কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ৮
কে আমার জন্য অপেক্ষায় আছে,,,
আর আমার নাম স্কাইলর্ড হলো কেন,,,?আমিতো ডেবিড,কেউ আমাকে মাস্টার বলছে আবার কেউ আমাকে স্কাইলর্ড বলছে,,ব্যাপারটা কেমন যেন প্যাচের।আমার মতো একটা সাধারন ছেলে যে কিনা কিছুদিন আগেও জানত না তার হাতে একটা সুপার পাওয়ার আছে,এবং জানার পর ও সে তার পাওয়ারের সঠিক ব্যাবহার করতে পারছে না,এইরকম একটা ছেলে কিভাবে স্কাইলর্ড হতে পারে,,?
স্কাইলর্ড আপনি নিজেকে যতোটা দুর্বল ভাবছেন আপনি কিন্তু ততোটাও দুর্বল না।নিজেকে এতো তুচ্ছ মনে করা ঠিক না,,যেহুতু এখানে সময়ের কোন মূল্য নেই তবে পৃথিবীর সময়ের অনুমান করে এইখানে যদি আপনি ৩ মাস থাকতে পারেন আমি কথা দিচ্ছি নিজেকে আর তুচ্ছ মনে হবে না।আপনার দায়িত্ব তখন অনেক বেড়ে যাবে।কথায় আছে না কারো কাছে যখন কোন সুপার পাওয়ার চলে আসে তখন সমাজ, দেশ এবং ইউনিভার্সের প্রতি নিজের দায়িত্ব টা বেড়ে যায়।
আচ্ছা ঠিক আছে এইখানে না হয় আমি তিন মাস থাকলাম,,তবে তিন মাস শেষ হলে আমি কি আমার মা'র কাছে ফিরে যেতে পারব না,,?
সেটা তিন মাস পরেই দেখা যাবে স্কাইলর্ড।
ওকে তা না হয় বোঝলাম,আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি কিন্তু আপনি কে, কেন আপনি এখানে কিছুই তো জানলাম না।(আমি)
আমি ইয়ান্ডু,আমি কোয়ান্টাম জগতের বাইরের হিসাবে এখানে ১৫ বছর ধরে আছি শুধুমাত্র আপনার অপেক্ষায়।,,
শুধুমাত্র আমার অপেক্ষায় এতো বছর অপেক্ষা কেন,,?
এতো বছর নয় স্কাইলর্ড এই ১৫ বছরকে আমার কাছে একটা মুহূর্তের সমান মনে হয়েছে। আমি কেন আপনার অপেক্ষায় আছি সেইটা আপনি ট্রেনিং শেষ হলে জানতে পারবেন।এখন আপনি ঐ সব কিছু জানলে ডিপ্রেশনে চলে যাবেন।আমি চাই না আমার জন্য আপনার ট্রেনিং এর ক্ষতি হোক।। আমাকে আপনি আপনার একজন মাস্টার,পার্টনার এবং বন্ধু ভাবতে পারেন,,,(ইয়ান্ডু)
আমি না হয় আপনাকে পার্টনার এবং মাস্টার মনে করলাম কিন্তু বন্ধু ভাবি কিভাবে,আপনি তো আমার চেয়ে প্রায় ১০ বছরের বড়ো।(আমি)
কেন বয়সে বড়ো কেউ কি বন্ধু হতে পারে না,,?(ইয়ান্ডু)
আচ্ছা ঠিক আছে আজ থেকে আমরা বন্ধু।আমরা যেহুতু বন্ধু তাই আমাকে আপনি স্কাইলর্ড বলে না ডাকলেই আমি খুশি হবো। আমার নাম ডেবিড।এবং এই নামটাই আমার ভালো লাগে।আমি চাইনা কোন অদ্ভুত নামে আমাকে ডাকা হোক।এবং আমাকে কথা দিতে হবে,, আমার ট্রেনিং শেষ হওয়ার পর আমার সকল প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে,,,(আমি)
ঠিক আছে আপনাকে ডেবিড বলেই ডাকব,,আর ট্রেনিং শেষ হওয়ার পর আমার উত্তর দেওয়া লাগবে না ,,আপনার ট্রেনিং শেষ হলে আপনি একাই জানতে পারবেন আপনার মনে লোকানো সব প্রশ্নের উত্তর।তার আগে চলেন আপনাকে এই সম্পর্ন জায়গটাকে ঘুরিয়ে দেখাই।
ইয়ান্ডু আমাকে নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো,,,,,
ডেবিড আপনি মনে হয় জানেন না এই কোয়ান্টাম জগতটাকে যতটুকু বড় মনে হচ্ছে বাস্তবে তা নয়।যেহুতু আমাদের আকৃতিই এখন একেকটা পরমানুর সমান তাই তাই এই জায়গাটাকে আপনার বড় মনে হচ্ছে। পৃথিবীর একটা টেনিস বলের সমান এই জায়গাটা।কোয়ান্টাম জগতে প্রবেশ করার পর আমাদের আকার যেহুতু একটা পরমাণুর সমান হয়ে গিয়েছে সেই তুলনায় এই টেনিস বলের সমান জায়গাটাকে আমাদের কাছে পৃথিবীর সমানই মনে হবে,,(ইয়ান্ডু)
বুজলাম,,কিন্তু এখন আমরা যাচ্ছি কোথায়,,,(আমি)
আপনাকে একটা জায়গায় নিয়ে যাবো, ঐ খানেই মূলত আপনার ট্রেনিংটা হবে,,,(ইয়ান্ডু)
ওকে তাহলে যাওয়া যাক....
ইয়ান্ডুর সাথে কথা বলতে বলতে একটা বড় মাঠের মতো জায়গায় চলে আসলাম।
এই সেই জায়গাটা ডেবিড,,এইখানেই মূলত আপনাকে আমি ট্রেনিং করাব,,,(ইয়ান্ডু)
আচ্ছা,, তাহলে আমার ট্রেনিং কখন থেকে শুরু হচ্ছে,,, (আমি)
কেন এখন থেকেই আপনার ট্রেনিং স্টার্ট হবে।ট্রেনিং ছাড়া তো এখানে কোন কাজ নাই।যেহুতু কোয়ান্টাম জগতে সময়ের কোন দাম নেই তাই এখানে আপনার কখনো খুদা লাগবে না,এবং শরীরও বৃদ্ধি পাবে না।তবে আপনার এনার্জি ঠিকই পাওয়ার ফুল হবে,,,(ইয়ান্ডু)
ঠিক আছে তাহলে আমার এনার্জি বৃদ্ধি করার জন্য প্রথমে কি করতে হবে,,,(আমি)
ডেবিড আপনার এনার্জির তুলনায় আপনার শরীর অনেক দুর্বল, তাই আপনার লেজার খুব তারাতাড়িই কুল-ডাউন হয়ে যায়।এই জন্য প্রথমে আপনার শরীর কে শক্তিশালী করতে হবে,,(ইয়ান্ডু)
তা কি করলে আমার শরীর শক্তিশালী হবে,,,আমি তো কিছুই জানি না।
আপনাকে প্রথমে এই মাঠটাতে দৌড়িয়ে কয়েকটা চক্কর দিতে হবে,,এবং চক্কর শেষ হওয়ার পর আমার সামনে এসে ১০০ বার পুশ আপ করতে হবে,,,এতে আপনার মনে কোন ক্লান্তি লাগবে না তবে আপনার শরীরের স্টেমেনা ও পেশিগুলো অনেক শক্তিশালী হবে,,যার ফলে আপনার এনার্জি কোর গুলো সুগঠিত হবে এবং নতুন নতুন এনার্জি কোর গুলো জেগে উঠবে ,(ইয়ান্ডু)
বোজলাম তবে কতক্ষন আমাকে এইসব ব্যায়াম করতে হবে,
অনন্ত কাল(ইয়ান্ডু)
মানে কি,,,অনন্ত কাল..
আপনি যা মনে করছেন তা না,,এখানে তো সময়ের মূল্য নেই তাই আপনি যদি পৃথিবীর হিসাবে এখানে ১০০ বার পুশ আপ করেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি মাত্র একবারই পুশ আপ করেছেন।আপনি পৃথিবীর হিসাবে এখানে দু'ঘন্টা ধরে আছেন আপনার কি মনে হচ্ছে আপনি এখানে দুই ঘন্টা ধরে আছেন(ইয়ান্ডু)
না আমার মনে হচ্ছে এখনি আমি এখানে আসলাম।
হুম,,,তাহলে আর দেরি কেন,,,দৌড়ানো শুরু করে দেন।(ইয়ান্ডু)
আমি ইয়ান্ডুর কথা শুনে মাঠটাতে দৌড়ানো শুরু করলাম।আমি কতোক্ষণ ধরে দৌড়াচ্ছি তা আমি জানি না,,, তবে মনে হচ্ছে মাত্র একটা চক্কর কাটলাম মাঠটাতে।আমি মাঠের মধ্যে দৌড়াচ্ছি এমন সময় ইয়ান্ডু আমাকে ডাক দিলো,,,
ডেবিড হয়েছে আর দোড়াতে হবে না,,আপনি পৃথিবীর হিসাবে প্রায় ২০ ঘন্টা ধরে দোড়াচ্ছেন।(ইয়ান্ডু)
কি আমি ২০ ঘন্টা ধরে দৌড়াচ্ছি,সত্যি এই কোয়ান্টাম জগৎ টা খুবই অদ্ভুত। আমি ২০ ঘন্টা ধরে মাঠে চক্কর কেটেছি কিন্ত আমার কাছে মনে হচ্ছে মাত্র একটা চক্করই শুধু কেটেছি।তারপর ইয়ান্ডুর সামনে এসে পুশ আপ করতে লাগলাম।
পৃথিবীর সময়ে ১ মাস পর,,,,
এভাবে কোয়ান্টাম জগতে পৃথিবীর হিসাবে আমার এক মাস কেটে গেলো,,
এই সময় টুকুতে ইয়ান্ডু একেক সময় একেক ধরনের শারীরীক পরিশ্রম করিয়েছে আমাকে দিয়ে।তবে আমার কোন কষ্ট হয় নি।এখন নিজেকে আগের তুলনায় অনেক শক্তিশালী মনে হচ্ছে। ইয়ান্ডু এর মাঝে আমাকে কিভাবে সোর্ড চালতে হয় তা শিখিয়ে ফেলেছে। তবে ত্রিশূল চালানো এখনো শিখতে পারি নি,,,,
ডেবিড এখন আপনার শরীর পুরোটাই প্রস্তুত আপনার সকল এনার্জি প্রকাশের জন্য।(ইয়ান্ডু)
কিন্তু কিভাবে আমি আমার এনার্জি প্রকাশ করব,,আমিতো আমার হাতে থাকা X চিহ্নটা ছাড়া অন্য কোন এনার্জি সম্পর্কে কিছু জানি না।(আমি)
সবকিছু জানিয়ে দেওয়ার জন্য তো আমি আছি না,তার আগে আপনি এইটা বলেন আপনার হাতে থাকে X চিহ্নটা কাজ করে কিভাবে। আর এইটার পাওয়ার কেমন,,,(ইয়ান্ডু)
ঠি আছে বলছি,,,,আমি যখন বিপদে পড়ি তখন মনে মনে গভীর চিন্তা করি আমার X চিহ্নটা নিয়ে,,তখনই মূলত X চিহ্নটা জ্বলতে শুরু করে। এবং এইটা থেকে যেই লেজার অফ ফায়ার বের হয় তা মুহূর্তের ভিতরেই একটা হাতির সমান প্রাণীকে পুড়িয়ে ছাই করে দিতে পারে,,,(আমি)
হাহাহাহাহাহা(ইয়ান্ডু)
হাসছেন কেন আপনি,,(আমি)
আপনার দেওয়া নাম লেজার অফ শুনে হাসি পাচ্ছে। তবে আপনি কি এইটা জানেন আপনার ভিতরে যেই এনার্জি গুলো আছে তার মধ্যে সবচেয়ে কম পাওয়ার ফুল এনার্জি কোনটা,,?(ইয়ান্ডু)
না, আমি কিভাবে জানব(আমি)
আপনি যেই এনার্জি ব্যাবহার করে বেয়ার,পিগ এইসব প্রানীদের সাথে লড়াই করেছেন সেইটা।মানে লেজার অফ ফায়ার,,,(ইয়ান্ডু)
কি বলতে চাইছেন আপনি,,আমার ভিতরে লেজার অফ ফায়ারের চেয়েও বেশি পাওয়ারফুল এনার্জি আছে,,আমার তো মনে হয় এই লেজার অফ ফায়ারই সবচেয়ে শক্তিশালী,,(আমি)
ও আপনার তাই মনে হয়,,,তাহলে টেস্ট হয়ে যাক আপনার লেজার অফ ফায়ার কতটা শক্তি শালী,, (ইয়ান্ডু)
to be continue