কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ ৬
আমি ফাইটিং রিলে উঠার সাথে সাথেই ফাইটিং রিলের চারদিকে আগুন জ্বলতে শুরু করলো।
ডোর যেহুতু আর কথা বলছে না তাই আমিও আর জানতে পারব না ফাইটিং রিলের চারপাশে আগুন কেন জ্বলছে।তবে এইটুকু বুঝতে পারছি আগুন জ্বলার মানে হলো আমি ফাইটিং সম্পর্ন না শেষ করে বাইরে বের হতে পারব না।
আমি ফাইটিং রিলে দাঁড়িয়ে আছি,,এমন সময় নিচে চোখ পড়তেই দেখি একটা ছোট আকারের সোর্ড,,,ডোর যেহুতু বলেছে আমার এনার্জিকে সঠিক জায়গায় ব্যাবহার করতে হলে প্রথম লেভেলের বিস্ট দের সাথে সোর্ড দিয়ে লড়তে হবে তাই আমি সোর্ডটা হাতে নিলাম।সোর্ডটা হাতে নেওয়ার সময় শুনলাম ফাইটিং রিলের চারপাশ থেকে আওয়াজ আসছে,,,
দ্যা ফাইটিং ইজ স্টার্টটেড,,,,
চারদিক থেকে এই আওয়াজ আসার পরপরই আমার চর্তুদিকে তাকিয়ে দেখলাম পিগের মতো দুইটা প্রানি,,,ঐ গুলো পিগের মতো দেখতে হলেও আসলে ঐ গুলো পিগ ছিলো না,,,পৃথিবীতে পিগের চারাটা পা,,কোন হাত নেই।কিন্তু এই পিগগুলোর উপরের দিকে দুইটা হাতও রয়েছে,,,,,
পিগগুলো রেগে আমার দিকে তেড়ে আসছে।আমি ইচ্ছা করলে আমার লেজার অফ ফায়ার দিয়ে নিমিষেই এই পিগ গুলোকে ধ্বংস করে দিতে পারি,,,কিন্তু এই সাধারণত পিগ গুলোকে মারতে গিয়েই আমি যদি আমার কোরের সমস্ত এনার্জি শেষ করে ফেলি তাহলে পরবর্তী দুই লেভেলের বিস্ট দের সাথে লড়াই করব কি দিয়ে,,ডোরের কথা অনুযায়ী তো পরবর্তী দুই লেভের বিস্টগুলো অনেক শক্তিশালী, যার মাঝে তিন নাম্বার লেভেলের বিস্ট গুলোর সম্পর্কে কোন ধারণাই আমার নেই।
পিগ গুলো আমার দিকে আসতে লাগলো।আমি বাম পা টা পিছনে নিয়ে দুই হাতে সোর্ডটা ধরে একটা পজিশন ঠিক করলাম,আমার চোখ চারদিকে ঘুরছে।এমন সময় একটা পিগ আমার পিছন দিক দিয়ে আরেকটা আমার সামনের দিক দিয়ে দিকে তেড়ে আসতে লাগলো।
প্রথমে সামনের টাকে মাথায় টার্গেট করে সোর্ডটা স্লাইস দিলাম,পিগটার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে দূরে গিয়ে পড়লো।আমি নিজেও বুজতে পারছি না আমার শরীরে এতো পাওয়ার কিভাবে চলে আসলো।সামনের টাকে শেষ করার পর পিছনে ঘুরে পিছনের পিগটার উপরের দুইহাতে সোর্ডটা চালালাম,,পিগটার হাত কেটে যাওয়ার পর রেগে আরো জোরে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি বুজে গেছি,এইটাকেও মারতে হলে সোজা মাথায় সোর্ডটা দিয়ে আঘাত করতে হবে,,,কিন্তু পিগটার স্পিড এতো বেশি ছিলো যে আমি সঠিক ভাবে পিগটাকে টার্গেট করতে পারছিলাম না।পিগটা আমার সামনে এসে লাফ দিয়ে আমাকে কিক মারলো,,,আমি কিক খেয়ে একটু দূরে গিয়ে পরলাম। একটা পিগের কিকে যে এতো পাওয়ার তা জানা ছিলো না।আমি উঠতে যাব ঠিক তখন পিগটা আমার উপরে উঠে মুখের ভিতর নোখ দিয়ে আঁচড় কাটতে লাগলো,,,😄
আমার মাথাটা পুরোপুরিই গরম হয়ে গেলো।আমি পিগটাকে আমার উপর থেকে ছিটকানি মেরে দূরে ফেললাম।পিগটা সেখান থেকে উঠে আবার আমার দিকে তেড়ে আসতে লাগলো,,,এইবার আর দেরি করলাম না,, সোর্ডটা হাতে নিয়ে সোজা পিগটার মাথাই আঘাত করলাম,,,
পিগটার মাথায় আঘাত করার সাথে সাথে ফাইটিং রিলের চারদিক দিয়ে আওয়াজ আসতে লাগলো,,,
লেভেল ওয়ান ইজ ডান,,,,
এবং আমি সেই মুহূর্তে দেখলাম পিগটার ক্ষত বিক্ষত দেহ হাওয়ার সাথে মিশে গেলো,,,
এমন সময় ফাইটিং রিলের চারপাশ থেকে আবার আওয়াজ আসতে লাগলো,,,
লেভেল ওয়ান ইজ ডান,,,লেভেল টু ইজ কাম ফর ইউ,,,,,
এইকথাটা শুনা মাত্রই আবারো আমার চারদিকে কিছু প্রানির অস্তিত্ব দেখতে পেলাম।এই প্রানীগুলো ছিলো ব্লেক প্যান্থার এর মতো।আগের লেভেলর পেগ গুলোর কোন ম্যাজিকাল পাওয়ার ছিলো না।কিন্তু এই প্যান্থার গুলোর শরীর থেকে ফায়ার বের হচ্ছে। তার মানে এই প্যান্থার গুলো ফয়ার ম্যাজিকের অধিকারী।আগের দুটোকে তো খুব সহজ ভাবেই হারিয়ে দিয়েছিলাম।কিন্তু এখন আগের চেয়ে এদের সংখ্যা বেড়েছে।
আগের লেভেলে পিগ ছিলো ২ টা আর এখন প্যান্থার ৪ টা,তার চেয়ে বড়ো কথা হলো, প্যান্থার গুলো ফায়ার ম্যাজিকের অধিকারী।এদের আমার হাতে থাকা নরমাল সোর্ড দ্বারা কিছুই করা যাবে না।এদের শেষ করতে হলে লেজার অফ ফায়ার ব্যাবহার করতে হবে,,,তবে প্রথমেই আমি লেজার অফ ফায়ার ইউস করব না।প্রথমে এই সোর্ডটা দিয়ে যতটুকু পারি প্যান্থার গুলোকে আঘাত করে সামন্য দুর্বল করে নিতে হবে।তার পরে খুব সহজেই আমি লেজার অফ ফায়াররের সাহায্যে সব কটাকে শেষ করতে পারব।
যেই ভাবা সেই কাজ,প্যান্থার গুলো আমাকে আঘাত করার আগেই আমি একটা প্যান্থারের সামনে চলে গেলাম,,,প্যান্থার টা কিছু বুজে উঠার আগেই তার বডিতে সোর্ডটা দিয়ে একটা স্লাইস দিলাম।ব্যাপারটা তেমন সুবিধার হলো না।ঠিক ঐ সময় পিছন থেকো আরেকটা প্যান্থার তার মুখ থেকে আমার দিকে ফায়ার ছুড়ে মারল,,ফায়ারটা সোজা এসে আমার যেই হাতে সোর্ডটা ছিলো সেই হাতে লাগলো,,ফায়ারটা হাতে লাগার সাথে সাথে সোর্ডটা হাত থেকে পড়ে গেলো এবং খুব অসহ্য যন্ত্রণা অনুভব হতে লাগলো।হাতের দিকে তাকিয়ে দেখি অনেকটা পুড়ে গিয়েছে।
আমার তখন মনে হলো এদের সাথে এইভাবে লড়াই করলে হবে না।এদের সাথে সুপার পাওয়ার দিয়েই লড়তে হবে।
তখনি আমি বাম হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে মনে মনে লেজার অফ ফায়ার এর কথা ভাবতে লাগলা।
ঠিক তখনি X চিহ্নটা জ্বলতে শুরু করলো এবং কিছুক্ষণ পর X চিহ্ন থেকে লেজার অফ ফায়ার বের হতে শুরু করলো।আমার হাত থেকে লেজার অফ ফায়ার বের হওয়া দেখে প্যান্থার গুলো আমার দিকে ফায়ার বল ছুড়ে মারতে থাকলো,,,আমি আমার লেজার অফ ফায়ার দিয়ে ফায়ার বলকে ধ্বংস করেই যাচ্ছি কিন্তু কোন প্যান্থারকে কিছুই করতে পারছি না।এমন সময় মাথায় একটা বুদ্ধি আসলো।যেহুতু আমার পিছনেও প্যান্থার আছে তাই আমি কাটা দিয়েই কাটা তুলতে চাচ্ছি। সামনে থেকে একটা প্যান্থার আমার দিকে যখনই ফায়ার বল ছুড়ে মারলো আমি তখনি নিচু হয়ে খুব দ্রুত রিলের সেই জায়টা থেকে অন্য জায়গায় চলে আসলাম,,ফলে যা হওয়ার তাই হলো আমার পিছনে থাকা প্যান্থার টা ফায়ার বলের আঘাতে শেষ হয়ে গেলো।আমি এই সুযোগে আমার সামনে থাকা প্যান্থারের দিকে লেজার অফ ফায়ার ছুড়ে মারলাম।আমার লেজার অফ ফায়ারের আঘাতে সামনের প্যান্থারটা পুড়ে ছাই হয়ে গেলো।
দুইটাকে তো শেষ করলাম কিন্তু এখনো আরো দুইটা বাকি আছে,,,,
এই দুইটাকে যতো তাড়াতাড়ি পারি শেষ করে আমাকে তৃতীয় লেভেলে যেতে হবে,,,
এরইমধ্যে একটা প্যান্থার আমার দিকে দৌড়ে আসতে লাগলো, প্যান্থার টা আমার সামনে এসে মুখ থেকে যখনই ফায়ার বল ছুড়লো ঠিক তখনি আমি তার সামনে লাফ দিয়ে তার পিছনে গিয়ে লেজার অফ ফায়ার দিয়ে আঘাত করলাম,,তিনটা শেষ এখন বাকি আছে আর একটা,
চার নাম্বার প্যান্থারটা সামনে আসার আগেই তার দিকে আমি লেজার অফ ফায়ার ছুড়ে মারলাম।যার কারনে ৪ নাম্বার প্যান্থারটাও শেষ হয়ে গেলো।চার নাম্বার প্যান্থারটা শেষ হওয়ার সাথে সাথে ফাইটিং রিলের চারদিকি থেকে আওয়াজ আসতে লাগলো,,,
লেভেল টু ইজ ডান,,
আর ইউ রেডি ফর লেভেল থ্রি,,
অফশন 1-ইয়েস
অফশন 2-নো
আমি তখন বললাম, ইয়েস আইএম রেডি ফর লেভেল থ্রি। আই সিলেক্টেড অফশন ওয়ান,,,,
আমি এই কথা বলা মাত্রই ফাইটিং রিলের চারদিকে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যেতে লাগলো,,আমি জানি না এই লেভেলে আমাকে কি রকম বিস্টের সাথে ফাইট করতে হবে,,,এর আগের দুই লেভেল তো খুব সহযেই পার হয়েছি।এখন মনে হচ্ছে না এই লেভেলটা এতো সহযে পার করতে পারবনা।
আমি যা ভাবছিলাম তাই হলো।গর্ত থেকে যারা বের হলো তাদের দেখে আমার কলিজাটা কেপে উঠলো।চারটা হুডি চাপানো লোক।অবশ্য ছেলে নাকি মেয়ে তা বোঝা যাচ্ছে না।তাদের প্রত্যেকের শরীর হুয়ইট কাপড় দিয়ে ডাকা এবং সবার হাতে হুয়াইট একটা সোর্ড। সোর্ডগুলো দেখেই মনে হচ্ছিলো এগুলো কোন সাধারন সোর্ড নয়।সোর্ড গুলো থেকে সাদা আলোর একটা রেছ বের হচ্ছে। আমি তাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু তারা আমাকে কিছু বলতে দেওয়ার আগেই চারদিক থেকে তারা আমাকে আক্রমণ আরম্ভ করলো।তারা সবাই আমার দিকে সোর্ড গুলো তাক করে একটা স্লাইস দিলো,সোর্ড গুলো স্লাইস দেওয়ার সাথে সাথে সোর্ড গুলো থেকে হুয়াইট লেজার বের হয়ে আমার দিকে আসতে লাগলো,,,আমি মনে মনে ভাবলাম আমার হাতের X চিহ্ন থেকে চারদিক দিয়ে লেজার অফ ফায়ার বের হচ্ছে। আমি জানি মন থেকে আমি যেভাবে চাইব আমার এনার্জিও সেভাবে কাজ করবে।আমার লেজার অফ ফায়ার হুডি পড়া লোকদের থেকে আসা লেজারকে আটকে দিলো।কিন্তু আটকালে তো হবে না, আমাকে পোর্টাল ওপেন করতে হলে যে ভাবেই হোক তৃতীয় লেভেল পার করতে হবে।আমার লেজার অফ ফায়ার চার জন থেকে আসা হুয়াইট লেজারকে আটকে দিলেও তাদের দিকে এগিয়ে যেতে পারছে না।যদি একজন হতো তাহলে মনে হয় সম্ভব হতো।কিন্তু একা চারজনের সাথে লড়াই করা তো সম্ভব না তাও আবার এনার্জি কোর সঠিকভাবে এখনো তৈরি হয় নি।
এমন সময় হঠাৎ আমার X চিহ্নটা আস্তে আস্তে উজ্জ্বলতা হারাতে লাগলো।আমি খেয়াল করে দেখলাম আমার লেজারেরও পাওয়ার কমছে এবং হুয়াইট লেজার আমার দিকে এগিয়ে আসছে।আমি বোজলাম আমার কোরের এনার্জি ফুরিয়ে আসছে।কিছুক্ষণ পর আমার লেজার সম্পর্ণ বন্ধ হয়ে গেলো।আমার আর বুজতে বাকি রইলো না তৃতীয় লেভেলটা আমি হেরে গিয়েছি।সাদা লেজার গুলো আমার দিকে এগিয়ে এসে একসাথে ডান পায়ের হাটুর উপরে আঘাত করলো।আঘাত লাগার সাথে সাথে আমি ফাইটিং রিলে পড়ে গেলাম।এক আঘাত শেষ হতে না হতেই সবাই মিলে আবার আমার পিঠে আঘাত করলো।পিঠে লেজারের আঘাত খেয়ে মনে হচ্ছে পিঠ ছিদ্র হয়ে বুক দিয়ে লেজার বের হয়ে গেলো।এখন আমার নিশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে।আমার মনে হচ্ছে আমি আর বাচব না,,,দুনিয়ায়তে সত্যি নিজেকে খুব তুচ্ছ মনে হচ্ছে।
ঠিক ঐ মুহূর্তে একটা বিকট বর্জ্যের মতো আওয়াজ হলো।আমি আবছা চোখে দেখলাম আমার চারপাশ পুরোটাই কালো হয়ে গিয়েছে।
চলবে,,,,,,