কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির_হাসান_আকাশ
পর্বঃ২১
আম্মু এরা হলো গার্ডিয়ান,,,আমরা যখন পৃথিবীতে ছিলাম তখন থানোস নামক এক শয়তান পৃথিবীতে আক্রমণ করেছিলো,ঐ সময় গার্ডিয়ান এবং এভেন্জার রাই পৃথিবীকে থানোসের হাত থেকে রক্ষা করেছিলো,,,,
আমি যখন মিথরান্ডির এর সাথে লড়াইয়ে পেরে উঠতে পারছিলাম না তখন এই গার্ডিয়ানরাই আমাকে বাচিয়েছে,এবং এখন তারা আমাকে আরও সাহায্য করতে চায়,,,এই যে নেকড়ের মতো মানুষটাকে দেখছো ও হচ্ছে রকেট, পারলিকা ফোর্সের অনেক গোপন তথ্য সে জানে তাই সে চাচ্ছে আমাদের সাহায্য করতে,,,,(ডেভিড)
তারা আমাদের সাহায্য করতে চায় এইটা অনেক ভালো কথা এমনিতেও আমরা পারলিকা ফোর্সের থেকে অনেক দিক দিয়েই পিছিয়ে আছি,এখন তাদের মতো পাওয়ারফুল মানুষ যদি আমাদের সাহয্য করতে চায় তাহলে আমাদেরই লাভ,,,,(আম্মু)
আমরা আপনাদের লাভের জন্য সাহায্য করতে চাচ্ছি না,আমি জানি কিং এল্ভস কতটা নিষ্টুর এবং শয়তান,সে তার চেয়ে ছোট কাউকে কোন দামই দেয় না,এরকম একটা অহংকারী লোক আপনাদের সিংহাসনে বসে থাকবে তা আমদের সহ্য হচ্ছে না, তাই মূলত আমরা আপনাদের সাহায্য করতে চাই,,,(রকেট)
সব বুজলাম,,আপনারা সত্যি খুব ভালো মনের মানুষ... (আম্মু)
কুইল, রকেট তোমরা সবাই তাহলে এখন বিশ্রাম নাও,,,কাল থেকে তোমাদের সবাইকে কিছু কাজ করতে হবে,রাতে তোমাদের সাথে আবার কথা হবে আমি গেলাম এখন,,,(ডেভিড)
গার্ডিয়ানদের বিশ্রামের জায়গা দেখিয়ে দিয়ে আমি তাদের কাছ থেকে চলে আসলাম,,,
এখানে আসার পর একবারও দাদু কিংবা মারিয়ার সাথে কথা হয়নি,,,তাই আমি সোজা দাদুর কাছে চলে গেলাম,,,,,
দাদুর কাছে গিয়ে,,,
দাদু কি করো,,,,?
কি আর করবো,ঘুমানো ছাড়া এখন তো আমার আর কোন কাজ নেই,,,,(দাদু)
কিন্তু বেশি ঘুম স্বাস্থ্যর জন্য ভালো না,বেশি ঘুমালে পরে আবার ডায়বেটিস হয়ে যাবে,,,
হাহাহাহা,,,কি বললে, ডায়বেটিস হবে,,,তুমি সত্যি খুব মজার কথা বলতে পারো,,আরে ডায়াবেটিস তো হয় মানুষের, কিন্তু আমরা তো মানুষ না,আর আমরা যদি মানুষই না হই তাহলে আমাদের ডায়াবেটিস হবে কি করে,,,,,(দাদু)
কি বললে দাদু আমরা মানুষ না,
কোন মানুষকে দেখেছো ১৫০০ বছর বাঁচতে,,, (দাদু)
মানুষ তো এতো বছর বাঁচে না,কিন্তু আমরা যদি মানুষই না হই তাহলে আমরা কি,,,,,?
ডেভিড তুমি তো প্রশ্ন করেছো, কিন্তু এইটা এমন একটা প্রশ্ন যার উত্তর তোমাকে এখনে কেউ দিতে পারবে না,যার কাছে যাবে সেই বলবে তুমি মানুষ নও,কিন্তু মানুষ না হলে তুমি কি এইটা কেউ তোমাকে বলবে না,,,(দাদু)
কিন্তু আমরা টিম্বর প্লেনেটের অধিবাসীরা কোন জাতি তা কেউ কেন বলছে না,,,,,
কারন একটা শর্ত জুড়ে দেওয়া আছে,,,তোমার ২০ বছর না হলে তোমাকে কেউ বলতে পারবে না তুমি কে,,,শুধু এইটুকু যেনে রাখো তুমি এবং আমরা সবাই গড স্বরূপ। (দাদু)
আচ্ছা ঠিক আছে,,আমি নাহয় এখন ঐ সব বিষয় নিয়ে না ভাবলাম, কিন্তু এখন আপাতত এইটা বলো মারিয়া কোথাই,,
মারিয়ার কথা আর কি বলবো ডেভিড,তুমি মিথরান্ডির এর সাথে লড়াইয়ে যাওয়ার পর থেকে মেয়েটা অনেক টেনশনে ছিলো,,,তুমি হয়তো জানো না,মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে,,এখন দেখো কোন এক গাছের নিচে আনমনে বসে আছে,,,,(দাদু)
দাদুর কথা শুনে আমি বুজে গিয়েছি মারিয়া এখন কোথায় থাকতে পারে,,,আমি সোজা মারিয়া যেখানে আছে সেখানে চলে গেলাম,জায়গাটা অনেক নিরিবিলি, একটা গাছের নিচে খুব শান্ত ভাবে মারিয়া বসে আছে,আমি কোন কথা না বলে তার পাশে গিয়ে বসে পরলাম,,,,,,আমাকে দেখে মারিয়া কোন প্রতিক্রিয়া জানালো না।
আমি মারিয়ার এই অবস্থা দেখে নিজে থেকেই কথা বলা শুরু করলাম,,,,
এখানে এমন আনমনে বসে আছেন কেন,,?
বসে আছি কোন এক কারনে,তা কি তোকে বলতে হবে,,,(মারিয়া)
আমাকে বলতে হবে না,কিন্তু আমি জানি আপনি আমার জন্যই এখানে বসে আছেন,এমনকি আমি এইটাও জানি আপনি আমাকে ভালোবাসেন,,,🤗
কি যাতা বলছিস আমি কাউকে ভালোবাসি না,আর তোর মতো একটা ক্ষেতকে আমি মোটেও ভালোবাসব না,,,(মারিয়া)
ঐ আমিকি ক্ষেত নাকি,পৃথিবীতে থাকাকালীন কতো মেয়ে ক্রাশ খেয়েছিলো আমার উপর🤗
একটা কথা বলি(আমি মারিয়ার সামনে গিয়ে)
কি বলবি বলে ফেল,,,(মারিয়া)
আই লাভ ইউ,,,,,🤭
কি বললি(মারিয়া)
মানে আপনাকে কি ভালোবাসা যাবে,,,
ঐ তুই ফাজলামি পেয়েছিস, এখন মাইর খাবার না চাইলে এখান থেকে যা,,,,,(মারিয়া)
না যাব না,,,,,
আমি এই কথা বলার পর মারিয়া রেগে আমাকে মারতে আসছিলো,,,পরিস্থিতি প্রতিকূল বুজতে পেরে আমি সেখান থেকে কেটে পরলাম,,আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে,,,কিন্তু লজ্জায় কিছু বলতে পারে না,,,,,,এতোদিন হয়তো চিন্তাই ছিলো আমিও তাকে ভালোবাসি নাকি বাসিনা,কিন্তু আজ তার সব চিন্তা দূর করে দিলাম,,এখন এমনিতেই আমার আপন হয়ে যাবে,,,,
আমি মারিয়ার কাছ থেকে চলে এসে গার্ডিয়ানদের যেখানে বিশ্রাম করার জন্য রেখে গিয়েছিলাম সেখানে চলে আসলাম,,,,এবং তাদের সবাইকে নিয়ে আমাদের পুরো এরিয়া টা ঘুরানোর জন্য চলে গেলাম,,আমি মারিয়ার কাছ থেকে চলে আসার কিছুক্ষণ পরেই মারিয়া যেখানে ছিলো সেখান থেকে সে চলে আসে,,তাই মারিয়াও আমাদের সাথে আসে,,
এই মেয়েটা কেরে,,সারাক্ষণ তোর দিকে তাকিয়ে আছে,,,(রকেট)
কে আবার আমার চাচাতো বোন,,,,,
কিন্তু দেখেতো চাচাতো বোন মনে হচ্ছে না,,,,(রকেট)
তাহলে কি মনে হচ্ছে দেখে,,,,,?
মনে হচ্ছে তোর বিয়ে করা বউ🤭(রকেট)
বউ হলে তো ভালোই হতো,,,অন্তত রাতের ঘুমটাকে বারোটা বাজাতে পারতাম,,,সেই সোভাগ্য তো আমার আর নাই,,,,,,,
আমার এবং রকেটের এইসব কথা মারিয়া শুরু থেকেই শুনছিলো,,,আমি যখন ওকে বউ বললাম তখন সে লজ্জা পেয়ে যেই জায়গায় ছিলো সেখান থেকে খানিকটা পিছন দিকে চলে গেলো,,,,,,,,
গার্ডিয়ানদের নিয়ে প্রায় ২ ঘন্টা ধরে ঘুরছি,,,,কিছুক্ষণ আগেই তাদের সবাইকে গোবলিনদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি,,,গোবলিনদের দেখে তারা সবাই বিস্মিত হয়ে গিয়েছিলো,,,
কিন্তু গেবলিনদের সাথে কথা বলার পর সেই বিস্মিত ভাবটা তাদের কেটে গিয়েছে,কারন সবাই মনে করেছিলো গোবলিনরা নিশ্চয় হিংস্র হবে,কিন্তু গোবলিনদের সহয সরল জীবন যাপন এবং সাবলীল আচরন দেখে সবাই মুগ্ধ হয়ে যায়,,,,
একে একে আমি গার্ডিয়ানদের আমাদের এখানে যতগুলো প্রানি আছে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম,,,,,আমরা যখন ড্রাগনদের ওখানে গিয়েছিলাম তখন রকেট ড্রাগনকে দেখে ভয় পেলেও একটা ড্রাগকে সে পটিয়ে পার্টনার বানিয়ে নিয়েছে,,,,
এভাবে পুরো জাগয়াটা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো,,এই পুরোটা সময় মারিয়া আমার পাশেই ছিলো,,মেয়েটা আমাকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে কিছু বলে না কেন এইটাই বুজি না,,,,,
রাত হয়ে যাওয়াতে আমরা সবাই আবার আগের জায়গাতে ব্যাক করলাম,,,,,সেখানে গিয়েই দেখতে পেলাম খাবার টেবিলে ১১ প্লেনেটের প্রধান গন বসে আছে,,আমরা সেখানে যাওয়া মাত্রই,,,,,
এতোক্ষণ লাগে তোমাদের পুরো জায়গাটা ঘুরতে,,,জানো কতক্ষণ ধরে তোমাদের জন্য বসে আছি,ইতিমধ্যে প্লেটের খাবারই শুকিয়ে গিয়েছে,,,,(এ.কিং)
আমরা কি ইচ্ছা করে দেরি করেছি,, জায়গাটাতো আর কম বড়ো নয়,,,,(আমি)
হয়েছে এখন আর পেচাল পাইরা লাভ নাই,,তারাতাড়ি খাবার খাওয়া শেষ করো,,সবার খাওয়া শেষ হলে কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় বসবো,,,,,,(আম্মু)
আম্মুর কথা শুনে আমরা সবাই তারাতাড়ি খাবার টেবিলে বসে পরলাম,,
খাওয়া দাওয়া শেষ হবার পর আমরা খাবার টেবিল থেকে একটু দূরে এসে সবাই এক জায়গায় গোল হয়ে বসে পরলাম,,,,আমাদের ঠিক মাঝখানে আম্মু, দাদু এবং এ.কিং বসেছিলো,,,,,
তো আপনাদের সবাইকে এখানে যেই জন্য ডেকেছি,,তা হলো আমাদের স্কাইলর্ড যেহুতু আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে তাই আমার মনে হচ্ছে সে এখন সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের যোগ্য,,,(আম্মু)
তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন,, (গোব.প্রধান)
আমি চাচ্ছি আমাদের স্কাইলর্ড আপনাদের সবার সাথে প্লেনেট মিওতে যাবে এবং সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে নিজের করে নিবে,,,,(আম্মু)
কিন্তু আম্মু আমার মনে হচ্ছে আমাদের এভাবে মিও প্লেনেটে যাওয়া ঠিক হবে না,,,(আমি)
কিন্তু কেন ডেভিড?(আম্মু)
আম্মু মিও প্লেনেট টিম্বরের কাছে অবস্থিত হওয়াই পারলিকা ফোর্সের নজর সবসময় মিও প্লেনেটে থাকে,,,এবং তারা যদি সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের সন্ধান পেয়ে থাকে তাহলে অবশ্যই মিও প্লেনেটের উপর আরো করা নজর রাখবে, এখন যদি আমি সবাইকে নিয়ে মিও প্লেনেটে যাই,আর এই খবর যদি কিং এল্ভস জানতে পারে,তখন যদি সে পুরো পারলিকা ফোর্স নিয়ে এ্যাটাক করে তাহলে মনে হয় জান নিয়ে ফিরতে পারব না।
তাহলে তুমি কি করতে চাচ্ছে,,? (আম্মু)
আম্মু আমি চাচ্ছি আমাদের সব শক্তি নিয়ে প্লেনেট মিওতে যাব,,,প্রথমে সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনকে উদ্ধার করব,, এবং পরে কিং এল্ভস কে টিম্বরের সিংহাসন থেকে বিতারিত করব,,,,(আমি)
তাহলে সব শক্তি নিয়েই মিওতে যাও,,(আম্মু)
না আম্মু,আমি কোন রিক্স নিতে চাচ্ছি না,,,পারলিকা ফোর্সের প্রায় ৫০ লাখ সেনা,অন্যদিকে আমাদের গোবলিন,ড্রাগন,এন্জেল মিলেয়ে ৫ লাখের মতো হবে,,,,৫ নিয়ে ৫০ এর সাথে লড়াই করা অসম্ভবের মতো,,,তবুও আমরা যদি আমাদের এই ৫ লাখ সেনাদের ভালো মতো ট্রেনিং দিয়ে আদর্শ সেনাই রূপান্তর করতে পারি তাহলে বলাই যাই লড়াই করার মতো একটা পজিশন তৈরি হবে এমনকি আমরা জিততেও পারি,,,তাই আমি আগে আমাদের সকল সেনাদের ট্রেনিং দিতে চাই,,,আমাকে ১৫ দিনের সময় দাও,এই স্বল্প সময়ের ভিতরেই আমি পাওয়ারফুল একটা আর্মি তৈরি করে ফেলবো,,,
আমার বলা এইসব কথা শুনে সকলেই হাততালি দিতে শুরু করলো,,,সবাই আমার কথা মেনে নিলো,,,এবং আম্মু সবাইকে জানিয়ে দিলো কাল থেকেই সবার ট্রেনিং শুরু হবে,,,,তারা যেন তাদের নিজ নিজ গোত্রের প্রাণীদের নিয়ে প্যারোর বিশাল ময়দানে সকাল সকাল উপস্থিত হয়,,,
সবাইকে বিদায় জানিয়ে আমি গার্ডিয়ানদের তাদের শুয়ার জায়গা দেখিয়ে দিচ্ছি,,, সবাইকে ঘুমানোর জন্য পারফ্যাক্ট জায়গা দেখিয়ে দিয়ে আমি রকেটকে বললাম একটু বাইরে আসতে,,,বেচারা কুইল ওদের মাঝে সবচেয়ে পাওয়ারফুল হওয়া সত্বেও গামোরাকে হারানোর শোকে এখনো পাগলের মতো আছে,,তাই আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি না,,,,,,
কিছুক্ষণ পর রকেট বাইরে বের হলো,,,
আচ্ছা রকেট তুমিতো এক সময় পারলিকা ফোর্সে ছিলে,,তাহলে অবশ্যই তাদের ওয়েপন সম্পর্কে তোমার ধারনা আছে,,,(আমি)
হুম অবশ্যই আছে,তাদের মতো ওয়েপন এবং অত্যধুনিক সব যন্ত্রপাতি আমি তৈরি করতে পারব,,,(রকেট)
তোমার কথা শুনে ভালো লাগলো,,,,কিন্তু আমরা তো তাদের থেকে সংখ্যাই অনেক কম তাই তাদের সাথে জিততে হলে অবশ্যই তাদের থেকে পাওয়ারফুল ওয়েপন আমাদের লাগবে,,তুমি কি তাদের চেয়েও পাওয়ারফুল ওয়েপন তৈরি করতে পারবে,,,,?(আমি)
দেখ ডেভিড আমি ঠিকই তাদের চেয়ে পাওয়ারফুল ওয়েপন তৈরি করতে পারব,কিন্তু পারলিকা ফোর্সের চেয়ে পাওয়ারফুল ওয়েপন তৈরি করতে যে ধাতুটা টা সবচেয়ে বেশি লাগবে তা হলো ভাইব্রেনিয়াম,যা একমাত্র ওকান্ডাতেই আছে,,,(রকেট)
ওকান্ডা মানে কিং টিচালা(ব্ল্যাক প্যান্থার) এর রাজ্যে ভাইব্রেনিয়াম আছে,,,আমি যতটুকু জানি কিং টিচালও একজন এভেন্জার, আর তোমরাও এভেন্জার তাই মনে হচ্ছে তোমরা একটু চেষ্টা করলেই ভাইব্রেনিয়াম পেয়ে যাবে,,,(আমি)
এতো সোজা না,,,ওয়াকান্ডার মানুষ তাদের সম্পদ অন্যদের এতো সহযে দিয়ে দেয় না,তবে তোর কথা ভেবে ওকান্ডায় একবার যেতে পারি,,,,,,কিন্তু শুধু ভাইব্রেনিয়াম হলেই হবে না, সাথে আরো একজনকে লাগবে,,,,,(রকেট)
কে সে,,,?
কিং টিচালার বোন,ওকান্ডার সবচেয়ে বড় বিজ্ঞানী সোরি,,,,(রকেট)
তাহলে তাকেও এখানে নিয়ে আসবে,,(আমি)
আসবে মানে,তুই কি ওকান্ডায় যাবি না,,,,?(রকেট)
না রকেট,আমাকে কাল থেকে সবার ট্রেনিং এর নেতৃত্ব দিতে হবে, তাই আমি চাচ্ছি তুমি,হেনা আপু,আর কুইল কাল ওকান্ডায় যাবে ভাইব্রেনিয়াম আনতে,,,এখন ঘুমিয়ে পরো অনেক রাত-তো হলো,,,,,,,
রকেট সেখান থেকে চলে যাবার পর আমিও আমার বেডে চলে আসলাম,,,আমার বেডে এসে তো আমি অবাক, বেডে কে যেন কাথা মুড়ি দিয়ে সুয়ে আছে,,,,,
to be continue 💕