কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির_হাসান_আকাশ
পর্বঃ২২
আমার বেডে এসে তো আমি অবাক,, আমার বেডে কে যেন কাথা মুড়ি দিয়ে সুয়ে আছে,,,,,ব্যাপারটা আমার কাছে যেন কেমন ঠেকছে,,কাথার নিচে কি আছে তা দেখার জন্য যেই না কাথার কাছে গিয়েছি অমনি কাথা থেকে মারিয়া বের হয়ে আমাকে জরিয়ে ধরলো,,,,,কাথার নিচ থেকে মারিয়া এমন ভাবে এন্ট্রি নিয়েছে ভয়ে আমার কলিজা শুকিয়ে যাওয়ার অবস্থা,,,
এই আপনি আমার এখানে কি করছেন,,আর এইভাবে ভয় দেখানোর মানে কি,,,কি হলো কথা বলছেন না কেন,,,,,
এদিকে আমি মারিয়াকে নানান কথা বলে যাচ্ছি কিন্তু এতে সে কোন প্রতিক্রিয়া করছে না,,,,,,
এভাবে কয়েকমিনিট সে আমাকে জড়িয়ে ধরে থাকলো,,আমিও তাকে কিছু বলছি না,,,বুজেনই তো,,১৬ বছর ব্যাচেলার থাকার পর কোন কোমারি মেয়ে যদি কোন একলা রাতে হঠাৎ জড়িয়ে ধরে তাহলে ভিতরে কি চলে,,🤭🤭
(বিদ্রঃ১৬ বছরেই এইসব দিলাম তাই বলে কেউ মাইন্ড কইরেন না,প্রকৃতপক্ষে পুলাইপান এই বয়সেই চান্দের দেশে যাবার চায়)
এভাবে আরো কয়েকমিনিট পর,,,,
আমি আমার বুক থেকে মারিয়ার মাথাটা তুলে আমার মুখের সামনে ধরলাম,,,,,
এই মেয়ে এইভাবে এখানে আসার মানে কি,আমি নাকি ক্ষেত তাহলে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন,?
শুধু তো জড়িয়ে ধরেছি, এখন কি করব জানিস,,,?
কি করবেন,,,(আমি ভয় পাওয়ার ভান করে, আপনারা আবার ভাইবেন না আমি সত্যি সত্যি ভয় পাইতাছি,এরকম একটা পরিস্থিতিতে নিজেকে ভদ্র রাখার চেষ্টা করছি মাত্র😏)
কি করব দেখতে চাস,
হুম দেখতে চাই,,৷
আমি এই কথা বলার সাথে সাথে আমাকে ধাক্কা মেরে মারিয়া বেডের উপর ফেলে দিয়ে আমার উপর চড়ে বসলো,,,,,
ও মাই গড এতো ভারী কেন,,,আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার মাথায় কুবুদ্ধি খেলা করছে,,,যদি সত্যি আপনার মাথায় কুবুদ্ধি থেকে থাকে তাহলে আগেই বলে দিচ্ছি আপনি আমার মন পাবেন সাথে দেহও পাবেন🤭
ওরে শয়তান তাহলে তলে তলে এতোকিছু,,,(মারিয়া)
তারপর যা হবার তাই হলো,,,পরেরটুকু শুনতে চাইলে ইনবক্সে নক দিয়েন,,🤗
পরদিন সকাল বেলা,,
মারিয়া, এই মারিয়া,,,,,(আমি)
কি হয়েছে এতো ডাকাডাকি করিছ কেন সারারাত তো একটুও ঘুমাতে দিস নাই(মারিয়া ঘুমের ঘোরে)
সকাল তো হয়ে গেলো,,,রাতে যা হয়েছে তা ভুলে গিয়ে এখন এখান থেকে ভালোই ভালোই লুকিয়ে কেটে পরো,,,সবাই জানলে আমার মান সম্মান সব শেষ,,, (আমি)
কেটে পরব মানে,,,,আমি এখন থেকে তোর কাছ থেকে এক চুলও নরব না,,,,,অনেক অপেক্ষা করেছি তোর জন্য আর না,,,যে যাই বলুক আমি এখান থেকে যাচ্ছি না,,,😊(মারিয়া)
আমি মইরা যামু,প্লিজ জানু এখন এখান থেকে কেটে পরো,,,,(আমি)
না তুই মরলেও জামু না,মরলে তো তোর পাশে বসে কাঁদতে হবে না,আর এইসব একটিং কইরা লাভ নাই,কিছুদিন পর তো আমাকেই বিয়ে করতে হবে,,,,,(মারিয়া)
তাও ঠিক,,এতো বায়না যখন ধরছো তাহলে এখানেই থাকো আমিই বরং একা বাইরে গেলাম,,,,,
সকালের ব্রেকফাস্টের পর প্যারোর বিশাল মাঠের সামনে,,,,,,
আমার পাশে আমাদের এগারোজন প্লেনেট প্রধান এবং গার্ডিয়ানরা দাড়িয়ে আছে,,,,
এবং আমার সামনে আমাদের ৫ লক্ষ সেনা,৫ লাখ সেনার ভিতরে দুই লাখই সাধারন মানুষ, যাদের হাতে তীর বর্শা এবং সাধারন সোর্ড রয়েছে,বাকি তিন লাখের ভিতর গোবলিন,এন্জেল এবং ড্রাগন। প্যারোর মাঠে এইজন্য সবাইকে ডেকেছি এই মাঠে যদি ১ কোটি মানুষও জড়ো হয় তাও এই মাঠ ফুল হবে না,,,,,,
প্যারোর এই বিশাল মাঠেই আমি সেনাদের স্পেশাল ট্রেনিং দিতে চাচ্ছি,,,কিছুক্ষণ পরই ট্রেনিং শুরু হবে,কিন্তু ট্রেনিং শুরু করার আগেই গার্ডিয়ানদের ওকান্ডায় পাঠাতে হবে ভাইব্রেনিয়াম আনার জন্য,,,,,
কুইল,,,,,রকেট নিশ্চয় তোমকে বলেছে আজকে তোমাদের ওকান্ডায় যেতে হবে,,,,(আমি)
হুম ডেভিড,,(কুইল)
আমি চাচ্ছি, তুমি, রকেট,হেনা আপু, এবং মেনথিস্ এই চারজন ওকান্ডায় যাবে,এবং কালকের মধ্যে আবার এখানে ব্যাক করবে,,,ড্রাক্স আপাতত কোথাও এখন যাচ্ছে না,ট্রেনিং এর সময় ড্রাক্সের দরকার হতে পারে,,,,তোমরা তারাতাড়ি ওকান্ডার দিকে এগিয়ে যাও,,,,,,
আমি ওদের কে সবকিছু ভালোভাবে বুজিয়ে দেওয়ার পর ওরা মেলিনা নিয়ে লাইট স্পিডে পৃথিবীর দিকে যাত্রা শুরু করলো,,,,,
ড্রাক্স, নেবুলা এবং গ্রুট আপাতত আমার পাশে আছে,,,কুইলরা চলে যাবার আগে আমার সামনে স্পিকারের মতো একটা কিছু রেখে যায়,,যাতে আমার কথা প্যারোর সব সৈন্যরা শুনতে পারে,,,,
আমি সবার উদ্দেশ্য বক্তব্য দেওয়া শুরু করলাম,,
রেড সুপার জায়েন্টের সকল আদিবাসী,আপনারা অনেকেই আমার সম্পর্কে বেশি কিছু জানেন না,তবে এখন এইটুকুই বলতে চাই আমি আপনাদের মতন সামন্য একজন,তাই আমাকে এতো বড়ো করে দেখার দরকার নাই,,,,আপনারা সবাই যেই কারনে এখানে এসেছেন সেইদিকে আমি এখন যাচ্ছি,,,,,
আপনারা সবাই হয়তো জানেন কিং এল্ভস আমাদের ক্যাপিটাল, প্লেনেট টিম্বর দখল করে আমাদের ভাই বোন এবং অনেক কাছের জনকে মেরে আমাদের সেখান থেকে বিতারিত করছে,,,,আমি এখন আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা কি আপনাদের আগের বাড়িঘর ফিরত পেতে চান,,,,
আমি এই কথা বলার সাথে সাথে সবাই চিল্লিয়ে হ্যা বল্লো,,,,,,
এমন সময় আমার সামনে থাকা একটা মাঝবয়সী লোক আমাকে বল্লো,,,
ক্ষমা করবেন স্কাইলর্ড,কিন্তু এই ৫ লাখ সেনা নিয়ে পারলিকা ফোর্সের বিরুদ্ধে আমরা জয়লাভ করব কিভাবে,,,?
(বিদ্রঃগল্পে এখন শুধু ফাইট হবে,,,সামনে জাস্ট ফাইট আর ফাইট,থ্রিল আর আসবে না গল্পে)
খুবই ভালো প্রশ্ন,,
দেখুন যুদ্ধে জিততে হলে প্রথমে আপনাকে আপনার এবং সবার প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে যে আমরা জয়লাভ করবই,,,,তাছাড়া আপনাদের মতন সাধারন মানুষকে কিভাবে পাওয়ারফুল করা যায় তা ওকান্ডা থেকে আমাদের টিম যদি সফলভাবে ফিরে আসে তাহলে ভাবা যাবে,,,,,,এখন আপাতত আপনাদের ট্রেনিং শুরু হবে,,,,,,
আমার সামনে আমাদের ৫ লাখ সেনা দাড়িয়ে আছে,,,এই ৫ লাখ সেনাকে আমি পাওয়ার অনুযায়ী ৭ টি গ্রুপে ভাগ করেছি,,,এবং প্রতিটা গ্রুপই আলাদা ভাবে আমার সামনে দাড়িয়ে আছে,,,,আমি প্রথমেই রেখেছি ঐ সব এন্জেল দের যারা ফায়ার, আইস ইত্যাদি মাজিক ইউস করতে পারে,,,,দ্বিতীয় গ্রুপে আছে গোবলিনরা,,গোবলিনদের শারিরিক গঠন ও প্রচন্ড শক্তি থাকায় তারা দ্বিতীয় গ্রুপে আছে,তারপরের চারগ্রুপ হলো সাধারণ মানুষ, তবে তাদের মাঝেও কেউ কেউ ম্যাজিক ইউস করতে পারে,,,,আর বাকি একভাগ হলো ড্রগন,,যারা আপাতত এই ছয় গ্রুপ সেনাদের হেল্প করবে আকাশ পথে আক্রমণের জন্য,,,,
প্রতিটা গ্রুপকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি একজন করে সেনাপতি দিয়েছে,,,এন্জেল দের লিড করবে এন্জেল কিং,গোবলিনদের লিড করবে গোবলিন প্রধান,বাকী চারভাগ মানুষকে লিড করবে ড্রাক্স এবং নেবুলা।ড্রাক্স এবং নেবুলার এনার্জি বেশি হওয়াই তারা একেকজন দুইটা গ্রুপকে নেতৃত্ব দিবে,,,,,,
আমি,রকেট,কুইল,হেনা এবং আম্মু এই পুরো ৫ লাখ সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিব,,,,,
ট্রেনিং শুরু হলো,,,,
আমি আবার সকল সেনাদের উদ্দেশ্য করে বলা শুরু করলাম,,,,
আপনারা সবাই যুদ্ধ সম্পর্কে জানেন,আমার মতে আপনারা যুদ্ধ সম্পর্কে যা জানেন তা হলো কিভাবে শত্রুপক্ষকের লোককে হত্যা করা যায়,,,কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবেন যুদ্ধে হত্যার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিকে থাকা,,,,তাই আমি আপনাদের শিখাব কিভাবে টিকে থাকতে হয়,,,
লড়াইয়ের সময় শক্তিশালীরা সামনে থাকবে,,যখন শক্তিশালীরা পেরে উঠতে পারবে না তখনই তথাকথিত দুর্বলরা আক্রমন করবে,,,,প্রতিপক্ষের আক্রমণ যদি প্রখর হয় তাহলে সবাই মিলে ঢালদুর্গ বানিয়ে কভারে থেকে প্রতিপক্ষের সাথে লড়ে যেতে হবে,,,
এখন আপনাদের শিখাব কিভাবে ঢালদুর্গ বানাতে হয়,,,
প্রথমে হাটু্ঁ গেড়ে বসবেন,,তারপর সবার ঢাল সামনে ধরবেন,যদি আপনাদের ঢাল দুর্গ শক্তহয় তাহলে প্রতিপক্ষ আপনাদের কিছুই করতে পারবে না,,,,,,আপনাদের একসাথে কাজ করা শিখতে হবে,একসাথে প্রতিরোধ করা শিখতে হবে,,যদি তা পারেম তাহলে আপনারা একেকজনই একেকটা বরো বাধা হয়ে দাড়াবেন প্রতিপক্ষের জন্য,,,,,,
এভাবে সবার ট্রেনিং আমি বুজিয়ে দিচ্ছি,এবং সে অনুযায়ী সকল গ্রুপের সেনাপতিরা তাদের নিজস্ব গ্রুপকে নেতৃত্ব দিচ্ছে,,,, আমি সামনে দাড়িয়ে সবার ট্রেনিং পর্যবেক্ষন করছি,,৫লাখ সেনাদের ভালো করে দেখার জন্য রকেট আমাকে একটা দুরবীন দিয়ে গিয়েছে তা না হলে কিছুই দেখতে পেতাম না,,,,,মারিয়া এখনো আমার পাশে দাড়িয়ে আছে,,একদিনে মেয়েটার কি হলো কিছুই বুজসি না😊
অন্যদিকে মিলানো স্পেসসিপে,,,,
মিস হেনা আমরা এইমাত্র পৃথিবীতে প্রবেশ করলাম,,,,কিছুক্ষণের মাঝেই ওকান্ডায় প্রবেশ করব আপনি কি এর আগে কখনো ওকান্ডায় এসেছেন?,,,,(কুইল)
হুম একবার ওকান্ডায় এসেছিলাম,কিন্তু তাদের অদৃশ্য দেয়াল টপকে ভিতরে প্রবেশের সময় গুরুতর আহত হয়েছিলাম,,তাই পরে আর ওকান্ডায় যাওয়ার আগ্রহ হয় নাই,,,(হেনা)
আপনার ভিতরে প্রবেশ করতে সমস্যা হয়েছিলো,,,আপনি যেই রকমের শক্তিশালী এক স্লাইসেই তো ওকান্ডার দেয়াল ভেঙে যাওয়ার কথা,(কুইল)
কি জানি,তবে কে জানত ওখানে দেয়াল আছে,,,(হেনা)
তাও ঠিক,তবে আমারা বিনা বাধায় এইমাত্র ওকান্ডায় প্রবেশ করলাম,,,,(কুইল)
কি আমরা ওকান্ডায় এসে গিয়েছি,তাও আবার এতো তাঁরাতাড়ি,,,,(হেনা)
শুধু ওকান্ডায় না,কিছুক্ষণের মাঝে কিং টি- চালার প্যালিসে ল্যান্ড করব,,,,,(কুইল)
কিং টিচাল প্যালিসের ভিতরে,,,,
ব্রাদার, ব্রাদার দেখে যাও কারা এসেছে, (সোরি)
কে এসেছে বোন,,,,(কিল টিচাল)
তোমাদের এভেন্জারদের মাঝখান থেকেই কয়েকজন এসেছে,তবে অপরিচিত একজনও আছে,আমি কি তাদের স্পেসসিপ প্যালিসে ল্যান্ড করার অনুমতি দিব,,,,,(সোরি)
এইটা আবার বলা লাগে,,,এভেন্জারদের জন্য সবসময় ওকান্ডার দরজা খোলা,,,,,(কিং টিচালা)
দেখেছেন আমরা এসেছি জানতে পেরে আমাদের ল্যান্ড করার অনুমতিও দিয়ে দিয়েছেন কিং টিচালা,,,টিচালা সত্যি একজন ভালো মানুষ, তার প্যালিসে যখন প্রবেশ করব হাঁটু গেড়ে তাকে তখন সম্মান প্রদর্শন করবেন(কুইল)
আমি কারো সামনে হাটুঁ গেড়ে বসতে পারব না,,,(হেনা)
তা না হলে ওকান্ডার সাহায্যের কথা ভুলে যান,,,(কুইল)
আচ্ছা ঠিক আছে(হেনা)
সবাই প্যালিসে প্রবেশ করে দেখতে পেলো কিং টি চালা সিংহাসনে বসে আছে, সবাই তাকে হাঁটু গেড়ে যখনি সম্মান প্রদর্শন করবে তখনই কিং টিচালা সিংহাসন ছেড়ে কুইলকে এসে জড়িয়ে ধরে,,,,,,
কেমন আছো কুইল,,এতোদিন কই ছিলে,,,(টিচালা)
এইতো বিভিন্ন গ্যালাক্সি ভ্রমণ করছিলাম,,(কুইল)
হাহাহা,,তোমার তো কাজই একটা,,,তবে এইটা বলো আজ হঠাৎ এইখানে,কোন সমস্যা হয়েছে কি,,?(টি চালা)
হ্যা টিচালা,,,তুমি হয়তো এই ইউনিভার্সে কি ঘটে চলছে তা জানো না,,,,
তারপর কুইল টিচালকে সব খুলে বললো,,,,,
টিচালা সব শুনার পর,,,
তাহলে তুমি বলতে চাচ্ছো তোমার ভাইব্রেনিয়াম লাগবে,,,এইটা কোন ব্যাপার হলো,,আমাদের সবসময় একটাই লক্ষ ছিলো অন্যের ভালো করা,,আমাদের ভাইব্রেনিয়াম দিয়ে যদি কেউ তার হারানো রাজ্য ফিরে পয় তাহলে আমারও কোন আপত্তি নেই,,সোরিকেও নাহয় কয়েকদিনের জন্য তোমার সাথে দিয়ে দিব,,,,,
তবে তুমি একটা ভুল করেছে,স্কাইলর্ডকে সাথে আনলে আরো ভালো হতো,,ওর স্পেশাল এনার্জি গুলো দেখতাম কেমন পাওয়ারফুল,,,,
to be continue ❣️