*গুন্ডি মেয়ে যখন বউ*
পার্ট:০২
লেখকঃ হৃদয় বাপ্পী
।
।
আল্লাহ জানে আমার কপালে কি আছে।ভাইয়ার কাছ থেকে ও শুনেছি সাথিয়া অনেক রাগি।থাক এক সপ্তাহ আমি কলেজে যাবো না।।
এদিকে পরের দিন সাথিয়া কলেজে এসে আমাকে অনেক খুজেছে আমার আর কি আমি তো বাসায় হিহি।।কলেজে যাই না বলে আম্মু ও চিন্তা শুরু করলো যে কিছু মনে হয় হয়েছে।
.
-বাবা তুই একদিন কলেজে গিয়ে আজ চারদিন যাস না কলেজে।কিছু কি হয়েছে।কেউ কি তোকে কিছু বলেছে।(আম্মু)
.
-আরে আম্মু কিছুই হয় নাই।।
(তারপর আম্মুকে সব বললাম কি হয়েছে শুধু মেয়েটা ভাইয়ার গফ এইটা বাদে)
.
-ও এই ব্যাপার তা মেয়েটা কেমন রে।তোর ভালো লাগলে বল আমাকে তোর বউ করে নিয়ে আসি।(আম্মু)
।
আসলে আমি আম্মুর সাথে ফ্রি এজন্য আমি সব সেয়ার করি।
.
-কিযে বলো না আম্মু।তেমন কোনো ব্যাপারই না।(আসলেই আমার পছন্ধ কিন্তু কি আর করার যতোই হোক ভাবি হয় না কিন্তু হবে তো)
.
-দেখতে কেমনরে মেয়েটা।(আম্মু)
.
-দেখতে অনেক কিউট কিন্তু খুব রাগি।(আমি)
.
-তাই নাকি তাহলে ওকেই বউ করে আনবো।যাতে ওর ভয়ে তোর দুষ্টমি একটু কমে।(আম্মু)
.
-দুর কি শুরু করলা।যাও কালকেি কলেজে যাবো।(আমি)
.
-এইতো আমার লক্ষি ছেলে।(আম্মু)
।
।
৫ দিন পর কলেজে গেলাম।একটু লেট করেই গেলাম যাতে করে গুন্ডির হাতে না পরতে হয় আমাকে।সারকে বললাম,
.
-সার আসতে পারি।(আমি)
.
-তোমাকে তো আগে কোনোদিন ক্লাসে দেখি নাই।আজকেই কি নতুন।(সার)
.
-জী সার আমি নতুন।(আমি)
.
-ও আসো আর পূর্বের ক্লাসের পড়াগুলো কারো কাছ থেকে জেনে নিও।(সার)
.
-ওকে সার।(আমি)
।
ক্লাসে আসলাম দেখি গুন্ডি মেয়েটা আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে।মনে হয় আজকে কিছু একটা করবে।ক্লাস শেষ হলো গুন্ডিটা আমাকে কিছু বলতে আসলো আর পরবর্তী ক্লাসের সার আসলো।আর আমি ও বেচে গেলাম।এরপর আর একটা ক্লাস হয়ে ছুটি হয়ে গেলো।আর আমি ও বন্ধুদের সাথে গল্প করতে করতে বের হলাম।দেখি সাথিয়া আমার জন্য কয়েকটা মেয়ে নিয়ে দারিয়ে আছে।।কাছে যাওয়ার পরই,
.
-এই শোন তোর সাথে কথা আছে।(সাদিয়া)
.
-আমি গুন্ডি পেত্নিদের সাথে কথা বলি না।(আমি)
.
-কি বললি তুই।আজকে তোকে আমি।
।
।
কিছু করার আগেই আমি দৌড়।আমাকে আর পাই কে।বাসায় আসলাম।ভাবলাম ভাইয়াকে একটা ফোন দি।
.
-হ্যালো ভাইয়া কেমন আছো।(আমি)
.
-এই তো ভালো তোর খবর কি।বাসার সবাই কেমন আছে।(ভাইয়া)
.
-সবাই ভালো আছে।তুমি কালকে বাসায় আসো না।(আমি)
.
-কেমনে আসবো বল। কাজ তো অনেক ছুটি পাই না।দেখি সামনে মাসে যাবো।
.
-আচ্ছা তাহলে সামনে মাসে কিন্তু আসতে হবে।(আমি)
.
-আচ্ছা তোর কলেজ কেমন কাটছে।(ভাইয়া)
.
-হুমমম ভালোই।
.
-আচ্ছা তাহলে বাবা মার খেয়াল রাখিস।আমার কাজ আছে আমি এখন জাই।
.
-ওকে।
।
রাতে বাসার পরিস্হতি একটু গরম গরম মনে হলো।বাসায় বাবা আর আম্মু কি যেনো কথা বলতে ছিল।আমি ও কাছে গেলাম শুনতে।
.
-ছেলের কিন্তু বয়স হয়ে যাচ্ছে এখন তো ওকে বিয়ে করানো দরকার নাকি।আমারও তো দাদি হতে ইচ্ছা করে।নাতি নাতনির সাথে খেলতে ইচ্ছা করে।(আম্মু)
.
-তাহলে আর কি মেয়ে তো ঠিক করাই রাব্বিকে তুমি ফোন করো আসতে।(বাবা)
.
-ও সামনে মাসে আসবে।আসলেই বিয়ে টা দিয়ে দিব।(আম্মু)
.
-আচ্ছা তাহলে আমি আমার বন্ধুর সাথে কথা বলি।(বাবা)
.
-কথা বলে বিয়ের ডেট ঠিক করে ফেলো কালকে।(আম্মু)
.
-আচ্ছা।(আব্বু)
।
আমি তো ভাইয়ার বিয়ের কথা শুনে খুশিতে রুমে এসে লুঙ্গি নাচ দিলাম।যাক তাহলে ভাইয়ারটা হওয়ার পর আমার টাও হয়ে যাবে।।।।আজকে অনেক খুশি তাই ভাইয়াকে আবার ফোন দিলাম।
.
-আচ্ছা ভাইয়া তোর গফ কইটারে?(আমি)
.
-ভাইয়ের কাছে এইগুলা ask করোস লজ্জা করে না।(ভাইয়া)
.
-ভাইয়া রাগিস না বল না আমি কি এখন ও একটার কথা আম্মু কে বলেছি বল।ঠিক আছে না বললে আম্মুকে বলে দি।(আমি)
.
-বলিস না ভাই এখন আমার গফ আছে ২ টা।(ভাইয়া)
.
-আগের ২ টাই।(হুমমম)
.
-তোর কপালে কষ্ট আছে দেখিস।(আমি)
.
-কি কষ্ট রে ভাই।(ভাইয়া)
.
-বাসায় আই বুঝবি।(বলেই ফোনটা কেটে দিলাম।)
।
কালকে কলেজ যাচ্ছি। আমম্ু বললো,
.
-আজকে তারাতারি আসিস কলেজ থেকে।(আম্মু)
.
-কেনো আম্মু।(আমি)
.
-তোর ভাইয়ার হবু শ্বশুর বাসায় যাবো।(আম্মু)
.
-আচ্ছা ঠিক আছে।
।
আম্মু কে বলে কলেজে চলে আসলাম।আজকে গেটের কাছেই দেখলাম সাদিয়া দারানো।কাছে যেতেই,
.
-তোর আজকে খবর আছে তুই সেদিন সবার সামনে আমাকে লজ্জা দিসিছ।এই বলে ফোন বের করে কাকে যেন ফোন দিল,
-বাবু তুমি কোথায় তোমাকে আসতে বলছি সেই কখন।(আরো কিছু বলে রেখে দিল ফোন)
একটু পরেই,
.
-বাবু কে তোমাকে খারাপ কথা বলছে বলো।(পিছে থেকে একটা ছেলে)
.
-এইতো বাবু এই ছেলেটা।(সাদিয়া)
.
আমি পিছে ঘুরে তো অবাক। ভাইয়া।যাকে কালকে বললাম আয় বাসায় সে বললো সামনে মাসে।।আর গফ বললো আসতে আর সাথে সাথেই চলে এলো।হাইরে ভালো বাসা।
-ভাইয়া তুই নাকি আসবি না।আর ভাবি বলার সাথে সাথে চলে আসলি।(আমি)
.
-আমার কি দোস তোকে তো বলছি সাদিয়া কেমন জেদি মেয়ে।(ভাইয়া)
.
-হুমমম বুজলাম।(আমি)
.
-সাদিয়া ও হলো আমার ছোট ভাই বাপ্পী।ওর কথা তো তোমাকে অনেক বলছি।খুব দুষ্ট ও।(ভাইয়া)
.
-তাহলে তুমি আমার সাথে ইচ্ছা করেই অভিনয় করছো না।(আমার কান ধের সাদিয়া আমাকে বললো)
.
-আহহহ।ভাবি লাগছে তো ছাড়ো প্লিজ।(আমি)
.
-ওকে যাও ছারলাম বাট এরপর যদি তুমি দুষ্টমি করো তাহলে কিন্তু আমার দেবর তুমি আমি সেটা ভুলে যাবো।(ভাবি)
.
-কি করবা শুনি।(ভাইয়া)
.
-আমার দেবরের সাথে আমি প্রেম করবো হিহি।(ভাবি)
।
সবাই ভাবির কথায় হাসলাম।
আমি তো ভাইয়াকে নিয়ে টেনশন করছি।ভাইয়ার বিয়ে তো অন্য মেয়ের সাথে ঠিক হয়েছে।ভাইয়ার গফ ওটা ও।কিন্তু ভাইয়া সাদিয়াকে বেশি ভালো বাসে এটা আমি জানি।হুমম এটাই আমার সুযোগ আমি টাকা মেরে দিতে পারবো ভাইয়ার কাছে থেকে।
।
আমি ও আর আজকে ক্লাস করলাম না।ভাইয়া আর ভাবির সাথে অনেক জায়গায় ঘুরলাম।
।
।
দুপুরে ভাইয়াকে নিয়ে বাসায় আসলাম।সবাই তো অবাক ভাইয়াকে দেখে।আর ভাইয়া ও অনেক অবাক যখন শুনলো তার বিয়ের ডেট ঠিক করতে যাবে আজ তাও আবার সাদিয়া না ভাইয়ার আরেক গফ হিহি ভাইয়ার সাথে ওর বিয়ে ছোট থেকেই ঠিক করা ছিল।।।।।
।
।
কিন্তু আমার কপাল আমি এখন ও জানতে পারলাম না আমার বিয়ে কার সাথে ঠিক করা।
(চলবে)