পার্ট:4
লেখক:Hridoy Bappy।
।।।
।।
।
আবার কি শুরু করলো।ভালোই তো দিন কাটছিলো আমার।আবার bd তে কেনো যেতে হবে।নিশ্চয় কোনো কারণ আছে।আমি চলে গেলে আমার ফ্রেন্ড আমার গফ দের কি হবে সবাই তো এতিম হয়ে যাবে।না না কি করে যাই আমি।না একটু ঘুরেও আসি।৩ বছর তো দেশে যাইনি।এবার নাহয় ঘুরে আসি।মামনি আর নিলা নাহয় ওখানেই থেকে যাবে।বাবাকে ও আমি পাঠিয়ে এখানে চলে আসবো।হ্যা এটাই সবচেয়ে ভালো হবে।।
.
--কিরে তুই বসে আছিস কেনো।যা যা নিবি সব পেকিং করে ফেল এখনি।(মামনি)
.
--এখনি যাবো নাকি যে এখনই করতে হবে।(আমি)
.
--কালকে যাবো আমরা তোর বাবা সব ব্যবস্হা করে রেখেছে।(মামনি)
.
--আমার তো মনে হচ্ছে তোমরা আগে থেকেই ঠিক করে রেখেছো।(আমি)
.
--এই চুপ কোনো কথা না বলে তারাতারি সব ঘুছিয়ে ফেল।
.
--ঠিক আছে যাও তুমি।(আমি
।।।।।
আম্মু ও চলে গেলো।আমি ও ঘুছানো শুরু করলাম।পেকিং শেষ করলাম।সব করতে করতে রাত হয়ে গেলো।রাতে খেয়ে নিলাম।কালকে সকালেই ফ্লাইট।তাই ঘুমিয়ে পরলাম।
.
--এই ভাইয়া উঠনা।আর কত ঘুমাবি।তোর জন্য তো ফ্লাইটটা মিশ করবো মনে হয়।(নিলা)
.
--আরে এতো তারাতারি উঠে কি করবো।
--আরে ৯ টায় ফ্লাইট আমাদের আর এখন ৭:৩০ বেজে গেছে তারাতারি উঠ তো।(নিলা)
.
--ঠিক আছে তুই যা।(আমি)
।।।।।।
নিলা চলে গেলো।আমি মোবাইল নিয়ে সব ফ্রেন্ডদের ফোন দিয়ে বলতে লাগলাম চলে যাবো।সবাই অনেক দুঃখ প্রকাশ করলো।
।।।।।।
সব কিছু নিয়ে আমি,মামনি,নিলা প্লেনে উঠলাম।বাবা আমাদের বিদায় দিলো।প্লেন ও আকাশে উরতে শুরু করলো।
.
--আচ্ছা মামনি তুমি আমাকে দেশে নিয়ে কি করাবে বলো তো।(আমি)
.
--কই কিছু নাতো।অনেকদিন দেখি নাই তাই ফিরে যাচ্ছি
.
--দেখো আমি কিন্তু পিচ্চি না যে বুঝবো না।কিছু একটা করবা সেজন্যই দেশে ফিরে যাচ্ছো।(আমি)
.
--আরে না কিছু না।(মামনি)
.
--আরে মামনি বলো না।বলে দাও ভাইয়াকে।(নিলা)
.
--তুই চুপ থাক।শুধু বেশি কথা বলোস।(মামনি)
.
--কিরে নিলা বলনা।(আমি)
.
--না বলবো না মামনি বলতে মানা করেছে।(নিলা)
.
--আমার লক্ষি বোন বলনা কি।(আমি)
.
--না বলা যাবে না।(নিলা)
.
--ওকে বলা লাগবে না।(আমি)
।।।।।।
নিলা আর আম্মু কি যেনো কথা বলতেছিলো।একসাথে বসেছে দুজন।তাই আসতে আসতে কি বলতেছে বুঝতে পারলাম না।।।থাক যাইবলোক আমার কি।আমি তো এয়ারহোস্টেজ এর উপর ক্রাশ খেয়েছি।দেখি তাকে পটাতে পারি কিনা।
।।।।।।
দূর বাংলাদেশি মেয়ে পটানো এতো কষ্ট তা তো আগে জানতাম না।কতো কথায় না বললাম মেয়ে তো কিছুতেই গলতেছে না।মনে হয় ওর বফ আছে।নাহলে আমার কথায় একটু ও দুর্বল হলো না।যাইহোক মেয়েটাকে পটাতে পারলাম না এই দুঃখে একটা ঘুম দিয়ে ফিরে এলাম দেশে।আমাদের রিসিভ করার জন্য ছোট কাকু এসেছে।আবার সেই পুরানো বাসায় চলে আসলাম।পুরানো বললে ভুল হবে বাসাটা নতুন করে বানানো হয়েছে।এমন মনে হচ্ছে বাসাটা কিছুদিন আগেই নতুন করে বানানো হয়েছে।যাইহোক আমি আমার রুমে চলে এলাম।এসেই ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম।সকালে উঠলাম।উঠেই বাইরে চলে আসলাম।পুরানো কিছু বন্ধুদের সাথে দেখা হলো।
.
--আরে বাপ্পী নাকি।কেমন আছোস কবে আসলি।(সজীব)
.
--এইতো কালকে রাতে।তোদের অবস্হা কি।(আমি)
.
--আছি কোনোরকম।তা বিদেশ গিয়ে তো তোর লুক গেটআপ পুরাই পাল্টে গেছে।(রানা)
.
--হুমমম শুধু গেটআপ না অনেক কিছুই পাল্টে দিয়েছি।(আমি)
.
--তা পড়া তো মনে হয় শেষ এখন কি করবি।(রানা)
.
--আরে আমার তো রহস্য ভালো লাগে।রহস্যময় কাহিনী গুলো সমাধান করাও ভালো লাগে।মারামারি ও ভালো লাগে।কিন্তু এখানে তো আর দুইটাই করতে পারবো না।(আমি)
.
--কে বলছে তুই পারবি না(সজীব)
.
--আরে এখানে মারামারি করলে তো আমাকে মাস্তান বলবে সবাই আর পুলিশও তো ধরে নিয়ে যাবে।(আমি)
.
--আমি তোকে ভালো একটা বুদ্ধি দিই।তুই পুলিশ হয়ে যা।(রানা)
.
--দুররর পুলিশ হয়ে কোনো কাজ করে নাকি বাংলাদেশে।(আমি)
.
--আরে পুলিশ হয়ে তুই মারামারি করলে কেউ কিছু বলবে না।আর বিভিন্ন কেস এ তো রহস্য থাকেই।(রানা)
.
--আরো তো সুবিধা আছেই।বারতি কামাই ও করতে পারবি।(সজীব)
.
--হুমমম (রানা)
.
--এখন তোর ইচ্ছা তুই কি করবি।(রানা)
.
--ঠিক আছে তাহলে থাক তোরা আমি ভেবে দেখবো বিষয়টা।বিকালে দেখা হবে তাহলে।(আমি)
.
--আচ্ছা যা তাহলে।(রানা)
।।।।।।
দুইটাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম।
.
--কিরে কোথায় গিয়েছিলি।(মামনি)
.
--এইতো ভাবতে গিয়েছিলাম।(আমি)
.
--ভাবার জন্য আবার বাইরে যেতে হয় নাকি।(মামনি)
.
--হুমমম যেতে হয়।।আমি যাই।(আমি)
.
--ও তাহলে কি ভাবতে গিয়েছিলি।(মামনি)
.
--না মানে আমি জানি তুমি চাও আমি এখানেই এখন থেকে চাকরী করি তাইনা।(আমি)
.
--হুমমম।।।।।।এটাই তো চাই আমি চাই না তুই তোর বাবার মতো আমাদেরকে ছেড়ে দূরে গিয়ে থাক।(মামনি)
.
--ঠিক আছে আমি এতক্ষন ভাবলাম কি করবো।আমি এখানে থাকতে রাজি আছি।বিদেশ আর যাবো না।(আমি)
.
--ও আমি তো এটাই চেয়েছিলাম।আমার ছেলে আমার কথা শুনেছে।আজকে আমি অনেক খুশি।(মামনি)
.
--কিন্গু আমার একটা শর্ত আছে।(আমি)
.
--কি বাবা বল।(মামনি)
.
--ওর আবার কি শর্ত থাকবে।দেখো বলবে ওর বিয়ে দিতে ওকে (নিলা)
.
--একদম মাইর খাবি তুই।বেশি পেকে গেছিস তাইনা।(আমি)
.
--মামনি কিছু বলো তো তোমার ছেলেকে শুধু আমাকে মারে।(নিলা)
.
--এই চুপ কর।বাপ্পী তুই বল কি শর্ত তোর।(মামনি)
.
--আমি এখানে থাকবো।তো আমার মন মতোই চাকরি তো আমাকে করতে হবে তাই না।(আমি)
.
--হুমমমম কি করবি তুই।(মামনি)
.
--আগে আমার শর্তটা শুনো।আমি যেই চাকরিই করি না কেনো তোমরা কেউ মানা করতে পারবা না।(আমি)
.
--ওকে করবো না।এখন বল কি করবি।(মামনি)
.
--আমি পুলিশ এর চাকরি করবো।(আমি)
.
--তোর মাথায় এই ভূত চাপালো কে।না তোর পুলিশের চাকরি করতে হবে না।তোর কিছু হয়ে গেলে আমার কি হবে।(মামনি)
.
--আরে আমার কিছুই হবে না।তাছাড়া ছোট কাকুতো পুলিশ।কৈ কাকুর তো কিছুই হয় নাই।আমার ও কিছু হবে না।আর পুলিশ নাহলে এখানে আমি থাকবো না।বাবার কাছে চলে যাবো আর ওখানপেই কিছু একটা করবো।(আমি)
.
--না তোকে কোথাও যেতে দিবো না।ঠিক আছে তুই তাহলে পুলিশ হ কোনো সমস্যা নাই।
।।।।।
এই সময়ই ছোট কাকু চলে আসলো,
.
--কি ভাবি ছেলের সাথে মনে হয় গুরুত্বপূর্ণ কথা বলতেছো।(ছোট কাকু)
.
--হুমমম।তোর ভাতিজা তো পুলিশ হতে চাই।(মামনি)
.
--তাই নাকি।দেখতে হবে না ভাতিজা কার।(কাকু)
.
--কাকু আমি পুলিশ হবো কি করতে হবে আমাকে।(আমি)
.
--কি পুলিশ হবি আগে সেটা বল।রাস্তায় দারিয়ে থাকবি নাকি রুমে বসে থাকবি কোনটা।(কাকু)
.
--পুলিশ এর ও কি প্রকার আছে নাকি।(আমি)
.
--আরে হ্যা এখন তো সব কিছুরই প্রকার আছে।(কাকু)
.
--ঠিক আছে আমি মারামারি করতে পারবো এমন পুলিশ হবো।আর রহস্যময় কেস ও যাতে সলভ করতে পারি তেমন পুলিশ ও মানে দুইটা একসাথে।(আমি)
.
--All in one....এইতো বাঘের বাচ্চা আমার ভাতিজা।(কাকু)
.
--এখন বলো কবে থেকে জয়েন করবো আমি।(আমি)
.
--আরে বাবা পুলিশ এর চাকরি এতো সহজ না।কিন্তু তোর টা হয়ে যাবে।তোর শুধু দুইমাস ট্রেনিং করতে হবে।(কাকু)
.
--ঠিক আছে তাহলে কালকে থেকেই ট্রেনিং শুরু করে দাও আমার।(আমি)
.
--আমি আমার Head এর সাথে কথা বলতেছি।তোর কোনো চিন্তা নেই ও আমার বন্ধু তোর চাকরি হয়ে যাবে।তো সব ঘুছিয়ে ফেল কালকেই ট্রেনিং এ যাবি।(কাকু)
.
--মানে বাসায় করবো না।(আমি)
.
--হাহাহা😂😂😂😂😂।।।বাসায় ট্রেনিং করলে তোকে আমি রাস্তায় দারানো পুলিশ বানিয়ে দিতে পারবো হবি।(কাকু)
.
--না না ঠিক আছে আমি কালকেই যাবো।(আমি)
.
--কালকেই তো আমরা আসলাম আর এত তারাতারি বাসা থেকে চলে যাবি তুই।(মামনি)
.
--ভাবি তুমি কোনো চিন্তা কইরো নাতো।ও তো দেশের জন্যই কিছু করতে চাচ্ছে করতে দাও ওকে মানা করো নাতো।(কাকু)
.
--মামনি তুমি চিন্তা কইরো নাতো।(আমি)
।।।।।।
কাকু কি বলে দেশের জন্য কিছু করবো।😂😂😂😂😂।।।।আমি তো আমার নিজের জন্য করে সারা পারবো না আর দেশের জন্য কি করবো আমি।যাইহোক পুলিশ আমাকে হতেই হবে।অনেক ছবি দেখেছি তাই কি করতে হবে পুলিশ হয়ে সেটা আমার ভালো করেই জানা আছে তাই সোজা এখন ট্রেনিং এই যাবো।শুধু একটাই টার্গেট আমাকে পুলিশ হতেই হবে।তাই কোনো কথা হবে না আর।আজকে জামাকাপড় ঘুছিয়ে নিলাম একটা ব্যাগে।সকালে কাকুর সাথে ট্রেনিং স্পটে চলে গেলাম।অনেক মানুষ এখানে।সবাই মনে হয় আমার মতো ট্রেনিং করতে এসেছে।বাবা এতো মানুষ যদি পুলিশ হয় তাহলে তো অন্য চাকরি করতে ামমানুষের সুবিধা হবে।।।যাইহোক ট্রেনিং গুলা দেখে তো আমারই ভয় লাগতেছে।এতো কঠিন কাজ কেউ করাই নাকি।
.
--কাকু ও কাকু।(আমি)
.
--হুমমম কি হয়েছে।(কাকু)
.
--একটু বলে দিয়ো আমাকে সহজ ট্রেনিং করাই যেনো।(আমি)
.
--তুই কোনো চিন্তা করিস না সবচেয়ে সহজ ট্রেনিং হবে তোর।(কাকু)
.
--তুমি সত্যি খুব ভালো।
।।।।।
কাকুর কথায় ভয়টা একটু কমলো।যাইহোক কাকু আমাকে নিয়ে একটা লোকের কাছে গেলো।লোকটা কাকুকে সালাম দিলো স্যালুট সহ।
.
--সার তাহলে এইটা আপনার ভাতিজা।(লোকটা)
.
--হ্যা এটাই আমার ভাতিজা।(কাকু)
.
--ঠিক আছে আমরা ওকে সবচেয়ে সহজ প্রশিক্ষণ দিবো।(লোকটা)
.
--না সেটা করবা না।।।।তোমাদের সবচেয়ে সবচেয়ে কঠিন ট্রেনিং দিবা ওকে।।ও যেনো সবকিছুই শিখতে পারে।না শিখা পর্যন্ত ও বাসায় আসতে পারবে না।(কাকু)
.
--ওকে বুঝেছি সার।।।(লোকটা)
.
--সব কিছুই যেনো একদম ভালো করে শিখে যাই ও।নাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না।(কাকু)
.
--ঠিক আছে সার আপনি কোনো চিন্তা করবেন না আমি সব ব্যবস্হা করবো।আপনার ভাতিজাকে এমন ট্রেনিং দিবো যা কেউ কোনোদিন নেই নি।(লোকটা)
.
--কাকু এটা কি হলো।(আমি)
.
--কিছুই না ভালো করে ট্রেনিং দিবা আর ও যেনো পালাতে না পারে এখান থেকে।(কাকু)
.
--আমি এখনই বাসায় চলে যাবো।তুমি কাজটা ঠিক করলা না।(আমি)
.
--বাসায় যাওয়া হচ্ছে না তোর।আগে ট্রেনিং শেষ করবি তারপর বাসা।(কাকু)
.
--না আমি এখনি যাবো।(আমি)
.
--একা একাই হাটতে লাগলাম কিন্তু কিছুই করার নাই ৪ টা পুলিশ আমাকে ধরে জোর করে ভিতরে নিয়ে গেলো।আমার ও কিছুই করার নাই।কাকু যে এতো ভয়ানক হবে আমি ভাবতেও পারছি না।নিজের ভাতিজাকে এত কষ্ট করাবে।এখন কি করতাম আমি।।।।।।
।।।
।।
।
(চলবে)
।
।।
।।।