কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির_হাসান_আকাশ
পর্বঃ১৫
আমি আচমকা মারিয়াকে জড়িয়ে ধরলাম।মারিয়া মনে হয় এই সবের জন্য প্রস্তুত ছিলো না।আমি জড়িয়ে ধরা মাত্রই জোরে চিৎকার করলো।কিন্তু পিছন ফিরে যখন আমাকে দেখলো তখন তার হাবভাব পুরোই চেঞ্জ হয়ে গেলো।
ঐ তাহলে তুই এখানে, আমাকে পিছন থেকে এইভাবে জড়িয়ে ধরলি কেন,,?
বারে আমি জড়িয়ে ধরবো না তো কে ধরবে,,আমি ছাড়া কেউ আপনাকে জড়িয়ে ধরতে পারবে না,,,,,,
না তুই আমাকে এভাবে আর কখনো জড়িয়ে ধরবি না,,,,,
একশো বার ধরব হাজার বার ধরবো,,,
তাহলে আমিও সবাইকে বলে দিব স্কাইলর্ড আমার সাথে নোংরামি করেছে,,,
হাহাহা,,নোংরামি কি এিটাই তো আমি বুঝি না,,
এমন সময় সেখনে এন্জেল কিং চলে আসলো,,সালা এন্টি নেওয়ার আর টাইম পেলো না,শান্তি মতো একটু ঝগড়াও করতে পারব না এদের জ্বালায়।
এইখানে আপনারা এইভাবে জগড়া করছো কেন?কি হয়েছে তোমাদের মাঝে,,?
দেখেন এ.কিং এই ডেভিড আমার সাথে নোংরামি করেছে,,,,
ডেভিড নোংরামি করেছে তো কি হইছে,ডেভিড নোংরামি করবে না তো আমি করব,,(এ.কিং)
এন্জেল কিং এর কথা শুনে খুব হাসি পাচ্ছে।
আচ্ছা এখন আসল কথায় আসা যাক,
ডেভিড আপনাকে আমার সাথে এখনি কুইনের কাছে যেতে হবে।(এ.কিং)
কেন আম্মু কি আমাকে ডেকে পাঠিয়েছে,,,
হুম,,,মনে হয় খুব দরকার, তাই এখনি আপনাকে আমার সাথে যেতে হবে,,,(এ.কিং)
তারপর আমি আর মারিয়া এন্জেল কিং এর সাথে আম্মুর কাছে চলে গেলাম।
ডেভিড তুমি একটু আগেই এখানে এসেছ। এখন তোমার অনেক বিশ্রাম করা দরকার।কিন্তু মনে হয় আর বিশ্রাম করতে পারবে না।(আম্মু)
কেন আম্মু কি হয়েছে,,,
তোমাকে যে বলেছিলাম টাইম ম্যাজিকের ব্যাপারে,এখনই ঐ সময় টাইম ম্যাজিককে নিজের করে নেওয়ার জন্য।(আম্মু)
কিন্তু কিভাবে আম্মু, টাইম ম্যাজিক পেতে হলে কি কি করতে হবে আমাকে,,?
টাইম ম্যাজিক পেতে হলে তোমকে আমাদের এই এন্ডোমেডা গ্যালাক্সির একটা প্লেনেট কেপলারে যেতে হবে। কেপলারের কিং মিথরান্ডির-এর হাতে একটা রিং আছে,যার মাধ্যামে সে তার ১০০ মি. মধ্যে টাইম সম্পর্ন রূপে নিজের কন্ট্রোলে রাখতে পারে।(আম্মু)
আম্মু এটাতো সত্যি অবাক করা ব্যাপার,কিন্তু একজন ভালো মানুষের কাছ থেকে তো কিছু ছিনিয়ে নেওয়া অন্যায়,,
ডেভিড তুমি ভুল ভাবছো,মিথরান্ডির মোটেও একজন ভালো মানুষ নয়,তার রাজ্যে সে একজন অত্যাচারী কিং হিসাবে পরিচিত।তার হাতে সময় নিয়ন্ত্রণের রিং থাকায় সে তার ইচ্ছা মতো সবাইকে নিয়ে খেলা করে।(আম্মু)
ও তাহলে তো ঠিক আছে।আচ্ছা, এখন বলো কিভাবে আমি ঐ রিংটা হাতে পাবো,,?
তোমাকে প্রথমে কেপলারে যেতে হবে,এবং মিথরান্ডিরকে যেকোনো মূল্যে হত্যা করে তার রিংটা ছিনিয়ে নিতে হবে,তাকে হত্যা করা ছাড়া রিং কখনো হাতে পাবে না।আমি জানি তুমি কখনো একা মিথরান্ডির এর সাথে পেরে উঠতে পারবে না,তাই তোমার সাথে হেনা এবং এন্জেল কিং যাবে।
এইকথা বলে আম্মু আপু এবং এন্জেল কিংকে ডেকে পাঠালো।কিছুক্ষণ পর দুজনই এসে হাজির।আমি আপুকে দেখে সত্যি অবাক হয়ে গেলাম।একটু আগেও সে অসুস্থ ছিলো।কিন্তু এখন তাকে দেখে সুস্থ সবল মনে হচ্ছে।
আপু তোমার যাওয়ার দরকার নাই,তুমি তো অসুস্থ।
না ডেভিড আমি এখন ঠিক আছি,আর আমার অনেক দিনের ইচ্ছা মিথরান্ডির এর সাথে লড়াই করা।
আচ্ছা তুমি যা ভাবো,,
এমনিতেও আপু আমার সাথে গেলে আমারই লাভ তাই আর কিছু বললাম না।
আম্মু তখন এগারোটা প্লেনেটের প্রাধানদের সেখানে আসতে বললো।
তারা সেখানে আসার পর,,,
সাবাই মন দিয়ে শোনেন, স্কাইলর্ড কেপলারের অত্যাচারী কিং মিথরান্ডির এর সাথে লড়াই করার জন্য কিছুক্ষণের মধ্যে প্লেনেট কেপলারে যাবে।আমি চাই আপনারা সবাই তার সাথে যাবেন।কিন্তু লড়াই করবে শুধু স্কাইলর্ড,হেনা এবং এন্জেল কিং।তাদের অবস্থা যদি খারাপ হয়ে যায় তখন আপনারা মিথরান্ডির এর বিরুদ্ধে লড়াই করবেন।তাছড়া আপনারা সবসময় লুকিয়ে থাকবেন।যেন কেউ টের না পাই আপনারা সেখানে গিয়েছেন।আমি চাই মিথরান্ডির এর টাইম কন্ট্রোলের রিংটা যেন স্কাইলর্ডের হাতে আসে।তো আপনার সবাই প্রস্তুত(আম্মু)
হ্যা কুইন আমরা সবাই প্রস্তুত,,,,(সবাই একসাথে)
আমাদের সবার এতো আগ্রহ দেখে আম্মু তখনই তার সামনে একটা বড় পোর্টাল তৈরি করলো,,এই পোর্টালটা তুলনামূলক একটু বড় ছিলো,,
এখন আপনাদের সামনে যেই পোর্টালটা দেখতে পাচ্ছেন সেইটা সরাসরি আপনাদের কেপলার প্লেনেটের কেপিটালে নিয়ে যাবে,মিথরান্ডির এর কিংডমটা কোথায় তা আমার জানা নেই, আপনাদের সবাইকে সেইটা খুজে বের করতে হবে।কিন্তু সাবধান কোন ভাবেই যেন কেউ বুজতে না পারে আপনারা ওখানে কিংকে হত্যা করার মতলবে অবস্থান করছেন।
আম্মু এইসব কথা বলার পর তার হাত উপর করে ড্রগনটাকে ডাক দিয়ে হাতের উপর এনে একটা মাঝারি আকারের সোর্ডে পরিনত করলো।
ডেভিড আমি জানি মিথরান্ডির অনেকটা শক্তিশালী, এবং তার চেয়েও বড়ো কথা হলো সবসময় তার পাশে দশটা এলিট গার্ড থাকে।যাদের মৃত্যুর কোন ভয় নাই।এবং তাদের একেকটা অনেক বড়ো বড়ো যুদ্ধ জয় করা সেনা।এছাড়া তো রাজ্যের ভিতর নাইট,জেনারেল ও বিভিন্ন শক্তিশালী যোদ্ধা আছেই।তাদের বিপক্ষে তোমাকে বিজয়ী হতে হলে ভেবে চিন্তে লড়াই করতে হবে।এই লড়াই লড়ার জন্য তোমার হাতে তেমন কোন পাওয়ারফুল সোর্ড নেই।অবশ্য সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন থাকলে তুমি একাই সবকটাকে শেষ করতে পারতে যেহুতু এখনো তুমি সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের যোগ্য হয়ে উঠো নাই তাই আমার দ্যা সুপার সার্প সোর্ড টাকে তোমার হাতে তুলে দিলাম।এই সোর্ডটাকে তুমি সার্পার বলে ডাকার সাথে সাথে তোমার হাতে চলে আসবে,যখন শত্রুপক্ষ তোমার সামনে আসবে তখন সোর্ড টাকে সামনের দিকে তাক করে স্লাইস দিলেই ছোট ছোট ব্লেড বের হয়ে শত্রুপক্ষের দিকে তেড়ে যাবে।এবং এই সোর্ডটা শুধু ওকান্ডা রাজ্যের তৈরি ব্ল্যাক প্যান্থার এর জন্য যেই বর্মটা আছে ঐটা ছাড়া সবকিছু বেধ করতে পারবে।আমার জানা মতে কেপলারে ওকান্ডার তৈরি করা মাত্র একটা বর্ম আছে,সেইটা মিথরান্ডির সবসময় পরে থাকে।তাই মিথরান্ডিরকে হত্যা করতে হলে অনেক টেকনিক অবলম্বন করতে হবে,,,,
আম্মু এই বলে আমার হাতে তার দ্যা সুপার সার্পার সোর্ড টা তুলে দিলো,,,
অন্যদিকে রেড সুপার জায়েন্টের টিম্ভর প্লেনেটে,,,,,
মাই কিং আমরা তো মাত্র একটা সৌরমণ্ডল দখল করলাম।আমাদের টার্গেট ছিলো এই সোলার সিস্টেমের সকল প্রাণীকে মেরে ফেলা।কিন্তু এখনো অনেক প্রানী ইউনিভার্সের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে।আমি একজনের মুখে শুনেছিলাম মিও প্নেনেটের রাজা একটা সোর্ড মিও প্লেনেটের কোন এক গোপন জায়গায় ম্যাজিক দিয়ে আটকে রেখেছে।সেই সোর্ডটা নাকি তার মালিক ছাড়া কেউ হাতে নিতে পারবে না।লোকমুখে শুনা যায় কিং পিয়ারোর একটা ছেলে আছে,,যে কিনা ভবিষ্যতে এই পুরো ইউনিভার্সের কিং হবে সে-ই একমাত্র ঐ সোর্ডটা হাতে নিতে পারবে ।(জেনারেল)
কিং পিয়ারো, কিং পিয়ারো।আর কতো শুনতে হবে কিং পিয়ারো এর নাম,পিয়ারের মাঝে কি আছে যে আমার মাঝে তা নেই।এই কিং এল্ভস এর দয়ায় কিং পিয়ারো এখনও জীবিত।চলো কিং পিয়ারোর সাথে মুলাকাত করে আসি,,,,(এল্ভস)
কারাগারের ভিতরে প্রবেশ করার পর,,,
কেমন কষ্ট হচ্ছে পিয়ারো।তোকে তো যুদ্ধের সময় আমি বলেছিলাম রাজ্যটাকে আমার হাতে তুলে দিতে,কিন্তু তুই আমার কথার কোন মূল্য না দিয়ে আমার বিরুদ্ধে লড়াই করেছিছ।এই ইউনিভার্সে একমাত্র তুইই আমার মুখের উপর কথা বলেছিলি,এইজন্য আমি সারা জীবন তোকে কষ্ট দিয়ে যাব,,,,(এল্ভস)
এল্ভস এর কথা শুনে পিয়ারো হেসে দিয়ে,,,,
হাহাহাহা,,,তোর ধ্বংস খুব কাছে এসে গিয়েছে। স্কাইলর্ড আসছে তোকে ধ্বংস করার জন্য।তোর এই হাসিমুখ তখন আর হাসিখুশি থাকবে না।আমার ছেলে একাই তোর ধ্বংসের জন্য যথেষ্ট। (পিয়ারো)
তোর ছেলে,,,তুই কি পাগল হয়ে গিয়েছিছ।তোর ছেলে আসবে কোথা থেকে।তোর তো শুধু একটা মেয়ে রয়েছে,,কি যেন নাম,,,,
ডার্ক প্রিন্সেস, কিং(জেনারেল)
ও হ্যা ডার্ক প্রিন্সেস,তোর ডার্ক প্রিন্সেস তো এখনো লুকিয়ে আছে।একবার খুজে পাই তারপর দেখবি তার কি অবস্থা করি।তুই বরং এখানেই পঁচে মর,,,(এল্ভস)
কিং এল্ভস কারাগার থেকে বের হয়ে,,,
জেনারেল প্রতিটা গ্যালাক্সিতে খোজ লাগাও,যেখানেই পিয়ারোর বংশধর দের পাবে সোজা আমার কাছে নিয়ে আসবে,, আর আমাদের ১০০ জন নাইটকে মিও প্লেনেটে পাঠাও,সোর্ডটা কোথায় আছে তা খুব শীঘ্রই খুজে বের করতে হবে,,,,
to be continue 💔