পার্ট:3
লেখক:Hridoy Bappy।
।।।
।।
।
ঘুমের ইনসুলিন এর ডোসটা একটু বেশী ছিলো।৩ দিন কেটে গেলো।যখন চোখ খুল্লাম দেখি একটা রুমে শুয়ে আছি আমি।দেখে মনে হচ্ছে এটা কারো বাসা।বাসার একটা রুমে আমি শুয়ে ছিলাম।শুধু হাতে একটা বেন্ডেজ করা এখনো।কিছুই তো মনে পরতেছে না।কি হয়েছিলো।আমার নামটাও তো আমি জানি না।আমার এমন অবস্হা হবে কল্পনাও করি নাই।কিন্তু কি করার যা হয়েছে ভালো হয়েছে।হয়তো কোনো খারাপ মেমোরি থাকতে পারতো তাই ভুলে গেছি।কিন্তু আমি তো আমার নামটাই জানি না এখন।রুমে যার ছবি টানানো আর আয়নায় আমার চেহারা একই।তারমানে এটা আমার রুম।আর এই বাসা ও আমার।তার মানে সব লোকজনও আছে।তাই সোজা নিচে চলে এলাম।।
.
--ভাবি দেখো বাপ্পী জেগে গেছে।(একটা লোক)
.
--আমার ছেলেটা উঠে গেছে।কতদিন ধরে তোর উঠার জন্য আমরা সবাই অপেক্ষা করছি।তুই উঠে আমাদের দুঃখটা একটু দূর করে দিলি।(একটা মহিলা)
.
--আপনারা কে আমি তো কাউকেই চিনতে পারছি না।আমিই বা কে।আমার তো কিছুই মনে পরতেছে না।(আমি)
.
--বাবা আমি তোর মামনী,তোর মা আমি।।।আর এই যে এটা তোর বাবা,এটা তোর বোন নিলা।(আরো সবাইকে দেখিয়ে বললো)
.
--আমার তো কিছুই মনে পরতেছে না।কাউকেই তো চিনি না আমি।
.
--ভাইয়া ডাক্তার তোমাকে পুরানো কথা মনে করতে মানা করেছে।এখন যদি পুরানো কথা নিয়ে ভাবো তাহলে ব্রেইনে সমস্যা হবে।দেখো সব আসতে আসতে মনে পরবে।আর আমি তো আছি চলো তোমার সব কিছু দেখিয়ে দিচ্ছি।(নিলা)
।।।।।
নিলা আমাকে ওর সাথে করে আবার আমি যেই রুমে ছিলাম সেখানেই নিয়ে গেলো।
.
--ভাইয়া এটা তোমার রুম।এইযে বিছানা,এইটা তোমার টেবিল,এইটা তোমার কম্পিউটার,এইটা তোমার টয়লেট,এইটা তোমার আলমারি।(নিলা)
.
--আরে আরে এইসব তো আমি জানি কিন্তু আমার নামই তো মনে নাই।তোমাদের কাউকেই আমি চিনতে পারতেছি না।(আমি)
.
--দারাও এক মিনিট আমি আসতেছি।(নিলা)
।।।।
এই বলে ও চলে গেলো।আর কিছুক্ষন পর একটা জিনিস নিয়ে আসলো।
.
--ওইটা কি।(আমি)
.
--এইটা আমাদের ফেমিলি এলবাম।এইটার মধ্যে সবার ছবি আছে তোমাকে চিনাতে ভালো হবে তো তাই নিয়ে আসলাম।(নিলা)
.
--ওওও।
।।।
তারপর নিলা আমাকে এক এক করে সবাইকে চিনিয়ে দিতে লাগলো।আমি ও আসতে আসতে ওদের সাথেই স্বাবাভিক হতে লাগলাম।মনে হচ্ছে ওরাই আমার সব।এভাবে এক মাস চলে গেলো।
.
--ভাইয়া ও ভাইয়া ওঠ না।মামনী তোকে ডাকতেছে।ওই উঠ না প্লিজ ভাই আমার লক্ষি।(নিলা)
.
--ঔ যা তো আমি ঘুমাবো যা তুই।(আমি)
.
--আমি কিন্তু পানি ঢেলে দিবো না উঠলে।(নিলা)
.
---ওকে উঠতেছি।খুশি এবার।(আমি)
.
--হুমমমম ফ্রেস হয়ে নিচে আয় তুই।(নিলা)
.
--ওকে যাচ্ছি যা তুই।(আমি)
।।।।।।
ফ্রেশ হয়ে নিচে চলে এলাম দেখি বাসায় অনেক মানুষ।মানে সবাই আমাদের আত্মীয়।কিন্তু প্রশ্ন বাসায় এতো মানুষ কেনো।।।
.
--মামনী মামনী শুনো।(আমি)
.
--কি হয়েছে তোকে না কখন থেকে উঠার জন্য ডাকতে ছিলাম উঠলি না তো।(মামনি)
.
--আরে বাবা সেটা বাদ দাও।আগে বলো বাসায় এতো মানুষ কেনো।(আমি)
.
--তোর বিয়ে দিবো বলে সবাই এসেছে।(মামনি)
.
--কি আমাকে না বলেই আমার বিয়ে।(আমি)
.
--আরে পাগল হয়ছিস নাকি তুই বললেও তো এখন তোর বিয়ে দিবো না।এখন বউ পাইলে তো আমাদের ভুলেই যাবি।(মামনি)
.
--তাহলে এতো মানুষ কেনো বাসায়।(আমি)
.
--আমরা কালকে লন্ডন চলে যাবো তাই এসেছে সবাই।(মামনি)
.
--ওওওি।
.
--তোর বাবাকে দেখছি নাতো।(মামনি)
.
--হুমমম বলো কি হয়েছে।(বাবা)
.
--বাপ্পীকে সবার সাথে পরিচয় করিয়ে দাও।(মামনি)
.
--হুমমম চল বাবা।(বাবা)
।।।।।
তারপর সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো বাবা।সবার সাথে একটু হাল্কা কথা বলে বাসা থেকে হাওয়া হয়ে গেলাম।কারণ আজকেই তো লাস্ট দিন আমার।বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম।খেয়ে দেয়ে সোজা রুমে চলে আসলাম।এসেই দেখি বোন আমার সব কিছু পেকিং করে রেখেছে।আমি সোজা ঘুমিয়ে পরলাম।সকালে ঘুম থেকে উঠলাম।।।রাতেই সবাই বাসা থেকে চলে গিয়েছিলো এজন্য বাসা একদম খালি ছিলো।সবাই রেডি হয়ে নিলাম।কারণ সকাল ১০ টায় ফ্লাইড আমাদের।নাস্তা করে জিনিসগুলো সব নিয়ে বেরিয়ে পরলাম আমরা।চলে আসলাম এয়ারপোর্ট।ছোট চাচা,আর বড় চাচার পরিবার আমাদের এয়ারপোর্ট এ ছাড়তে এসেছিলো।।।।।
।।।।।।।
চলে এলাম লন্ডন।বাবা এখানেই থাকতো।অনেক দিন ধরে নাকি আমাদের বলতেছিলো এখানে আসার জন্য।কিন্তু মামনি না করে দিতো।তাই এবার আমরা চলে আসলাম মামনিই বলছে তাই চলে এলাম লন্ডন।আমার লন্ডন দেখার অনেক ইচ্ছা ইচ্ছাটা ও পূরণ হয়ে গেলো।এখানে এসে বাবা আমাদেরকে বাসায় নিয়ে এলেন।অনেক সুন্দর একটা বাসা।দোতালা বাসা।অনেকটা জায়গা আছে।আমাদের দুই ভাই বোনের জন্য জাইগাটা ঠিক আছে।
.
--বাপ্পী নিলা পছন্দ হয়েছে নাকি তোমাদের নতুন বাসা।(বাবা)
.
---হুমমমম অনেক পছন্দ হয়েছে বাবা।(আমি)
.
--হুমমম বাবা অনেক বড় বাসা আর অনেক সুন্দরও।(নিলা)
.
--সিমা তুমি কি বলো কেমন লাগছে বাসাটা।ভালো না লাগলে নতুব বাসা নিবো।(বাবা)
.
--অনেক সুন্দর বাসা এইটা।(মামনি)
.
--বাপ্পী তোমার রুম টা দোতালার ডান পাশেরটা।আর নিলা তোমার রুমটা হলো দোতালার বাম পাশের টা।তোমাদের জিনিস পত্র গুলোও আমি কিনে রেখেছি সব রুমেই আছে যাও রেস্ট নাও রুমে গিয়ে।(বাবা)
.
--ঠিক আছে বাবা।(আমি)
।।।।।।।দুজনে চলে আসলাম উপরে,
.
--wow ভাইয়া দেখেছিস কত সুন্দর বাসা তাই না।।।।আশে পাশের বাসাগুলোও সুন্দর।(নিলা)
.
--হুমমম।(আমি)
.
--এখানের মেয়ে গুলোও সুন্দর কিন্তু তুই ওদের দেখবি না।(নিলা)
.
--আরে দেখিস এখানের একটা মেয়েকেই তোর ভাবি বানিয়ে ফেলবো।(আমি)
.
--একদম তোর মাথা ফাটিয়ে ফেলবো যদি এইসব একটা মেয়েকে ভাবি করে আনোস আমার জন্য।একটার ও লজ্জা শরম নাই সব ছোট ছোট জামা কাপড় পরে থাকে।(নিলা)
.
--আচ্ছা এখন তুই রুমে যা আমি ও যাই।(আমি)
।।।।।।।।।
আমি আমার রুমে চলে আসলাম।বাবা তো ভালোই জিনিস কিনেছে।আমার নতুন কম্পিউটার।সব কিছু বাদ দিয়ে কম্পিউটার নিয়ে বসে পরলাম।
এভাবেই আমাদের দিনগুলো খুব সুন্দর ভাবে কেটে যাচ্ছে।আমার বাবা লন্ডন এর একজন ডাক্তার তাই আমাদের টাকার কোনো অভাব নাই।আমাদের পরিবারও অনেক সুখে ছিলো।আমরা ৪ জন খুব সুখেই দিন কাটাচ্ছিলাম।ঐভাবে ৩ টা বছর কেটে গেলো।
।।।।।।
.
--মামনি চলো না আমরা দেশে চলে যায়।(নিলা)
.
--কেনো তোর আবার কি হয়েছে।(মামনি)
.
--কিছুই না চলো না।।।ভালো লাগে না এখানে আর।(নিলা)
.
--কেনো ঔ ছেলে গুলা কি তোকে আবার disturbed করেছে নাকি।(আমি)
.
--আমি তোর বোন এটা শুনলেই কোনো ছেলে আর সাহস পাই না আমার সাথে কথা বলার।আর disturbed করবে।(নিলা)
.
--তাহলে problem কি দেশে ফিরে যেতে চাচ্ছিস কেনো।(আমি)
.
--এখানে আর কতদিন থাকবো দেশেই তো যেতে হবে তাই না ভাইয়ার gratutoin তো শেষ হয়ে গেছে।চলো এখন ফিরে যাই প্লিজ মামনি।(নিলা)
.
--মামনি আমি যাবো না।আমি এখানেই ভালো আছি।(আমি)
.
--তোমার ছেলে এখানে কোন মেয়ের সাথে প্রেম করে জিজ্ঞাসা করো তো।(নিলা)
.
--ঔ আমি আবার কোন মেয়ের সাথে প্রেম করি হ্যা।(আমি)
.
--তোর জন্য তো আমার স্কুলের সব মেয়েই পাগল।প্রেম করোস না তার কোনো গ্যারান্টি আছে নাকি।।।।আর করোস বলেই তো এখন দেশে যাইতে চাস না।গেলে তো তোর ডেটিং হবে না।(নিলা)
.
--এই চুপ আবোল টাবোল কথা বলোস।মামনি ওকে চুপ করতে বলো তো।(আমি)
.
--বাবা আমি দেশে যাবো যদি না যাও তোমরা তাহলে আমি সুইসাইড করবো কিন্তু।(নিলা)
.
--সেটা তোর দ্বারা হবে না।(আমি)
.
--নাহলে আমি কিছুই খাবো না।(নিলা)
.
--এখনই তো চিপস খাচ্ছিস।(আমি)
.
--ওকে তাহলে আমি এখানের একটা ছেলের সাথে পালিয়ে যাবো।(নিলা)
.
--হাহাহা😂😂😂😂😂😂(আমি)
.
--ঔ তুই হাসোস কেন।(নিলা)
.
--কোন ছেলে তোকে পালিয়ে নিয়ে যাবে বল নাম বল একবার।(আমি)
.
--আম্মু আমি কিছুই যানি না আমি দেশে যাবো এখানে থাকবো না আমি।(নিলা)
.
--ওকে কান্দিস না আমরা দেশে ফিরে যাবো।।এই শুনছো তুমি আমাদের এই সপ্তাহ এই যাওয়ার ব্যবস্হা করো কত দিন দেশে যাই না।(মামনি)
.
--আচ্ছা তাহলে আমি ব্যবস্হা করতেছি।(বাবা)
.
--মামনি আমি দেশে গিয়ে কি করবো।(আমি)
.
--তুই এখানে থেকে কি করবি শুধু মার পিঠ করবি।একটা মেয়েও তো পটাইলে পারলি না এখনো এখানে তাহলে থাকবি কেনো এখানে।(মামনি)
.
--আরে bd তে Street Fighting তো illiga।ওখানে যদি fighting করি তাহলে তো আমাকে পুলিশ এ ধরে নিয়ে যাবে।(আমি)
.
--তুই দেশে ফিরে এখন কাজ করবি অন্য কিছু না।এটাই আমার শেষ কথা আমরা দেশে যাচ্ছি।(মামনি)
।।।।।।।
মামনি আর নিলা চলে গেলো।যাওয়ার সময় নিলা আমাকে ভেংচি কেটে গেলো।আমি ও রুমে চলে আসলাম।আমাকে ছাড়া fighting আর fighting কে ছাড়া আমি কিভাবে থাকবো।বসে ছিলাম তখনি নিলা চলে আসলো,
.
--কিরে কি ভাবতেছোস।।(নিলা)
.
--তোর দেশে যাওয়ার শখ জাগলো কেনো রে হঠাৎ।(আমি)
.
--তোর এই মারামারির জন্য একটা ছেলেও আমার সাথে কথা বলতে সাহস পাই না।এখানে আসলাম ৩ বছর এখনো একটা প্রেম করতে পারলাম না।তাই তোকে দেশে নিয়ে যাবো ওখানে মারামারি করলে পুলিশ তোকে ধরে নিয়ে যাবে।(নিলা)
.
--হুমমমম।(আমি)
.
--এখন তোকে bd তে ফিরে চাকরি করতে হবে।।।।। (নিলা)
.
--idea(আমি)
.
--bd তে fighting করলে তো পুলিশ ধরবে তাই না।(আমি)
.
--হুমমমম।(নিলা)
.
--তাহলে তো আমিই পুলিশ হয়ে যাবো।(আমি)
.
--তোর পাগলামি যাবে না তাইনা।(নিলা)
.
--না.
।।।
।।
।
(চলবে)
।
।।
।।।