কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ৯
হুম আমিও দেখতে চাই আমার লেজার অফ ফায়ার শক্তিশালী নাকি দুর্বল।
কিন্তু টেস্ট টা করব কিভাবে,,,,(আমি)
কোন চিন্তা নাই ডেবিড,,আপনি আমার উপরই আপনার লেজার অফ ফায়ারের এনার্জি পরীক্ষা করতে পারেন(ইয়ান্ডু)
না আমি পাগল নাকি আপনার উপর পরীক্ষা করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে এই কোয়ান্টাম জগৎ থেকে আমাকে বের করবে কে,,,,?(আমি)
হাহাহাহাহা,,আপনি এখনো তাহলে বিশ্বাস করছেন আপনার লেজার অফ ফায়ার অনেকটা শক্তিশালী। (ইয়ান্ডু)
হুম(আমি)
আপনার কোন ভয় নেই, আপনি বিনা ভয়ে আমার দিকে লেজার ছুড়ে মারতে পারেন,,,আমি কথা দিচ্ছি আমার কিছু হবে না,,,(ইয়ান্ডু)
আচ্ছা আপনি যখন বলছেন আপনার কিছু হবে না তাহলে আমি লেজার ছুড়ে মারতে পারি।
এই কথা বলার পর আমি হাত থেকে লেজার অফ ফায়ার বের করলাম।এবং তা ইয়ান্ডু কে লক্ষ করে ছুড়ে মারলাম।কিন্তু আজব ব্যাপার হলো লেজারটা ইয়ান্ডুর ১মি. সামনে গিয়ে আর তার দিকে এগোচ্ছে না,,,,
কি ডেবিড আমি বলেছিলাম না,,,আপনার লেজার আমার কিছুই করতে পারবে না,,এখন লেজার টা অফ করেন,,(ইয়ান্ডু)
আমি ইয়ান্ডুর কথা শুনে লেজার অফ করে ফেললাম।
আচ্ছা ইয়ান্ডু আপনার ১মি. সামনে লেজার টা আটকে গিয়েছিল কেন,,?(আমি)
এইটা খুবই সহয বিষয়, যারা ম্যাজিকের ব্যাবহার করতে পারে তারা সবাই শত্রু পক্ষের আক্রমণ ঠেকাতে নিজের সামনে ম্যাজিক্যাল ব্যাড়িয়ার তৈরি করে,,,যার ম্যাজিক যত পাওয়ারফুল তার ব্যাড়িয়ারও ততো পাওয়ারফুল হয়,,আপনি আপনার সবগুলো ম্যাজিক আনলক করার পর আপনিও ব্যাড়িয়ার ব্যাবহার করতে পারবেন।(ইয়ান্ডু)
কি আমিও তাহলে ব্যাড়িয়ার ব্যাবহার করতে পারব,,,(আমি)
হুম,,তবে আপনার জন্য ব্যাড়িয়ারের চেয়ে ভালো একটা আইটেম আছে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য(ইয়ান্ডু)
কী সেটা,,?(আমি)
স্নাইস,,,এই আইটেম টা হবে একটা পোশাকের মতো।যেইটা আপনার পুরো শরীর জুড়িয়ে থাকবে,,কিন্তু আপনার মনেই হবে না আপনার শরীরে কোন পোশাক আছে,,,,আমার ম্যাজিক্যাল ব্যাড়িয়ারের চেয়েও পাওয়ারফুল হবে স্নাইস।(ইয়ান্ডু)
সত্যি,,,কিন্তু কখন পাবো স্নাইস,,?(আমি)
আপনার সবগুলো ম্যাজিক আনলক করার পর,,,(ইয়ান্ডু)
সবগুলো ম্যাজিক মানে,,,আমার শরীরে আর কতগুলো এনার্জি আছে,,আমার তো কোন এনার্জির ফিল হয় না,,(আমি)
ডেবিড আপনি মনে করছেন এই X চিহ্নটা আপনার একমাত্র এনার্জি। কিন্তু আপনি এইটা জানলে অবাক হবেন আপনার এই এনার্জি টা মূলত এনার্জি হিসাবে ব্যাবহার হয় না,,(ইয়ান্ডু)
তাহলে এই চিহ্নটা কিসের,,?(আমি)
আপনার এই চিহ্নটা আপনার বংশের প্রতিক।আপনার বংশের প্রতিটা মানুষের হাতে এই চিহ্ন বিদ্যমান।তবে তাদের X চিহ্ন থেকে কোন প্রকারের এনার্জি বের হয় না যেমনটা আপনার বের হয়,এইজন্যই আপনি আলাদা।(ইয়ান্ডু)
মানলাম আমার বংশধর দের হাতে এই নিশানা আছে।কিন্তু আমার আম্মুর হাতে কোন নিশানা ছিলো না কেন,,,?(আমি)
কারন আপনার মা আপনার বাবার বংশের ছিলো না..আপনি কি জানেন আপনার বাবা কে ছিলো,,,?(ইয়ান্ডু)
না,,,আম্মু বলেছে আমার জন্মের আগেই আমার বাবা মারা গিয়েছে।এবং আমার বাবা এই পৃথিবীর একজন সাধারণ মানুষ ছিলো।(আমি)
আপনার মা আপনাকে ভুল বলেছে,,অবশ্য আপনার মায়ের কিছুই মনে নেই,(ইয়ান্ডু)
আম্মুর কিছু মনে নেই বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন,,? (আমি)
থাক ঐ সব কথা,,আপনি এখনো সব শুনার জন্য প্রস্তুত না,,,আপনি যখন সব ম্যাজিক্যাল এনার্জি গুলো আনলক করবেন তখন এমনিতেই সব জেনে যাবেন।(ইয়ান্ডু)
ঠিক আছে আপনি যেহুতু এখন কিছু বলতে চাচ্ছেন না তাই আমিও আর জোর করব না,,,
তবে আমার ম্যাজিক গুলো কিভাবে আমি তাড়াতাড়ি আনলক করতে পারব তা বলেন,,(আমি)
হুম,,আপনি যেহুতু এখন শারীরিক দিক দিয়ে প্রস্তুত তাই ম্যাজিক আনলক করতে আপনার তেমন কষ্ট হবে না,,,তো চলুন আপনাকে নিয়ে একটা জায়গায় যাওয়া যাক(ইয়ান্ডু)
ইয়ান্ডু আমাকে তাকে ফলো করে হাঁটতে বললো,আমি ইয়ান্ডুর পিছন পিছন হাটছি,,,
প্রায় অনেকটা পথ হাটার পর কিছু দূরে একটা মেয়ে কে দেখতে পেলাম,,একটু কাছে যেতেই দেখলাম মেয়েটা কেমন জানি আজব ভঙ্গিতে হাত ঘুরাচ্ছে এবং চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা পড়ছে,,,,,
ইয়ান্ডু আপনি আমাকে বলেছিলেন এইখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই,কিন্তু এই মেয়েটা এলো কোথা থেকে,,,আর মেয়েটা এমন আজব ভঙ্গিতে কি করছে(আমি)
আমি তো ঠিকই বলেছি,আপনার সাথে কোয়ান্টাম জগতে প্রথম যখন দেখা হয়েছিলো তখন এইখানে কেউ ছিলো না,কিন্তু আপনি যখন আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে ব্যাস্ত ছিলেন তখন এই মেয়েটা কোয়ান্টাম জগতে আসে নিজের ম্যাজিকয়াল পাওয়ার গুলো আনলক করতে,,,যেহেতু মেয়েটা শারীরিক দিক দিয়ে সক্ষম ছিলো তাই এখন সে ম্যাজিক আনলক করছে(ইয়ান্ডু)
কিন্তু আপনি তো বলেছিলেন আপনি শুধু মাত্র আমার জন্য কোয়ান্টাম জগতে অপেক্ষা করছেন(আমি)
আমি ঠিক বলেছিলাম ডেবিড,আমি শুধু আপনার জন্যই অপেক্ষায় ছিলাম,এই মেয়েটাও এখানে আপনার জন্য এসেছে,(ইয়ান্ডু)
আমার জন্য এসেছে মানে,,,?(আমি)
আপনার সামনে অনেক বাঁধা আছে,যেইগুলো পার হতে আপনার একজন পার্টনার প্রোয়োজন,সেইজন্য এই মেয়েকে এইখানে পাঠানো হয়েছে, কিন্তু এই মেয়ে এর কিছুই জানে না,অবশ্য মেয়েটা আপনার বংশেরই একজন।কেননা এই মেয়েটার হাতেও X চিহ্নটা আছে।কিন্তু মেয়েটার চিহ্ন থেকে কোন লেজার বা অন্য এনার্জি বের হয় না।
দাড়ান,আপনি বলছেন মেয়েটা আমার বংশের কেউ,তাহলে মেয়েটা এখানে কই থেকে এসেছে,,,(আমি)
পৃথিবী থেকে,,,(ইয়ান্ডু)
আপনি তো বলেছিলেন পৃথিবীতে আমার বংশের কেউ নেই এবং আমি পৃথিবীর কেউ না,তাহলে মেয়েটা পৃথিবী থেকে আসলো কিভাবে,,(আমি)
সেইটা তো একমাত্র এই মেয়েটাই জানে,মেয়েটার সম্পর্কে সব সত্যি জানতে হলে
আপনাকেই মেয়েটার সাথে ভালো ভাবে কথা বলতে হবে,তার মন দুর্বল করতে হবে আপনার প্রতি,,(ইয়ান্ডু)
আপনি তাহলে বলতে চাচ্ছেন আমি মেয়েটাকে পটাবো, সম্ভব না,মেয়েদের আমি দু-চোখ দিয়ে দেখতে পারি না,,(আমি)
না দেখতে পেলে কিছু করার নাই, আপনাকে সারা জীবনের জন্য এই কোয়ান্টাম জগতে থাকতে হবে(ইয়ান্ডু)
আগে যদি জানতাম কোন মেয়েকেও পটাতে হবে তাহলে কখনো ঐ ডোর টা ওপেন করতাম না,(আমি)
এতো রেগে যাচ্ছেন কেন,মেয়ে পটানো কি কঠিন নাকি,আপনি আপনার সব সুপার পাওয়ার আনলক করে তাকে দেখালে সে এমনিতেই পটে যাবে,,,(ইয়ান্ডু)
ইয়ান্ডু আপনি কি কখনো পৃথিবীতে গিয়েছেন,,?(আমি)
না,কিন্তু কেন,,,?(ইয়ান্ডু)
তাহলে আপনি কি করে বোজলেন মেয়ে পটানো এতো সহয,,,(আমি)
হাহাহাহ,আমি কোয়ান্টাম জগতে আসার আগে যেইখানে ছিলাম ঐ খানে মেয়েরা শক্তিশালীদের প্রতি এমনিতেই দুর্বল ছিলো।তাই বল্লাম আরকি,,(ইয়ান্ডু)
আপনি তাহলে পৃথিবীর মেয়ে সম্পর্কে কিছুই জানেন না।এরা সবাই নিজেকে অনেক বড়ো মনে করে,,,এদের মনে জায়গা করে নেওয়া অনেক কঠিন,,,(আমি)
ঐ সব বাদ দিন,,তার আগে আপানকে মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেই,,(ইয়ান্ডু)
ইয়ান্ডু এই কথা বলে মেয়েটাকে ডাক দিলো,,
এই যে মারিয়া অনেক তো বলেছিলেন এইখানে নাকি আপনার একা লাগে।তাই আপনার জন্য একটা সঙ্গী আনলাম,,দেখেন তো পছন্দ হইছে নাকি,,(ইয়ান্ডু)
মেয়েটা আমাদের সামনে এসে,,,
কে এই শুটকি টা,এই বলদটা এইখানে আসলো কি করে,,(মারিয়া)
মারিয়া আপনি জানেন ওনি কে,,?
আমি শুটকিটার সম্পর্কে জেনে কি করব,,?(মারিয়া)
স্টপ, স্টপ,,,অনেক হইছে,,আর কে আপনি কথায় কথায় আমাকে শুটকি বলছেন,আপনি মনে হয় রূপবতী ললনা,পৃথিবীর কোন দেশ থেকে এসেছেন,,? (আমি)
কেন বাংলাদেশ,, (মারিয়া)
কি বাংগালী 🤭🤭🤭🤭🤭
চলবে,,,,,,
আজকের পর্বে চমকের চেয়ে রসিকতাই হয়েছে বেশি। তবে কালকের পর্ব থেকে গল্পটা অন্য স্টেপে এগোবে।
ধন্যবাদ💝💝💘💞💘💞💔💞❤️