.
লেখকঃহৃদয় বাপ্পী(পিচ্চি)
।।।
।।।
।।।
.
--বাপ্পী যা বাবা দেখে আয় না মেয়েটাকে।(আম্মু)
.
--তুমি কি পাগল হয়েছো আম্মু।আমি এখনো পিচ্চি ছেলে।(আমি)
.
--দেখ আমাকে বেশী কথা বলতে হয় না যেনো।আমি যা বলবো সেটাই শুনবি।(আম্মু)
.
--কিন্তু আম্মু আমি তো পিচ্চি ছেলে।আর আমার সাথে বিয়ে দিবে কোন মেয়ের বাবা বলোতো।(আমি)
.
--তোকে কি আমি এসব চিন্তা করতে বলেছি।।তুই শুধু তোর বাবার সাথে যাবি আর মেয়েকে একবার দেখে আসবি।আমার তাদের সাথে কথা বলা হয়ে গেছে।সব ঠিক শুধু গিয়ে কথা বলে আসবি।(আম্মু)
.
--ঠিক আছে এতো যখন বলতেছো তাহলে তো মেয়েকে একবার দেখেই আসতে হয়।(আমি)
.
--এই তো আমার লক্ষি ছেলের মতো বলেছোস।তাহলে কালকেই যাবি মেয়েকে দেখতে।তোর ভালো লাগবে আমি জানি।(আম্মু)
.
--ঠিক আছে যাবো।কিন্তু পছন্দ না হলে কিন্তু আমি বিয়ে করবো না।(আমি)
.
--পছন্দ হলেও তো বলবি পছন্দ হয় নি।আমি যেনো শুনতে না পাই তুই মানা করে দিয়েছোস।এটা দিয়ে তিনটা মেয়ে কিন্তু।আর আমি এবার মেয়ের মাকে কথা দিয়েছি যে করেই হোক তার মেয়ের সাথে তোর বিয়ে হবে।(আম্মু)
.
--কত মানুষকেই তো কথা দিয়েছো আগের দুইটা তো নিজেই মানা করে দিয়েছে।(আমি)
.
--মানা করে দিয়েছে কোথায়।।কি বলেছিস আগের দুইটা মেয়েকে আমি কি বলবো।(আম্মু)
.
--না থাক আম্মু।(আমি)
.
--এবার যেনো এমন না শুনতে পাই।শুনলে তোর কপালে কষ্ট আছে।(আম্মু)
।।।।
।।।।
।।।।
কি আর করার মাথা নিচু করে শুনে যাচ্ছিলাম আমার জননীর কথা।তা ছাড়া আমি আর বাবা কি বা করতে পারি।।খুব ভয় পায় দুজনেই আমরা আম্মুকে দেখে।আম্মু যা বলবে সেটাই হবে আমাদের কথার কোনো মূল্য নাই।।।দূর ভালো লাগে না।।।।পরিচয় পর্ব সেরে ফেলা যাক।।আমি হৃদয় বাপ্পী।।মিসেস সামেলা চৌধুরীর একমাত্র আদরের ছেলে।।অবশ্য পরিচয় তো বাবার নাম দিয়ে দিতে হয়।কিন্তু আমার বাবার পরিচয় দিলে কেউ চিনবে না।।।তাকেও পরিচয় দিতে হলে বলতে হয় মিসেস সামেলা চৌধুরীর স্বামী সে।।।আর এতোক্ষন আমাকে আমার জননী বিয়ে করার জন্য মেয়ে দেখতে বলতেছিলো।।সে তার বিজনেস পার্টনারদের মেয়েদের সাথে আমার বিয়ে দিতে চাই।।এতে করে বিজনেস ও ভালো হবে আবার সম্পর্কও আরো গাঢ়ো হবে।।।
।
আর আম্মু বিজনেস পার্টনার যে তিনজন তারা তিনজনই আম্মুর বেস্ট ফ্রেন্ড। আম্মু চাচ্ছে তার একমাত্র ছেলের সাথে তার এক বান্ধুবীর মেয়ের সাথে বিয়ে দিতে। কিন্তু আমি তো এখনো পিচ্চি ছেলে।সবে মাত্র অনার্স ১ম বর্ষে পড়ি। এতো তারাতারি কি বিয়ে করা যায়। ও আগের দুইটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। অবশ্য দুইটার সাথে যে কথা হয়েছিলো সেটা এমন টাইপের ছিলো,
.
--আন্টি আমি আপনার মেয়ের সাথে একা কিছু কথা বলতে চাই।(আমি)
.
--হ্যা বাবা কথা তো বলবাই। আমরা এনগেজমেন্টটা আগে করিয়ে দি তোমাদের।(আন্টি)
.
--আগে আমরা কথা বলে আসি আন্টি।তারপর নাহয় আংটি বদল করবো।(আমি)
.
--ওকে যাও।(আন্টি)
।।।
।।।
আমি গেলাম মেয়েটাকে নিয়ে,
.
--হুমমম তো প্রেম করেছো কয়টা?(আমি)
.
--মানে?(আমার কাছ থেকে মেয়েটা এমন প্রশ্ন হয়তো আশা করে নি)
.
--মানে প্রেম ভালোবাসা কয়টা করা হয়ছে?(আমি)
.
--একটাও করেনি।।আমার এসব ভালো লাগে না।(মেয়ে)
.
--বললেই হলো।সেদিন তোমাকে দেখলাম রিক্সা নিয়ে ঘুরতে ছিলা একটা ছেলের হাতে হাত রেখে।(আমি)
.
--ওওও।।।বিয়ের আগে এমন প্রেম ভালোবাসা তো থাকেই।(মেয়ে)
.
--হ্যা আমার সমস্যা নাই।।তুমি হাজারটা প্রেম করো বিয়ের পর আমার থাকলেই হলো।(আমি)
.
--হ্যা আমি বিয়েতে পুরোপুরি রাজি বিয়ের পর আপনাকে ছাড়া কারো দিকে তাকাবোই না।(মেয়ে)
.
--হ্যা।কিন্তু তুমি যেমন বিয়ের আগে প্রেম ভালোবাসা করেছো আমিও তো করেছি তাই না।(আমি)
.
--তাতে কি আমার কোনো সমস্যা নাই।(মেয়ে)
.
--আগেই বলে দি আমার কিন্তু একটা রোগও আছে।(আমি)
.
--সিরিয়াস কিছু না তো?(মেয়ে)
.
--সিরিয়াস না তবে সিরিয়াসই।(আমি)
.
--কি শুনতে পারি।(মেয়ে)
.
--এইডস।(আমি)
.
--কি???(মেয়ে)
.
--এইডস।মানে বেশী মেয়েদের সাথে সম্পর্ক রাখলে যেটা হয়।(আমি)
.
--সরি ভাইয়া আমি আপনাকে বিয়ে করতে পারবো না।।।আমার বফ আছে আমি তাকে অনেক ভালোবাসি।।(মেয়ে)
.
--শুনে অনেক খুশি হলাম আপু।(আমি)
।।।।
।।।।
এভাবে তো দুইটা বিয়ে ভেঙে দিলাম।।।ভেবেছিলাম আম্মুর কানে যাবে না।কিন্তু এই কথাও চলে গেছে আম্মু কানে।এখন কি করা যায়।।।অবশ্য বুদ্ধিটা ছিলো বাবার।।তাহলে সোজা বাবার কাছে যাওয়া যাক।
.
--বাবাাহহহহ।(আমি)
.
--কিরে কি হয়েছে চিল্লাছিস কেনো?(বাবা)
.
--কি হয়নি সেটা বলো।।।আম্মু এবার নাছরিন আন্টির মেয়ে দেখতে বলতেছে।কি করবো আমি।(আমি)
.
--আবারো সেই ফর্মুলা ইউজ কর।(বাবা)
.
--কিন্তু আম্মু জেনে ফেলছে এইটার কথা।(আমি)
.
--তাহলে চিন্তা করিস না বাবা।আমি তো আছি কি করা যায় ভাবছি দারা তুই একটু।(বাবা)
.
--আমি কলেজে যাচ্ছি তুমি ভাবো।কালকে কিন্তু যেতে হবে নাহলে আমাদের দুইজনকে কিন্তু বাসা থেকে বের করে দিবে।(আমি)
.
--তুই চিন্তা করিস না তো।।।তোর আম্মু কি অফিসে গেছে?(বাবা)
.
--না আমাকে কলেজে দিয়ে তারপর অফিসে যাবে।(আমি)
.
--ওওও তুই কলেজ থেকে আয় আমি বলে দিবো কি করতে হবে।(বাবা)
.
--হুমমম love u বাবা।(আমি)
.
-- love u too।(বাবা)
......
।।।।
আম্মুর সাথে করে কলেজে আসলাম।।এভাবে রোজ আমাকে নিয়ে আসে তার গাড়িতে করে।কত বলি একটা বাইক কিনে দিতে কিন্তু দেই না।এতো টাকা দিয়ে যে কি করবে একটাই ছেলে তার সব ইচ্ছা পূরন করে না।আমরা কলেজে চলে আসলাম।।কলেজ গেটের সামনেই আমার বন্ধু একটা মেয়েকে মানে তার গার্লফ্রেন্ডকে জরিয়ে ধরলো,
.
--কলেজে এসব কি হয়।।তুই কালকে থেকে কলেজে আসবি না আর।(আম্মু)
.
--আরে আম্মু এসব তো কিছু না।।আমরা কি এসব নিয়ে থাকি।(আমি)
.
--কলেজের এসব মেয়েদের থেকে একটু সাবধান থাকবি বুঝছোস।।এসব মেয়েরা ধান্দাবাজ হয়।।আর শোন ঔসব ছেলেদের সাথেও কথা বলবি না।(আম্মু)
.
--ঠিক আছে আম্মু।(আমি)
।।।।
।।।।
আমি নেমে গেলাম।।।আম্মু গাড়ি নিয়ে চলে গেলো।।।আবিদ আমাকে দেখে আমার কাছে আসলো।
.
--তুই তো এখনি গেছিলো।যদি একবার পিছনে ঘুরতে তাহলেই আম্মু দেখে ফেলতো।(আমি)
.
--কি আন্টি ছিলো।তুই আমাকে আগে বলবি না।।(আবিদ)
.
--চিন্তা করিস না।আম্মু দেখে নাই তোকে।।।কিন্তু দিয়াকে ঠিকই দেখেছে।পরে সমস্যা হবে।(আমি)
.
--আমি আর আন্টির সামনেই যাবো না।(দিয়া)
.
--কেনো বেশী করে চিপকে থাকবি।(আমি)
.
--দুর ওর কথা বাদ দে তো।।।আমার নাকি সাহস নাই সবার সামনে ওকে জরিয়ে ধরার।তাই দেখিয়ে দিলাম।(আবিদ)
.
--আমি তো মজা করে বলেছিলাম তাই বলে সত্যি সত্যি ধরতে হবে।(দিয়া)
.
--আরে বাদ দে।।এখন তুই তো আমার শালা হয়ে যাবি।(আমি)
.
--দেখ আমি কিন্তু এবার কিছুই করতে পারবো না।।আম্মু আর তোর আম্মু সব ঠিকঠাক করে রেখেছে।।।নিলা শুধু তোকে দেখাবে ওর বান্ধুবীদের একবার তাই তোকে কালকে বাসায় যেতে বলছে।(আবিদ)
.
--দেখ আমি এখন বিয়ে করতে চাই না।(আমি)
.
--সেটা তো আমি ও জানি।।।কিন্তু ভাই আমার বোন কিন্তু খারাপ না।।।কখনো রিলেশন ব্যাপারটা পছন্দ করেই না।।।বিয়ে যখন তোর হতেই যাচ্ছে করে ফেল ওর সাথে।(আবিদ)
.
--তোর বোন বলে ওর পিছনে কিন্তু কাউকে লাগিয়ে দি নি আমি।।।তুই বলেছিলি যেভাবেই হোক এই বিয়ে আটকাবি।(আমি)
.
--বলেছিলাম।।।তুই সেটার জন্য আমাকে কি দিয়েছিলি বল তো।(আবিদ)
.
--১০,০০০ টাকা নিয়েছিলি তুই আমার কাছে থেকে।(আমি)
.
--হ্যা আর আন্টি আমাকে একটা বাইক গিফট করছে চাইছে এই বিয়েটা হলে।(আবিদ)
.
--ঔ দেখ ভালো হচ্ছে না কিন্তু।।।তুই কিন্তু বন্ধুর সাহায্য করছোস না।(আমি)
.
--আমি জানি সারা পৃথিবী খুজলেও তোর মতো ছেলে আমার বোন পাবে না।।।তাই বিয়ে যখন হচ্ছে হতে দে।।।এটা আমি ভেঙে দিলে আন্টি হয়তো পরের বার তোকে জোর করেই বিয়ে দিবে।(আবিদ)
.
--আমি আগে....(আমাকে বলতে না দিয়ে দিয়া বললো)
.
--আগে নিজের ক্যারিয়ার গড়তে চাস তারপরই তো বিয়ে তাই না।আগে বিয়ে করে ফেল তারপরও ক্যারিয়ার গড়তে পারবি।(দিয়া)
.
--দূর তোদের দুইটাকে যে কি দেখে বেষ্ট ফ্রেন্ড বানিয়েছিলাম।।।(আমি)
.
--এবার তোর কোনো ট্রিকই কাজে দিবে না বাপ্পী।।তুই রাজি হয়ে যা। বিয়েই তো তাই না।(আবিদ)
.
--তোর বোন কেবল ৯ এ পড়া বাচ্চা মেয়ে।।।তাকে আমি বিয়ে করলে কি হবে ভাবছোস।বাল্য বিবাহ হয়ে যাবে।(আমি)
.
--কেনো বড় দুইটা তো ছিলোই করলি না কেনো।এখন বাচ্চাকেই বিয়ে করতে হবে।(আবিদ)
.
--তোরা কিন্তু কেউই ঠিক করতেছোস না কাজ টা।(আমি)
।।।।
।।।।
আমি রেগে বাড়ি চলে আসলাম।।।দূর বিয়ের ভয়ে দুইটা ভেঙে দিলাম।এখন বাচ্চা মেয়ের সাথে নাকি ঠিক করেছে।।।এটাও ভেঙে দিবো সমস্যা নাই কোনো।।দরকার পরলে পালিয়ে যাবো।।।।।বাসায় আসলাম।
.
--কিরে রেগে আছোস কেনো?(বাবা)
.
--আবিদও ওর বোনের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে।আম্মু নাকি ওরে বলেছে বিয়ে হলে ওকে বাইক কিনে দিবে একটা।(আমি)
.
--কি এই কথা।(বাবা)
.
--বাবা এখন তুমিই কিছু একটা করো।(আমি)
.
--হ্যা দেখতেছি আমাকেই কিছু করতে হবে।(বাবা)
.
--এইতো আমার বাবার মতো কথা বলেছো।।।কিছু করতে না পারলে বলো আমি পালিয়ে যায় বাসা থেকে।(আমি)
.
--আরে না তোকে কিছুই করতে হবে না।।।কালকেই দেখবি কি করে তোর বাবা।(বাবা)
.
--হুমমম বাবা তুমিই আমার বেষ্ট ফ্রেন্ড।(আমি)
।।।।
।।।।
যাক বাবা যেহেতু বলেছে তাই আর কোনো চিন্তা রইলো না।।।যেভাবেই হোক বাবা কিছু একটা করবে আমি সিওর।।তাই চিন্তা করলাম না।।।সোজা রুমে এসে দিলাম একটা শান্তি ঘুম।
।
রাতে আম্মু আসলো।একসাথে খাবার টেবিলে বসলাম।কাজের দাদুটা রান্না করে আর বাবা সেগুলো সার্ভ করে আমাদের সামনে।।।আমরা খেতে বসলাম।
.
--শোনো তুমি কালকে বাপ্পীকে নিয়ে নাসরীনের বাসায় একটু যাবা।।।ওর মেয়ে নাকি একটু দেখতে চাইছে বাপ্পীকে।(আম্মু)
.
--ঠিক আছে।(বাবা)
.
--ওর বান্ধুবী দেখতে চাইছে সেটার জন্য বাসায় যেতে হবে কেনো?কোনো কফিশপ কিংবা রেস্টুরেন্টে গেলেই তো হয়।(আমি)
.
--বেশী কথা না।।।আর এবার যদি কিছু করার চেষ্টা করোস তাহলে দুজনেরই খবর আছে।(আম্মু)
.
--আমরা কি করবো বলো।।।তুমি যেটা বলবা সেটাই তো।(বাবা)
.
--হুমমম আম্মু।(আমি)
.
--আচ্ছা কালকে আমার গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে।আমি দুপুরে ওদের বাসায় তোমাদের সাথে দেখা করবো তোমরা আগে আগে চলে যাবা।(আম্মু)
.
--হুমমম ঠিক আছে।(বাবা)
।।।।
।।।।
আমি আম্মুকে আর কিছু বল্লাম না।।।কারন বিয়েটা তো ভাঙার চিন্তা ভাবনাই তো চালাচ্ছি।তো এটা নিয়ে বেশী কথা বলার কি দরকার।।।তো সোজা রুমে এসে দিলাম বিশাল ঘুম।।।এক ঘুমে সকাল হয়ে গেলো।
।।।।।
।।।।
।।।
।।
।
(((((চলবে)))))
।
।।
।।।
।।।।
।।।।।