পার্টঃ০৬
লেখকঃহৃদয় বাপ্পী(পিচ্চি)
।।।।।
।।।।।
।।।।।
সকালে ঘুম ভাঙলো।।।মিমি আমার বুকের উপর শক্ত করে আমাকে জরিয়ে ঘুমাচ্ছিলো।।খুব মায়া ওর মুখে।এখন মন খুলে দেখবো এই মায়া আমি।।কেউ বাধা দেওয়ার মতো নেই আর।চুল গুলো ওর মুখে পরলো।।হাত দিয়ে চুল গুলো সরিয়ে দিলাম।।।হালকা নরে উঠলো মিমি।।।আমাকে আরো শক্ত করে জরিয়ে ধরলো।
।
আমি ওকে ছারানোর চেষ্টা করলাম।কিন্তু আরে জোরে জরিয়ে ধরলো আমাকে।।।বুঝলাম বাচ্চাটার ঘুম ভেঙে গেছে।
.
--কি হলো আজকে স্কুলে যাবে না আমার বাচ্চা বউটা।(আমি)
.
--এই এই বাচ্চা বলবা না তো আমাকে।।।(মিমি)
.
--তুমি তো বাচ্চা।।।বাচ্চা বলবো না তো কি বলবো বলো।(মিমির কপালে একটা চুমু দিয়ে)
.
--বাচ্চা আমি।😠😠😠ঠিক আছে আমার মতো বাচ্চার সাথে আর ঘুমাতে হবে না।।।আজকে থেকে সোফায় ঘুমাবা।(মিমি)
.
--এটা কেমন কথা হলো।।।এক রাতেই তো অভ্যাস খারাপ বানিয়ে দিয়েছো।এখন তোমাকে জরিয়ে না ঘুমালে তো ঘুমই হবে না আমার।(আমি)
.
--আমি কি তোমার কোলবালিশ?আর একবার বাচ্চা বললে দেইখো কি করি।(রাগে গজ গজ করতে করতে উঠে গেলো)
.
--কোথায় যাচ্ছো?(আমি)
.
--উঠতে হবে তো।।।বেশীক্ষন ঘুমালে তো লোকজন খারাপ ভাববে😅😅😅।(মিমি)
.
--খারাপ কেনো ভাববে।(আমি)
.
--বাদ দাও।।।আমার স্কুলে আজকে তারাতারি যেতে হবে।(মিমি)
.
--আজকে না গেলে হয় না।।।একটু ঘুরে আসতাম।(আমি)
.
--উহু।।।হবে না।।।(মিমি)
.
--ওকে রেডি হও আমি দিয়ে আসছি তোমাকে।(উঠে মিমি কে জরিয়ে ধরলাম)
.
--উহু।।।বাবা নিয়ে যাবে বলেছে।।।আজকে সুন্দর হয়ে রেডি হয়ে কলেজে যাবা।।।কলেজ থেকে আসার সময় আমাকে নিয়ে বাসায় আসবা।(মিমি)
.
--আমাকে ছাড়াই কেনো যাবা।।।আমার কি ভালো লাগবে?(আমি)
.
--হাইরে ভালোবাসা।।।আগে কষ্ট দিয়েছো কেনো বলোতো।(মিমি)
.
--আগে কষ্ট দিয়েছি বলেই তো এখন সব মুছে দিচ্ছি।(আমি)
.
--এই না না।।এখন কোনো রোমান্স হবে না।।তারা তারি যেতে হবে।।।আমি গোসলে যাচ্ছি।।তুমি আরেকটু ঘুমাও আমার পরে তুমি গোসল করবা।(মিমি)
.
--এতো সকালে গোসল।।।।ঠান্ডায় তো মরে যাবো।(আমি)
.
--কিচ্ছু হবে না।গোসল করে সুন্দর করে সেজে কলেজে যাবা।।আমার স্কুল শেষ হলে দুজনে ঘুরতে যাবো।(মিমি)
.
--হুমমম।
।।।
।।।
মিমি গোসল করতে ঢুকলো।।।আমি আবার বিছানায় শুয়ে পরলাম।।।আরেকটা ঘুম দিলাম।।।ঘুম ভাঙলো মিমির ডাকে।
.
--এই উঠো।(মিমি)
.
--হুমমম উঠবোই তো।(টান দিয়ে মিমিকে আমার আমার উপরে নিয়ে আসলাম)
.
--কি করছো।(মিমি)
.
--একটু প্রেম করার চেষ্টা করছি।(আমি)
.
--সময় কি চলে যাচ্ছে।আরো কত সময় আছে প্রেম করার।এখন যেতে হবে।।।তুমিও উঠো।(মিমি)
.
--উহু।।।একটা পাপ্পি দিয়ে না গেলে উঠবো না।(আমি)
.
--পঁচা ছেলে।।।নাও এবার উঠো।(যা চাওয়ার সেটা দিয়ে মিমি বললো)
.
--সাবধানে যেয়ো।(আমি)
.
--হুমম তুমিও।(মিমি)
।।।।
।।।।
।।।।
মিমি চলে গেলো।।।একটু সেজেছে।এতেই পরীর মতো লাগছে।।তাও তো বাচ্চা বাচ্চাই লাগে ওকে😋😋।।আমি ও উঠে ফ্রেস হয়ে গোসল করে নাস্তা করে রেডি হয়ে নিলাম।
.
--বিকালে কি মিমিকে নিয়ে কোথাও বের হবি?(আম্মু)
.
--হ্যা।ওর স্কুল শেষ হলেই একটু ঘুরতে বের হবো।(আমি)
.
--ওকে সাবধানে ঘুরিস।।।আর সন্ধার আগে বাসায় ফিরিস।(আম্মু)
.
--হুমমম।(আমি)
।।।।
।।।।
বাইরে আসলাম।।।দেখি বাইকের চাক্কা লিক হয়ে আছে।।।যা এই কাজটা আবার কিভাবে হলো।।।দুর কতবার চেয়েছি টিউবলেশ টায়ার লাগাবো মনেই থাকে না।।।।ভাবলাম আজকে বাইকে করে সারা শহর ঘুরবো দুজনে।।।কিন্তু কিছুই হলো না।কি আর করার।।।কোনো রিক্সাও পাচ্ছি না।।।দুর আজকে কি হলো।
।
।
।
অপরদিকে।
.
--দোস্ত এইখানে রাস্তা মেরামত হচ্ছে এইটার সাইনবোর্ড কেনো দিচ্ছিস।(তিথি)
.
--আরে বুদ্ধু।এই কয়েকদিন বাপ্পী কলেজে যায় নি।।কালকে ওর সাথে ফেসবুকে একটু কথা হয়েছে।বলেছিলো আজকে কলেজে আসবে বাইকে করে।।।তাই সকালে আসার সময় ওর বাইকের হাওয়া ছেড়ে দিয়ে আসছি।আর এখান দিয়ে কোনো রিক্সা যেতে দিচ্ছি না।(সমাপ্তি)
.
--তো এখন কি করবি?(তিথি)
.
--আরে কানা ও এখন যেয়ে হাটতে থাকবে দুলাভাই এর সাথে।(নিশি)
.
--ও তাহলে যা দোস্ত।।।
।।।
।।।
।।।
আমি রিক্সা না পেয়ে এক বন্ধুকে ফোন দিতে যাচ্ছিলাম তখনই দেখি সমাপ্তি চলে আসছে।
.
--কেমন আছো বাপ্পী।(সমাপ্তি)
.
--এইতো আলহামদুলিল্লাহ।।।তুমি?(আমি)
.
--অনেক ভালো।
.
--কলেজে যাচ্ছো।(আমি)
.
--হ্যা।কিন্তু আজকে কোনো গাড়িই পাচ্ছি না।।।তাই ভাবলাম হাটতে থাকি।তুমি যাবে না?
.
--হ্যা যাবো।আমিও কোনো গাড়ি পাচ্ছি না।।।(আমি)
.
--ও তাহলে চলো হাটতে থাকি দুজনে।
.
--হুমমম রিক্সা যখন পাচ্ছি না হাটতেই হবে।(আমি)
.
--কলেজে আসলে না কেনো এই কয়েকদিন।
.
--আমি বেশী ক্লাশ করি না।।(আমি)
.
--ওওওও।।।।আমি অনেক খুজেছি বাট পেলাম না তোমাকে।
.
--আসলে ক্লাস করতে আমার ভালো লাগে না।।।(আমি)
.
--তো একটা কথা বলবা।।।কাউকে কি ভালোবাসো?(সমাপ্তি)।
.
--মিথ্যা আর কি বলবো।।।।হ্যা একজনকে খুব ভালোবাসি।(আমি)
.
--কি???কে সে।
.
--এভাবে অবাক কেনো হলে।।(আমি)
.
--না আসলে।(সমাপ্তি)
.
--আমাকে নিয়ে কোনো কিছু ফিল করো।(আমি)
.
--হুমমম।
.
--দেখো কোনো লাভই হবে না।যা ফিল করো সবই বন্ধুত্বে নিয়ে আসো।(আমি)
.
--আমার বাবার নাম রায়হান মোল্যা।(সমাপ্তি)
.
--কি রায়হান আঙ্কেলের মেয়ে তুমি??(আমি)
.
--হ্যা আর তোমাকে নিয়ে ফিল করবো নাতো কাকে নিয়ে করবো আমি বলোতো।।।তুমি যাকে মনে হয় তাকে ভালোবাসো আমি কিছুই বুঝি না।।।আমি তোমাকেই চাই।(সমাপ্তি)
.
--তোমরা কেনো আমার আত্মীয়দের মাঝে অনেকেই হয়তো জানে না ব্যাপারটা।(আমি)
.
--কি ব্যাপার।
.
--আমি তোমাকে সেদিনই বলেছিলাম আমার বিয়ে হয়ে গেছে।।।সত্যি আমার বিয়ে হয়ে গেছে।।(আমি)
.
--কিন্তু সেটা তো আমার সাথে হওয়ার কথা ছিলো।(সমাপ্তি)
.
--হ্যা কথা ছিলো।কিন্তু বাবা আমার খালামনিকে কথা দিয়েছিলো তার মৃত্যুর সময়।তাই আমার খালাতো বোনের সাথে বিয়েটা করতে হয়ছে আমার।।।(আমি)
.
--ওওও।(মন খারাপ হয়ে গেলো সমাপ্তির)
.
--দেখো এতে আমার ও ভুল নেই।তোমার ও নেই।আল্লাহ যার সাথে যার জোড়া তৈরী করে রেখেছে সে তাকেই পাবে।তোমার জীবনেও আমার থেকে ভালো কেউ হয়তো লেখা আছে।তুমি তাকেই পাবে।আমরা বন্ধু।।শুধু শুধু এই সম্পর্ক নষ্ট করে লাভ আছে।(আমি)
.
--হুমমম..
।।।
।।।
আরো অনেক কথা বুঝিয়ে বুঝিয়ে কলেজে চলে আসলাম।।।প্রথম ক্লাস করলাম কলেজের আর ক্লাসই করতে মন চাচ্ছে না।।।সমাপ্তি এখন অনেকটা ফ্রেন্ডই হয়ে গেছে।।।মেয়েটার ও বা কি দোষ।।।আমার তো বিয়ে হয়ে গেছে।এখন কি বা করতে পারবে।।।।কলেজ শেষ করে সমাপ্তি কে নিয়ে মিমির স্কুলের সামনে দারিয়ে আছি।
।
একটু পরেই বের হলো মিমি।দুজনের পরিচয় করিয়ে দিলাম।।।তারপর রিক্সায় বসে আমি আর মিমি ঘুরতে লাগলাম সমাপ্তিকে বিদায় দিয়ে।।।
।
মিমি আমার হাতকে জরিয়ে আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে।।।কোনো কথায় বলছে না।
.
--কি হলো চুপ কেনো?(আমি)
.
--সব কথা তো তুমি ঔ মেয়ের সাথেই বলে ফেলেছো।আমি আর কি বলবো।(মিমি)
.
--আমার বাচ্চা বউ রাগ করেছে।(আমি)
.
--এতো কিসের কথা ওর সাথে।আমি আমার ক্লাস রুম থেকে দেখেছি হেটে হেটে দুজনে কথা বলতে বলতে কলেজে ঢুকেছো।(মিমি)
.
--😅😅😅😅।তোমাকে তো ওর আসল পরিচয়ই দিলাম না।।।আমাদের বিয়ের ব্যাপারে তো আমাদের অনেক আত্মীয় জানে না তাই না।(আমি)
.
--হুমমম।(মিমি)
.
--ওরাও জানে না।।।আর জানো ওর বাবার নাম কি?(আমি)
.
--কি?(মিমি)
.
--রায়হান আঙ্কেল ওর বাবা।(আমি)
.
--ঔযে তোমার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিলো।(মিমি)
.
--হ্যা।।।।ও জানতো না।।।ওকে বলে দিয়েছি আমার আর তোমার বিয়ে হয়েছে।(আমি)
.
--কিছু বললো না ও।।।(মিমি)
.
--কি বলবে।।।কিছুই বলার নাই ওর।(আমি)
.
--হুমমম।।।দেখো তো শার্ট টা কেমন হয়েছে।(মিমি ওর ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে বললো)
.
--এটা কেনো।আর আজকে তোমার স্কুলের জরুরী কাজ মনে হয় এটাই ছিলো।(আমি)
.
--হুমমম।।।।।।(হেসে বললো মিমি)
.
--তো শার্টটা কেনো?(আমি)
.
--কেউ গিফট দিলে তাকে রিটার্ন গিফট দিতে হয় জানো না।এটা তোমার গিফট।(মিমি)
.
--খুব সুন্দর হয়েছে।(মিমি)
.
--হুমমম হবেই তো।।।দেখতে তো হবে কার পছন্দ।(মিমি)
.
--হুমমম আমার বাচ্চা বউ এর।(আমি)
.
--এই ধাক্কা দিয়ে ফেলো দিবো কিন্তু।(মিমি রেগে বললো)
.
--😅😅😅😅😅(জরিয়ে ধরলাম মিমিকে)
।।।।।
।।।।
।।।
।।
।
(((((সমাপ্তি)))))
।
।।
।।।
।।।।
।।।।।