কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির-হাসান-আকাশ
পর্বঃ১৯
ডেভিড রূপে,,,,
আমি যেই টাইম রিংটার জন্য মিথরান্ডির এর সাথে লড়াই করতে এসেছি,সেই টাইম রিংটাই এখন মিথরান্ডির আমার বিরুদ্ধে ইউস করছে,,,,
আমারই ভুল হয়েছে,যদি আমি সরাসরি মিথরান্ডির এর মাথায় লেজার ছুড়ে মারতাম তাহলে এতোক্ষণে মিথরান্ডির পরোপারে চলে যেত,এবং টাইম রিংটা আমার হাতে এসে পরতো,,
মিথরান্ডির টাইম রিংটা চালু করার সাথে চারদিক সবুজ আলোয় ছেয়ে গিয়েছে,,, আমি আস্তে আস্তে অতীতে ফিরে যাচ্ছি, অনেক চেষ্টা করছি সবুজ এ্যারিয়ার জোন থেকে বের হওয়ার জন্য,কিন্তু পারছি না,,,
কিছু সময় পর এমন একটা অতীতে আমি চলে আসলাম যেই অতীতে থাকাকালীন সময়ে আমি মিথরান্ডির কে আঘাত করেছিলাম,,যেহুতু মিথরান্ডির জানে আমি এই সময় তাকে উদ্দেশ্য করে লেজার ছুড়ে মেরেছিলাম,এবং সে আমার উপর টাইম রিং ব্যবহার করার জন্য আমি আপাতত এখন আমার অবস্থান চেঞ্জ করতে পারব না,,তাই সে বুজে গিয়েছে জয় তারই হবে,,,
আমি এমন একটা প্যারাডক্সে আটকে আছি যেখানে কেউ আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসতেও পারবে না,,,,
ঠিক ঐ মূহুর্তে আমার চোখ গেলো মিথরান্ডির এর দিকে,সে তার ডার্ক এনার্জি ইউস করে অনেক বড়োসরো একটা ডার্ক বল তৈরি করেছে আমাকে মারার জন্য,তার ডার্ক বল থেকে বাঁচতে হলে আমাকে যে করেই হোক এই প্যারাডক্সের বাইরে যেতে হবে,,,,
প্যারাডক্সের বাইরে যেতে হলে অবশ্যই আমাকে দৌড়াতে হবে,কিন্তু দৌড়াব কিভাবে,আমিতো যেখানে আছি সেইখান থেকে এক চুলও নড়তে পারছি না,
কিন্তু বাচতে হলে অবশ্যই দৌড়াতে হবে,
আমি আমার সকল মন সংযোগ এক করে চোখ বন্ধ করে পা নড়ানোর চেষ্টা করলাম,কিন্তু খুব বাজে ভাবে আমার পা মাটির সাথে আটকে আছে,তবুও আমি চেষ্টা করে যাচ্ছি,
এমন সময় আমার মনে হলো আমার পুরো শরীর হালকা হয়ে গিয়েছে, পা গুলো খুব সহযেই নাড়াতে পারছি,,,এমনকি আমি দৌড়াতেও পারছিলাম,,আমি খুশি হয়ে আমার চোখ খুলে ফেললাম,চোখটা খুলে আমি অবাক হয়ে গেলাম,চারপাশে তাকিয়ে দেখলাম আমার চারদিকের সব কিছু স্থির আছে,এমনকি মিথরান্ডিরও তার জায়গায় স্থির আছে,তার মানে কি আমি লাইটিং স্পিডে দৌড়াচ্ছি,,,, ওয়াও,,,এখন দেখবো মিতরান্ডির তোমার টাইম রিংটা কে পায়।
(বিদ্রঃআলোর গতিতে চলতে পারলে কিভাবে সময় স্থির হবে সেইটা আমার টাইম লাইনে পোস্ট করা আছে,,,,,সময় সৃষ্টি হওয়ার পূর্বে কি সৃষ্টিকর্তা ছিলো ঐ গল্পটা পরলেই জানতে পারবেন।)
এইদিকে স্পেসসিপের ভিতর,,,
কুইল আমরা প্লেনেট কেপলারে চলে এসেছি,,,এখন আমাদের মিলানো(স্পেসশিপ)
কেপলারের মধ্যাকর্ষন অতিক্রম করবে,,,,(রকেট)
তারাতারি সেখানে যাওয়ার চেষ্টা করো রকেট,,,টার্গেট পয়েন্টে কি আছে তা দেখার জন্য খুব ইচ্ছা করছে,,,,(কুইল)
কুইল এইতো আমারা এসে পরেছি,, এখন আমাদের মিলানোকে টার্গেট পয়েন্টে ল্যান্ড করাতে হবে,,,,,(রকেট)
তাহলে আর দেরি কেন,ল্যান্ড করিয়েই ফেলো,,(কুইল)
কয়েক সেকেন্ডের মাঝেই মিলানো মিথরান্ডির এর প্যালিসে লেন্ড করানো হলো,,,
কুইল,গ্রুট এবং রকেট মিলানো থেকে নামার জন্য তৈরি হচ্ছে,,, মেনথিস্,নেবুলা এবং ড্রাক্স আপাতত এখন ঘুমিয়ে আছে,,,,
রকেট তার বানানো কয়েকটা অত্যাধুনিক ওয়েপন,এবং কুইল তার কুয়াড ব্লাস্টাট সাথে নিয়ে মিলানো থেকে নামতে থাকে,তারা মিলানো থেকে নামার পর অনেকটা অবাক হয়ে যায়,,,,
রকেট আমরা যেই জিনিসের জন্য এখানে এসেছি তা মনে হয় সামনে আছে,,,(কুইল)
কোথায় কুইল,আমাকে সেখানে নিয়ে চলো,,(রকেট)
তোমাকে যেতে হবে না,একটু সামনে তাকিয়ে দেখো,সম্পর্ন নতুন একটা টাইম স্টোন,,,,(কুইল)
হ্যা কুইল,তুমি তো ঠিকই বলেছো,রাডারে মনে হয় এই স্টোনটাই ধরা পরেছিলো,,,,(রকেট)
হুম এইটাই,তবে এখন কি করব,(কুইল)
কি করব আবার,যার কাছে স্টোনটা তাকে এ্যাটাক করে টাইম স্টোনটা হাতিয়ে নিব,চোরাই বাজারে এর দাম অনেক,,,,(রকেট)
না রকেট আমরা এমনটা করতে পারি না,আমারা একসময় চুর ছিলাম,কিন্তু এখন আমরা গার্ডিয়ান,,তবে তুমি মনে হয় আরেকটা বিষয় খেয়াল করে দেখো নাই,,(কুইল)
কি বিষয় কুইল(রকেট)
আমাদের একটু সামনে ওয়ার্ম হোলের মতো একটা আলোক রেখা,কিন্তু ঐটা এখানে আসলো কি করে(কুইল)
জটিল বিষয়, এখানে ওয়ার্ম হোল,তবে আমি টনি স্টার্কের কাছে শুনেছিলাম লাইটিং স্পিডে ছুটতে পারলে চারদিক থেকে ওয়ার্ম হলের মতো আলো বের হয়,,,(রকেট)
তার মানে কি এখানে কেউ লাইট স্পিডে ছুটছে,,(কুইল)
হতেও পারে,,মনে হচ্ছে যে এখানে লাইট স্পিডে ছুটছে সে টাইম স্টোন থেকে বাচার জন্যই এমন করছে,,,,এই জন্য আমাদের সবার আগে টাইম স্টোন ইউজার কে টাইম স্টোন ইউস থেকে সরাতে হবে,,,,(রকেট)
এইকথা বলা মাত্রই কুইল তার কুয়াড ব্লাস্টাট(একটা ওয়েপন,যেইটা গার্ডিয়ান অফ দ্যা গ্যালাক্সিতে কুইল বা স্টার লর্ড ইউস করে)
মিথরান্ডির কে লক্ষ করে ছুড়ে মারলো।
কুয়াড ব্লাস্টাট সোজা গিয়ে মিথরান্ডির এর পিঠে লাগলো,,,
মিথরান্ডির এর পিঠে কুয়াড ব্লাস্টাট লাগার কারনে তার পুরো শরীরে ইলেক্টিক শর্ক পরতে থাকলো,,যার ফলে মিথরান্ডির এর টাইম ম্যাজিক বন্ধ হয়ে গেলো,,,,
ডেভিড রূপে,,,
লাইটিং স্পিড আনলক হওয়াতে খুব মজা পাচ্ছি, এখন আবার নতুন করে লাইটিং স্পিড পাওয়ার জন্য কারো সাথে লড়তে হবে না,একেই বলে এক ঢিলে দুই পাখি মারা,,,😃
আমি লাইটিং স্পিডে মিথরান্ডির এর চারদিকে ঘুরছি,,আমার কাছে মিথরান্ডির স্থির,কিন্তু তার কাছে আমি গতিশীল, সে তার চারপাশে মনে হয় আলোকরেখা ছাড়া আর কিছুই দেখছে না,,,,এখনি সময় মিথরান্ডির এর পিছনে গিয়ে তাকে আঘাত করা,,
আমি এই ভেবে মিথরান্ডির এর পিছনে গিয়ে থেমে গেলাম,তাকে যখনি আঘাত করতে যাব তখনি তার দিকে তাকিয়ে দেখতে পাই তার পিঠে কুয়াড ব্লাস্টাট লেগে আছে,,তার মানে কি গার্ডিয়ান টিম এখানে এসে পরেছে,
গার্ডিয়ান টিম এখানে আসুক বা এভেন্জার টিমই আসুক তা পরে দেখব,আমাকে আগে আমার কাজ করতে হবে,,,
এই ভেবে আমি সার্পার বলে আম্মুর দেওয়া সোর্ডটাকে আমার হাতে নিয়ে আসলাম,এবং মিথরান্ডির এর মাথা টার্গেট করে একটা স্লাইস দিলাম,যেহুতু মিথরান্ডির এর শরীরে কুয়াড ব্লাস্টাট লেগে ছিলো তাই তার আর কিছু করার ছিলো না,যা হবার তাই হলো মিথরান্ডির এর গলা থেকে মাথা আলাদা হয়ে গেলো।
মিথরান্ডির কে মেরে ফেলার সাথে সাথে পুরো এরিয়ার টাইমটা আগের মতো হয়ে গেলো,,আমি তারাতাড়ি গিয়ে মিথরান্ডির এর হাতে থাকা রিংটা খুলে নিয়ে আমার হাতে পরে নিলাম,,,,
আমি যখন আমার আঙুলে মিথরান্ডির এর রিংটা ডুকাচ্ছি তখন পিছন থেকে,,,,,
ঐ ছেলে কে তুমি,,আর আমাদের জিনিস তুমি নিচ্ছো কেন,,,?(রকেট)
ও রকেট যে, রকেট আমি হলাম স্কাইলর্ড মানে ডেভিড, তোমাদের পরিচয় দেওয়ার দরকার নাই তোমাদের আমি চিনি তোমরাই পৃথিবীর সেই এভেন্জার টিমের সদস্য,(আমি)
হ্যা ছোট ছেলে,আমরা এবেন্জারের মেম্বার,তবে আমরা ছাড়াও আরো অনেক মেম্বার আছে এভেন্জারে,,,,তবে তুমি আমাদের চিনলে কি করে,,,,,,(রকেট)
যখন থানোস পৃথিবীকে ধ্বংশ করার জন্য পৃথিবীতে এসেছিলো তখন আমি পৃথিবীতেই ছিলাম,এইজন্য তোমাদের চিনি,,,,
কিন্তু এখানে কিভাবে এলে,,আর টাইম স্টোনটা তুমি নিয়ে নিলে কেন,,?(কুইল)
কুইলের এই প্রশ্ন শুনে ডেভিড তার ছোটবেলা থেকে ঘটা সব ঘটনা গার্ডিয়ানদের খুলে বলে,,,,,
ইতিমধ্যে হেনা,এ.কিং এবং বাকি গার্ডিয়ানরাও এখানে চলে এসেছে।
সবাই ডেভিডের বলা কথা শুনে অবাক হয়ে যায়,তারা বিশ্বাস করতে পারছিলো না এতো ম্যাজিক ইউনিভার্সে আছে,এমনকি রেড সুপার জায়েন্টে প্রান আছে তাও আগে কোন গার্ডিয়ান জানত না,,কিন্তু ডেভিডের সোর্ড এবং স্টেনার ম্যাজিক ইউস করা দেখে তারা বিশ্বাস করতে বাধ্য হয় অনেক শক্তিশালী ম্যাজিক ইউনিভার্সে এখনো লুকিয়ে আছে।
আচ্ছা তোমার কথা শুনে যা বুজলাম থরের মতো তুমিও একজন গড,?(রকেট)
হ্যা আমি গড,তবে আমি এখনো আমার সবগুলো এনার্জি আনলক করতে পারি নাই,এবং সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনও খুজে পাই নাই,,,এগুলো ছাড়া আমি অনেক দুর্বল,,,,(আমি)
আমার মনে হচ্ছে কি তোমার বাবকে বাঁচাতে হলে আমার এবং গ্রুটের দরকার হতে পারে তোমার,,,(রকেট)
কিন্তু কেন?
কারন পারলিকা ফোর্সের অনেক গোপন তথ্য আমি আর গ্রুট জানি(রকেট)
আমার এবং গার্ডিয়ানদের মধ্যে যে কথোপকথন হচ্ছে তা এ.কিং এবং হেনা মনোযোগ দিয়ে শুনছে কিন্তু কিছু বলছে না,,,
to be continue ❣️