কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির_হাসান_আকাশ
পর্বঃ১২
আমি পোর্টাল টা দিয়ে আমার বাড়ির সামনে এসে কিছুই চিনতে পারছি না।মনে হচ্ছে এখানে প্রায় অনেক দিন ধরে কেউ থাকে না।আমি যেই বাসায় আমার আম্মুর সাথে থাকতাম সেখানে প্রবেশ করে দেখি জায়গাটা অনেক নোংরা হয়ে গিয়েছে।চারদিকে অনেক বড় বড় মাকড়সার জাল, আর ধুলো বালি দিয়ে চারদিকে একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। আমি আম্মু কে বাড়ির আশেপাসে খুজছি, কিন্তু কোথাও আম্মু নেই।আমার মাথায় কিছুই ডুকছে না।আম্মু গেলো কই।আর বাসাটা এতো পুরনো মনে হচ্ছে কেন।
আমরা একটা নিরিবিলি জায়গায় বাস করতাম,আসেপাশে কোন প্রতিবেশী নেই আমাদের,তাই কাউকে জিজ্ঞেস করতেও পারব না আম্মুর ব্যাপারে।কিন্তু একটা বিষয়ই আমার মাথায় ডুকছে না,বাসাটা এতো পুরনো হলো কিভাবে।
তখন আমি আর টাইম নষ্ট না করে আমার সামনে একটা পোর্টাল তৈরি করলাম।যেই পোর্টালটা সোজা আমাকে আবার কোয়ান্টাম জগতে নিয়ে যাবে।একমাত্র ইয়ান্ডুই আমাকে কিছু বলতে পারে।
আমি পোর্টাল টা দিয়ে সোজা ইয়ান্ডুর সামনে চলে আসলাম।সেখানে গিয়ে দেখি মারিয়া আর ইয়ান্ডু দাড়িয়ে আছে।মারিয়া মনে হয় সুস্থ হয়ে গিয়েছে। ইয়ান্ডু আমাকে দেখে হাসি দিয়ে বলল,,,
বাড়ি অনেক পুরোনো হয়ে গিয়েছে তাই না,আর তোমার মা ও সেখানে নেই,,,,(ইয়ান্ডু)
হ্যা ইয়ান্ডু,কিন্তু আপনি এইসব জানলেন কি করে।আমার আম্মু কোথায় আর আমার বাড়ি এতো পুরোনো মনে হচ্ছে কেন,,,?
দেখেন ডেভিড আপনি যখন এখানে এসেছিলেন তখন আমি আপনাকে বলেছিলাম এইখানে পৃথিবীর টাইমে ৩ মাস কাটালেই আপনার ট্রেনিং শেষ হবে,কিন্তু আমার অনুমান ভুল ছিলো,,এতোদিনে পৃথিবীতে ১ বছর অতিবাহিত হয়ে গিয়েছে।(ইয়ান্ডু)
একবছর অতিবাহিত হয়েছে ঠিক আছে কিন্তু আমার আম্মু কই?
ডেভিড আপনি যখন ডোরটা অপেন করে আন্ডার ওয়াল্ডে প্রবেশ করেছেন ঠিক তখনি আপনার আম্মুকে এন্জেল কিং আপনার কিংডমে নিয়ে গিয়েছে,,,(ইয়ান্ডু)
আমার কিংডম,কিন্তু আমার কিংডমটা কোথায়,,,?
এমন সময় একটা বিকট আওয়াজ হলো,,,,মনে হচ্ছে কোন বড় একটা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
আমি আমাদের সামনে একটা বড় পোর্টাল দেখতে পেলাম,কিছুক্ষণ পর পোর্টালটা দিয়ে কয়েকজন সৈন্য বের হলো,,যাদের প্রত্যেকের হাতে ছিলো বর্শা, এবং সবার পরনে ছিলো যুদ্ধের পোশাক। দেখে মনে হচ্ছে লোহার বর্ম।আমি বুজে গিয়েছি এইগুলা কোন সাধারণ সৈন্য নয়।প্রায় ২০-২৫ জন সৈন্য বের হওয়ার পর পোর্টাল টা দিয়ে একজন বৃদ্ধ লোক বের হলো,দেখে মনে হচ্ছে কোন কিং। আরো অবাক করা বিষয় হলো এই সেই বৃদ্ধ টা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। বৃদ্ধ টাকে দেখে ইয়ান্ডু বসে পড়ে কুরনিশ করতে লাগলো, এবং আমাকে ও মারিয়কে ইশারায় কুরনিশ করতে বললো।
ইয়ান্ডুর ইশারা মতো আমরাও বৃদ্ধ লোকটাকে কুরনিশ করলাম।তখন বৃদ্ধ লোকটা আমার সামনে এসে বললো,,,
এ কি করছো স্কাইলর্ড,একজন কিং অন্য একজন সাধারন মানুষের সামনে কুরনিশ করতে পারে না।তুমি আমার নাতি, তুমি সবসময় আমার বুকে থাকবে, কখনো আমার পায়ের নিচে থাকবে না।আর মারিয়া কেমন আছেন শাহ্জাদী। (বৃদ্ধ)
দাদু এইবার তো ডং ছেড়ে দাও,এমনিতেই এতোদিন তোমার হাবালা শুটকি নাতির সাথে থাকতে থাকতে আমি বোর হয়ে গিয়েছি এরমধ্যে আবার তুমি ফাজলামো করছো।(মারিয়া)
আপনার সাথে ডং করব না তো কার সাথে করব,আমার কি অন্য কোন বিবি আছে নাকি,আপনিই তো আমার একমাত্র বিবি,,,(বৃদ্ধ)
আমি মারিয়া এবং বৃদ্ধ লোকটার কোন কথার আগা মাথা কিছুই বুজছি না।তখন বাধ্য হয়ে আমি বললাম,,,,,
আপনারা একটু থামবেন দয়া করে,
সবকিছু কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে।আমাকে কেন আপনি নাতি বলছেন,আমি একজন কিং-ই বা কেন,আর মারিয়া আপনি ওনাকে দাদু বলছেন কেন,,,?
ও দুঃখিত স্কাইলর্ড আমার তো মনেই নেই তুমি তোমার সম্পর্কে কিছুই জানো না,
এখন সময় হয়েছে তোমার সবকিছু জানার,মন দিয়ে সবকিছু শুনো,,,,
প্রথমেই তোমাকে যা বলতে চাই তা হলো তুমি এই পৃথিবীর কেউ না।তোমার মা হলো একজন অ্যামাজোনিয়ান,আর তোমার বাবা হলো স্টার লর্ড,তুমি যেই চিহ্ন টা নিয়ে জন্মগ্রহন করেছো সেইটা তুমি বংশানুক্রমে তোমার বাবার কাছ থেকে পেয়েছো।এই দেখ আমার হাতেও ঠিক তোমার মতো X চিহ্ন। কিন্তু তোমার হাতের চিহ্নের তুলনায় আমারটা কিছুই না।আমারটা জাস্ট একটা থিম,আর তোমরাটা পাওয়ারফুল লেজেন্ডারি। এইজন্যই তুমি আমাদের সবার থেকে আলাদা,,,(বৃদ্ধ)
আমার আম্মু একজন অ্যামাজোনিয়ান ছিলো,কিন্তু আমি তো আম্মুর মাঝে কখনো অদ্ভুত কিছু খেয়াল করি নি,,,
এর উত্তর হলো তোমার আম্মুর আগের সব স্মৃতি মুছে দেওয়া হয়েছিলো,,,,(বৃদ্ধ)
তাহলে আমার আব্বু যদি একজন স্টার লর্ড হয়েই থাকে তাহলে আমার আব্বু এখানে আসলো না কেন,,?
খুব দুঃখের সাথে বলতে হচ্ছে স্কাইলর্ড তোমার আব্বু আমাদের কাছে নেই।তোমার আব্বুর জন্যই তোমাকে নিতে এসেছি।
আব্বুর জন্য আমাকে নিতে এসেছেন মানে,,
তেমার আব্বুকে কিং এল্ভস বন্দী করে রেখেছে,,,
কিং এল্ভস আমিতো কিছুই বুজতে পারছি না,আমাকে ভালোভাবে সব খুলে বলুন,,,
স্কাইলর্ড আমরা এখন আছি সৌরজগতের একটা গ্রহ পৃথিবীতে, আমাদের এই ইউনিভার্সটা কল্পনার চেয়েও অনেক বড়ো। এই দুনিয়াটা তোমার না,এই দুনিয়ার মানুষের কাছে তুমি একটা এলিয়েন।আমরা যেখান থেকে এসেছি ঐ সোলার সিস্টেম টার নাম হলো রেড সুপার জায়েন্ট। এবং রেড সুপার জায়েন্ট সূর্যটার নাম হলো বিওয়াই কেনিস।এই বিওয়াই কেনিস সোলার সিস্টেমের সূর্যের চেয়ে ১৮০০ গুন বড়।এবং এই নক্ষত্র টাকে গিড়ে ১১ টা প্লেনেট টিকে আছে,এবং প্রত্যেকটা প্লেনেটেই প্রানি বসবাস করে।প্রতিটা প্লেনেটেরই একজন কিং থাকে,যে পুরো প্লেনেটের দেখাশোনা করে এবং এই সব গুলো প্লেনেটের মাঝে একটা মেজর প্লেনেট আছে,যার নাম হলো টিম্বর।রেড সুপার জায়েন্টের সকল প্লেনেটের কিং এবং টেনেটেরা টিম্বর প্লেনেটের মানুষকে গড সরূপ দেখে এবং টিম্বর প্লেনেটের কিং কে তারা গড মনে করে।
আমি একসময় টিম্বর প্লেনেটের কিং ছিলাম,আমার পর তোমার বাবা কিং হয়েছে,
সবকিছু ঠিকঠাক ছিলো,কিন্তু হঠাৎ করে আমাদের রেড সুপার জায়েন্টের উপর অ্যাটাক হয়।কারা আমাদের উপর অ্যাটাক করে তার কোন ধারনা আমাদের ছিলো না।তবে তারা সংখ্যা ও শক্তির দিক দিয়ে অনেক পাওয়ারফুল ছিলো। সবাই তাদের ভয় পেয়ে পারলিকা ফোর্স বলে ডাকত।পারলিকা ফোর্সের লিডারের নাম হলো এল্ভস। প্রথমে তারা আমদের রেড সুপার জায়েন্টের মিও প্লেনেট যেখানে ড্রাগনরা বসবাস করত সেইটা অ্যাটাক করে, এবং তিন ভাগের দুইভাগ ড্রাগন মেরে ফেলে,,,এইভাবে পরপর তাঁরা আরো দুইটা প্লেনেটে অ্যাটাক চালায়,এবং দুইটারই নাজেহাল অবস্থা করে ফেলে।পরে সব প্লেনেটের কিং বাধ্য হয়ে তোমার বাবার কাছে আসে।তোমার বাবা পরিস্থিতি বুজতে পেরে পারলিকা ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।কিন্তু তাদের উন্নত টেকনোলজি এবং নিখুঁত ম্যাজিকের সামনে আমরা কিছুই ছিলাম না।যা হবার তাই হলো,পারলিকা ফোর্স আমাদের পরাজিত করে টাম্বুর প্লেনেটের সিংহাসন দখল করল,এবং তোমার বাবাকে কারাগারে পাঠিয়ে দিলো।আমারা যুদ্ধে পরাজিত হওয়ার পর যে কয়জন বেচে ছিলাম রেড সুপার জায়েন্ট থেকে পালিয়ে এন্ডোমেডা গ্যালাক্সির একটা প্লেনেটে টেলিপোর্ট হয়ে চলে আসি।যুদ্ধের সময় তুমি তোমার মায়ের পেটে ছিলে।তোমার বাবা পরাজয় নিশ্চিত জেনে তোমার মাকে টেলিপোর্ট করে আগেই পৃথিবীতে পাঠিয়ে দেয়,এবং তোমার মায়ের সব স্মৃতি মুছে দেয়,যাতে তোমার কোন ক্ষতি না হয়। (বৃদ্ধ)
এতো কিছু হয়ে গিয়েছে।অথচ আমি নিজেকে একজন সাধারন মানুষ ভেবে গিয়েছি।সবকিছু না হয় বোঝলাম,কিন্তু এন্জেল কিং আর ঐ মেয়েটা সবসময় আমার পাশে ছিলো কেন,আর আপনিই বা আমার স্বপ্নে বারবার দেখা দিচ্ছিলেন কেন,,,,?
আমাদের রেড সুপার জায়েন্টের এগারোটা প্লেনেটের ভিতর সোরা নামে একাটা প্লেনেট আছে।যেইটাই মূলত এন্জেলরা বসবাস করত।পারলিকা ফোর্সের সাথে যুদ্ধের সময় এন্জেলদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং তাদের অনেকে মারা যায়,এই পরিস্থিতিতে এন্জেল কিং-ও আমাদের সাথে টেলিপোর্ট হয়ে এন্ডোমেডা গ্যালাক্সির প্লেনেট হুকারি তে চলে আসে।এবং আমিই তাকে তোমার নিরাপত্তার জন্য পৃথিবীতে পাঠাই।আর ঐ মেয়েটা,এন্জেল কিং এর সাথে যে সব সময় থাকত সে হলো তোমার বোন,, ডার্ক প্রিন্সেস।
to be continue,, 💕