••••••••° কিং অফ ম্যাজিক °••••••••
✓
✓
✓
✓
✓✓ লেখক নীল আহমেদ
✓
✓
✓
✓
✓✓শেষ পর্ব✓✓
✓
✓
✓
(গল্পটি কাল্পনিক , বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই)
।
।
।
।
।
নীলি - হ্যাঁ আন্টি আপনি চিন্তা করবেন না আমি করছি আপনারা বসুন ।
হেলি - মেয়েটা খুব লক্ষি কি বলিস মিও ।
হ্যারি - হেলি আন্টি। আমিতো ভাবলাম আপনার হাতের রান্না খাবো শেষ পর্যন্ত ওই মাইয়ার হাতের রান্না খেতে হবে ।
মিও - দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস । হেলি বার্ন তো আর বেঁচে নেই এবার তো রাজ্যে ফিরে চল এখানে কতদিন থাকবি আর ?? রাজ্যে অসুবিধে থাকলে একাডেমি তে চল ওখানে তোর ব্যবস্থা করে দেব থাকার । ছেলের কাছেই থাকতে পারবি।
হেলি - না রে এই জায়গা ছেড়ে যেতে পারবো না আমি । তোরা থাক, আর নীল তোদের সাথে থাকছে তো আর চিন্তা কিসের আমার কাছে জেসি আছে । জানিস তো সব কাজেই সে পারফেক্ট । আমাকে তো কোনো কাজ করতেই দেই না।
আরভিন - দেওয়ার তো কথা না আন্টি , (যতই হোক শাশুড়ি মনে মনে বললাম )
মিও - কথাটা কি সত্যি নাকি আরভিন মাইন্ড কানেকশন করে ?
আরভিন - আপনি আবার সবার মনের কথা শুনছেন ? হ্যাঁ সত্যি তবে এক পক্ষে ।
মিও - কোন পক্ষে ? নীল তো তেমন ছেলে না ।
আরভিন - জেসির পছন্দ নীল কে আবার নীলির পছন্দ অপরদিকে এরিয়েল এর ও ।
মিও - বলো কি এত কিছু আছে ।
আরভিন - হ্যা ।
প্রায় একমাস কেটে গেছে , কিং মারা যাওয়ায় পরবর্তী কিং হিসেবে মিও ম্যাম হয়েছে । কুইন মিও। তবে এই একমাসে আমার জ্ঞান এখনো ফেরেনি তাই আরভিন তার প্ল্যানেট এ যায়নি আমার জ্ঞান ফিরতে সে যাব । অন্যদিকে হ্যারি নাঈম নীলি সবাই আমাদের সাথেই থাকে এখন । কয়েক দিন পর একাডেমি শুরু হবে। কিছু বিল্ডিং ভালো আছে সেগুলো তেই ক্লাস হবে । আর বাকি গুলো মেরামতের কাজ চলছে । বাকি রাজা রাও তাদের রাজ্য সামলাতে ব্যাস্ত । অন্যদিকে আলফেনিয়া রাজ্যের কোনো অস্তিত্ব নেই এখন আর অত বড়ো যুদ্ধের পর সেখান টা পুরো একটা বড়ো গর্তের মত হয়ে আছে । সেই রাজ্যের মানুষেরা তাদের পছন্দ মত রাজ্যে বাস করতে শুরু করেছে। জেসির সাথে মায়ের ভালই সম্পর্ক গড়ে উঠেছে সেটার জন্য নীলি এখানেই থেকে গেছে এবং সেও সেই চেষ্টা করে যাচ্ছে । এরিয়েল ও বাকিরা প্রায় এসে ঘুরে যায় এবং খবর নিয়ে যায় । তো আজ জেসির বার্থডে তাই একটু ছোট খাটো আয়োজন হয়েছে বাড়িতে । বন্ধুরা সবাই আছে , এবং তারা মজা করতে ব্যাস্ত । অন্যদিকে জেসি সবার সাথে বসে গল্পঃ করছে আর নীলি আমার পাশে বসে আছে । আমার হাত নড়ে উঠে , আস্তে আস্তে চোখ খুলে উঠে বসি । পাশেই দেখি নীলি বসে আছে , আমাকে উঠতে দেখে তার চোখ দিয়ে পানি বের হতে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে সে জড়িয়ে ধরে।
আমি - কি হলো নীলি ? এমন করছো কেনো ?
নীলি - আজ কত দিন পর তোমার জ্ঞান ফিরেছে জানো ? প্রায় একমাস পর তুমি উঠলে ।
আমি - শুনেই অবাক। বলো কি ? সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে দেখি সব বন্ধুরা গল্পঃ করছিল হঠাৎ আমি যাওয়াতে সবাই ভুত দেখার মত চমকে উঠেছে। অন্যদিকে দেখি জেসি এক নাগাড়ে আমার দিকে চেয়ে আছে , হুট করে সে এমন একটা কাজ করে বসে যেটা কল্পনা করতে পারিনি। সে ছুটে এসে জড়িয়ে ধরে । তখনি আহেম এহেম কাশির আওয়াজ পাই। মা কে দেখে জেসি ছুটে ঘরে চলে যায় আর এদিকে নীলির চোখ বড় বড় হয়ে আছে।
হেলি - ছেলে বড়ো হয়ে গেছে হাহা।
আমি - মা কে গিয়ে জড়িয়ে ধরি। এভাবেই দেখতে দেখতে আরো একমাস কেটে যায়। এবার একাডেমি যাওয়ার সময় হয়ে গেছে। মা আর জেসি এর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ি একাডেমি এর উদ্দেশে। আরভিন সেদিন ই চলে গেছিলো , কথা দিয়েছে আবার আসবে সে দেখা করতে । খারাপ লাগলেও মেনে নিতে হবে কারণ এটা ওর জায়গা না ওর নিজস্ব প্ল্যানেট ফ্যামিলি আছে । আসলে অনেক দিন এক সাথে থাকায় বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে। একাডেমি তে পৌঁছে সবার সাথে দেখা করি তারপর ক্লাস হয় । ম্যাম একটা মিটিং রেখেছিল সব স্টুডেন্ট দের জন্য । আর একজন প্রিন্সিপাল হয়েছে রবার্ট স্যার। আর জেনারেল রণ আর রাইজিন এখন প্রথম ও দ্বিতীয় জেনারেল হিসেবে আছে। তো মিও ম্যাম সবাই কে বলতে শুরু করলো,,,
মিও - কয়েক মাস আগে এডোয়ার্ড এর জন্য আমাদের একাডেমি ছাড়াও অন্য রাজ্য অনেক কিছুই নষ্ট হয়েছে । এই একাডেমি এর কিছু বিল্ডিং ছাড়া বাকি গুলোর মেরামতের কাজ চলছে । তাই সবাই ক্লাস শেষ করে তাদের শক্তি দিয়ে যত টা পারবে হেল্প করবে । তাছাড়া এই যুদ্ধের জন্য অনেকেই অনেক এর প্রিয়জন দের হারিয়েছে , আমাদের অনেক স্টুডেন্ট তাছাড়া এজেন্ট এবং আমাদের আগের কিং ও আর বেঁচে নেই । সবার নিশ্চয় টুর্নামেন্ট এর কথা মনে আছে । হ্যাঁ ওটা ক্যান্সেল হবে না , তবে কিছু জিনিস পরিবর্তন হবে । তোমাদের সামনে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আসছে সেই টুর্নামেন্ট এর মধ্যে। টুর্নামেন্ট মূলত একাডেমি এর স্টুডেন্ট দের মধ্যে হয়ে থাকে । কিন্তু এবারের আমাদের অনেক স্টুডেন্ট মারা গেছে ওই যুদ্ধের জন্য তাই এবারের তোমাদের সামনে যারা থাকবে তারা অন্য ইউনিভার্স ও অন্য প্ল্যানেট এর স্টুডেন্ট । অনেক ধন্যবাদ আরভিন এর । আরভিন এক অন্য ইউনিভার্স এর এক প্ল্যানেট এর থেকে এসেছিল তোমরা সবাই তাকে দেখেছো তার সাহায্য নিয়েই আমি অন্যান্য ইউনিভার্স ও প্ল্যানেট এর সাথে কিছু চুক্তি করে এসেছি এই টুর্নামেন্ট নিয়ে। তো নিয়ম অনুযায়ী আটটি টিম সুযোগ পাবে এই টুর্নামেন্ট এর মধ্যে। আরভিন অর্থাৎ প্ল্যানেট আলফা এক্স থেকে একটি টিম আর আমাদের পাশের ইউনিভার্স এর থেকে একটি টিম ও আমাদের ইউনিভার্স এর মধ্যে থাকা আর এক প্লানেট ডেলটা থেকে একটি টিম আসবে , হ্যা এরা সেখান কার বেস্ট স্টুডেন্ট যেকোনো একাডেমি এর । আমাদের একাডেমি থেকে পাঁচটি টিম থাকবে । প্রতি টিমের মধ্যে ৬ জন করে থাকবে । তোমাদের আগের যেমন টিম ছিল তেমনি থাকবে শুধু একজন করে বাড়িয়ে দেওয়া হবে । তাই তোমরা নিজেদের সেই ভাবে তৈরি করো। এটা আমাদের একাডেমি এর জন্য একটা বড় সুযোগ । এটা আমাদের কেই জিততে হবে । যদি কোনো অন্য প্ল্যানেট এটা জিতে যায় তাহলে এটা আমাদের সম্মান নিচে নেমে যাবে। তাই তোমরা নিজেদের শক্তিশালী করে তোলো। আর হ্যা যে টিম জিতবে সে একটা ভালো টাইটেল তো পাবেই কিন্তু একাডেমি এর এই টুর্নামেন্ট প্রতিবার হয়ে থাকে একজন চ্যাম্পিয়ন তাই এই বারে চ্যাম্পিয়ন টিম এর সাথে চ্যাম্পিয়ন প্লেয়ার ও থাকবে । যে টিম টুর্নামেন্ট জিতবে সেই টিম শেষে নিজদের সাথে লড়াই করবে আর তার মধ্যে শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই চ্যাম্পিয়ন।
।
।
।
।
।
।
।
।।
।
।
।
।
------- বর্তমান সময় টুর্নামেন্ট এর দিন ------
আমি - ঘুম থেকে উঠে বসে আছি কিছুক্ষণ পর হ্যারি এসে ,,
হ্যারি - কি রে উঠে পড়েছিস ? একটু ট্রেনিং করবি নাকি ?
আমি - না কোনো রকম ভাবে কেও এখন আহত হাওয়া যাবে না , আজই টুর্নামেন্ট আর আজ ট্রেনিং না করায় ভালো । বাকিরা কই ?
হ্যারি - নাঈম এরিয়েল আর এলিসা আসছে একটু পরে কিন্তু নীলি কই যেনো গেলো শুধু বললো আসছি একটু পরে
আমি - নাইমরা এসে পড়ায় সবাই আলোচনা করছিলাম । এলিসা আমাদের নতুন মেম্বার। আমরা নানান ভাবে আলোচনা করছিলাম। তখনি দুজনের গলার স্বর পাই , তাকিয়ে মাথা নস্ট,,,, নীলি আর জেসি হেসে হেসে কথা বলতে বলতে আসছে ।
হ্যারি - ভাই তেল আর পানি মিশে গেলো কি করে ?
আমি - সেটাই তো ভাবছি । আর জেসি কি করছে এখানে ?
জেসি - হাই,,,, তোমাদের আজ ফাইট আছে তাই এলাম তোমাদের কে চিয়ার আপ করতে। সবাই নিজের বেস্ট দিও।
হ্যারি - এটা কি সবার জন্য না স্পেশাল কাওকে বললে
এটা শুনে সবাই হাসতে লাগলো।
আমি - চুপ কর, সবার জন্যই বলেছে । (এবার আমার কি হবে , একজন কে সামলাতে পারা অসম্ভব এখানে দুইজন কে কি করে সামলাবো ভাই, আবার তো পাঠক গুলোও সিঙ্গেল নাহলে এদের থেকে উপায় জেনে নিতাম)।
এভাবে কিছুক্ষন গল্পঃ করার পর সবাই রেডী হয়ে যেতে লাগলাম একাডেমি এর ট্রেনিং মাঠে । কারণ এই টুর্নামেন্ট টি হবে অন্য এক প্ল্যানেট এর মধ্যে যেখানে প্ল্যানেট ডেলটা এর একাডেমি এর প্রিন্সিপাল এর সাহায্যে ম্যাম একটি লড়াইয়ের জায়গা তৈরি করেছে । এবং আরভিন দের সাহায্যে সেটা ম্যাজিক এর সাহায্যে প্রত্যেক প্ল্যানেট এই টুর্নামেন্ট তারা দেখতে পাবে নিজের প্ল্যানেট থেকেই। কয়েকটি ম্যাজিক ওয়াল বানানো হয়েছে প্রত্যেক প্ল্যানেট এর মধ্যে , অবশ্যই যে প্ল্যানেট থেকে স্টুডেন্ট আসছে সেই প্ল্যানেট এর মধ্যে। একটি খালি প্ল্যানেট , যার মধ্যে একটি বিশাল বড় স্টেডিয়াম । যার মধ্যে এই টুর্নামেন্ট হতে চলেছে । আমরা সবাই ট্রেনিং মাঠে যাচ্ছি কারণ সেখান থেকে ম্যাম আমাদের টেলিপোর্ট করে নিয়ে যাবে ।। এরপরের কাহিনী পরের সিজনে জানতে পারবেন ।।
।
।
।
।
।
।
।
((((ধন্যবাদ বন্ধুরা , সকল পাঠক/পাঠিকা ও গল্পঃ লেখক দের ধন্যবাদ যারা এতদিন পাশে থেকেছেন । আমি নিয়মিত গল্পঃ দিতে পারি না তবুও আপনারা পাশে ছিলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ । এটা আমার লেখা প্রথম গল্পঃ ছিল তবুও আপনাদের ভালো সাড়া পেয়েছি যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে গল্পঃ লিখতে । এর জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এক গল্পে।
কিছু দিন মনে হয় গল্পঃ দিতে পারবো না এখন আর। একটু ব্যাস্ত থাকবো তাছাড়া নতুন গল্পঃ নিয়ে একটু ভাবছি । অন্য একটি গল্পঃ লিখবো তারপর সিজন 2 এর কথা ভাববো । ধন্যবাদ ভাই।))))
আর হ্যা যেনো রিকুয়েস্ট না করেন যে সিজন 2 আগে দিতে । কারণ ওটা সম্ভব হবে না । আপাতত এই গল্পঃ নিয়ে এখন কিছু চিন্তা করিনি। কয়েকটি গল্পের থিম মাথায় এসেছে ওর মধ্যে একটি চুস করবো । সেটা আগে দেবো ।
আবারো অনেক ধন্যবাদ। ❤️❤️❤️❤️❤️❤️
The End 😊😊😊