*গুন্ডি মেয়ে যখন বউ*
পার্ট: ০৩
লেখকঃ হৃদয় বাপ্পী
।
।
-ভাই তুই আমাকে বাচা আমি এই বিয়ে করতে পারবো না।(ভাইয়া)
.
-কোনো প্রেম তো ঠিকই করছো এখন বিয়ে করতে সমস্যা কোথায়।(আমি)
.
-আরে ভাই তুই বুঝতেছোস না।এই মেয়ে খুব ভয়ানক আর সেই রাগি।।আর আমি যদি ওকে বিয়ে করি তাহলে তো সাদিয়া মরে যাবে।(ভাইয়া)
.
-কিছুই করার নাই আম্মু যখন বলছে তোকে করতেই হবে।(আমি)
.
-প্লিজ ভাই তোর যা লাগে আমি দিব কিন্তু তুই বুঝা আম্মুকে।(ভাইয়া)
.
-তুই চিন্তা করিস কেনো।এখনো তো বিয়ে ঠিক হয় নাই।চল না দেখে আসি হবু ভাবিটা কেমন।(আমি)
.
-তোকে আমি মেরে ফেলবো।ওই মেয়েকে আমি কোনো দিন ও বিয়ে করবো না।(ভাইয়া)
.
-আরে রাগিস না যা তোকে বিয়ে করতে হবে না আমি ব্যবস্হা করে দিব। (আমি)
.
-সত্যিতো।(ভাইয়া)
.
-হুমমম।
।
।
।
কথা বলতে বলতে আমি আর ভাইয়া রেডি হয়ে নিলাম।তারপর বাবা-আম্মু,আমি আর ভাইয়া চলে গেলাম আব্বুর বন্ধুর বাসায়।বাসাটা অনেক বড় আর সুন্দর।দেখেই মনে হচ্ছে ভাবিরা অনেক বড়লোক।সবাই ভিতরে গিয়ে বসলাম।ভাইয়ার শ্বশুর শ্বাশরী ও অনেক ভালো।একটু পর দেখলাম ভাবি ও আসল।একটা শাড়ি পরে।
।
খুব সুন্দর লাগছে ভাবিকে।ভাইয়া এই পরী রেখে ঔ গুন্ডি মেয়ে কে কেমনে বিয়ে করতে চাই।এতো সুন্দর একটা বউ যদি আমি পেতাম ইসসস।।
।
-মা তুমি ভালো আছো।(আমার আম্মু)
.
-জ্বী আন্টি।(খুশিতে জবাব দিলো ভাবি)
।
ভাবিকে দেখে মনে হচছে সে অনেক খুশি।খুশি হবে না কেেনো ভালো বাসার মানুষের সাথে বিয়ে হচছে।কিন্তু সে তো জানে না ভাইয়া তাকে ছাড়া সাদিয়ার সাথে প্রেম করে।।।
আম্মু সব কিছু জিজ্ঞাসা করছে।ভাবি তো সব কাজই পারে।যেমন চেহারা তেমন তার কাজ।ইসসসস যদি আমি ভাইয়ার আগে হইতাম তাহলে তো ওর সাথেই বিয়ে হতো।।।
।
যা খুশিতে তো ভাবির নামই বললাম না।ভাবির নাম হলো নিথি।এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে।মানে আমার সিনিয়র।আ হ্যা ভাবি আমাদের কলেজেই পড়ে।আরো অনেক কিছু জানতে পারলাম।আমি আবার এদিক ওদিক তাকাচ্ছিলাম।দেখি ভাবির কোনো ছোট বোন আছে নাকি।থাকলে তো তার সাথেই আমার বিয়ে ঠিক করে রাখা হয়েছে। কিন্তু না কোনো মেয়েকে দেখতে পারলাম না।দুর আমার ভাইয়া প্রেম করে বিয়ে ও করে ফেলবে আর আমি এখনও প্রেম করতে পারলাম না।সবার সাথে কথা বলে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম সারা বাড়ি দেখতে।কিন্তু না ভাবির কোনো বোন নাই।কি আর করার বাসায় চলে আসলাম সবাই।বিয়ে সামনে শুক্রবার ঠিক করা হয়েছে মানে আর তিনদিন।
।
।
রাতে ভাইয়ার রুমে আসলাম দেখি ভাইয়া ফোনে কথা বলছে।আমাকে দেখে,
.
-কিছু বলবি।(ভাইয়া)
.
-না ভাইয়া আসলে তোর জন্য কিছুই করতে পারলাম না।(মনে মনে খুব খুশি আমি)
.
-তোর কিছুই করতে হবে না।যা করার আমিই করবো।(ভাইয়া)
.
-কি করবি তুই।(আমি)
.
-কিছুুই না সময় হলেই দেখতে পারবি।(ভাইয়া)
।
।
আমি ও আর কিছুই বললাম না।বিয়ের আছে আর তিনদিন।ভাইয়া খুব স্বাভাবিক।মনে হচ্ছে বিয়েটা করে ফেলবে।হুমমম করলেই ভালো।।
।
।
আজ বিয়ের দিন আমরা সবাই চলে গেলাম ভাইয়ার জন্য বউ আনতে।ভাইয়া ও আজ অনেক খুশি।জানি না এই খুশিটা কিসের।নিথিকে বিয়ে করার না সাদিয়া কে হারানোর।সবাই চলে আসলাম গাড়ি নিয়ে ভাবির বাসায়।দেখি সবাই গেট আটকে রাখছে।আমার ও ভালোই লাগছে মেয়ে গুলা দেখে।তাই আমি ও সবাইকে রেখে আমার বিয়ান দের কাছে চলে গেলাম।
.
-এই বাসায় অনুষ্ঠান কিসের।(যদি ও জানি তাও বললাম)
.
-এখানে বিয়ে হবে।(একটা মেয়ে)
.
-তাহলে তো মেয়ে দেখি হ্যা আপনি বেশি সুন্দর যান বউ সেজে আসেন বিয়ে করে আপনাকে বাসায় নিয়ে যায়।(আমি)
.
-আমি কেনো আপনাকে বিয়ে করতে যাবো আমার তো খেয়ে দেয়ে কাজ নাই একটা পিচ্চির সাথে বিয়ে করবো।(মেয়েটা)
.
-আপনিইতো বললেন এখানে বিয়ে আর তাই আমি বললাম বিয়ে করবো।
।
সবার সাথে ভালোই ফাজলামি করছিলাম।মনে হয় একটা পটে যাবে।সবার সাথে ভালোই কথা বলছিলাম কিন্তু কি হল ওরা গাড়ি থেকে আসছে না কেনো।দেখি আমার মামা আমাকে বলছে।
.
-ওই এদিকে আয়।(মামা)
.
-হুমমম মামা বলো।
.
-তোর ভাইয়া তো কোথাও নায়।(আড়ালে এনে বলল)
.
-কি বলো মামা আমাদের সাথেই তো আসলো।(আমি)
.
-হুৃমমম কিন্তু এখন কোথাও নাই।মনে হয় ও এই বিয়ে টা করবে না।(মামা)
.
-হুমমম দেখি ভাইয়া কোথাই।(আমি)
.
-ফোন টা ও দরছে না।(মামা)
।
আমি ফোন দিলাম ভাইয়াকে।
.
-ভাইয়া কোথাই তুই।(আমি)
.
-দেখ তুই ফোন দিসোস বলে আমি ফোন দরছি।আমি এই বিয়ে করতে পারবো না এজন্য চলে আসছি।(ভাইয়া)
.
-ভাইয়া তুই বিয়ে করবি না আগে বলতে পারতি এভাবে চলে যাওয়া টা কি ঠিক।আমাদের মান সম্মান তো সব চলে যাবে আজ।(আমি)
.
-ভাই পারলে আমাকে মাফ করিস আমি সাদিয়াকে ওর থেকে বেশি ভালোবাসি।(ভাইয়া)
।
এই বলে ভাইয়া ফোন টা রেখে দিল।আমি ও আর কিছুই বললাম না।বাবা দেখি খুব চিন্তা করছে।কিন্তু আমাকে দেখে কি যেনো ভাবলো আর খুশি হলো।আমার কাছে এসে বললো,
.
-বাবা তুই তো সব শুনলি।এখন তুই কিছু একটা কর নাহলে তো আমাদের মান সম্মান আর তোর আঙ্কেল দের ও মান সম্মান থাকবে না।(বাবা)
.
-আচ্ছা বাবা তোমরা যা ভালো মনে করো তাই করো।(আমি)
.
-ঠিক আছে আমি আমার বন্ধুর সাথে কথ বলে নি।(বাবা)
।
কি আর করার বিয়ে টা হয়ে গেলো।আমি অনেক খুশি।কারণ এতো সুন্দর বউ আমার।।।।।।হুমমম আজ থেকে প্রেম করবো বউ এর সাথে।। ভাবতেই অবাক লাগছে আমার মতো পিচ্চি বিয়ে করে ফেললো।
।
(চলবে)