কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির_হাসান_আকাশ
পর্বঃ১৩
আমার কি তাহলে বোন আছে,,,,?
হ্যা স্কাইলর্ড, তোমার বোন তোমার ৫ বছরের বড়,আর তোমার বোন একজন শক্তি শালী ডার্ক ম্যাজিশিয়ান,,,,,(দাদু)
তাই নাকি, কিন্তু আমার বোন যদি ডার্ক ম্যাজিশিয়ান হয় তাহলে সে ডার্ক পাওয়ার পেয়েছে কই থেকে,,,?
স্কাইলর্ড তুমি তোমার টিম্বর প্লেনেট সম্পর্কে কিছুই জানো না,টিম্বর প্লেনেটের রাজবংশীও সকলেরই ডার্ক পাওয়ার থাকে,তবে তোমার আর তোমার বোন হিনা এই দুজনের ডার্ক পাওয়ার সম্পর্ন আলাদা।তোমার বোনের মাঝে ডার্ক পাওয়ার আনলক হওয়ার আগে সবাই মনে করত ডার্ক ম্যাজিক একটা দুর্বল ম্যাজিক।তবে যখন থেকে তোমার বোনের মাঝে ডার্ক ম্যাজিক আনলক হয় তখন থেকে সবাই ডার্ক ম্যাজিকের ভয়াবহতা দেখে তাকে সবাই ডার্ক প্রিন্সেস বলে ডাকে,,,(দাদু)
দাদু আমার মাঝেও কি৷ তাহলে ডার্ক এনার্জি আছে,,?
হুম তবে সেইটা এখনো আনলক হয় নাই,হুকারিতে প্লেনেটে গিয়ে আনলক করতে হবে,,এখন আর কথা নয়,সব কথা হবে প্লেনেট হুকারিতে যাওয়ার পর(দাদু)
ওয়েট দাদু আমার আর মাত্র একটা প্রশ্ন আছে,,,,?
কি,,,,?(দাদু)
সবকিছু না হয় বোঝলাম, তবে পৃথিবীতে থাকাকালীন আমার সামনে হঠাৎ করে বিভিন্ন ধরনের বিস্ট হামলা করত কেন,এবং এমন সব বিস্ট আমাকে আক্রমণ করত যাদের কোন অস্তিত্ব নেই,,আরেকটা কথা আমার বোন প্রতিবার আমাকে বাঁচাত কিন্তু আমার সাথে কথা বলত না কেন?
হাহাহাহাহা,,,,,কারন হামলা গুলো আমিই করিয়েছি, যাতে করে তুমি নিজের সিক্রেট সম্পর্কে কিছু জানতে পারো,এবং তোমার লেজার অফ ফায়ার ম্যাজিকটা আনলক করতে পারো,,, আর তোমার বোন তোমার সাথে কেন কথা বলত না সেইটা তুমি তোমার বোনকেই গিয়ে জিজ্ঞেস করবে না হয়,(দাদু)
এই কথা গুলো বলে দাদু তার সামনে একটা বড় পোর্টাল তৈরি করল,এবং আমাদের সবাইকে পোর্টালটাতে প্রবেশ করতে বলল,শুধু ইয়ান্ডু বাদে আর সবাই পোর্টালটাতে প্রবেশ করল,আমি ইয়ান্ডুকে বললাম আমাদের সাথে যাওয়ার জন্য,কিন্তু সে নাকি সারাজীবন এই কোয়ান্টাম জগতে থাকবে,,এইটাই তার একমাত্র কাজ,,
যেহুতু কোয়ান্টাম জগতে আমাদের সবার আকৃতি একটা পরমানুর সমান হয়ে গিয়েছিলো তাই এখান থেকে বের হওয়ার সময় আস্তে আস্তে আমাদের আকৃতি বৃদ্ধি পাবে,,তবে এতে আমাদের শরীরের উপর কোন ব্যাড ইফেক্ট পরবে না।
পোর্টালটাতে প্রবেশ করার পর আমার মাথায় শুধু মারিয়ার কথায় খেলছে।মেয়েটা অনেক রহস্য ময়।সে আমাকে বলেছিলো বাংলাদেশ থেকে এসেছে। যদি ও বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে দাদুকে ও চিনে কি করে।দাদু কি তাহলে ওর সাথে পৃথিবীতে ছিলো,না এইসব প্লেনেট হুকারি তে যাওয়ার পর মারিয়াকে বলতে হবে,,,,,
আমি এইসব ভাবছি তখন দাদু বলল,,
স্কাইলর্ড, মারিয়া আমরা প্লেনেট হুকারিতে চলে এসেছি,,(দাদু)
আচ্ছা দাদু তুমি আমাকে বার বার স্কাইলর্ড বলেছো, এইটা কি ফাজলামো করে বলছো নাকি এমনি,এই স্কাইলর্ড নামটা কিন্তু আমার একদম ভালো লাগে না।তুমি চাইলে আমাকে ডেভিড বলে ডাকতে পার,,
ঠিক আছে আমার স্কাইলর্ড আমি এখন থেকে তোমাকে ডেভিড বলবো।(দাদু)
আমরা পোর্টালটা থেকে বের হলাম। আমি যেই জায়গাটাতে এসেছি জায়গাটা দেখে আমি সত্যি খুব অবাক,চারদিকে সবুজ আর সবুজ। এতো সোন্দর্য পৃথিবীর কোন জায়গায় নেই।
এত হ্যাবলার মতো প্লেনেট হুকারিকে দেখার কোন দরকার নেই।তোমার আগের কিংডম প্লেনেট টিম্বর এর চেয়েও হাজারগুন সুন্দর। এর চেয়ে ভালো তুমি তোমার হাতের বামে তাকিয়ে দেখ,,,(দাদু)
দাদুর কথা মতো আমি বামদিকে তাকাতেই অবাক হয়ে গেলাম।প্রায় ২০০ মি. দূরে অনেক গুলো মানুষ এবং আমার অজানা অনেক প্রাণী দাঁড়িয়ে আছে।আমরা তাদের কাছে যেতেই খুশিতে আমার দুচোখে অশ্রু এসে পড়লো। আমি আমার আম্মুকে সেখানে দেখতে পেলাম।আম্মু আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল।আমি আম্মুর কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না।আমিও আম্মুর বুকে কান্না করে যাচ্ছি।
আমাকে ক্ষমা করে দে বাবা,আমি তোকে কিছু না বলেই পৃথিবী থেকে চলে এসেছি। না জানি তোকে কতো মানসিক চাপ আর কষ্টের মোকাবেলা করতে হয়েছে,কিন্তু বাবা আমি নিরূপায় ছিলাম।আমার কিছুই মনে ছিলো না।আমাকে ক্ষমা করে দে,,,,(আম্মু)
আম্মু তুমি কেঁদো না,তোমাকে ছাড়া আমার তেমন কষ্ট হয় নি,ঐ যে এন্জেল কিং না কে দাঁড়িয়ে আছে ওনি আমাকে সবসময় চোখে চোখে রেখেছে,আর আম্মু আমার যে একটা বোন আছে তুমি আমাকে আগে বলোনি কেন,আমার বোন আমাকে সবসময় বাচাতে আসতো অথচ আমি জানতাম না সে কে,আমার বোন এখন কোথায়,,,?
হেনা এখন একটু অসুস্থ আছে বাবা,ও পৃথিবী থেকে আসার সময় ওকান্ডায় গিয়েছিলো।
(আম্মু)
ওকান্ডা আবার কোথায়,,?
ওকান্ডা রাজ্যটা প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে,এবং তাঁরা তাদের রাজ্যকে সবসময় একটা অদৃশ্য বেড়িয়ার দিয়ে ঘিরে রাখে।তোর বোন বেড়িয়ারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।আমাদের হিলাররা ওকে হিল করেছে তবে আরো কয়েকদিন লাগবে ঠিক হতে।(আম্মু)
কি আমার বোন অসুস্থ। আম্মু আমি আপুর কাছে যাবো(আমি)
আম্মু আমাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকলো। আমি সামনের দিকে এগোতেই খেয়াল করলাম আমার সামনে এগারোটা লাইন।এবং সামনে প্রায় অনেক রকমের প্রানী দেখতে পারছি।প্রথম লাইনের প্রানী ছিলো আমাদের মতো হিওম্যান।এবং দ্বিতীয় লাইনের প্রানী ছিলো সাদা ডানাওয়ালা হিউম্যান।যেগুলোকে চিনতে আমার অসুবিধা হলো না,এরা নিশ্চয় এন্জেল। এবং এন্জেলদের সামনে পৃথিবীর ঐ এন্জেল কিং-টা দাঁড়িয়ে আছে।তার মানে ওনি সত্যি এন্জেল কিং।আমি এন্জেল কিং এর দিকে তাকাতেই ওনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো।আমরা যখন একেকটা লাইন অতিক্রম করছিলাম তখন প্রতিটা লাইনের প্রাণীগুলো আম্মুকে কুরনিশ করছিলো।আরেকটু সামনে এগোতেই আমি মানুষের মতো কিছু প্রানি দেখতে পেলাম।কিন্তু তাদের কান এবং মুখের আকৃতি মানুষ থেকে সম্পর্ন আলাদা ছিলো,আমি আম্মুকে বললাম,,,
আম্মু এই প্রানীগুলা কারা,,?
ডেভিড এরা হলো গোবলিন,আমাদের রেড জায়েন্ট সোলার সিস্টেমের এগারোটা গ্রহের ভিতরে একটা গ্রহ আছে সাকুরা নামে।এ গ্রহেই মূলত গোবলিনরা থাকে,সোরা নামক প্লেনেটে থাকে এন্জেল,মিও প্লেনেটে থাকে ড্রাগন এবং বাকি সকল প্লেনেটে মানুষ বসবাস করে।
পারলিকা ফোর্সের সাথে যুদ্ধের সময় আমাদের এগারো টা প্লেনেটের যেই প্রাণী গুলো বেঁচে ছিলো সবাই এই এন্ডোমেডা গ্যালাক্সির হুকারি প্লেনেটে চলে আসে।এখন আপাতত এই প্লেনেটই আমাদের ঠিকানা।পারলিকা ফোর্সের হাত থেকে তোমার আব্বু ও আমাদের কিংডমকে মুক্ত করতে হলে কিং এল্ভস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে পরাজিত করতে হবে।
এই জন্যই তোমাকে এখানে আনা হয়েছে। (আম্মু)
কিন্তু আম্মু তোমরা সবাই বলছো আমি যুদ্ধ করব,কিন্তু আমি কি দিয়ে যুদ্ধ করব,তোমাদের থেকে যা শুনলাম তাতে মনে হচ্ছে পারলিকা ফোর্স অনেক পাওয়ারফুল।তাদের সাথে আমার মতন একটা সাধারন দুর্বল ছেলে কিভাবে লড়াই করবে,ব্যাপারটা কেমন হাস্যকর ঠেকছে।
হাহাহা,,তোমার কথা শুনে এখন সত্যি আমার খুব হাসি পাচ্ছে ডেভিড।কিং পিয়ারো এর ছেলে নিজেকে একজন সাধারন মানুষ মনে করছে।অবশ্য এখন মনে করাই কথা, কারন দুইটা ম্যাজিক বাদে আর কোন ম্যাজিকিই তুমি আনলক করতে পারো নি,কিন্তু একটা কথা মনে রেখ যখন সবগুলো ম্যাজিক তুমি আনলক করতে পারবে এবং সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন যখন নিজের যোগ্য মালিক পেয়ে যাবে তখন নিজেকে আর দুর্বল মনে হবে না।(আম্মু)
সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন আবার কি,,,এইটা কোন ধরনের সোর্ড?
সেইটা এখন তোমার না জানলেও চলবে।তুমি যখন সোর্ড অফ ব্ল্যাক ড্রাগনের যোগ্য হবে তখন এমনিতেই পেয়ে যাবে।(আম্মু)
আচ্ছা ঠিক আছে,কিন্তু আম্মু তুমি তো অ্যামাজোনিয়ান,তাহলে তো তোমারও কিছু স্পেশাল এনার্জি আছে,তোমার স্পেশাল এনার্জি গুলো কি কি,,,?
এখানে একটু দাঁড়াও,,,(আম্মু)
to be continue,,, 💔