কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ২৩
কুইল আমাদের মনে হচ্ছে কিং টিচালা আমাদের আবদারের থেকেও বেশি সাহায্য করে ফেলেছে,,তিনি আমাদের সাথে তাদের দুইটা বড়ো বড়ো স্পেসশিপ দিয়েছেন,,যার একটাতে রয়েছে ভাইব্রেনিয়াম এবং অন্যটাতে তাদের কিছু পাওয়ারফুল ওয়েপন,,,,(রকেট)
তাই তো মনে হচ্ছে রকেট,,তবে আমার মনে হয় কিং টিচালা আমাদের প্রয়োজনের কথা বিবেচনা করেই এতোটুকু সাহায্য করেছে(কুইল)
আপনাদের কি আরো বেশি সাহায্য লাগতো (সোরি)
না প্রিন্সেস,আমাদের হাতে সময় নেই, প্রোয়োজনের চেয়ে বেশি ভাইব্রেনিয়াম নিলে সেইগুলো অপচয়ই হবে তাই এইটুকুতেই আমরা সন্তুষ্ট, আচ্ছা আমাদের হুকারিতে যেতে কতক্ষন লাগবে?(হেনা)
আমরা যেহুতু লাইট স্পিডের চেয়েও বেশি স্পিডে চলছি তাই আমার মনে হচ্ছে কয়েকঘন্টার মাঝেই প্লেনেট হুকারিতে আমরা পৌছে যাব,,,,কিন্তু আমাদের কাছে এই সময়টা এক ঘন্টা মনে হলেও প্লেনেট হুকারিতে কিন্তু ঠিকই একদিন কেটে যাবে,,(রকেট)
হুকারিতে একদিন কেটে যাবে মানে,,,,,?(হেনা)
হাহাহা,,ম্যাম এইটাই আপেক্ষিকতা,,,আমরা এখন লাইট স্পিডে চলছি এইজন্য মূলত সময় আমাদের জন্য ধীর গতিতে প্রবাহিত হবে প্লেনেট হুকারি থেকে,,(কুইল)
আচ্ছা, ব্যাপারটা তো খুবই রোমাঞ্চকর (হেনা)
অন্যদিকে প্লেনেট টিম্বরে,,,
মাই কিং আমরা যেইটুকু সংবাদ পেয়েছি তা থেকে মনে হচ্ছে কিং পিয়ারোর বংশধর এখনো টিকে আছে,এবং তার বংশের কেউ হয়তো আমাদের বিরুদ্ধে খুব তারাতাড়ি যুদ্ধ ঘোষণা করবে,,(জেনারেল)
যুদ্ধ ঘোষণা করবে তাতে কি হয়েছে,আমাদের পূর্ববর্তী আক্রমণে যেই প্রানী গুলো বেচে গিয়েছে এখন আবার তারা যুদ্ধ করতে এসে নিজের প্রান হারাবে,,,,(কিং এল্ভস)
নো মাই কিং আপনি ভুল ভাবছেন,তারা কখনো নিজেদের জীবনের ঝুকি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়তে আসবে না,অবশ্যই তাদের কিছু এক্সট্রা পাওয়ার নিয়ে আসবে আমাদের সাথে লড়াইয়ের জন্য,,,(জেনারেল)
আসতে দাও তাদের আমিও দেখিয়ে দিব আমি কেমন 😏
প্লেনেট টিম্বরে,,,,
সকল সেনারা,,আমার মনে হচ্ছে আপনাদের আমি লড়াই সম্পর্কে যথাযথ জ্ঞান দিতে পেরেছি,,লড়াইয়ের সময় একটা কথাই সবসময় মনে রাখবেন কিভাবে নিজেকে বেশি সময় টিকিয়ে রাখা যায়,কারন আপনারা টিকে থাকতে পারলেই বেশি হত্যা করতে পারবেন,,,
আজকের মতো এইটুকুই,,আগামী দশ দিন আপনাদের এইরকমই ট্রেনিং করানো হবে,,,দশ দিন পর আমি পরিক্ষা করে দেখব আপনাদের ঢালদুর্গ কতোটা পাওয়ারফুল,,সো আজকের মতো যে যেখান থেকে এসেছেন সেখানে চলে যান,কালকে সকাল সকাল এখানে এসে হাজির হবেন,,,,,
(বিদ্রঃগল্পটা আমি বড়ো করতে চাচ্ছি না,তাই মূলত টুইস্ট দিচ্ছি না)
সবাইকে ঘরে ফিরে যাওয়ার আদেশ দেওয়ার পর আস্তে আস্তে সবাই প্যারোর বিশাল মাঠ থেকে চলে যেতে থাকলো,,সবাই চলে যাওয়ার পর ড্রাক্স এবং নেবুলা আমার পাশে এসে দাড়ালো,,,,,,
আমি তাদের দেখে বললাম,,,
ড্রাক্স,নেবুলা কি বুজলে,,সৈন্যদের অবস্থা কেমন,,,?
ডেভিড কি আর বলব,,,তাদের কেউ কেউ খুব ভালো করছে আবার কেউ কেউ কিছু বুজতেই পারছে না,তবে আমার মনে হচ্ছে কয়েকদিন ভালো করে ট্রেনিং দিলেই সব কিছু তাদের মাথায় ডুকে যাবে,,,,(ড্রাক্স)
তাই যেন হয়,যতো তারাতাড়ি আমি সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন হাতে পাবো ততোই ভালো,,,প্রশিক্ষিত সৈন্য ছাড়া মিও প্লেনেটে যাওয়ার কোন রিক্স আমি নিতে চাচ্ছি না,,,,,
এমন সময় মনে হলো কয়েকটা স্পেসসিপ প্যারোর বিশাল মাঠে ল্যান্ড করছে,তিনটা স্পেসসিপ দেখে সবাই তাক লেগে যায়,তিনটার মাঝে একটা হলো মিলানো এবং অন্য দুইটা অচেনা,তার মানে কি কুইলরা আমাদের জন্য ভাইব্রেনিয়াম নিয়ে এসেছে,,,,
আমরা সবাই স্পেসসিপ গুলোর কাছে চলে গেলাম,,,তখন মিলানো থেকে কুইল,রকেট,হেনা এবং আরেকজন অপরিচিত মেয়ে নেমে আসলো,,,
কুইল এতো জলদি কিভাবে আসলে,,,(আমি)
হাহাহা,,অযথা টাইম ওয়েস্ট করার মানুষ আমি না,বাই দ্যা ওয়ে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার সামনে আছে,কিং টিচালা আমাদের আবদারের থেকেও বেশি সাহায্য করেছে,,,,,(কুইল)
শুনে খুব ভালো লাগলো,কিন্তু এই মেয়েটা কে,,?
আরে ওনাকে চিনছেন না,ওনিই কিং টিচালার বোন, ওকান্ডার মহান বিজ্ঞানী প্রিন্সেস সোরি,,,ভাইব্রেনিয়াম দিয়ে পাওয়ারফুল ওয়েপন তৈরিতে রকেটের পাশাপাশি ওনাকেউ দরকার আছে তাই মূলত ওনাকে এখানে এনেছি,,,,(কুইল)
খুব ভালো হয়েছে,,এখন আপনারা একটু কষ্ট করে এই দুইটা স্পেসসিপে থাকা ভাইব্রেনিয়াম এবং ওয়েপন গুলো আমাদের সবচেয়ে বড়ো দুটি কক্ষে নিয়ে চলেন,সেখানেই মূলত রকেট এবং সোরি আমাদের জন্য ওয়েপন তৈরি করবে(আমি)
ঠিক আছে ডেভিড,তুই কোন টেনশন করিস না,আমরা জায়গামতোই এগুলো নিয়ে যাব,,,তুই রাতে এসে একবার আমাদের কাজগুলো দেখে যাস,,,,(রকেট)
আচ্ছা ঠিক আছে, আমি এখন এক জায়গায় যাচ্ছি, রাতে আবার আপনাদের সাথে দেখা হবে,,,
আমি তাদের সবাইকে বিদায় জানিয়ে সোজা দাদুর কাছে চলে আসলাম,,,,,
দাদু কিছুদিন যাবৎ একটা দৃশ্য আমার মাথায় সবসময় বেসে উঠছে,,,
তাই নাকি ডেভিড,কিন্তু কি সেটা,,,(দাদু)
আমি একলা কোন এক জায়গায় দাড়িয়ে আছি,আমার আশেপাশে কেউ নেই,এমন সময় হঠাৎ কেউ এসে আমার চোখে চোখ রেখে আমাকে অজ্ঞান করে দিচ্ছে,,,
অনেক প্যাচালো বিষয় তো,,তবে লোকটা দেখতে কেমন,,,,?(দাদু)
আমাদের মতই দেখতে,,তবে তার কানগুলো আকারে একটু বড়ো,,,(আমি)
এইরকম কোন প্রাণী আমি আজ পর্যন্ত দেখিনি,অবশ্য কান বড়ো অনেক প্রাণী আছে কিন্তু তাদের আর সব আকার আমাদের মতো না,,আমার মনে হচ্ছে এটা অন্য কোন ডাইমেনশনের কেউ,,,,,(দাদু)
কি জানি,কিন্তু যখনই ঐ বিষয়টা আমার মাথায় আসে কেমন জানি ভয় ভয় কাজ করে,,,
ভয় ভয় কাজ করলে সেই বিষয়টা নিয়ে ভাবার প্রয়োজন নেই,সামনে পারলিকা ফোর্সের সাথে আমাদের খুব বড়োসরোই একটা লড়াই হবে,সেই লড়াইয়ের জন্য তোমাকে সবসময় তৈরি থাকতে হবে,,৷ (দাদু)
ঠিক আছে দাদু,ঐ বিষয়টা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না,,,আমি এখন যাচ্ছি তুমি বিশ্রাম নাও,,,,,,,
ডেভিড চলে যাওয়ার পর ডেভিডের দাদু,,,,,,
ডেভিড মনে হয় তার সিক্রেট বিষয় সম্পর্কে কিছুটা জেনে যাচ্ছে, এ হতে পারে না,ডেভিড কে এই বিষয়ে সে যদি সব কিছু জেনে যায় তাহলে আমাদের অনেক বড়ো বিপদে পরতে হবে এমনকি সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনও আমাদের হাতছাড়া হয়ে যাবে,,একবার সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন হাতে পেয়ে নেই,তারপরে ডেভিডের আর কোন দরকারই নেই আমাদের,,,,কিম্তু তার আগ পর্যন্ত ভুলিয়ে ভালিয়ে ডেভিডকে আমাদের করে রাখতে হবে,,,শুধুমাত্র সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের জন্যই আমাদের এতবড় নাটক আমি এতো সহযে তা নষ্ট হতে দিব না(ডেভিডের দাদু)
আমি দাদুর কাছ থেকে এসে রকেট যেখানে ভাইব্রেনিয়াম রেখেছে সেখানে চলে গেলাম,,,সেখানে প্রবেশ করার পর দেখলাম সোরি এবং রকেট বিভিন্ন ওয়েপনের মডেল তৈরি করছে,,,
রকেট কতদূর এগোলো তোমাদের কাজ,,(আমি)
এইতো ডেভিড,আমরা ইতিমধ্যে কয়েকটা ওয়েপনের মডেল তৈরি করে ফেলেছি(রকেট)
ওকে এইটা তো খুবই ভালো খবর,,কিন্তু তোমার ওয়েপনগুলো কেমন পাওয়ারফুল হবে তাতো দেখলাম না,,,,,(আমি)
হাহাহাহা,,,এখানে তো আর দেখাতে পারব না কেমন পাওয়ারফুল হবে,,কালকে সকাল সাকাল সবার আগে প্যারোর মাঠে চলে আসবি,তখন দেখাব আমার ওয়েপন কেমন পাওয়ারফুল(রকেট)
ওকে,,তাহলে তোমরা মডেল গুলো ক্রিয়েট করো আমি গেলাম,,,,(ডেভিড)
আজ সারাদিন অনেক ব্যাস্ত ছিলাম,মারিয়া সব সময় আমার পাশে ছিলো,কিন্তু একবারও তার সাথে কথা বলার সুযোগ হয়ে উঠেনি,,এখন আবার তার সাথে কথা না বললে রেগে ফুলে যাবে,,তাই আর দেরি না করে মারিয়ার কাছে চলে গেলাম।
to be continue 😏💔