কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ১০
এই জন্যই তো বলি,,মেয়েটার এতো ভাব কেন,,,(আমি মনে মনে)
এই যে শুটকি কি ভাবছিস মনে মনে,,,(মারিয়া)
আমি ভাবছি আপনি খুব কিউট,(আমি)
সালা লুচু মেয়েদের নিয়ে বাজে ভাবনা,আমিতো কিউটই,,এতো ভাবা ভাবির কি আছে(মারিয়া)
এইটা বাজে ভাবনা হলো কি করে,আমিতো আপনার প্রশংসা করলাম।🥰
আমার কথা শুনে মনে হচ্ছে মারিয়ার গর্ভে বুক ফেটে যাচ্ছে। একটু ওয়েট করো মারিয়া ডেভিড কি জিনিস টের পাবা।(আমি মনে মনে)
ডেভিড, মারিয়া সবকিছু এখন বাদ,আপনারা এখানে এসেছেন আপনাদের ম্যাজিক গুলো আনলক করতে।তাই আপনাদের এখন সব কিছু বাদ দিয়ে ম্যাজিকের দিকে ফোকাস দিতে হবে।
আমি আপনাদের আগে ম্যাজিক জিনিসটা কি তা বুজাচ্ছি। এবং তারপরে বলব ম্যাজিককে কিভাবে নিজের মাঝে জাগিয়ে তুলতে হয় বা আনলক করতে হয়,,,(ইয়ান্ডু)
ঠিক আছে ইয়ান্ডু, আপনি আপনার কাজ করেন,,,(মারিয়া)
ম্যাজিক জিনিসটা বলতে আমরা জানি যাদু বা ভেলকি। কিন্তু যাদের মধ্যে প্রকৃতপক্ষে কোন ম্যাজিক্যাল এনার্জি আছে তারা কখনোই ভেলকি দেখায় না।আপনারা পৃথিবীতে যে সকল ম্যাজিক দেখেছেন ঐ গুলো কোন ম্যাজিক নয়।ঐ গুলো হলো ধোকা।ম্যাজিক্যাল এনার্জি হলো ঐ সকল এনার্জি যা মানুষের শারীরিক শক্তির বাহিরেও এক্সট্রা অনেক শক্তির পরিচয় বহন করে।
যার মাঝে কোন ম্যাজিক্যাল পাওয়ার নেই সে যদি হাজার বছরও তপস্যা করে তাহলেও কোন ম্যাজিক নিজের মধ্যে আনলক করতে পারবে না।কিন্তু যাদের মাঝে ম্যাজিক্যাল এনার্জি আছে তাঁরা যদি ভালো ভাবে একটা মূহুর্ত তপস্যা করে তাহলে হঠাৎ করেই তার মাঝে ম্যাজিক আনলক হয়ে যাবে।(ইয়ান্ডু)
আপনি বলেছেন আমাদের মাঝে ম্যাজিক্যাল এনার্জি আছে,,,তাহলে আমরা সেগুলো কে আনলক করব কিভাবে,,,?(আমি)
খুবই ভালো প্রশ্ন করেছেন ডেভিড।ম্যাজিক আনলক করতে হলে সর্বপ্রথম ম্যাজিকের স্পেল জানা থাকতে হবে।প্রায় সব ম্যাজিকেরই স্পেল আছে,তবে কিছু কিছু ম্যাজিক আছে যেগুলো মানুষ তার বংশানুক্রমে পেয়ে থাকে,যেমন আপনার লেজার অফ ফায়ার,এই ম্যাজিক আনলক করতে কোন স্পেলের প্রয়োজন হয় না।একটা নিদিষ্ট সময় একাই আনলক হয়ে যায়।
তবে এছাড়া প্রায় সব ম্যাজিক যেগুলো নিজের ভিতরে সুপ্ত অবস্থায় থাকে সেইগুলো আনলক করার জন্য স্পেলের পাশাপাশি প্রচুর সাধনার প্রয়োজন হয়।আমি এখন আপনাদের দেখাচ্ছি কিভাবে ম্যাজিক আনলক করতে হয়,,
প্রথমেই দেখাব স্টেনার ম্যাজিককে কিভাবে আনলক করতে হয়
স্টেনার ম্যাজিক্যাল পাওয়ার এর মাধ্যামে কোন বস্তুকে দূরে সরিয়ে দেওয়া,বা তার গতিপথ পাল্টে দেওয়া যায়,হতে পারে সেইটা কোন পাথর বা তার চেয়েও বড় কিছু।এবং যারা ম্যাজিকের ব্যাবহার করতে জানে তাদের ৯৯% লোক এই ম্যাজিকটা ইউস করতে পারে।আমি আপনাদের দুজনকে একটা পেপার দিচ্ছি। এইটাতে একটা স্পেল লেখা আছে।(ইয়ান্ডু)
এই কথা বলে ইয়ান্ডু আমাদের দিকে একটা কাগজ এগিয়ে দিলো।কাগজটাতে ইংরেজিতে কী যেন অদ্ভুত কিছু লেখা ছিলো।আমি কয়েকবার পড়তেই সেইটা মুখস্থ হয়ে গেলো।
এখন আপনারা দেখুন ম্যাজিকটা কিভাবে কাজ করে।প্রথমে স্পেলটা একমনে পড়তে হবে,এবং আপনার মনযোগ শুধু স্পেল এর উপরই দিতে হবে।যদি আপনার ফোকাস স্পেলের বাইরে চলে যায় তাহলে কখনোই ম্যাজিক কাজ করবে না।তারপর হলো বিশ্বাস। আপনাকে অবশ্যই স্পেলটার উপর বিশ্বাস করতে হবে।বিশ্বাস না করলে কোন ফলাফল পাওয়া যাবে না।
এই কথা বলে ইয়ান্ডু চোখ বন্ধ করে স্পেলটা পড়তে শুরু করলো।এবং কয়েক সেকেন্ড পর দেখলাম ইয়ান্ডুর হাত থেকে নীল আলো বের হচ্ছে। ইয়ান্ডু তার হাত থেকে বের হওয়া নীল আলোক রশ্মি দূরে একটা পাথরকে লক্ষ করে ছুড়ে মারল সাথে সাথে পাথরটা পিছন দিকে জোরে ছিটকে পড়লো।
তো ডেভিড এইবার আপনার পালা।যেহুতু মারিয়া আগেই স্টেনার আনলক করে ফেলেছে তাই ও এখন জাস্ট প্যাকটিস করবে।(ইয়ান্ডু)
শুটকিটা নাকি ম্যাজিক আনলক করবে হাহাহা(মারিয়া মনে মনে)
ইয়ান্ডু এই কথা বলার পর আমি একটু সামনে এগিয়ে চোখ বন্ধ করে স্পেল পড়তে শুরু করলাম।কিন্তু কোন ফলাফল পাচ্ছিলাম না।আমার এই ব্যার্থতা দেখে মারিয়া হাসছে।মনে হচ্ছে গিয়ে কয়েকটা লাগিয়ে দেই।যেহুতু আমার আগেই ও এখানে ম্যাজিক আনলক করতে এসেছে তাই ও স্টেনার আনলক করে ফেলেছে।কিন্তু আমার মনে হচ্ছে আমার দ্বারা কিছুই হবে না।
প্রায় ১০ বার চেষ্টা করার পর হাত থেকে সামান্য নীল আলো বের হলো।মারিয়ার এখনো একই অবস্থা আমাকে দেখে হাসছে। ইয়ান্ডুর কথা শুনে হয়ত বেচারি বুজে গিয়েছে আমার হাতের চিহ্ন তার চেয়ে আলাদা এবং তার চেয়ে অনেক শক্তিশালী।এই জন্যই হয়ত মেয়েটা আর বকবক করছে না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু স্টেনার আনলক হচ্ছে না।এভাবে আমি স্পেল পড়েই যাচ্ছি আর আমার কোন উন্নতিই হচ্ছে না।
তখন আমার মনে ইয়ান্ডুর বলা কথাই শুধু মনে হতে লাগলো।ম্যাজিককে আনলক করতে হলে ফোকাস আর বিশ্বাস অনেক গভীর হতে হবে।
আমি সম্পর্ন বিশ্বাসের সাথে স্পেল পড়া শুরু করলাম।আমি স্পেল পড়া শেষে নিজের হাতের দিকে তাকিয়ে সত্যি অবাক হয়ে গেলাম।আমার হাত থেকে ইয়ান্ডুর হাতের মতো নীল আলো বের হচ্ছে। ইয়ান্ডুর মুখে তখন হাসির রেখা দেখতে পেলাম।
ডেভিড, মারিয়া আপনারা দুজনেই স্টেনার আনলক করতে পেরেছেন।এখন স্টেনার কে আরো ভালোভাবে ব্যাবহার করতে হলে আপনাদেরর অনেক প্যাকটিস করতে হবে,স্টেনার যেহুতু আনলক করতে পেরেছেন তাই আপনাদের কে আরেকটা নতুন ম্যাজিক আনলক করা শিখাতে চাই।তার আগে বলে রাখি, আপনাদের দুজনের মাঝেই যেহুতু ম্যাজিক আছে তার মানে এইটা না আপনারা দুজনেই যদি একই ম্যাজিক আনলক করেন তাহলে আপনাদের দুজনের ম্যাজিকের পাওয়ার একই রকম হবে,,,,ডেভিড আপনি যেহুতু একজন প্রিন্স তাই আপনার ম্যাজিক্যাল পাওয়ার বেশি। অন্যদিকে মারিয়া আপনি প্রিন্সেস না হলেও রাজবংশীও হওয়ার সুবিধার্থে ডেভিডের চেয়ে সামান্য পাওয়ার কম পাবেন।(ইয়ান্ডু)
ওয়েট,ওয়েট আমি প্রিন্স। কিন্তু আমি যতটুকু জানি আমার বাবা তো কোন রাজা ছিলো না,কিংবা আমার মা তো কোন রানী না,তাহলে আমি প্রিন্স হলাও কি করে,,,ইয়ান্ডু আপনার কোয়ান্টাম জগতে আসার পর থেকে কিন্তু অনেক রহস্যের জালে আমি ফেঁসে যাচ্ছি, তাও আপনি কোন রহস্যের সঠিক উত্তর দিচ্ছেন না।(আমি)
ডেভিড আমি আগেই বলেছি আপনি আপনার সম্পর্কে কিছুই জানেন না।আপনার বাবার সম্পর্কে জানার সময় এখনো হয় নি,তাই আপনাকে কিছুই বলছি না,তবে এইটা আপনি ইতিমধ্যে জেনেছেন আপনি এই পৃথিবীর কেউ নন।আর আপনার মা-এর কিছুই মনে নেই তাই আপনাকে সঠিক ভাবে কিছু বলতে পারে নাই।(ইয়ান্ডু)
এই শুঁটকিটা নাকি প্রিন্স আমার তো বিশ্বাস হচ্ছে না,(মারিয়া)
মারিয়া এই কথা বলে হাসতে লাগলো,,,😃
মারিয়া আপনি একটু বেশি বলে ফেলেছেন।আপনারা বাঙালী মেয়েরা এইরকমই,নিজেদের নাই তো চেটের বাল নাম রাখেন শেখজামাল।আপনি যে ডেভিডকে শুটকি-শুটকি কখন থেকে বলছেন এতে আপনার কি লাভ হচ্ছে। কে-যে আপনাকে এই কোয়ান্টাম জগতে পাঠালো তা ভেবে আমি পাচ্ছি না।আপনার কাছে এইসব কিছু নিতান্তই রসিকতা মনে হচ্ছে। (ইয়ান্ডু)
ইয়ান্ডুর কথা শুনে মারিয়া মাথা নিচু করে ফেলল🤐
এইবার ঠেলা বুজো(আমি মনে মনে)
ডেভিড আপনার সম্পর্কে সব জানতে চাইলে আপনাকে আরও শক্তি শালী হতে হবে।আপনার এই সামান্য এনার্জি নিয়ে সব সত্যি জানার পর নিজেকে স্থির রাখতে পারবেন না।
তো এখন আসল কথায় আসা যাক,আমি এখন আপনাদের যেই স্পেলটা শিখাব এই স্পেলের সাহায্যে আপনারা পোটার্ল তৈরি করতে পারবেন।
আর একবার পোর্টাল তৈরি করতে পারলে আপনারা নিজেদেরকে যেকোনো জায়গায় টেলিপোর্ট করতে পারবেন।তবে এই স্কিল টা শিখানোর আগে বলতে চায় এইটা একটা একটিভ স্কিল।দিনে মাত্র একবারই এই স্কিলটা ব্যাবহার করতে পারবেন।এখন আপনারা যেহুতু কোয়ান্টাম জগতে আছেন তাই এইখানে অগণিত বার পোর্টাল তৈরি করতে পারবেন।কারন এখানে সময়ের কোন দামই নেই তাই একবার পোর্টাল তৈরি করা শিখে ফেললে এইখানে একটিভ স্কিল কখনো কুল ডাউন হবে না।এইজন্যই ফাইটিং রিলের সামনে আমার তৈরি করা পোর্টাল সবসময় ছিলো।(ইয়ান্ডু)
পোর্টাল ম্যাজিক আনলক করার পর আর কোন কোন ম্যাজিক আনলক করতে হবে,,?(আমি)
শুনতে খারাপ লাগলেও পোর্টাল ম্যাজিক আনলক করার পর আমি আপনাদের আর কোন ম্যাজিক আনলক করতে সাহায্য করতে পারব না।(ইয়ান্ডু)
কেন,,?(মারিয়া)
কারন এর পরের ম্যাজিক্যাল এনার্জি গুলো নিজের করে নিতে হলে আপনাদের বিভিন্ন বিস্ট,অথবা হিওম্যান দের সাথে লড়াই করে তাদের হত্যা করে,তাদের মধ্যে থাকা ম্যাজিক্যাল এনার্জি গুলো নিজের করে নিতে হবে।এই কাজটা এতো সোজা না।এতে আপনাদের জীবনও যেতে পারে এইজন্যই মূলত আপনার পার্টনার হিসাবে মারিয়াকে এখানে পাঠানো হয়েছে।আপনাদের একে অপরের খুবই প্রয়োজন, তাই দয়া করে দুজনে এতো ঝগড়া করবেন না।
to be continue ❤️❤️