*ভূতের প্রেম*
পার্ট:১
লেখক: হৃদয় বাপ্পী
।
।
-আম্মু ও আম্মু।একটু উঠ না।(আমি)
-কি হয়ছে বাবা এত রাতে ডাকছো কেনো।(আম্মু)
-না মানে একটু টয়লেটে যাবো। যাবো একটু উঠ না।(আমি)
-এত বড় হয়ে গেছোস আর এখন ও একা বাইরে যেতো পারোস না।(আম্মু)
-তুমি তো জানো আমি ভূত দেখে ভয় পাই।যদি কোনো ভূত আসে আমাকে ভয় দেখাতে তখন আমি কি করবো।(আমি)
-চল।(আম্মু)
।
টয়লেট থেকে এসে আবার ঘুমিয়ে পরলাম। এখন পরিচয়টা দিয়ে দি। আমি বাপ্পী।বাবা মার একমাত্র ছেলে।বাবা দেশের বাইরে থাকে।বাসায় আমি আর আম্মু থাকি।আসলে আমি অনেক ভিতু টাইপের ভূতকে অনেক ভয় পাই।এজন্য আম্মু আমার সাথেই ঘুমায়।আর রাতে আমি বের হলে আম্মুকে সাথে নিয়েই বের হই।।
সকালে উঠে দেখি আম্মু ব্যাগ রেডি করছে।
-আম্মু কোথায় যাবো আমরা?
-তোর নানু বাড়ি যাবো আমরা।তোর ছোট মামার বিয়ে সামনে সপ্তায়।(আম্মু)
-আমি ওই বাসায় যাবো না আম্মু।ওই বাসায় ভূত আছে।(আমি)
-তোকে নিয়ে যে কি করি।আচ্ছা তাহলে তুই এখানে একা একা থাক আমি একাই চলে যাবো।(আম্মু)
-আচ্ছা আমি ও যাবো।কিন্তু তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবা না।(আমি)
-আচ্ছা আগে ফ্রেস হয়ে নাস্তা করে রেডি হয়ে আয়।(আম্মু)
-আচ্ছা।
।
আসলে আমার নানা বাসা দেখতে অনেকটা ভূতুরে বাড়ির মতো।এজন্য আমি ওই বাসায় যেতে চায় না।আর আমার খালাত মামাত ভাই বোনেরা জানে আমি অনেক ভিতু এজন্য তারা শুধু আমাকে ভয় দেখাই।এজন্য নানা বাসা আমার খালো লাগে না।কিন্তু কি আর করার বাসায় তো আর আমি একা থাকতে পারবো না তাই চলে আসলাম নানা বাসায়।
-নানু ভাই তুমি আসছো।আমাদের তো ভুলেই গেছো।(আমাকে দেখে আমার নানি বলল)
-কোথাই ভুলে গেছি তোমরাই তো ভুলে গেছো।(আমি)
-দাদু ভাইয়া তো ভুলে নাই কিন্তু এবার গেলে ভুলে যাবে।(আমার মামাত বোন দিয়া বলল কথাটি)
-ওই তোরা যদি এবার ও ওকে নিয়ে কিছু করোস না তাহলে তোদের খবর
আছে।(বড়মামা)
-আব্বু আমরা তো কিছুই করবো না ভাইয়া তো একা একা ভয় পাই শুধু।এত ভিতু যে কেমনে হয়ছে।(বড় মামার ছেলে তাবিব বলল)
-তোরা থামবি মামা তুই ঘরে যা একটু রেস্ট নে।(ছোট মামা)
-আচ্ছা মামা।।।
।
সবার সাথে একটু একটু কথা বলে আমি চলে গেলাম আমার রুমে।আমার রুম বললে ভুল হবে আমার আর আমার ময়নার ঘর।ছোট বেলায় যখনই আসতাম আমি আর আমার ময়না একসাথে থাকতাম।আমার ময়নাটা কিন্তু কোনো পাখি না।ওর নাম ছিল নিথি।আমার মামাত বউ।আমার আর নিথির বিয়ে ছোট বেলায় হয়ে গেছিলো।তখন ভালো বাসা বুঝতাম না কিন্তু ওকে ছাড়া কিছুই বুঝতাম না।আমি নিথিকে আদর করে ময়না বলতাম।ঘরে সব ঠিক আছে কিন্তু আমার ময়নাটা নাই শুধু।খুব মিস করি আমার ময়নাকে।আমি আগে ভয় পাইতাম না কিন্তু আমার ময়না যাওয়ার পর থেকে আমি খুব ভিতু হয়ে গেছি।আপনারা ভাবছেন আমার ময়না আবার কোথাই গেছে।তাহলে একটু অতীত থেকে ঘুরে আসি।
।
।
সময়টা ছিল ২০০৯।তখন আমি ক্লাস ৩ এ পড়ি আর আমার ময়না ১ এ পরে।একবছর পর আমি আমার ময়নার সাথে দেখা করতে যাচ্ছি।যানি অনেক অভিমান করেছে।।ছোট হলে ও অভিমানটা তার একটু বেশিই।আমার নানা বাসার মধ্য আমার নানার শুধু দুইটা নাতি নাতনী তাও আবার আমি আর আমার বউ।এজন্য আমরা সবার আদর পাইতাম।আমি বড় হিসাবে আর ও ছোট হিসাবে।তো নানা বাসায় এসে সবাইকে দেখলাম কিন্তু আবার বউটাকে কোথাও পেলাম না।
-কি নানু ভাই আামাদের কথা তো মনে নাই তোমার।ভুইলা গেছো।
-(আমি কথা না বলে ময়নাকে খুজতেছি)
-কি হলো নানু ভাই কি খুজো।(নানু)
-বুঝছি তুমি তোমার বউ খুজতেছো যাও তোমার বউ ছাদে আছে।একটু সাবধানে যেও অনেক রেগে আছে।(বড় মামি)
আমিও ছাদে চলে গেলাম।দেখি আমার ময়না এক পাশে বসে আছে।চোখ দুইটা লাল হয়ে ফুলে গেছে।মনে হয় খুব কান্না করে আমার জন্য।
-ময়না আমার ময়না।দেখো তোমার বাবুই আসছে।(আসলে ময়না আমাকে বাবুই বলে)
তোমার সাথে কোনো কথা নাই আমার।একদম কথা বলতে আসবা না।(ময়না)
-আমার বউটা মনে হয় রাগ করছে।বাবু রাগ করে না আমি তো চলে আসছি।আর যাবো না তোমাকে রেখে।(আমি)
-হুহহ।বললেই হলো আগের বার ও বলছিলা কিন্তু পরে চলে গেছিলা।যানো তোমাকে ছাড়া কত কষ্ট হয় আমার।(ময়না)
-বললাম তো আর যাবো না তোমাকে রেখে।আর তোমার জন্য কি,আনছি যানো।চকলেটস।(আমি)
-দাও আমার চকলেটস।(ময়না)
-আগে পাপ্পি দাও?
-উম্মাহ উম্মাহ।।এখন আমার চকলেট দাও।(ময়না)
-নাই তো।কোনো চকলেট আনি নাই।(আমি)
-কি বললি তুই চকলেট আনোস নাই।তবে রে।(ময়না)
।
ময়না রেগে গেছে।এখন আমাকে ও দৌড়াইতে হবে আমি ও দৌড়াইতেছি।আর ময়না ও আমাকে ধরার জন্য পিছোনে,দৌড়াচ্ছে।আমাদের কান্ড কারখানা সবাই দেখছে আর হাটছে।হঠাৎ ময়না বাবুই বলে চিৎকার দিলো।আমি ও পিছোনে তাকিয়ে দেখে ময়না ছাদ থেকে পরে যাচ্ছে। আমার কিছুই করার নাই। আমি সহ সবাই নিচে দৌড়ে চলে আসলাম।নিথিকে তারাতারি হাসপাতালে নিয়ে আসলাম।ডাক্তার প্রতমে বলল সব ঠিক আছে।কিন্তু পরে সবাই মিলে বলল ও আমার থেকে অনেক দূরে চলে যাবে।কিন্তু পরে আবার চলে আসবে
অনেক দূরে মানে তো আল্লাহর কাছে যাওয়া।হয়তো আমাকে রেখে চলে গেছে আবার আসবে এটা ভেবে আমি বাসায় চলে যায়।কিন্তু যখন বুঝলাম ও আর আসবে না তখন খুব কান্না করতাম।ভয় ও বেশি পায়।।
।
।
এইসব ভাবতেছি আর আমার সামনে দিয়ে একটা মেয়ে গেলো মনে হয়। সেই মায়াবি চেয়ারা সেই চোখ।সব কিছু আমার ময়নার সাথে একদম মিলে যায়।না না আমি মনে হয় ভুল দেখছি।কারণ এর আগে আমি এই মেয়েকে কোনোদিন ও দেখি নাই।তবে কি আমার ময়না এটা।না সেটা কেমনে হয় আমার ময়না তো মারা গেছে।। মনে হয় কোনো আত্মীয় হয়।কিন্তু আমার ময়নার সাথে তার চেহারা এতো মিলে কেনো।
।
।
(চলবে)
।
।
ভালো লাগলে জানাবেন।আর পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।