কিং অফ দ্যা ইউনিভার্স
পর্বঃ১৭
#আবির_হাসান_আকাশ
এমন সময় ডার্ক প্রিন্সেস মাটিতে লুটিয়ে পড়লো,ডেভিড উপরের দিকে তাকিয়ে দেখলো তাদের উপরের ম্যাজিক্যাল ব্যাড়িয়ারটা আর নেই,এবং একটা আইসের বল সোজা হেনার মাথায় এসে লেগেছে এবং তার বোনের পা থেকে কোমর পর্যন্ত বরফে ছেয়ে গিয়েছে,,,
ডেভিড সামনে তাকতেই দেখতে পেলো প্রায় ৫০ জনের মতো বিসপ তাদের এ্যাটাক করার জন্য এগিয়ে আসছে,,যেহুতু ডার্ক ম্যাজিকের তৈরি ব্যাড়িয়ারটাও এখন আর নেই তাই তার বুজতে বাকী রইলো না সরাসরি তাদের উপর এখন আক্রমন হবে।একেকজন বিসপ একেক ম্যাজিক ইউস করায় কে কোন ম্যাজিকের অধিকারী তা বুজা প্রায় অসম্ভব, তবে হেনার উপর যেই বিশপটা এ্যাটাক করেছে সে নিশ্চই আইস ম্যাজিকের অধিকারি,,,,
ডেভিড আপনি বলেছিলেন না আমরা এতোক্ষণ আপনাকে লড়াই করতে দেই নাই কেন,,,এখন সময় হয়েছে আপনার লড়াই করার,স্কাইলর্ড কতটা পাওয়ার ফুল তা এই বিসপদের দেখিয়ে দেন,তবে একটা কথা মনে রাখেন নাইট সেনাপতি এবং বিসপ সেনাপতি এখনো সামনে আসে নাই,তাদের সাথে লড়াই এর সময় মাথা খাটিয়ে লড়াই করতে হবে,তারা যেমনটা পাওয়াফুল তেমনই চালাক।
এন্জেল কিং আমাকে এই কথা বলে সে আপুর ওপর তার বড় বড় পাখনা দিয়ে ডেকে দিলো,এবং তার ফায়ার ম্যাজিক ব্যাবহার করে আইস ভাংতে শুরু করলো,এবং হিলিং স্পেল পড়ে আপুকে হিলকরতে থাকলো ,
আমাকে এখন একাই লড়াই করতে হবে,আর এলিট গার্ডদের সাথে লড়াই এর সময় ব্যাকাপ হিসাবে লেজার ব্যাবহার করার জন্য এখন লেজার অফ ফায়ার ব্যাবহার করতে পারব না।
বিসপ এবং বেচে যাওয়া নাইটগুলো আমাদের দিকে এগোতে থাকলো,বিসপদের মধ্যে একেকজন একেক রকমের ম্যাজিক ব্যাবহার করছে,কেউ আমাদের দিকে ফায়ার বল ছুড়ছে আবার কেউ আইস বল ছুড়ছে,,,এন্জেল কিং আপুকে তার পাখনা দিয়ে ডেকে ফেলার জন্য তাদের উপর এই এ্যাটাক গুলো কোন প্রভাব ফেলবে না।তবে বেশি মাত্রায় এ্যাটাক হলে এন্জেল কিং এর পাখনারও নাজেহাল অবস্থা হতে পারে তাই আমি আর দেরি না করে এন্জেল কিং এর সামনে চলে গেলাম,যাতে তারা কভারে থাকে এবং আমি একাই বিসপদের সাথে লড়াই করতে পারি,,,,
আমি এন্জেল কিং এর সামনে চলে গিয়ে সার্পার বলে হাত উঁচু করলাম,সাথে সাথে আমার হাতে আম্মুর দেওয়া দ্যা সুপার সার্পার সোর্ডটা চলে আসলো,,,সোর্ডটা আমার হাতে আসা মাত্রাই পুরো এ্যারিয়া জুড়ে সাদা আলোর একটা ঝলকানি দিয়ে উঠলো,,,
তখনি পিছন থেকে কেউ একজন বলে উঠলো স্টপ,,,,,
সাথে সাথে আমার সামনে থাকা সকল নাইট এবং বিসপরা থেমে গেলো,আমি সামনে তাকিয়ে দেখলাম নাইট এবং বিসপদের মাঝখান থেকে দুইজন লোক এগিয়ে আসছে,
এই যে ছেলে,জানিনা তুমি কোথা থেকে এসেছো,তবে দ্যা সুপার সার্প সোর্ডটা হাতে নিয়ে ভেবো না এইটার সঠিক ব্যাবহার তুমি করতে পারবে,সার্পার তার মালিক ছাড়া সার্পার ভালভাবে কেউ চালতে পারে না,আর তুমি তো একটা সাধারণ বাচ্চা, তোমাকে আগেই এলার্ট করতে এলাম,আমি চাইনা না কোন ছোট বাচ্চা কে হত্যা করতে,বিসপ সেনাপতি হয়েছি বলে এতোটাও অমানবিক আমি নই,,,,,
হাহাহাহা,আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমাকে দেখে ভয় পেয়ে আগেই পরাজয় শিকার করতে এসেছেন, কিন্তু আপনি পরাজয় শিকার করলেও আপনাদের সবাইকে পরপারে পাঠিয়ে এখান থেকে যাব আমি,,,,
ভালো কথা বলতে এসেছিলাম,আর তুই আমার সাথে এইভাবে কথা বললি
,,,সৈন্যটা এ্যটাক,,,,
বিসপ সেনাপতি বিসপদের এ্যাটাক করতে বলার সাথে তার আমাকে সব সৈন্য গুলো একত্রে এট্যাক করার জন্য এগিয়ে আসতে লাগলো,,,,,,
(যারা যারা এভেন্জার সিরিজ এবং গার্ডওয়ান অফ দ্যা গ্যালাক্সি সিরিজ দেখছেন তাদের নিচের টুকু বুঝতে প্রবলেম হবে না )
এদিকে মিল্কিওয়ে গ্যালাক্সির শূন্য স্থানে একটা মহাকাশ জানের ভিতর,,,,,
মিউজিক--Hail (Hail)
What's the matter with your
hair?yeah.....
Hali(Hali)
What's the metter with your
Mind and your sign?And a..
Oh,Oh,Oh-a
Hali(hali)
Nothing the metter with your
Head baby,find it
Come on and find it
Hali(Hali)
With it, baby
Cause you are fine
And you are mine,and you
Look so divine
Come and get your love
Come and get your love
Come and get your love
কুইল টনি স্টার্কের জন্য খুব কষ্ট হচ্ছে,, বেচারা সত্যি খুব ভালো মনের মানুষ ছিলো, তা না হলে আমাদের সবার জন্য নিজের জীবন কখনো উৎসর্গ করত না,,,,(রকেট)
ঠিক বলেছো রকেট,তবে সে শুধু আমাদের জন্য নয় পুরো ইউনিভার্সের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে,,,,কিন্তু আজ কেন জানি গামোরার কথা খুব মনে পরছে,,,মেয়েটাকে আমার জন্যই থানোসের হাতে মরতে হয়েছে,আমাদের ভালোবাসাটা হওয়ার আগেই ভেঙে গেলো😭
টেনশন করো না কুইল,কেউ তো আজীবন সাথে থাকে না,আমি ঠিক বলেছি না গ্রুট,,,(রকেট)
আইএম গ্রুট,,,(গ্রুট)
যা বাল তোরে কিছু বললেই বলিস আইএম গ্রুট,,,🤐
ও মাই গড,,,,,, (রকেট)
কি হয়েছে রকেট(কুইল)
আমি রাডারে আমাদের পাশের এন্ডোমেডা গ্যালাক্সি থেকে অনেক পাওয়ারফুল একটা ওয়েপনের সংকেত পাচ্ছি। এতো পাওয়ারফুল কোন কিছু এর আগে কখনো দেখি নাই,মনে হচ্ছে ছয়টা স্টোনের মতো পাওয়ারফুল ঐ ওয়েপন টা,,,(রকেট)
তুমি যে কী রকেট,,একটা কিছু দেখলেই ঐ টার প্রতি লোভ বসে যায় এখন আবার বলো না ঐ ওয়েপন টা তোমার চাই,,,(কুইল)
আমার সত্যি লাগবে ঐ ওয়েপন টা, চোরাই বাজারে অনেক চড়া দাম হবে সম্ভবত। যা দিয়ে সারাজীবন বসে খেতে পারব,(রকেট)
রকেট আমরা গার্ডিয়ান এবং এভেন্জার কোন চোর না,তাই ঐ দিকে নজর না দিয়ে সামনে চলতে থাকো,,,(কুইল)
না বস আমার লাগবেই ঐ ওয়েপন টা,আমি এখন আমাদের সামনে থাকা ওয়ার্ম হোল দিয়ে সোজা এন্ডোমেডা গ্যালাক্সিতে চলে যাব।(রকেট)
একবার যেহুতু রকেটের ঐ পাওয়ারফুল ওয়েপনটার উপর লোভ পরেছে তাহলে সে আর ঐ টা না নিয়ে যাবে না,,এক নাম্বারের ফকিরা স্বভাব,,, (কুইল মনে মনে)
মেনথিস আমার কাছে এসে আমাকো ঘুম পারিয়ে দাও তো,,জেগে থাকলে গামোরার চিন্তায় অস্থির হয়ে যাব,,,(কুইল)
মিথরান্ডির এর প্যালিসে,,,,
বিসপ সেনাপতির আদেশ অনুসারে সকল বিসপ আমার দিকে এট্যাক করার জন্য আসতে লাগলো।ইতিমধ্যে দ্যা সুপার সার্প আমার হাতে,বিসপ সেনাপতির কথা শুনে আমি বুঝে গিয়েছি আম্মুর সোর্ডটাও অনেক পাওয়ারফুল।
অন্যদিকে বিসপরা ম্যাজিক ব্যাবহার করতে পারলেও তাদের ম্যাজিক তেমনটা পাওয়ারফুল নয়।
বিসপগুলোর মাঝথেকে কয়েকজন আমার দিকে ফায়ার বল ছুড়তে লাগলো,,,কিন্তু তাদের ফায়ার বলের গতি তেমনটা বেশি ছিলো না যার কারনে আমি যেই জায়গায় দাড়িয়ে ছিলাম সেখান থেকে পজিশন চেন্জ করলাম,এবং আমার পাশকেটে ফায়ার বল গুলো চলে গেলো,,,,
আমার হাতে দ্যা সুপার সার্পার সোর্ড থাকায় বিসপরা ভয়ে আমাকে সামনে থেকো এট্যাক করছে না।তারা মনে হয় সার্পার এর ভয়াবহতা সম্পর্কে জানে,,,,
এমন সময় একটা বিষয় আমার মাথায় এলো,,ইয়ান্ডু আমাকে বলেছিলো আমার কিংডমে যারা ম্যাজিক ইউস করতে পারে তাদের ৯৯% স্টেনার ম্যাজিকটা ব্যাবহার করতে পারে,,,কিন্তু কেপলার তো আমার কিংডম না, তাই মনে হয় এখানে কেউ স্টেনার ইউস করতে পারবে না।
আমি সার্পার টাকে হাত থেকে ফেলে দিলাম,এবং সাথে সাথে তা হাওয়ায় মিলিয়ে গেলো,আমার হাতে কোন সোর্ড দেখতে না পেয়ে বিসপ গুলো আমাকে এ্যাটাক করার জন্য দৌড়ে এগিয়ে আসতে লাগলো,,,,
ঠিক আছে মার খাওয়ার জন্য তোমরা যখন এতই উতলা হয়েছো তাহলে মার খেয়েও নাও,,,
বিসপগুলো আমার দিকে এগোতে থাকলো,,আমি ঠিক ঐ জায়গায় দাড়িয়ে স্টেনার ম্যজিকের স্পেল পরতে লাগলাম,,স্পেল পরা শেষ হতেই আমার হাত দিয়ে নীল আলো বের হতে লাগলো,,,বিসপদের মাঝথেকে অনেকগুলো ফায়ার এবং আইস বল আমার দিকে তেড়ে আসতেছিলো,আমি স্টেনার এর নীল আলো সেই ফায়ার এবং আইসগুলোর উপর টার্গেট করে উল্টোদিকে ছুড়ে মারলাম,যা হওয়ার তাই হলো,বিসপগুলো নিজের পাতা ফাদে নিজেরাই পরলো,,,ফায়ার এবং আইসের আঘাতে পাঁচ থেকে ছয়জনের অবস্থা কাহিল হয়ে গিয়েছে, কিন্তু এখনো আরো অনেক বিসপ বাকি। আমার দিকে যে সব বিসপরা এগিয়ে আসছিলো তাদের সবাইকে স্টেনার ম্যাজিকের সাহায্যে দূরে সরিয়ে দিচ্ছি,কিন্তু এতে কোন লাভ হচ্ছে না।তারা আবার উঠে আমাকে আক্রমণের জন্য এগিয়ে আসছিলো,,,,,
তখন আমার মাথায় আরেকটা বুদ্ধি আসলো,,আমি পোর্টাল তৈরির স্পেল পরতে লাগলাম এবং সকল বিসপদের পিছনে কোয়ান্টাম জগতকে গন্তব্যে রেখে একটা বড়সড় পোর্টাল তৈরি করলাম,,
এখন হবে খেল,,,,
যে সকল বিসপ গুলো আমার দিকে এগিয়ে আসছিলো তাদের সবাইকে স্টেনার এর সাহায্যে পোর্টাল এর ভিতরে পাঠিয়ে দিচ্ছি, আমি জানি না ইয়ান্ডু তাদের সাথে কি করবে,,,কিন্তু কোয়ান্টাম জগতে পাঠলেই সবচেয়ে ভালো হবে এইজন্যই পোর্টাল টার গেইট মূলত কোয়ান্টাম জগতে খোলা হয়েছে,,,,,,
একে একে প্রায় সবগুলো বিসপকে কোয়ান্টাম জগতে পাঠিয়ে দিলাম,,,,
এখন বাকি আছে শুধু নাইট সেনাপতি এবং বিসপ সেনাপতি,, নাইট সেনাপতি এবং বিসপ সেনাপতি সোর্ড তাক করে আমার দিকে এগোতে থাকলো,,,আমি তাদের দিকেও স্টেনার ম্যাজিক তাক করলাম,,,আমার স্টেনার তাদের কাছে যাওয়ার আগেই তারা দুজন আমাকে অবাক করে দিয়ে তাদের হাত থেকে স্টেনার আলোক রশ্মি বের করতে থাকলো,,,আমি বুজে গেলাম এই দুই সেনাপতি তাহলে স্টেনার ইউস করতে পারে,,,,,আমার স্টেনার এবং দুই সেনাপতির স্টেনার যেই জায়গায় সংযোগ হয়েছে সেখানে নীল আলোর একটা বল তৈরি হয়ে গিয়েছে,,,
তারা দুজন ক্রমশ আমার দিকে এগোতে থাকলো,,তাদের দুজনের স্টেনার এর সামনে আমার স্টেনার কিছুই ছিলো না,আমার মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই পিছন দিকে পরে যাব,,দুই সেনাপতি তাদের হাত থেকে স্টেনার চালু রেখে আমার দিকে এগোতে থাকলো,,,আমি এখন আর সার্পার ইউস করতে পারব না,আমি যদি এখন সার্পার ইউস করার জন্য হাত উপরে তুলি তাহলে দুজনের স্টেনার সোজা আমার বুকে এসে লাগবে,,যার ফলে বুকের কয়েকটা হাড়ও ভেঙে যেতে পারে,,,,কি করব কিছুই ভেবে পাচ্ছি না,,,আমার পিছনে এখন আর পোর্টালও তৈরি করতে পারব না,,দিনে একবার পোর্টাল তৈরি করলে পোর্টাল কুল ডাউন হয়ে যায়।এমন পরিস্থিতিতে কিছুই আমার মাথায় আসছে না,ঐ দিকে দুই সেনাপতি প্রায় আমার কাছে চলে এসে পরেছে,,,কিছুক্ষণ পর তারা দুজন আমার কাছে চলে আসলো,,এবং তাদের স্টেনার এর এনার্জির প্রভাবে আমার স্টেনার সম্পর্ণ বন্ধ হয়ে গেলো,মনে হচ্ছে তাদের স্টেনার আমার স্টেনারকে সম্পর্ণরূপে শুষে নিচ্ছে।যা হবার তাই হলো আমার স্টেনারকে অতিক্রম করে তাদের স্টেনার আমার বুকের উপর এসে পড়লো।আমি স্টেনার এর আঘাতে ১০ হাত দূরে ছিটকে পরলাম,,মনে হচ্ছে বুকের কয়েকটা হাড় ভেঙে গিয়েছে,,,হাড় ভাঙা যন্ত্রণাই আমি উঠে দাড়াতেও পারছি না,,,বুকের ভিতর এমন যন্ত্রণা হচ্ছে মনে হয় কলিজাটা ছিড়ে গিয়েছে,,,,আমি ব্যাথায় উপুর হয়ে সুয়ে আছি,,,এমন সময় আমার মুখের উপর তাকাতেই দেখতে পেলাম দুই সেনাপতি শয়তানি হাসি হাসছে,, এবং তারা দুজনেই আমার উপরে হাত এনে মুখের উপর স্টেনার মারার জন্য স্পেল পড়তে শুরু করলো,,,এখন আমার মুখের উপর স্টেনার এর আঘাত আসলে পুরো মুখটা মনে হয় থেতলে যাবে,,,তাই একটা উপায়ই আছে বাচার জন্য, আমি মনটা এক জায়গায় স্থির করলাম,,এবং মনে মনে লেজারের কথা কল্পনা করতে লাগলাম,,সাথে সাথে X চিহ্ন টা থেকে লেজার অফ ফায়ার বের হতে শুরু করলো,,,,সেনাপতি স্টেনার ইউস করার আগে আমি লেজার অফ ফায়ার তাদের হাতের উপর তাক করে স্লাইস দিলাম,,,লেজার এর আঘাতে দুজনের হাতের কব্জির উপরের অংশ হাত থেকে আলাদা হয়ে গেলো,,এবং পুরো হাতে আগুন লেগে গেলো,,,আমার আর কিছুই করার নাই,বুকে আঘাত খাওয়ার জন্য মনে হচ্ছে শরীরের ভিতর একটুও এনর্জি নেই,,,
এমন সময় হঠাৎ ধাম করে একটা শব্দ হলো,সেনাপতিদের উপর চোখ পড়তেই দেখলাম তাদের পুরো শরীর কালো আগুনে ছেয়ে গিয়েছে,,এবং আমার মাথার উপর ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করতে লাগলাম,,মাথার উপর তাকাতেই দেখতে পেলাম এন্জেল কিং এবং হেনা দাড়িয়ে আছে,,তার মানে কি হেনার আইস ভেঙে গিয়েছে,,,,৷
to be continue ❣️❣️❣️