*গুন্ডি মেয়ে যখন বউ*
পার্ট:০৫(শেষ)
লেখকঃ হৃদয় বাপ্পী
।
আমার মনে হচ্ছে আমার বউ আমাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলবে।কি আর করার বউ আমার খুব ভালো বাসে তাই আমি ও ওর সব কথা শুনি।এভাবে পরের দিন সকালে আবার ও ডাক দিলো আমার বউ।আজকে নাকি আমাদের কলেজ এ যেতে হবে।খেয়ে দেয়ে দুজনে রেডি হয়ে রিক্সায় যাচ্ছি,
.
-এই কলেজে যদি কোনো মেয়ের দিককে তাকাও তাহলে তোমার খবর আছে।(নিথি)
.
-এত সুন্দর বউ থাকতে কি কেউ অন্য মেয়ের দিকে তাকায়।
.
-হুমমম আর ছুটি হলে আমার জন্য অপেক্ষা করবা।(নিথি)
.
-আচ্ছা।
।
।
কলেজে যাওয়ার পরই ও ওর ক্লাসে চলে গেলো আমি আমার ক্লাসে।বন্ধুরা তো আমাকে ঘিরে ধরেছে,
.
-কিরে মামা তুই নাকি বিয়ে করলি আমাদের বললি না।আমরা কি ভাবিরে নিয়ে চলে আসতাম নাকি।(রানা আমার বন্ধু)
.
-আরে তেমন কিছুই নারে হঠাৎ হয়ে গেছে।(আমি)
.
-ও তাহলে ভাবি টা কে রে।(সজীব)
.
-ঔ যে সেকেন্ড ইয়ারের নিথি।(আমি)
.
-কি বলিস আমাদের তো বিশ্বাস হয় না যে নিথি আপুর সাথে বিয়ে হয়েছে তোর।
.
-হুমমম সত্যি।(আমি)
।
।
ক্লাস করে নিথিকে নিয়ে বাসায় চলে আসলাম।বাসায় আসার পর দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে আছি এমন সময় আম্মু,
.
-বাপ্পী তোর ভাইয়ার কোনো খবর জানোছ।(আম্মু)
.
-না আর কথা হয় নায় আম্মু।(আমি)
.
-একটা ফোন দেতো।(আম্মু)
।
।
ভাইয়াকে ফোন দিলাম,
.
-হ্যালো ভাইয়া কেমন আছিস।(আমি)
.
-ভালো নারে ভাই।(ভাইয়া)
.
-কেনো কি হয়ছে।
.
-কিছুই না শুধু বাবা আম্মুর কথা মনে পরে।(ভাইয়া)
.
-তুই বাসায় চলে আয় আম্মু আর বাবা তোকে মাফ করে দিছে।(আমি)
.
-সত্যি ভাই।তাহলে আজকেই আসতেছি।(ভাইয়া)
.
-আচ্ছা তাহলে আয়।
।
।
।
-আম্মু ভাইয়া আজকে আসতেছে।(আমি)
.
-ও তাহলে তো ভালো।ছেলেটা একবার বলতো ও এই বিয়ে করবে না।তাহলেই তো আমরা ওর পছন্দ মতো মেয়েকেই ওর সাথে বিয়ে দিতাম।(আম্মু)
.
-আম্মু এইসব বাদ দাও এখন। আম্মু আমাদের একটু শপিং এ যেতে হবে।(নিথি)
.
-হুমমম আচ্ছা মা তোমরা যাও।ওই বউমাকে নিয়ে শপিং এ যা।(আম্মু)
.
আম্মু তুমি যাও না ওকে নিয়ে।
.
-ওই বউ তোর তুই যাবি।এই নে টাকা।ওর যা লাগবে সব কিনে দিবি।(আম্মি)
.
-আচ্ছা।
।
।
।
দুজনে রেডি হয়ে বের হলাম।
.
-তো কোন শপিং মলে যাবো।(আমি)
.
-আমরা সিনামা দেখতে হলে যাবো।(নিথি)
.
-বাসায় এতো বড় টিভি তাও হলে যাবা কেনো।(আমি)
.
-আরে বোকা আমি আর তুমি হলে গিয়ে ছবি দেখবো আর প্রেম করব।(নিথি)
.
-ওকে চলো।
।
।
কি আর করার বউ আমার যা বলবে তাই করতে হবে চলে গেলাম সিনামা হলে।মজাও কম হয় নাই সেটা না হয় না বললাম।তারপর শপিং করে বাসায়। বাসায় এসে দেখে ভাইয়া চলে এসেছে।
.
-ভাইয়া তুই এসেছিস।(আমি)
.
-হুমমম।
.
-ভাবি কোথায়।(আমি)
.
-আম্মুর সাথে কাজ করছে।(ভাইয়া)
.
-ও।
.
-আমি পালিয়ে তো তোর ভালোি হয়েছে।বউ পেয়ে গেছোস।(ভাইয়া)
.
-ভালো কিসের এমন গুন্ডি মেয়ে দরিয়ে দিসো।(আমি)
.
-কি আমি গুন্ডি না।আজকে তোমার খবরর আছে।তোমাকে আজকে আমি কি করি দেখো।(নিথি)
.
-দেখছো ভাইয়া তোমার নিরীহ ভাইটার উপর কেমন অত্যাচার করে।(আমি)
.
-কি তুমি নিরীহ না।ঠিক আছে রাতে দেখা যাবে।(নিথি)
।
।
আমি আর কিছুি বললাম না।কারণ আমরা তো খুশি।ভাইয়া পাইছে তার মনের মতো বউ।আর। আমি পাইছি আমার মনের মতো গুন্ডি মেয়ে।সব সময় ভালো বাসবে আর মিষ্টি মিষ্টি শাসন করবে।
।
যাই হোক সবাই খুশি।আশা করি আপনারাও খুশি।
♥ভালো লাগলে কমেন্ট করবেন প্লিজ♥♥
(সমাপ্তি)