কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির_হাসান_আকাশ
পর্বঃ২৫
হঠাৎ করেই আমার ঘুমটা বেঙে গেলো,কি দেখলাম আমি,স্বপ্নটা কি আসলেও সত্যি ছিলো,নাকি আমি বরাবরের মতোই শুধু স্বপ্নই দেখেছিলাম,এমন সময় আমার হাতের দিকে আমার চোখ পারলো, আমি দেখতে পেলাম আমার টাইম রিংটা যেই আঙুল টাতে রয়েছে তার পাশের আঙুলটাতেই নতুন আরেকটা রিং,তারমানে কি আজকের স্বপ্নটা আসলেই সত্যি ছিলো,,
আমি আবারও ঐসব বিষয় ভাবতে শুরু করলাম যেইসব বিষয় স্বপ্নে আমাকে ঐ লোকটা বলেছিলো,আমি আমার বডিটাকে ভালোভাবে দেখে শুধু একটা কথাই ভাবছিলাম এই বডিটা নাকি আমার না,,এই বডিটা যদি আমার না হয় তাহলে কি লেজার অফ ফায়ারও আমার না,আর আমি যদি সত্যি লেজার অফ ফায়ারের যোগ্য না হয়েই থাকি তাহলে কেন এই পাওয়ার আমি পেলাম,আর সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন যদি শুধুমাত্র একটা "কী" হয় তাহলে সবাই সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে এতো পাওয়ার ফুল কেন বলছে,সত্যিই কি এইসবকিছু একটা নাটক মাত্র, আমি কখনো স্বপ্নের লোকটার কথা বিশ্বাস করতাম না,কিন্তু সে স্বপ্নের ভিতর আমাকে যেই রিং দিয়েছে তা এখনো আমার হাতেই রয়েছে তাই আর অবিশ্বাস করেও থাকতে পারছি না,সত্যি বলতে এখন একটা দ্বিধার ভিতরে আছি,,
রাত মনে হয় অর্ধেক হয়েছে,সম্ভবত কালকেই প্লেনেট মিও এর উদ্দেশ্য এই জাগয়া আমার ত্যাগ করতে হবে,স্বপ্নের লোকটার কথা যদি সত্যি হয় তাহলে মনে হয় আর কখনো হুকারিতে ফেরত আসতে পারব না,স্বপ্নটা দেখর পর থেকে কেন জানি ঘুম আসছে না,সত্যি কি সবাই আমাকে এতোদিন মিথ্যা বলে গিয়েছে,আমি তাহলে এতদিন মিথ্যার মাঝেই ছিলাম,
এইসব চিন্তা করতে করতেই কোন রকমে রাতটা কেটে গেলো,
পরদিন সকালে,,,,,,
রাতে দুঃস্বপ্ন দেখার পর তেমন ভালো ঘুম হয়নি,তবে শেষ রাতের দিকে একটু চোখটা লেগে এসেছিলো,কিছুক্ষণ আগে আম্মু এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে দিছে,এবং সে এইটাও বলেছে কয়েকঘন্টার মাঝেই আমরা প্লেনেট হুকারি থেকে প্লেনেট মিও এর উদ্দেশ্য যাত্রা আরম্ভ করব,আমি তার কথা মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারাতাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে নেই,ব্রেকফাস্ট করার সময় আমি সকল প্লেনেট প্রধানদের জানিয়ে দেই তাদের নিজ নিজ গোত্রের প্রাণীদের নিয়ে প্যারোর মাঠে থাকার জন্য,আমার কথা মতো সবাই কয়েকঘন্টা মাঝে প্যারোর মাঠে এসে হাজির হয়,আমিই যেহুতু এই পুরো ৫ লাখ সৈন্যের প্রধান সেনাপতি তাই এদের লিড আমাকেই করতে হবে,
আমি যথারীতি সব সেনাদের সামনে দাঁড়ালাম, এবং রকেটের রেখে যাওয়া স্পিকারে সবাইকে বলতে শুরু করলাম,
আমার সকল সেনারা,আপনারা হয়ত আগে থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন,তবে আমার মনে হয় সেই প্রশিক্ষণ আপনাদের জন্য যথেষ্ট ছিলো না,তাই এই ২৫ দিন আমি আপনাদের যতটুকু যুদ্ধ কৌশল শিখিয়েছি আমি আশা করি এতে আপনারা অনেক দিক দিয়ে এডভান্টেজ পাবেন,আপনাদের হয়তো শুনে হাসি পাবে আমি এর আগে কখনো যুদ্ধে যাই নি,এমনকি আপনাদের যেই যুদ্ধ কৌশল গুলো শিখিয়েছি তা আমার নিজেরও বানানো না,আমি পৃথিবীতে থাকাকালীন অনেক যুদ্ধ সম্পর্কীত বই পড়তাম,সেই সব বই অনুযায়ীই মূলত আপনাদের শিক্ষা দিয়েছি,
আমরা কিছুক্ষণের মাঝেই মিও প্লেনেটের উদ্দেশ্য যাত্রা শুরু করব,সেখানে যাওয়ার একটাই উদ্দেশ্য আমাদের,সেইটা হলো সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে উদ্ধার, আমার মনে হয় না কিং এল্ভস এখনো সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে খুজে পাইনি,আমি সিউর সে সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে খুজে পেয়েছে এবং সেইটার চারদিকে নিরাপত্তার বলয় তৈরি করে দিয়েছে,,,আমরা মিও প্লেনেটে যাওয়ার পরপরই সেখানে একটা ছোট খাটো লড়াই হতে পারে,মূল লড়াই হবে মিও থেকে টিম্বরে যাওয়ার পর,মিও প্লেনেটে যাওয়ার পর আপনাদের সাথে আমি আর কথা বলতে পারব না,তাই এখানেই আমি আমার প্লেন আপনাদের জানিয়ে দিচ্ছি,,,
আমাদের এখানে আছে পাঁচ লাখ সেনা,এই পাঁচ লাখ সেনাকে আমি পাওয়ার অনুযায়ী ৭ টি ভাগে ভাগ করেছি,যার মাঝে এন্জেল দের লিড করবে এন্জেল কিং,গোবলিনদের লিড করবে গোবলিন প্রধান,আর বাকী চারভাগ যারা সাধারন মানুষ তাদের লিডের দায়িত্ব আমি দিয়েছিলাম ড্রাক্স এবং নেবুলার হাতে,তাঁরা যেহুতু এখন আমাদের মাঝে নেই তাই আমি আমাদের এগারেটা প্লেনেটের প্রধানগনের মাঝ থেকে সবচেয়ে শক্তিশালী চারজনকেই দায়িত্ব দিচ্ছি এই চারগ্রুপ কে নেতৃত্ব দেওয়ার জন্য,আশা করি আপনারা আমার মনেরমতে কাজ করতে পারবেন,
এখন আসা যাক যুদ্ধে এট্যাক কিভাবে করব আমারা,
মিও প্লেনেটে যাওয়ার পর সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের চারদিকে যদি আমরা কিং এল্ভস এর সৈন্যদের দেখতে পারি তাহলে সেখানে একটা লড়াই হবে এইটা সিউর,আর সেখানে আনুমানিক ৫০-৬০ হাজারের মতো সৈন্য থাকতে পারে,এই সৈন্য গুলোকে আমরা খুব সহযেই হারিয়ে দিতে পারব,কিন্তু এতে আমাদের একটা ক্ষতিরও সম্মুখীন হতেও হবে,আমরা যখনই মিও প্লেনেটের সেন্যগুলোকে এট্যাক করব তখন কোন না কোন ভাবে কিং এল্ভস জেনে যাবে আমরা এসে গিয়েছি তার সাথে যুদ্ধে লড়াইয়ের জন্য,তাই সে আগে থেকেই সতর্ক হয়ে যাবে,মিও প্লেনেটে লড়াইয়ের সময় আমাদের কয়েকশো লোক মারা যেতে পারে,তবে এতে ভেঙে পরলে চলবে না,আমি সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন হাতে পাওয়ার পর সেখান থেকে আবারও আমারা টিম্বরের উদ্দেশ্য যাত্রা শুরু করব,সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন জয় করার পর আমি আপনাদের জানিয়ে দিবো পরবর্তীতে আমরা কিভাবে বিপুল সংখ্যক সৈন্যের সাথে লড়াই করব,আমাদের সামনে এখন বড়ো বড়ো দুইটা পোর্টাল অপেন হবে,সেই পোর্টাল দিয়েই মূলত আমরা প্লেনেট মিওতে প্রবেশ করব,,,
আম্মু এবং দাদু এই দুই পোর্টাল খুলবে,আপনারা আস্তে আস্তে পোর্টাল দিয়ে মিওতে প্রবেশ করবেন আমি মিলানো স্পেসসিপ করে সবার আগে পোর্টাল দিয়ে মিওতে যাবো,আমার পর বাকি দুই স্পেসসিপ নিয়ে হেনা আপু এবং মারিয়া মিওতে ল্যান্ড করবে,আমার যতটকু মনে হচ্ছে আমাদের সবার মিওতে আসতে ১০ মিনিটের মতো টাইম লাগবে,আম্মু যেহুতু জানে সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে কোথাই সিল করা আছে সেহুতু আমরা প্রথমেই সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের কাছে চলে যাবো,,,এখন কার মতো এখানেই শেষ করছি,যুদ্ধের সময় একটা কথাই মনে রাখবেন যুদ্ধে হত্যার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে টিকে থাকা,,,
আমি সেন্যদের সবকিছু বুজিয়ে দিয়ে মিলানো নিয়ে পোর্টালটা দিয়ে সবার আগে মিওতে প্রবেশ করলাম,,মিওতে প্রবেশ করার পর চারদিকের সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম,কিন্তু একটা বিষয় আমার কেমন যেন অন্যরকম লাগছিলো আমার চারদিকে অনেক ড্রাগনকে আমি দেখতে পারছিলাম,আম্মু এবং দাদু আমাকে বলেছিলো এগারো প্লেনেটের মধ্যেে কোন প্লেনেটেই আর বেশি প্রাণী টিকে নেই,থাকলেও সেইটার সংখ্যা খুবই কম,বলতে গেলে প্রতি মাইলে ১-২ টি,কিন্তু এখানে আমি অনেক ড্রাগনকে দেখতে পারছিলাম,তার মানে কি স্বপ্নের লোকটার বলা কথা গুলোই ঠিক,আমার সাথে নাটক করা হচ্ছে,আমাকে তাহলে এখন থেকেই সাবধানে থাকতে হবে,মিওতে যখন এসেছি তাহলে "কী অফ সুপ্রিম ডোর" না পাওয়ার আগে কিছু বলা বা করা যাবে না,"কী অফ সুপ্রিম ডোর " হাতে পাওয়ার পর যদি দেখি অবস্থা খারাপ তাহলে স্বপ্নে লোকটা আমাকে যা করতে বলেছিলো তাই করব,,,
এইসব ভাবতে ভাবতেই দেখি আমার সকল সৈন্যরা মিওতে এসে হাজির হয়েছে,অবাক করা বিষয় হলো আম্মু যখনই মিও প্লেনেটে এসেছে তখন থেকেই আমাদের চারদিকে থাকা ড্রাগনগুলে আস্তে আস্তে কোথাই যেন উধাও হয়ে যাচ্ছিলো,ড্রাগনদের এই অবস্থা দেখে মনে হচ্ছিল কেউ হয়তো তাদের এখানে থেকে চলে যাওয়ার আদেশ দিয়েছে,,,,,,
সবাই মিওতে এসে গেলে আমি আম্মুকে আমার কাছে আসার জন্য বললাম,আম্মু আমার কাছে আসলে আমি জানতে চাইলাম সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন কোথাই সিল করা আছে,আম্মু আমাকে একটা জায়গার কথা বললো,এবং সেখানে কিভাবে আমাদের যেতে হবে তাও দেখিয়ে দিলো,আম্মুর কথা মতো আমি সকল সৈন্যদের আদেশ দিলাম সামনে এগিয়ে যাওয়ার জন্য,আমি মিওতে আসার পরপরই স্পেসসিপ থেকে নেমে পরেছি,কিন্তু মারিয়া এবং হেনা আপু এখনো স্পেসসিপের ভিতরেই রয়েছে,আম্মুর কথা অনুযায়ী আমি আমার সকল সৈন্য নিয়ে সামনের দিকে হেটে যাচ্ছি,এভাবে প্রায় ১০ মিনিট হাঁটার পর আমারা এমন একটা জায়গায় এসে হাজির হলাম যেই জায়গাটা ছিলো একটা বড়ো আকারের কবরের মতো,আম্মু আমাকে এখানে থামতে বললো,
আম্মু কি হয়েছে,এইটাই কি সেই জায়গা,?(আমি)
হ্যা ডেভিড এইটাই সে জায়গা যেখানে সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে সিল করে রাখা হয়েছে(আম্মু)
আম্মু এখানে তো কিং এল্ভস এর সৈন্য থাকার কথা,কিন্তু তাদের একজনকেও তো আমি দেখতে পারছি না
আমার কথা শুনে আম্মু কোন প্রতিক্রিয়া জানালো না,তাই আমি নিজেই গ্রেভিআর্ট(কবর) এর সীমনায় পা রাখলাম,গ্রেভিআর্টের সীমনায় পা রাখার সাথে সাথেই চারদিক থেকে আগুনের গোলা আসতে লাগলো,,,,,
to be continue 💔