#ড্রাগন কিং#
পার্টঃ১০ম
লেখকঃজাহিদ আহমেদ
।।।।।
।।।।
।।।
।।
।
নেকড়েটা আমার ভ্যম্পায়ার ফর্ম দেখে অনেক অবাক হয়েছে,কিন্তু সে মুখে কিছু বলছে না। কিন্তু তাঁর মাথায় কি চলছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি।
,
,
রক্ত খেয়ে পেট ভরে গেছে গেছে তাই নেকড়ে টার আনা ফলগুলো আর খেলাম না।
,
,
তো কাহিনী শুরু করা যাক(আমি)!
,
হ্যা,অবশ্যই(নেকড়েটা)!
,
,
,,,,,,,,,,অতীত,,,,,,,,,
,
,
এসব দেখে ব্লাক ড্রাগন কিং অনেক জোরে জোরে হাঁসতে লাগলো। হঠাৎ করেই সে আকাশের দিকে মুখ করে ভয়ংকর ভাবে গর্জন শুরু করে দিল।
,
,
গর্জন করার সময় হঠাৎ করে ব্লাক ড্রাগন কিং এর কান দু'টো খাঁড়া হয়ে গেল। আর তখনই সে তার গর্জন বন্ধ করে দিল। আর তখনই সে সেই শব্দের উৎস খুঁজতে চারপাশে তাকাতে লাগল,কিছু একটা মনে করে হোয়াইট ড্রাগন কিং হরলিং এর দিকে তাকাল সে,সেখানে তাঁর আক্রমনের জন্য প্রচন্ড পরিমানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে। আর সেই সব ধোঁয়া গুলো একসাথ হয়ে,বিশাল বড় একটা ধোঁয়ার কুন্ডলি তৈরী হয়েছে। এটা দেখে ব্লাক ড্রাগন কিং অবাক না হয়ে পারলো না,ধোঁয়ার কুন্ডলীটা আস্তে আস্তে ছোট থেকে বিশালাকার হতে লাগলো,আর সেখান থেকেই কিছু একটার গোঙানির মতো শব্দ ভেসে আসছিল। একসময় ধোঁয়ার কুন্ডলিটা আবার তার আগের স্বাভাবিক রুপে ফিরে আসতে লাগল। কি হচ্ছে টা কি এখানে,ব্লাক ড্রাগন কিং এর কোনো কিছুই বুঝতে পারছেনা। আর তার সৈন্য গুলো সব হা করে তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখে যাচ্ছে। কেননা এখানে তাদের কি করা প্রয়োজন সেটাই ওরা কেউই বুঝতে পারছেনা।
আর তাদের কিং এর আদেশ ছাড়া তাঁরা কেউই কিছু করতে পারবেনা। এটা তাদের রাজ্যের নিয়ম,এটা যে ভঙ্গ করবে তাঁকে অনেক বড় শাস্তি পেতে হবে। যার জন্য ওরা সবাই আহমকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কিং এর আদেশের জন্য অপেক্ষা করছে।
,
,
ব্লাক ড্রাগন কিং ধোঁয়ার দিকে তাকিয়ে আছে অনেকে অনেকক্ষন যাবত। কিন্তু সেখানেই বিপদের কোনো কিছুই সে দেখতে পেল না।
আর ওখানে হয়েছে টা কি,সেটা দেখার জন্য সে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগল ধোঁয়ার কুন্ডলির দিকে।
,
,
যখনই সে ধোঁয়ার কুন্ডলীর দিকে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে,তখনই তাকে অবাক করে দিয়ে
সেখান থেকে হোয়াইট ড্রাগন কিং হরলিং হেঁটে হেঁটে বাহিরে বের হলো। তা-ও দেখানো একদম অক্ষত অবস্থায়,তাঁকে দেখে মনে হচ্ছে না যে,সে কোনো সমস্যার মধ্যে আছে। একটু আগে যে সে একদম মরার পথে ছিলো,তাঁকে দেখে সেটা কারোরই বুঝার সাধ্য নেই।
,
,
আর এসব কিছু দেখে ব্লাক ড্রাগন কিং পুরো অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। তাঁর অবাক হওয়ারই কথা,কেননা তাঁর সবচেয়ে শক্তিশালী/পাওয়ার ফুল আক্রমন ছিলো। যেটা হোয়াইট ড্রাগন কিং হরলিং এর উদ্দেশ্যে করেছিল। তাহলে হরলিং সেখান থেকে কিভাবে বেঁচে গেল,এটা তো কোনোভাবেই সম্ভব না। নাহ্ ব্লাক ড্রাগন কিং এর মাথায় কিচ্ছু ধরছে না। যাঁর জন্য সে আগের থেকে আরো ভয়ংকর ভাবে একটা গর্জন ছাড়লো। আর হোয়াইট ড্রাগন কিং হরলিং কে উদ্দেশ্য করে বলতে লাগলো,,,,,,,,,,
,
,
এটা কিভাবে সম্ভব,আমার সবচেয়ে মারাত্মক আক্রমনের পরেও কি করে তুই বেঁচে গেলি। তাও আবার পুরো অক্ষত আছিস তুই,এটাতো কোনোভাবেই সম্ভব না। এ-ই প্রথম কেউ আমার সবচেয়ে শক্তিশালী আক্রমনের পরেও বেঁচে আছে,তা-ও আবার সেটা আর কেউ না তুই(রাগে কাঁপতে কাঁপতে বলল ব্লাক ড্রাগন কিং)!
,
,
তাঁর কথা শুনে হোয়াইট ড্রাগন কিং হরলিং প্রচন্ড পরিমানে হাসতে লাগলো,যেনো ব্লাক ড্রাগন কিং কোনো জোগ বলেছে,আর সেটা শুনে হোয়াইট ড্রাগন কিং হরলিং হাসছেন।
,
হোয়াইট ড্রাগন কিং হরলিং এর হাসি দেখে ব্লাক ড্রাগন কিং যেনো বোকা বনে গেলো।
আর মনে মনে ভাবতে লাগলো যে,পাগল হয়ে গেছে না-কি,আমি কি এমন কথা বললাম যে,আমার কথা শুনে হাসতে লাগলো।
,
,
এবার বল যে তুই এটা কিভাবে করলি(ব্লাক ড্রাগন কিং)!
,
,
তোকে আমি আগেই বলেছিলাম যে,এখানে তোর চাইতেও অনেক গুন বেশি শক্তিশালী কেউ আছে,যে তোকে নিমিষেই শেষ করে দিতে পারে(হোয়াইট ড্রাগন কিং হরলিন)!
,
,
না অনেক হয়েছে আর না,সত্যি করে বলবি নাতো,আরো আমার সামনেই আমার শক্তিতে অপমান করছিস,কি করে তোর এতো বড় স্পধা হয়,ছাড়বোনা,তোকে আমি ছাড়বোনা,তোর সমাধি আজকে এখানেই করে দিব(ব্লাক ড্রাগন কিং)
,
,
এ-ই বলে ব্লাক ড্রাগন কিং তাঁর হাত দু'টো আকাশের দিকে উঁচু করে ধরতেই,তাঁর হাতে তলোয়ারের মতো কিছু একটা এসে পড়ে,যেটা দিয়ে প্রচন্ড পরিমানে কালো ধোঁয়া বেরুচ্ছে।
ব্লাক ড্রাগন কিং তাঁর হাতের তলোয়ারের মতো জিনিসটা হোয়াইট ড্রাগন কিং এর দিকে ছোড়ে মারে।
,
,
সেটা প্রচন্ড গতিতে হোয়াইট ড্রাগন কিং হরলিং এর দিকে যেতে লাগল,যখনই সেটা কিং হরলিং এর শরীরের সাথে স্পর্শ করবে,ঠিক তখনই কেউ একজন কিং হরলিং এর সামনে দাঁড়িয়ে যায়। আর ব্লাক ড্রাগন কিং এর ছোঁড়া অস্ত্রটা তার শরীরের সাথে স্পর্শ করার সাথে সাথে অস্ত্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
,
,
এটা দেখে ব্লাক ড্রাগন কিং যতটা না অবাক হয়েছে,তার থেকে বেশি ভয়ই পেয়েছে। তাঁর কারন হলো,তাঁর এতো শক্তিশালী অস্ত্রের মোকাবেলা করার মতো যে কেউ আছে,সেটা সে নিজেও জানতো না। সে নিজে অনেক শক্তিশালী ঠিকই,কিন্তু তাঁর অস্ত্রের সামনে সে নিজেও টিকতে পারবেনা।
,
,
যেখানে সে নিজেই টিকতে পারবেনা,সেখানে কেউ একজনের সাথে তাঁর অস্ত্রের স্পর্শ হওয়ার সাথে সাথেই তাঁর অস্ত্রটা ভেঙে চুরমার হয়ে গেছে। এটা দেখে যে কারোরই ভয় পাওয়ারই কথা।
,
,
ব্লাক ড্রাগন কিং সেই ব্যক্তিটাকে দেখার জন্য সামনের দিকে ভালোভাবে তাকালো,সে দেখল যে,হোয়াইট ড্রাগন কিং হাসি মুখে ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে,আর তার সামনে একজন লোকজন দাঁড়িয়ে আছে। তাঁর মুখ সহ বাকি শরীর টাও দেখা যাচ্ছে না,তাঁর কারন হলো সেই অচেনা ব্যক্তিটা এমন পোশাক পড়েছে যে তাঁর শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না,আর সে তাঁর মুখে একটা অদ্ভুত ধরনের মাক্স পড়ে রয়েছে,যার জন্য তার মুখটাও ভালোভাবে দেখা যাচ্ছে না।
,
,
কে তুই,আর তোর কাছে এতো শক্তি কিভাবে এলো,কি করে তুই এতো শক্তির অধিকারী হলি(ব্লাক ড্রাইন কিং)!
,
,
সেটা না হয় মরার পরেই জেনে নিস(অচেনা ব্যক্তি)!
,
,
অচেনা ব্যক্তিটার কথা শুনে ব্লাক ড্রাগন কিং রাগে তাঁর মুখ দিয়ে গরগর আওয়াজ করতে লাগলো,যার জন্য খুবই ভয়ংকর লাগছে তাঁকে।
,
,
হঠাৎ করেই ব্লাক ড্রাগন কিং অচেনা ব্যক্তিকে আক্রমন করার জন্য তাঁর দিকে আল্ট্রা-স্পিডে দৌড় দেয়। অচেনা ব্যক্তির সামনে এসে যখনই তাকে ঘুসি দিবে ঠিক তখনই তাঁর হাতটা ধরে নেয় অচেনা ব্যক্তিটা। আর ব্লাক ড্রাগন কিং কে উদ্দেশ্য করে বলতে লাগলো
,
,
তোর ব্যাপার যতটুকু শুনেছিলাম,তাঁর চাইতেও শতগুন শক্তিহীন তুই। নিজের ভালো চাইলে আত্মসমপন কর আমার কাছে তোর দলবল সহ।
নয়তো অনেক পস্তাতে হবে সবাইকে,হয়তোবা মৃত্যুও হতে পারে সবার(অচেনা ব্যক্তি)!
,
,
অচেনা ব্যক্তিটার কথা শুনে ব্লাক ড্রাগন কিং একটু ভয় পেল ঠিকই কিন্তু সেটা কাউকে বুঝতে দিল না। সে অচেনা ব্যক্তিটার কথার জবাবে বলল যে,,,,,,
,
,
তুই হয়তো-বা জানিস না,কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস(ব্লাক ড্রাগন কিং)!
,
কথাটা শেষ হওয়ার পূর্বেই ব্লাক ড্রাগন কিং তাঁর ডান হাতে প্রচন্ড পরিমানে ব্যথা অনুভব করছিল,সেদিকে তাকিয়ে দেখল যে অচেনা ব্যক্তিটা তার ডান হাতটা মোচার দিয়ে ভেঙে উল্টো দিকে করে রেখেছে। এটা দেখে ব্লাক ড্রাগন কিং অনেক জোড়ে একটা চিৎকার দিল। আর তাঁর সৈন্যদেরকে উদ্দেশ্য করে দমক দিয়ে বললো যে,তোদের কি এখানে সিনেমার শুটিং দেখানোর জন্য এনেছি নাকি,সবাই মিলে ওকে শেষ করে দে,এ-ই বলে ব্লাক ড্রাগন কিং তাঁর নিজের ডান হাতটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো।
,
,
ব্লাক ড্রাগন কিং এর আদেশ পাওয়া মাএই তাঁর সব সৈনরা অচেনা ব্যক্তিকে উদ্দেশ্য করে দৌড় দিল তাকে আক্রমন করার জন্য।
,
,
অচেনা ব্যক্তিটা সামনের দিকে তাকিয়ে দেখল যে,তার দিকে কমপক্ষে দশ-পনের হাজার দক্ষ সৈন্য এগিয়ে আসছে তার দিকে,তাকে মেরে ফেলার জন্য,কেউ কেউ তার ড্রাগন ফর্মে আবার কেউ মানুষ ফর্মে,তাদের সবার হাতেই নানান রকমের শক্তিশালী সব অস্ত্র রয়েছে। এটা দেখে অচেনা ব্যক্তিটার মুখে একচিলতে শয়তানি হাঁসি ফুটে উঠলো। আর সে আস্তে আস্তে বলল যে,,,,
,
,
,,,,,,,,,তাহলে খেলা শুরু করা যাক,,,,,,,,,,
,
,
অচেনা ব্যক্তিটা আকাশের দিকে তাঁর হাত দু'টো উঁচু করে ধরতেই তাঁর দু-হাত দুটো তলোয়ার চলে আসে। আর সেটা থেকে অনবরত মারাত্নক রকমের বিজলি বের হচ্ছে। দু'হাতে দু'টো তলোয়ার নিয়ে অচেনা ব্যক্তিটা সামনের ব্লাক ড্রাগনদের সৈন্যদের দিকে দৌড় দিল। এতে যেন সবকিছু একদম তাঁর নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে,অচেনা ব্যক্তির দৌড়ের স্পিড এ-তো পরিমানে ছিলো যে,সবকিছু তার নিজ নিজ জায়গায় থেমে গেছে। এতে অচেনা ব্যক্তির একটু সুবিধাই হলো,কোনো ঝামেলা ছাড়াই সবাইকে ওপরে পাঠিয়ে দিতে পারবে। অচেনা ব্যক্তিটা ব্লাক ড্রাগনদের সৈন্যদের সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে যায়,আর সে তাঁর হাতের তলোয়ারের দিকে তাকিয়ে মুখে কিছু একটা উচ্চারন করতেই সেটা তলোয়ার থেকে বিশালাকৃতির একটি চাবুকে পরিনত হয়। সেটা থেকে আগের থেকে আরো বেশি বিজলি বের হচ্ছে,সেটা সে তাঁর বিপক্ষ দল ব্লাক ড্রাগনদের সৈন্যদের দিকে বাড়িয়ে দিতেই,তাদের একজনের শরীর থেকে আরেকজনের শরীরের মধ্যে সেটা আপনা-আপনি প্রবেশ করছে। ১০ সেকেন্ড সময়ের মধ্যেই সব ফিনিশ,আরে মরে যায়নি সবাই অচেতন হয়ে গেছে। ব্লাক ড্রাগনদের কোনো সৈন্যই বর্তমানে দাঁড়িয়ে নেই এই যুদ্ধে যাঁরা অংশ-গ্রহণ করেছে।
তাঁরা সবাই অচেতন হয়ে মাটিতে পড়ে আছে,চাবুকের বিজলির শক্তি প্রচুর পরিমানে থাকায় কারনে তাদের শরীরের সাথে স্পর্শ করার সাথে সাথেই যাঁরা যাঁরা ড্রাগন ফর্মে ছিল ততক্ষনাৎ তাঁরা সবাই মানুষ ফর্মে চলে আসে,আর তাঁরা সবাই অচেতন হয়ে যায়
,
,
আমি ব্লাক ড্রাগনদের সৈন্যদের সবার দিকে নিজের চোখটা বুঝিয়ে নিলাম,তাঁরপর তাদের কিং এর দিকে তাকানোর জন্য পিছনে ঘুরতেই একটু অবাক হলাম। তাঁর কারন হলো,পেছনের দিকে তাকিয়ে দেখলাম যে,ব্লাক ড্রাগন কিং হাওয়ার মধ্যে ভেসে আসে,তাঁকে দেখে মনে হচ্ছে সে কোনো যজ্ঞ করছে। এটা দেখে একটু হাসি পেল,নিজের হাসিটা কন্ট্রোল করে ব্লাক ড্রাগন কিং এর দিকে এগিয়ে যেতে লাগলাম,ঠিক তখনই ব্লাক ড্রাগন কিং কে কালো ধোঁয়ার কুন্ডলি চারদিক থেকে ঘিরে ধরলো। একটু পরেই ধোঁয়ার পরিমানটা আস্তে আস্তে কমে যেতেই দেখলাম যে,সেখানে ব্লাক ড্রাগন কিং এর বদলে বিশালাকৃতির একটি ড্রাগন দাঁড়িয়ে আছে,সেটার শরীর থেকে প্রচন্ড রকমের কালো ধোঁয়া বেরুচ্ছে। দেখে মনে হলো খুবই শক্তিশালী হয়েছে কোনোভাবে ব্লাক ড্রাগন কিং(অচেনা ব্যক্তি)!
,
,
তাহলে খেলা শুরু করা যাক(ব্লাক ড্রাইন কিং)!
,
এ-ই বলে ব্লাক ড্রাগন কিং অচেনা ব্যক্তিটার দিকে এগিয়ে যেতে লাগল তাঁর দানবীয় শরীর নিয়ে।
,
,
হুম কেননা অবশ্যই,খেলা শুরু করা যাক তাহলে(অচেনা ব্যক্তি)!
,
এ-ই বলে অচেনা ব্যক্তিটাও ব্লাক ড্রাগন কিং এর দিকে এগিয়ে যেতে লাগল।।
,
,
,,,,,,,,,,,,,,শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ,,,,,,,,,,,,,
,
,
।
।।
।।।
।।।।
।।।।।
১০ম পার্টটা কেমন হলো জানাবেন। আশা করি ভাল লাগবে। ভালো না লাগলে বলবেন। গল্পের মধ্যে কোনো জিনিস না বুঝলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর ভালো লেগে থাকলে শেয়ার করে বা পাঠক পাঠিকাদের মেনশন করে পড়ার সুযোগ করে দিতে পারেন।
★হ্যাপি রিডিং★