কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ৪
আমি একটু দূরে গিয়ে দরজার দিকে তাকালাম।
এমন সময় একটা শব্দ কোথা থেকে যেন শোনা গেলো।শব্দটা ছিলো এইরকম,,,ওয়েলকাম মাস্টার ফর মাই হোম।আমি আশেপাশে তাকিয়ে শব্দের উৎস দেখার চেষ্টা করলাম।বাট কোথাও শব্দ করার মতন কিছুই পেলাম না।তখন আমি দরজার দিকে এগিয়ে গেলাম।দরজাটার সামনে গিয়ে আমি অবাক না হয়ে পারলাম না।আমি দেখলাম দরজাটার চোখ, নাক,মুখ সবই আছে।আমার জায়গায় অন্য কেউ হলে হয়ত ভয় পেতো,কিন্তু আমার কাছে এইটা একটা সাধারন ব্যাপার।দরজাটা আমাকে দেখে বলতে আরম্ভ করলো,ওয়েলকাম মাস্টার ফর মাই হোম।
আমি দরজাটাকে উদ্দেশ্য করে বললাম,তুমি কে, আর তোমার মাস্টারই কে,,?
দরজাটা আমার প্রশ্ন শুনে কোন প্রতিক্রিয়া না করে বললো,,
আমি একটা ম্যাজিক্যাল ডোর,যে আমাকে আনলক করবে সেই আমার মাস্টার ,আর আমিই বা কে,তা বিস্তারিত জানতে হলে আপনাকে আমায় আনলক করতে হবে,প্রায় ১৫ বছর ধরে আমি আপনার অপেক্ষায় আছি।এই ১৫ বছরে কারো সাথে আমার কথা হয় নি।আপনি যত দ্রুত পারেন আমাকে আনলক করেন।তা না হলে আপনিই সমস্যায় পড়ে যাবেন।
কেন আমি সমস্যায় পরব কেন,,?
মাস্টার আমার মাঝে এই সম্পর্কে কোন জ্ঞান সিল করা নেই।আমার মাঝে যেই জ্ঞান সিল করা আছে আমি শুধু আপনাকে সেই জ্ঞান থেকেই বলতে পারব।তাই আপনি যত কম প্রশ্ন করবেন আমার জন্য ততই ভালো।
আচ্ছা ঠিক আছে তোমাকে আর প্রশ্ন করব না।তার আগে বলো তোমাকে আমি আনলক করব কিভাবে।আমি তো কিছু জানিনা তোমাকে আনলক করার ব্যাপারে।এখন তুমিই যদি না বলো কিভাবে তোমাকো আনলক করব তাহলে তো আনলক করা সম্ভব নয়।
চিন্তা করবেন না মাস্টার। আমাকে কিভাবে আনলক করতে হবে তা আমার মাঝে সিল করা আছে।আপনাকে একটা ধাধার উত্তর দিতে হবে।ধাধাটা একটু কঠিন তাই আপনাকে তিনবার সঠিক উত্তর প্রধান করার সুযোগ দেওয়া হবে।যদি আপনি তিনবারে সঠিক উত্তর দিতে ব্যার্থ হন তাহলে আমি সারাজীবনের জন্য লক যাব।
আচ্ছা তুমি ধাঁধাটা বলো,আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব,,,
ওকে মাস্টার তাহলে শুনুন,
ধাঁধা -আমি কখনো ছিলাম না
কিন্তু সবসময় থাকবো
কেউ আমাকে কখনো দেখেও নি কেউ দেখবেও না
তবুও আমি সব জীবিত দের ভরসা
তাহলে কে আমি,,,?
( আপনারা গিয়ে কমেন্ট বক্সে ধাঁধার উত্তর টা লিখে ফেলেন)
আমি যেমনটা ভেবেছিলাম ধাঁধাটা তার চেয়েও বেশি কঠিন ।এইটা এমন একটা ধাঁধা যা আমি জীবনে কখনো শুনি নি।কিন্তু আমার জীবনের রহস্য জানতে হলে এই ধাধাটার সঠিক উত্তর আমাকে যেইভাবেই হোক দিতে হবে।
ধাঁধাটা আমার মাথায় ঘুরতে লাগলো,
আমি কখনো ছিলাম না,মানে সে একসময় ছিলো না,কিন্তু সবসময় সে থাকবে,কেউ তাকে কখনো দেখেও নি, কেউ দেখবেও না,তবুও সে সব জীবিত দের বেঁচে থাকার ভরসা,,,
ধাঁধাটা নিয়ে একটু ভাবার পর আমার হাসি পাচ্ছিলো। ধাঁধাটা এত সহযে আমি সল্ভ করতে পারব তা জানতাম না।
আমি দরজাটাকে বললাম ধাঁধাটার উত্তর হবে বাতাস,
তখন দরজাটা আমাকে বলল,,,,
আপনিকে সিউর মাস্টার বাতাসই হবে উত্তর,,
আমি-হুম বাতাস ছাড়া আর কিছুই হবে না।
দরজা-আপনার উত্তর ১০০%ভুল মাস্টার।আপনার কাছে আর মাত্র দুইটা চান্স আছে।আপনি যদি এই দুই চান্সের মাঝে সঠিক উত্তর না দিতে পারেন তাহলে আমি সারাজীবনের জন্য আনলক হয়ে যাব।
আমি আবারও ভাবতে থাকলাম,আমার মাথায় আরেকটা উত্তর আসলো,আমি দরজাটাকে উদ্দেশ্য করে উত্তরটা বললাম,
আমি-তাহলে আমার মনে হচ্ছে উত্তর টা হবে সময়, কারন সময়কে কেউ কখনো দেখে নি আর কেউ কখনো দেখবেও না।সময় সব জীবিত দের বেঁচে থাকার ভরসা।
দরজা-মাস্টার আপনি কি সিউর উত্তর টা সময় হবে।
আমি-হুম
দরজা-দুঃখীত মাস্টার আপনি আবারও ভুল উত্তর দিয়েছেন।এখন আপনার কাছে মাত্র একটা চান্স আছে আমাকে আনলক করার জন্য।
আমি এখন সত্যি খুব টেনশনে পড়ে গিয়েছি। আর মাত্র একটা চান্স আছে দরজাটাকে আনলক করার জন্য।এই এক চান্সের মাঝে আমি যদি দরজাটাকে আনলক না করতে পারি তাহলে সারাজীবনের জন্য দরজাটা লক হয়ে যাবে।
আমি এখন ধাঁধাটা আমার মাথার গভীরে নিয়ে চিন্তা করতে লাগলাম।কিন্তু কোন উত্তর আমার মাথায় আসছিলো না।এমন সময় আমার মনে হলো কে যেন আমাকে বলছে মনের গভীরে প্রশ্নেটা নিয়ে চিন্তা করো।তোমার মাঝে এই ধাঁধার উত্তর দেওয়ার সামর্থ আছে।আমি কাউকে আমার আশে পাশে দেখলাম না।এর আগেও আমার সাথে এমন হইছে,তাই কে আমাকে ঐ কথা বলল তা ভাবা বাধ দিলাম।
আমি চোখ বন্ধ করে ধাঁধাটা নিয়ে ভাবতে লাগলাম। পাঁচ মিনিটের মতো ভাবার পর আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম।এইটা যদি সঠিক উত্তর না হয় তাহলে আমার আর কিছুই করার নেই।
আমি দরজাটাকে আবারও উত্তর দিলাম।
আমি-আনলক ডোর আমার মনে হচ্ছে উত্তরটা হবে (আগামীকাল)।আমি কনফিউজড ছিলাম যে উত্তরটা সঠিক হবে নাকি তা নিয়ে,,
উত্তরটা বলা মাত্রই একটা বিকট আওয়াজ হলো।মনে হচ্ছে বড় আকারের কোন কিছু এই মুহূর্তে ফেটে গেলো।
দরজার দিকে তখন চোখ পরতেই দেখলাম দরজাটা অপেন হয়ে গিয়েছে। তখন দরজা থেকে আওয়াজ আসলো,,,
অভিনন্দন মাস্টার আমাকে আনলক করার জন্য।আমি আপনাকে দেখেই বুজেছিলাম আপনিই আমার মাস্টার হওয়ার যোগ্য। আপনি এখন চাইলে ভিতরে আসতে পারেন।আর আপনি ভিতরে প্রবেশ করার পর আমার সাথে কথা বলতে পারবেন কিন্তু আমাকে দেখতে পারবেন না।তাই দেরি না করে ভিতরে প্রবেশ করুন।
যেহুতু দরজাটা নিচের দিকে তাই আমি আর দেরি না করে দরজাটাই প্রবেশ করলাম।দরজাটার শুরু থেকে একটা সিড়ি নিচের দিকে নেমে গিয়েছে।প্রায় দশ মিনিট সিড়ি ধরে নিচের দিকে নামছি কিন্তু সিড়িটা শেষ হচ্ছে না।
আমি তখন ক্লান্ত হয়ে বললাম।
ম্যাজিক্যাল ডোর তুমি কি এখনো আমাকে দেখছো।
তখন আমার পিছন থেকে আওয়াজ আসলো,,
জী মাস্টার আমি তো শুরু থেকেই আপনার পিছনে আছি,আপনাকে তো আগেই বলেছি ভিতরে আপনি আমাকে শুনতে পারবেন বাট দেখতে পারবেন না। আপনি কোন কথা বলেননি এই জন্য আমিও আর আগবাড়িয়ে আপনাকে কিছু বলি নি।
আমি তখন সত্যি রেগে গেলাম,,
কি তুমি এতোক্ষণ আমার সাথে ছিলে,অথচ আমার সাথে একটা কথাও বলো নি।আমি নিজেকে এখানে এতোক্ষণ ধরে একা মনে করে আসছি,,,
দুঃখীত মাস্টার।এখন আপনি আপনার মনে থাকা সকল প্রশ্ন করতে পারেন।আমার মাঝে যেইগুলো সিল করা আছে আমি সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।
ঠিক আছে,তাহলে প্থম প্রশ্ন,,
আমার হাতে এই X চিহ্নটার মানে কি,,?
ডোর-মাস্টার আপনাকে প্রথমে বলে রাখি আপনি এই পৃথিবীর কেউ নন,,
আমি-কি বললে তুমি আমি এই পৃথিবীর কেউ নই,তুমি কি পাগল হয়ে গেলে,পৃথিবীতে আমার জন্ম হয়েছে,আমার মা-ও এইখানে থাকে তাহলে তুমি কিভাবে বললে আমি পৃথিবীর কেউ নই।আর আমি পৃথিবীর কেউ না হলে আমি কোথা থেকে এসেছি,,?
ডোর-মাস্টার রেগে যাবেন না।আমি জানিনা আপনি কোথা থেকে এসেছেন। এই প্রশ্নের উত্তরটা আমার মাঝে সিল করা নেই।তবে আপনি যেই চিহ্ন নিয়ে জন্ম নিয়েছেন ঐ X চিহ্ন নিয়ে পৃথিবীতে কোন সন্তান এখনো জন্ম নেয়নি,,আর কখনো জন্মও নিবে না।তাই আমি শুধু এইটুকুই বলতে পারি আপনি যেই চিহ্ন নিয়ে জন্ম নিয়েছেন তা এই পৃথিবীর না।হতে পারে আপনি ভিনগ্রহী।এবং এই পৃথিবীতে আপনি একটা এলিয়েন।
চলবে,,,,,,,