলে এতোক্ষন লাগে।।বাচ্চা মানুষের আবার দরজা আটকিয়ে জামা চেন্জ করতে হয় নাকি।(আমি)
.
--দরজা আটকাবো নাতো খোলা রেখে সবাইকে দেখাবো নাকি।(মিমি)
.
--আরে খোল না।আমি চোখ বন্ধ করে টয়লেটে ঢুকে যাবো।।।(আমি)
.
--পারবো না।।।আমার সময় লাগবে আরেকটু।।(মিমি)
.
--বোন আমার লক্ষি আমার অবস্হাটা তো বোঝার চেষ্টা কর।।।এখনি টয়লেটে যেতে না পারলে কি হয় আল্লাহই জানে।(আমি)
.
--ঔ আমি তোমার বোন না কিন্তু।।।।বোন বললে খুলবোই না।(মিমি)
.
--ওকে ঠিক আছে বউ দরজাটা খোল।(আমি)
।।।।
।।।।
মিমি দরজাটা খুললো।।।কে দেখে কাকে।।।দিলাম দৌড়।।।।🙊🙈🙈🙊🙊🙊যাও এবার শান্তি পেলাম।।।।।রুমে আসলাম।দেখি নীল একটা পরী বসে আছে আমার বিছানাতে।।।কিন্তু মন খারাপ কেনো ওর।
.
--কি হলো মন খারাপ করে বসে আছোস কেনো।(আমি)
.
--কিছু না।।।(মিমি)
.
--কি হয়েছে বল।(আমি)
.
--জামাটার হুক টা লাগাতে পারছি না।।।মনে হয় আটকে গেছে।একটু লাগিয়ে দাও না।(মিমি উঠে পিছু ফিরে আমাকে বললো)
.
--তোকে বাচ্চা বলি কি আমি সাধে।নিজের জামার হুকই লাগাতে পারোস না।(আমি হুকটা লাগিয়ে দিয়ে)
.
--আমি কি সত্যিই বাচ্চা।(মিমি আমার সামনে দাড়িয়ে বললো)
.
--হ্যা বাচ্চাই তো।(আমি)
.
--আমি কি সুন্দর না।(মিমি)
.
--এসব কি বলছিস।(আমি)
.
--চুপ আমার দিকে তাকাও।আমার চোখের দিকে তাকাও।(ধমক দিয়ে দুইহাত দিয়ে আমার মাথা ওর দিকে করে বললো)
.
--মা...নে না মানে।(ওর ধমকে ভয় পেয়ে গেছি।।।বাচ্চা পেয়ে ভয় পায়িয়ে দিয়েছে)
.
--চুপ কেনো বলো আমি কি সুন্দরী নই।(মিমি)
.।।।।।
।।।।।।
কথা না বলে চলে পাশ কাটিয়ে এসে শার্ট আর প্যান্ট পরে নিলাম।।।ও আর কিছুই বললো না।।।হয়তো ভাবছে আমি কিছু বল্লাম না মানে ভালোবাসি ওকে হয়তো।।।।একটু মুচকি হাসি দিলো ও।।।আসলেই বাচ্চাকে দেখে ভয় পেয়েছি আমি।।।যে লুক নিয়ে আর যে ধমকটা দিলো আমার বাবা ও কখনো এমন ভাবে বলে না।
.
--এভাবেই দারিয়ে থাকবা নাকি যাবিও।(আমি)
.
--এভাবে তুই না বললে হয় না।(মিমি)
.
--হুমমম বলবো।সময় যেদিন হবে।(আমি)
.
--সময় হবে কবে।(মিমি)
.
--যেদিন তুই আর বাচ্চা থাকবি না।(আমি)
.
--যদি তার আগেই তুমি আমাকে তুমি বলো তাহলে।(মিমি)
.
--বলবো না।(আমি)
.
--বাজি লাগবে।।।।দেইখো আমাকে তুমি এতো ভালোবাসবা যে সব ভুলেই যাবা।(মিমি)
.
--বাচ্চার মুখে এই ভালোবাসা কথাটা মানায় না।।।।আগে বড় হ।।।এখন কথা না বলে চলতো।(আমি)
।।।
।।।
আর কিছুই বললো না ও।।।নিচে আসলাম আমি।।।ওকে নিয়ে তো আর রিক্সায় যাওয়া যাবে না।।।বন্ধু গুলো দেখতে পেলে মজা নিবেনে।আর যদি জানতে পারে বিয়ে করেছি তাহলে তো আমি শেষ।।।।।বাইক নিয়ে যাওয়ায় ভালো।।।।হেলমেট দুইটা কিনে রেখেছিলাম।দুইটা নিয়েই বের হলাম।
.
--হেলমেট নিয়ে বের হওয়ার কি ছিলো।।।আমার কতো দিনের ইচ্ছা ছিলো নিজের জামাই এর সাথে বাইকে করে ঘুরবো সারা শহর।।।সবাই আমাদের দেখবে আমরা কতো সুখে আছি।(মিমি)
.
--বেশী সুখে থাকলে ভূতে কিলায়।।।হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না জানোস না।।।।তোর শ্বশুর তো SP।।।যদি দেখতে পাই আমাদের তাহলে লকআপে দিয়ে দিবে।(আমি)
.
--দুর এতো গরমে এই হেলমেট।(মিমি)
.
--তাহলে থাক তোর টা পরতে হবে না।।।আমি পড়ি।(আমি)
।।।
।।।
বাইকটা স্টার্ট দিলাম।।।মিমি আমার পিছে বসলো।।।প্রথমে হাল্কা করে ধরে বসলো।।।কিন্তু একটু টান দিতেই জোরে শক্ত করে জরিয়ে ধরে বসলো।।।কেউ দেখলেই বলবে আমরা প্রেমিক প্রেমিকা।।।এভাবে কোনো মেয়ের সাথে প্রথম অনুভূতি আমার।।।।না চাওয়াতেও কেনো জানি ভালো লাগছে।।।এভাবেই সারাজীবন থাকতে পারতাম যদি।।।না কি ভাবছি আমি।।।নরম হওয়া চলবে না।।।
.
--এই বাইক এতো আস্তে চালাচ্ছি তাও এতো শক্ত করে জরিয়ে ধরেছিস কেনো।(আমি)
.
--এই প্রথম বাইকে উঠেছি তো তাই ভয় লাগছে।(মিমি)
.
--ঔ প্রথম উঠেছিস মানে।আমার সাথে আগে মনে হয় ঘুরোস নাই।(আমি)
.
--তখন তো অন্য ব্যাপার ছিলো।।।নিজের বরের সাথে প্রথম উঠেছি তো।(মিমি)
.
--ভালো।।।কিন্তু আগে তো এতো চেপে বসতি না।।।এখন এতো চেপে বসেছোস কেনো?(আমি)
.
--চেপে না বসলে পরে যাবো তো তাই।(মিমি)
।।।।
।।।।
আর কিছু বল্লাম না।।।উল্টা পাল্টা জবাব দেই বাচ্চাটা।।।।।আমিই কি বলবো খুজে পাই না।।।বেশী বললে বেশী হয়ে যাবে।।।।ওকে নিয়ে ওর নতুন স্কুলে আসলাম।ট্রান্সফার এর সব কাজ শেষ।
.
--এই চলো না।(মিমি)
.
--কোথায়।(আমি)
.
--একটু স্কুলটা ঘুরে দেখতাম।।।সব চিনে গেলে ভালো হতো না।।পরে সমস্যা হবে না।(মিমি)
.
--না কালকে আম্মুর সাথে এসে দেখে নিস।(আমি)
.
--না।।।তুমি দেখাবা।।।।না দেখালে বাবাকে বলে দিবো মারছো আমাকে।(মিমি)
.
--ব্লাক মেইল করা হচ্ছে।ঠিক আছে চল।(আমি)
.
--আমার হাত ধরে হাটো একটু।(মিমি)
.
--ঔ বেশী হয়ে যাচ্ছে কিন্তু।(আমি)
.
--না মানে দেখছো না সব ছেলেরা কিভাবে তাকিয়ে আছে।।।আমার হাত ধরে হাটলে ওরা বুঝতো তুমি আমার বফ।সামনে থেকে আর ডিসট্রাব করতো না।(মিমি)
.
--।।।।।।।।।কেউ কিছু করলে শুধু আমার নাম বলবি।।।তাতেও না হলে আমাকে একটা ফোন দিবি।।।(আমি)
.
--ডিসট্রাব করার পর এতো কিছু করে কি লাভ।তার থেকে আমার হাতে হাত রাখো।(জোর করেই আমার হাতে হাত দিয়ে হাটা শুরু করলো মিমি)
।।।।
।।।।
আমি ও পুরা চমকে হাটা শুরু করলাম ওর সাথে।।।।ব্যাপার কি বাচ্চাটা ভয় পাই না কেনো আমার কথায়।।।ওকে বলেছি আমার উপর অধিকার না দেখাতে তাও দেখাচ্ছে।
।।।।।
।।।।
।।।
।।
।
(চলবে)
।
।।
।।।
।।।।
।।।।।
অপেক্ষা করুন পরের পার্টের জন্য।