গুন্ডি মেয়ে যখন বউ*
পার্ট:০৪
লেখকঃ হৃদয় বাপ্পী
।
।
যাক বিয়েটা হয়েই গেলো।এই বয়সে একবারে বউ পাবো তা কোনো দিনও ভাবি নাই।কি আর করার বিয়ে করে বউ নিয়ে বাসায় চলে আসলাম।বউ আমার সেকি কান্না।একটু কান্না তো বিয়েতেই করে।বাসায় আসার পর সবাই তো বউ না দেখে আমাকে দেখছে।মানে বুঝলাম না নতুন বউ রেখে আমাকে দেখছে কেনো।।বউকে নিয়ে সব আমার বাসর ঘরে নিয়ে গেল।আমি ছাদে চলে আসলাম।বসে বসে চিন্তা করছিলাম এমন সময়,
।
.
-ভাইয়া তুই এখানে ভাবি সেই কখন থেকে বসে আছে।চল তারাতারি।(খালাত বোন নিলা)
।
আমার বাসর ঘরে যাওয়ার কোনোই মন নাই।তারপরও ওরা জোর করে আমাকে নিয়ে গেছে।ঢুকেই দরজা ব্নধ করে দিলাম নিথির পাশে বসার সাথে সাথে।
.
-দেখো তুমি হয়তো জানো যে তোমার ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল।(নিথি)
.
-হুমমম।আমি জানি।
.
-ওর কোনো দোশ ছিল না।আমিই ওকে জোর করেছিলাম ভালো বাসার জন্য।যার জন্য ওর সাথে আমার বিয়েটা হল না।(নিথি)
.
-তাহলে কি আপনি আমাকে মেনে নিতে পারেন নাই।(আমি)
.
-না সেটাও না আমার সব ভালোবাসা তো আমার স্বামির জন্য।আর সেটা এখন তুমি।(নিথি)
.
-ও।
.
-আর হ্যা আজকে থেকে আমাকে খুব ভালোবাসতে হবে।অন্য মেয়ের দিকে ভুলেও যদি তাকাও তাহলে তোমার খবর আছে।তুমি শুধু আমার।।(নিথি)
.
-ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না।(আমি)
.
-ওই কখন থেকে আপনি আপনি করছিস কেনো।(নিথি)
.
-আপনিতো আমার সিনিয়র।(আমি)
.
-সিনিয়র হওয়ার আগে আমি তোমার বউ।তুমি কইরা বলবা নাহলে তোমার খবর আছে।(নিথি)
.
-কি করবেন ও সরি কি করবা।(আমি)
.
-তোমার পা ভেঙে দিব।(নিথি)
.
-নিজের বরকে কেউ কি মারে।
.
-হুমমম। আমার কথা না শুনলে মারবো।আর শুনলে আদর করে দিবো।(নিথি)
.
-কি আদর করবা
.
-তুমি তো পিচ্চি তোমার শুনতে হবে না।(নিথি)
.
-না তুমি বলো আমি শুনবো।
.
-বাচ্চাদের সামনে ওইসব কথা বলতে নাই।
.
-কি আমি বাচ্চা।(আমি)
.
-আরে আমার ছোট বাবুটা মনে হয় রাগ করছে।আসো বাবু তোমাকে একটু আদর করে দি।(নিথি)
।
।
আমি আর কিছুই বলতে পারলাম না নিথি আমাকে টান দিয়ে ওর ঠোটের সাথে আমার ঠোট এক করে দিল।দুজনে তখন ভালোবাসার নতুন সাগরে ভাসছিলাম।মানে একটা ইতিহাস হয়ে গেল।
।
ইতিহাস না শোনায় ভালো।আমি আর কি বলবো আমি তো পিচ্চি।
।
।
সকালে উঠলাম আমার বউ এর ডাকে।গোসল করে এসেছে এইমাত্র।ভিজা চুল আর শাড়িতে ওকে পরী লাগছে।এতো সুন্দর আর ভালো একটা বউ পাবো কল্পনাও করি নাই।কি আর করার আমি ও একটু দুষ্টমি করি।তাই পিছন থেকে নিথিকে জরিয়ে ধরলাম।
.
-এই কি করছো ছাড়ো না কেউ দেখে ফেলবে।(নিথি)
.
-কেউ দেখবে না আমি আমার বউকে ধরেছি তাতে কার কি।(আমি)
.
-ও তাই বুঝি আমার বাবুটা তো কথা বলতেও পারে।আচ্ছা বাদ দাও আগে গোসল করে আসো।(নিথি)
.
-কি এতো সকালে গোসল।আমি তো মরে যাবো।প্লিজ বউ আমার লক্ষি একটু পরে করি।(আমি)
.
-না এখনই করতে হবে।যাও তারাতারি গোসলে যাও।(নিথি)
.
-আচ্ছা।
।
।
আমি ও কম কিসের।দুই মগ দিয়ে গোসল করে বাইরে আসতে যাবো ঠিক তখনই,
.
-কি তোমার গোসল শেষ।
.
-হুমমম।
.
-ভালো করে শরীরই তো ভিজে নাই।চলো আবার।(নিথি)
.
-আবার কোথায় যাবো।(আমি)
.
-গোসল করতে।আমার বাবুটাকে আমি গোসল করিয়ে দিবো।(নিথি)
.
-এই না।আমার লজ্জা করে মেয়েদের সামনে গোসল করতে।(আমি)
.
-কালকে রাতে তো তোমার কোনো লজ্জা ছিল না সো আজকে ও থাকবে না চলো।
।
।
কি আর করার বউ আমাকে নিয়ে গোসল করিয়ে দিচ্ছে।আম্মুর কাছে মনে হয় শুনেছে যে আমি ৭-৮ দিন পর পর গোসল করি নাহলে এমন ভাবে আমাকে সাবান দিয়ে ঠলে দিছে মনে হয় আমার চামড়া শরীর থেকে খুলে গেছে।কি আর করার এমন বউ ও তো পাওয়া যায় না যে নাকি বিয়ের পরের দিন স্বামিকে গোসল করিয়ে দিবে।গোসল শেষে আমরা খাওয়া খেতে গেলাম।
.
-আম্মু আমার জামাইকে আপনি না খাইয়ে খাইয়ে কি বানিয়ে ফেলছেন।(আম্মুকে বলল নিথি)
.
-তোমার জামাই তো আর আমাদের কথা শুনে না।এখন তুমি আছো সব সময় তোমার কথা শুনবে।(আম্মু)
.
-এই দারাও তোমাকে আমি সব উঠিয়ে দিচ্ছি।(আমাকে বলল নিথি)
.
-আমি নিতে পারবো।(আমি)
.
-কোনো কথা বলবা না আমি যা বলবো তাই করবা।(নিথি)
.
-তাই বলে আমি এতো খাবো কিভাবে।(আমি)
.
-সব খেতে হবে নাহলে তোমাকে আজ আমি।(নিথি)
.
-কিছুই করতে হবে না।আমি খাচচ্ছি।
।
।
এতো খাবার কি খাওয়া যাই।আমার বউ কি বুঝলো না।আমি কষ্টে খাচ্ছিলাম আর আমার। বউ আর সবাই মজা নিচ্ছোলো।সাদিয়ার থেকে তো এটাই বেশি গুন্ডি।জানি না কপালে আরো কি দুঃখ আছে।
।
(চলবে)