★না বলা কিছু কথা★
পার্ট:1
লেখক:Hridoy Bappy।
।
প্রথমেই পরিচয় পর্বটা শেষ করি।আমার নাম বাপ্পী।বাবা মার তিন মাত্র সন্তান।আমি এবার SSC পরীক্ষা দিয়েছি।আমার বড় বোন আর বড় ভাইয়া ও আছে।বড় বোন ইশা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।আর ভাইয়া রাব্বি পুলিশ এর ACP।আমার বাবাও অনেক বড় ব্যবসায়ী।তো আমাদের টাকার কোনো অভাব নায়।অভাব নায় আমাদের ৫ জনের মধ্যে ভালো বাসার।আমি সবার ছোট হওয়ায় সবাই আমাকে অনেক আদর করে।আমি সাধারণ ভাবে থাকি।কিন্তু অনেক ফাজিল আমি।যাক পরিচয় গল্পে আরো পাবেন এখন না হয় বাদ দি।
।
।
সকালে ঘুমাচ্ছিলাম।পরীক্ষা শেষ বুঝেনই তো শুধু ঘুম আর খাওয়া ছাড়া কোনো কাজ নাই এখন,
.
-ঔ উঠ আর কত ঘুমাবি।আমার লক্ষি ভাই এবার তো উঠ।(ইশা আমার আপু)
.
-না উঠবো না।এখন তো আর আমার পড়া নাই এখন তারাতারি উঠে কি করবো।(আমি)
.
-ঔ উঠ ৯ টা বেজে গেছে।(আপু)
.
-বাজুক আমি উঠবো না।(আমি)
.
-দারা ভাইয়া কে বলছি তুই উঠবি না।(আপু)
.
-না আমার লক্ষি বোন এই তো আমি উঠে গেছি।ভাইয়াকে কেনো বলবি।(আসলে ভাইয়াকে আমি আর ইশা আপু অনেক ভয় পায়)
.
-যা এখন ফ্রেশ হয়ে নিচে আয় নাস্তা খাবি।তারপর আমাকে কলেজ দিয়ে আসবি।(আপু)
.
-আচ্ছা তুই খেয়ে রেডি হ।
।
।
আমার বোনের HSC পরীক্ষা চলছে।তাই আর কি খেয়ে দুজনে বের হবো,
.
-সাবধানে যাস।(আম্মু)
.
-আমার গাড়ি দার করানো আছে আজকে ওটাই চলে যা।(ভাইয়া)
.
-আসলে ভাইয়া আমি যদি পুলিশ এর গাড়ি নিয়ে কলেজ যাই আর আমার বান্ধুবীরা যদি জানে যে আমার ভাই পুলিশ তাহলে হয়তো ওরা ভয়ে আমার সাথে কথা বলবে না।এজন্য বাপ্পী আর আমি রিক্সায় যেতে পারবো।(আপু)
.
-ভাইয়া আমি কলেজে উঠলে ৪ গাড়ি পুলিশ ফোর্স দিবা আমার সাথে।আমি তো পুরা কলেজের সবাইকে ভয় দেখাবো।
.
-হুমমম আগে তো কলেজে উঠ।আর এই নে কিছু টাকা।পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে সোজা বাড়ি চলে আসবি।যদি লেট করোস তাহলে তোর খবর আছে।(ভাইয়া)
.
-ওকে ভাইয়া।
।
।
চলে এলাম আপুকে নিয়ে।আপুর পরীক্ষা গুলো ও শেষ হয়ে গেলো আস্তে আস্তে।আমি তো এই অপেক্ষাই ছিলাম।আসলে আমি আপুকে ছাড়া কোথাও যাই না।এজন্য এতদিন ছুটি ছিল কিন্তু কোথাও যেতে পারি নাই।কিন্তু ভাইয়া আমাকে যে অবস্হা করছিলো একা কোথাও যেতে পারতাম না।
.
-ভাইয়া আসলে আমি আর আপু নানা বাসায় যেতে চাচ্ছি।
.
-তোর ট্রেনিং তো শেষ হয় নায়।(ভাইয়া)
.
-ভাইয়া ও তো এসে ও ট্রেনিং করতে পারবে।আর ওকে কি কি করতে হবে বলো আমি ওকে প্রতিদিন তাই করাবো।(আপু)
.
-হুমমম ওকে ১৫ দিন দিলাম এর একদিন বেশী হলে খবর আছে তোদের দুইটার।(ভাইয়া)
.
-ভাইয়া তুমি সত্যি অনেক ভালো।(দুজনে ভাইয়াকে জরিয়ে ধরলাম)
.
-তোরা রেডি হয়ে থাক আমি গাড়ি আসতে বলে দিছি।আর এই নে কিছু টাকা।দুজনেই রাখ।(ভাইয়া)
।
।
।
ভাইয়া জানে আমি আর আপু বাসে যেতে পারি না।তাই গাড়ি আনতে বলেছে।তাহলে আমরা নানা বাসায় যাবো।আপু প্রথমে যেতে চাই নাই বাট আমার জোরাজুরীতে রাজি হয়ে গেছে।আপুর কি জানি হয়েছে আগে নানা বাসার কথা শুনলে এক পায়ে রাজি হয়ে যেতো কিন্তু এখন আর যেতেই চায় না।
।
।
আমি আর আপু রেডি হয়ে আমাদের দুজনের গুছানো জামা কাপড়ের ব্যগ নিয়ে গাড়িতে উঠলাম।আমার নানা বাসা সিলেট।আম্মু আর ভাইয়ার কাছ থেকে বিদায় নিলাম।গাড়ি ও চলা শুরু করে দিছে।আমিও আপুর সাথে গল্প করতে ছিলাম।আপু ও।কিন্তু একটা কষ্ট আমি আপুর মনের ভিতর লক্ষ করতে ছিলাম।
.
-আপু তোর মন খারাপ কেনো।(আমি)
.
-কৈ আমি তো ভালোই।মন খারাপ দেখোস কেমনে।
.
-দেখ আমার কাছে তো লুকাইস না।(আমি)
.
-আরে কিছুই নারে পরীক্ষা দিছি তো তাই এখ। চিন্তা হচ্ছে।(আপু)
।
।
পরীক্ষা তো আমি ও দিছি আর আমি আপুকে চিনি ও পরীক্ষার টেনশন করে না।নিশ্চয় অন্য কোনো ব্যপার আছে।গল্প করতে করতে আমি কখন ঘুমিয়ে পরলাম তা বুঝি নায়।আপুর কোলে বাচ্চার মতো ঘুমিয়ে পরলাম।ঘুম থেকে উঠে দেখি নানা বাসার কাছা কাছি চলে এসেছি।দেখি আপু ও ঘুমাচ্ছে।
.
-আপু ওই আপু উঠ না আপু চলে আসছি আমরা।(আমি)
.
-ও হুমমম তোর ঘুম দেখে একটু ঘুমিয়ে পরেছিলাম।(আপু)
।
।
চলে আসলাম নানা বাসায় ১ বছর পর।এই বাাসায় আমার আর আপুর অনেক সৃতি আছে।দেখি সবাই আমাদের দুজনকে দেখে অনেক খুশি।সবাই এগিয়ে আসলো আমাদের কাছে।সবাই বলতে আমার নানা-নানি,মামা-মামি,আর মামাত ভাই বোন।সবাই আমাদের এতোদিন পর দেখায় অনেক খুশি।
।
।
(চলবে)
।
।