লেখক - নীল
>>"""পর্ব ১০ """<<
(গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই এটা সম্পূর্ণ কাল্পনিক)
|
| |
| | |
| | | |
| | |
| |
|
অনেক দিন কেটে গেছে দাদু বেচেঁ নেই , বাড়িতে মা একা ।। বাবার খবর জানা নেই , মা কখনো বলেওনি।। মা ছোট থেকেই একটা কথা বলে গেছে বাঁচতে হলে আগে লক্ষ্য ঠিক করো , এবং লক্ষের জন্য শক্তিশালী হয়ে ওঠো , কঠিন মেহনত করো , লক্ষ্যকে তোমাকে ছুঁতে হবে না লক্ষ্য তোমাকে ছুঁয়ে যাবে।। তাই কঠিন মেহনত আর চেষ্টায় এত দূর এসেছি । মিও ম্যামের থেকে যতটা শেখা যায় ততোটাই নেওয়ার চেষ্টা করেছি , কিন্তু কতটা সফল সেটা কাল জানা যাবে ।। জানি না টুর্নামেন্ট কেমন হবে তবে জিততে হবে আমাকে ।। জেতার জন্য না বাঁচার জন্য।। মায়ের কথা রাখার জন্য এবং শেষে নিজের জন্য।
এসব ভাবছিলাম ট্রেনিং এর পর বসে রাত হয়ে গেছে , রাতের খাবার খাওয়া হয়নি।। হোস্টেলের ছাদ থেকে নেমে তিনজনই ট্রেনিং করছিলাম।। নাঈম আর হ্যারি চলে যায় তবুও আমি ট্রেনিং করছিলাম ।। ট্রেনিং শেষে খেয়ে হোস্টেলের পিছনে বাগানে বসে আছি।। ফিরে যাচ্ছি সেই অতীতে।।
।
।
।
।
।
।
।
।
।
।
অতীত ,,
।
।
।
।
।
।
পরের দিন সকালে রেডী হয়ে একটু প্রাকটিস করছিলাম তখন হ্যারি এলোঃ
হ্যারিঃ" কি রে কি করছিস সকাল সকাল চলে এসেছিস যে? রাতে কি ঘুম হয়নি? "
আমিঃ" ঘুম হয়েছে তবে সকালে ভেঙে গেছে তাই একটু প্রাকটিস করছি।। "
হ্যারিঃ" চল একটু ফাইট করি ছোট খাটো, কি বলিস? "
আমিঃ" চল ফাইট তাহলে।। "
দুজনে ফাইট হলে গেলাম।। এটা একটা জায়গা যেটা ম্যাজিক দিয়ে বানানো। এর মধ্যে অনেক জায়গা আছে , যেখানে মারাত্মক ফাইট হলেও কোনো কিছুর ক্ষতি হবে না।। দুজনে পজিশন নিলাম।। শুরু হলো দুজনের মধ্যে ফাইট। । কেও কারো থেকে কম যাচ্ছি না ।। এখনো পর্যন্ত কেউ ম্যাজিক পাওয়ার ইউজ করি নি। শুধু হ্যান্ড টু হ্যান্ড হচ্ছে।। এরকম করলে কেউ হারবো না মনে হচ্ছে।। মজা লাগছে তবে ।।
হ্যারিঃ" আর একটু ইন্টারেস্টিং করি ফাইটটাকে. কি বলিস? "
আমিঃ" হোক তাহলে।। "
হ্যারি তার হাতের মধ্যে এনার্জি সংগ্রহ করতে লাগলো, যেটা ওর পুরো শরীর ঘিরে ধরলো। বোঝাই যাচ্ছে ওর শক্তি এখন আগের থেকে বেশি । ওর এনার্জি হলুদ রঙের।। আমারটা সাদা তবে ইকারাস যখন আমার শরীর কন্ট্রোল করছিল তখন নীল রঙের ছিল।। হয়তো আরো শক্তিশালী হয়ে আমার সব শক্তির লক খুলে গেলে নীল রঙের এনার্জি টা পাবো।।
এইতো লাইনে এসেছো দাদা।। চলো শুরু করা যাক , ওর দেখে আমিও আমার পাওয়ার বাড়িয়ে নিলাম এখন দুজনের শরীর থেকে মারাত্মক এনার্জি ছড়াচ্ছে , ওর হলুদ আমার সাদা ।
হ্যারিঃ" এবার আসল মজা শুরু হবে।। "
(আমি) দুজনেই এগিয়ে গেলাম।। এবার ফাইট শুরু হলো।। আমি দুহাতে লাইটিং এনার্জি আনলাম , এখন দু হাতে লাইটিং আছে । এটা নিয়ে হ্যারি কে অনেক পাঞ্চ মারলাম সাথে কিকও দিচ্ছি । মারাত্মক লড়াই হচ্ছে দুজনের মধ্যে , আমার দেখে হ্যারি তার পাওয়ার আরো বাড়িয়ে নিলো । তারপর হ্যারি সোজা আমার দিকে অ্যাটাক করতে এলো ওকে দেখে পাঞ্চ করতে গেলাম কিন্তু আমার সামনে এসে উধাও।। সে পিছন থেকে একটা কিক দিল আমি ছিটকে অনেক দূরে পড়লাম।। বুঝলাম ওর স্পিড অনেক বেড়ে গেছে ।। দাড়ালাম সঙ্গে সঙ্গে আবার হ্যারি অ্যাটাক করলো , এভাবে আমাকে কিছু করতে না দিয়ে হ্যারি একের পর এক অ্যাটাক করেই যাচ্ছে।। তারপর হাতের মধ্যে এনার্জি বল বানিয়ে আমাকে মারলো , সেটা আমার পিঠে ব্লাস্ট হলো।। ছিটকে পড়লাম অনেকটা দূরে।। এনার্জি কমে গেলো এবার আমার , সাদা এনার্জি টা সরে গেলো আমার শরীর থেকে ।। উঠার চেষ্টা করলাম কিন্তু হ্যারি সেটার সুযোগ দিলো না ফুল স্পিড এসে আমাকে কিক দিল প্রায় 100 মিটার দূরে গিয়ে পড়লাম।। তারপরই হ্যারি ছিটকে পড়ল অনেক দূরে , দেখলাম নাঈম দাড়িয়ে আছে।
নাঈমঃ" শালা আমি তোদের বন্ধু ভাবি আর তোরা একা মজা করছিস আমাকে ডাকার প্রয়োজন মনে করিসনি।"
হ্যারিঃ" তাই বলে তুই শালা এত জোরে মারবি।। হাত টা ভেঙে গেলে কি হতো বে? "
নাঈম একটা ফায়ার বল নিয়ে হ্যারির দিকে ছুঁড়ে মারলো।। হ্যারি সরে গেলো।।
হ্যারিঃ" মারবি নাকি হারামী? "
নাঈমঃ" চল তোদের পরে দেখছি এখন ম্যাম ডাকছে , একটা মিশন আছে।। সেটা নিয়ে আলোচনা করবে।। "
(আমি) এতক্ষণে আমি উঠে পড়েছি । নাঈম এর কথা শুনে একটা এনার্জি ফিরে পাবার জন্য পিল খেলাম । এখন সাভাবিক লাগছে । বললামঃ" চল তাহলে "
তিনজনে ফাইট হল থেকে বেরিয়ে একাডেমি অফিসের দিকে যাচ্ছিলাম রাস্তায় এরিয়েল আর নীলির সাথে দেখা হলো ওরা বললো ম্যাম একাডেমি এর পিছনে জঙ্গলে আছে । সেখানে যেতে যেতে নানান আলোচনা করছিলাম।। আর হ্যারি সবাইকে বার বার বলেই যাচ্ছে সে আমাকে হারিয়ে দিয়েছে ফাইটে । এটার জন্য বললামঃ" আরে ভাই চুপ কর।। হ্যাঁ তুই জিতেছিস আমি হেরেছি , হয়েছে? "
হ্যারিঃ" সে তুই বললে কি না বললে কি!হেরেছিস তো।। "
নাঈমঃ" আর আমি যে তোকে এক কিকে ডাউন করলাম সেটা? "
হ্যারিঃ" ওটা তো তুই আচমকা করেছিস , জানলে হতাম নাকি?"
এরিয়েলঃ" লড়াইয়ে সব সময় রেডি থাকতে হয়।। কখন কি হয়ে যায়।"
কথা বলতে বলতে যাচ্ছিলাম রাস্তায় কেভিন এর টিমের সাথে দেখা ,,,,
কেভিনঃ" হাই।। "
সকলেঃ" হেলো।। "
কেভিনঃ" যাক কথা বলার একটু সুযোগ হলো তোমাদের সাথে।। প্রথম রাউন্ড থেকেই ইচ্ছে ছিলো তোমাদের সাথে কথা বলার।। "
আমিঃ"আমারও, তবে সুযোগ হয়ে ওঠেনি।। তো কোথায় সব? আর তোমাদের এজেন্ট কোথায়?"
নিয়ারাঃ" আমরা এখানেই অপেক্ষা করছি এজেন্টের জন্য।। তিনি মিশন দেখতে গেছেন সেটা সম্পর্কে জেনে আমাদের নিয়ে যাবেন।। তো তোমরাও কি মিশন এর জন্য বেরোচ্ছো? তোমাদের এজেন্ট কোথায়?"
নীলিঃ" হ্যাঁ আমাদেরও মিশনে বেরোতে হবে।। আর ম্যাম ওদিকে আছেন সেখানেই যাচ্ছি আপাতত।। "
হ্যারিঃ" তো তোমাদের সাথে এসে দেখা হবে তখন নাহয় আড্ডা হবে।। এখন যেতে হবে অনেক লেইট হয়ে যাচ্ছে।। ম্যাম পানিশমেন্ট দিলে সমস্যা আছে।। এমনিতেই উনাকে সুবিধার লাগে না।।"
কেভিনঃ" হা হা ঠিক আছে, ঠিক আছে যাও ,।। আর মিশন এর জন্য বেস্ট অফ লাক।।"
আমিঃ "ধন্যবাদ , তোমাদেরকেও অল দ্যা বেস্ট ।।"
।
।
।
।
।
।
।
।
।
।
ওদের সাথে কথা বলে জঙ্গলের দিকে যাচ্ছিলাম।। ওখানে পৌঁছে দেখি ম্যাম বসে আছেন।। ভাগ্যিস ক্লোন ছেড়ে রাখেনি নাহলে আজও অবস্থা খারাপ হয়ে যেত।।
মিওঃ" তো তোমরা এসে গেছো? "(বলেই ওদের দিকে ফিরলাম)
আমিঃ" হ্যা ম্যা............... বলতে গিয়ে আটকে গেলাম ,, ম্যামকে আমার মায়ের মত দেখতে লাগছে।। কিন্তু এত মিল কিভাবে? অবাক হয়ে তাকিয়ে আছি।। সবাই অবাক হয়েই আছে কারণ ম্যাম দেখতে ভালই সুন্দর ।
নীলিঃ" ম্যাম তো এখনো অনেক ইয়াং আছে।।( আস্তে আস্তে নীলের কানে বললাম)
আমি চুপ করেই আছি।।
মিওঃ" তোমরা হয়তো জানো আমার ট্রেনিং একটু কষ্টের হয় আর এর একটু ঝলক তোমরা কাল দেখেছো ।। তো প্রথমে তোমাদের অভিনন্দন একাডেমিতে সুযোগ পাওয়ার জন্য।। আর দুঃখিত আমার টিমের মেম্বার হবার জন্য । তোমরা ভালই শক্তিশালী , কিন্তু তোমাদের আরো শক্তিশালী হতে হবে।। আমার কথা মতোও ট্রেনিং গুলো করলে তোমরা এমনিতেই হয়ে যাবে।। তাই চাইবো ভালো ভাবে বুঝতে ও সেগুলো পালন করতে ।।"
সবাইঃ" জি ম্যাম আমরা চেষ্টা করবো।।"
মিওঃ" গুড , তো আজকের মিশন শুধু না এটা অনির্দিষ্ট কালের একটা মিশন।। এতে একদিনও লাগতে পারে আবার এক সপ্তাহ আবার এক মাসও লাগতে পারে।। আলফেনিয়াতে কিছু প্রবলেম দেখা দিচ্ছে কয়েক মাস ধরে।। সেখানের রাজা সেটা দেখেছে কিন্তু কোনো কূল কিনারা কিছু করতে পারছে না তাই তিনি আমাদের কিং কে এটা জানিয়েছেন , এবং কিং তার কিছু এজেন্ট ও কিছু দ্বিতীয় বর্ষের ছাত্রদের পাঠিয়েছিল কিন্তু এখন তাদেরই খুজে পাওয়া যাচ্ছে না।। তাই বাধ্য হয়ে কিং তার দুই জেনারেলকে পাঠিয়েছিল কিন্তু তারা কোনো কারণে কদিন হলো কোনো রিপোর্ট পাঠায়নি।। তাই আমাদের পাঠানো হচ্ছে ওখানে।। ঠিক কি হচ্ছে আমরা সেটা খুজে বের করতে পারলে তোমরা রিপোর্ট নিয়ে এখানে এসে অফিসে জমা দেবে।। আমি ওদিক টা সামলে নেবো।।
আমিঃ" কিন্তু ম্যাম আমরা চলে আসবো কেনো একেবারে সব শেষে আপনার সাথেই তো আসতে পারি।।"
মিওঃ" সেটা সম্ভব না।। এমনিতেই মিশনটা শুধু আমার।। এটা উচ্চ লেভেলের মিশন যেটা আমি ছাড়া কেউ যায়না।। আমি তোমাদের ট্রেন করবো তাই প্রথমে দুই জেনারেলকে দিয়ে সলভ করতে চেয়েছিল কিং , কিন্তু এখন আমাকে দরকার। আর আমি তোমাদের একা রেখে যেতে চাইছি না কারণ সবাই ট্রেনিং পাবে তোমরা ছাড়া ।। তাই অনেক রিকুয়েস্ট করে তোমাদের নিয়ে যাচ্ছি ।। আমার কথা মতো চলবে , হুট হাট কারো সাথে ঝামেলাতে জড়াবে না , সন্দেহজনক কিছু দেখলে আমাকে জানাবে , মনে থাকবে ? "
সবাইঃ"জি ম্যাম।।"
মিওঃ "গুড।। তোমরা প্রয়োজনীয় জিনিস নিয়ে নেবে , আমার লিস্ট অনুযায়ী যা আছে ওগুলো নিয়ে নাও ,দ।। আর নিজের পছন্দ মত কিছু নিয়ে নিও ঠিক আছে।। এই নাও এতে স্বর্ণ মুদ্রা আছে এগুলো থেকে নিয়ে নিও। আর এই চারটা রিং নাও।। এগুলো হাই লেভেলের , এতে অনেক জিনিস ধরবে ।।এবার যাও লেট করো না।। আর হ্যা আমরা দুপুরে বের হবো।। তোমরা একাডেমির সামনে দাড়িয়ে থাকবে ঠিক আছে?"
সবাইঃ" হ্যা ম্যাম মনে থাকবে ।"
ম্যাম টেলিপোর্ট হয়ে চলে গেলো । আমরা সবাই ম্যাজিক শপ থেকে ম্যাম এর লিস্ট অনুযায়ী আইটেম নিলাম , এবং আমাদের পছন্দ মত কিছু নিলাম । দিয়ে খাওয়া দাওয়া করে সবাই আলোচনা করছিলাম।
।
।
।
।
।
।
।
।
।
দুপুরে সবাই এক জোট হয়ে একাডেমির সামনে দাড়িয়ে আছি।। এমন সময় ম্যাম এলো , এবং টেলিপোর্ট হয়ে একটা জঙ্গলে নিয়ে এলো ।
মিওঃ" শোনো তোমরা , মিশন টা শেষ করার জন্য অন্য প্ল্যান করেছি । প্রথমে ভেবে ছিলাম রাজার সাথে দেখা করে শেষ করবো।। কিন্তু এখন প্ল্যান চেঞ্জ । আমরা দুটো দল হয়ে আলফেনিয়াতে ঢুকবো ।। এবার তোমাদের মিশনটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে শুনবে আর নিজে থেকে কিছু করতে যাবে না।। আমাকে ইনফর্ম করার পর আমি যেটা বলব সেটা শুনবে ।।
মিশন হলো আলফেনিয়াতে কিছু গুপ্তঘাতক ঘুরে বেড়াচ্ছে ।। তারা অনেক নিরীহ মানুষকে মেরেছে , এবং তিনটে শহরে হামলা করে নষ্ট করে দিয়েছে।। তার মধ্যে আলকেনো নামের শহর যেখানে মূলত রাজ্যের দুই প্রিন্স ঘুরতে গেছিলো সেই শহরটাকে সাথে দুই প্রিন্সকেও মেরে ফেলেছে ।। এবার তাদের টার্গেট রাজ্যের মেইন সিটি অর্থাৎ ক্যাপিটালের উপর ।। তোমাদের কাজ সেই সব লোক কে খুঁজে বের করা এবং তাদের গোপন আস্তানা খুজে বের করা।।
এরিয়েলঃ" ম্যাম আমার মনে হয় তারা কিছু একটার পিছনে আছে এবং সেটার জন্য তারা এভাবে শহরের উপরে টার্গেট করছে এবং সেটা কে ধ্বংস করে খুঁজতে চাইছে।। নাহলে তাদের অর্থের প্রয়োজন হলে তার ক্যাপিটাল ও আরো দুই বড়ো শহরে আগে হামলা করতো এবং সেটা নিয়ে চলে যেত ।। আমার মনে হয় এতে অনেক রাজসভা এর লোকও আছে নাহলে এতো বড়ো কাজ তাও আবার এত বড় রাজ্যে করার সাহস পেত না ।।"
মিওঃ" ভালো একটা কথা বলেছো।। এবার কিছু টা আমি ধরতে পেরেছি তাদের লক্ষ্য সম্পর্কে , তবে সেটা এখনো সঠিক ভাবে বলা যাচ্ছে না।। তোমরা যখন এমন কাউকে সন্দেহ করবে বা কারো থেকে কোনো শিল ভাঙ্গা বা কোনো কাওকে মুক্ত করা নিয়ে হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ফলো করবে।। আমার ক্লোন তোমাদের আসে পাশে থাকবে কিন্তু আমি বেশি ক্লোন ইউজ করতে পারবো না কারণ একই চেহারা এর মানুষ অনেক জায়গায় দেখা দিলে সমস্যা হবে ।। আমি একটা ক্লোন তোমাদের একটা টিমকে দেবো তোমরা দুটো টিমে ভাগ হয়ে যাবে এবং আমি একা আলাদা হয়ে খুঁজব।। বুঝতে পেরেছো ? আর এই নাও, এই ঘড়ি টা হাতে পড়ে নাও।। এর দ্বারা তোমরা আমার সাথে বা একে ওপরের সাথে কথা বলতে পারবে। । আমি টিম ঠিক করে দিচ্ছি , নাঈম আর হ্যারি তোমরা একটা টিম সাথে আমার ক্লোন থাকবে , আর নীলি এরিয়েল আর নীল তোমরা একটা টিমে।। আমি তোমাদের সাথে থাকবো না আমি আলাদা যাবো আমি একটু গেট আপ চেঞ্জ করে রাজ্যে ঢুকে যাবো।। আর তোমরা একজন উত্তর গেট থেকে ঢুকবে আর একজন পশ্চিম থেকে ।। এই সোজা যাবে দিয়ে একটা রাস্তায় উঠবে , রাস্তায় বাম দিকে যাবে দশমিনিট গিয়ে দেখতে পাবে রাজ্যের পাঁচিল আর পশ্চিম গেট।। আর একদলকে আমি টেলিপোর্ট করে উত্তর গেটের কাছে রেখে আসবো তোমরা ভিতরে যাবে।। আর এমন ভাবে যাবে যে তোমরা এই রাজ্য ঘুরতে এসেছ।। এই নাও এই পেপারটা দেখালে ওরা বুঝে যাবে ।। আর তোমাদের সন্দেহ করে যদি কারাগারে ভরে দেওয়া হয় তখন কিং এর সাথে কথা বলার চেষ্টা করবে এবং তাকে আমার কথা বলবে সে বুঝে যাবে । আর কিং এর সাথে দেখা না করতে দিলে তখন ইমার্জেন্সী হিসেবে নীলি তো আছে আমার সাথে মাইন্ড কানেকশন করবে ।। বুঝে গেছো নিশ্চয়ই।। আর কিছু বলবো না এবার নিজেরা করবে ।। হ্যারি তোমরা যাও আপাতত।। ভিতরে গিয়ে ঘড়ির ব্যবহার করে আমাকে বলবে আমার ক্লোন চলে যাবে তোমাদের কাছে।। আর নীল তোমরা চলো তোমাদের পৌঁছে দিয়ে আসি , তারপর আমি পূর্ব গেটে যাবো ।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
ম্যাম আমাদের গেটের থেকে দশ-পনেরো মিনিট দূরে একটা ঝোপের কাছে টেলিপোর্ট করে দিয়ে চলে গেছে।। আমরা এখনো বের হইনি এখান থেকে।। নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছিলাম। আমরা এখানে বসে আছি তার আর একটা কারণ হলো এই একটু আগে দুটো সেনা এদিকেই এসে দাড়িয়ে আছে , এখন বেরিয়ে পড়লে আমাদের সন্দেহ করতে পারে কারণ আমরা লুকিয়ে আছি।। নীলি আর এরিয়েলকে চুপ করে বসে থাকতে বলেছি।। হঠাৎ একটু সরে যেতে গিয়ে একটা কাঠের উপর পা পরে যায় আর সেনা দুটো সেটা শুনে এদিকেই দ্রুত পায়ে আসতে থাকে।। আর আমাদের চোখে মুখে আতঙ্ক.........
।
।
।
।
।
।
।
।
।
।
।
চলবে ,,,,,,