কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির হাসান আকাশ
পর্বঃ২৪
মারিয়ার কাছে যাওয়ার পর,,,,,,
ঐ তুই কই ছিলি এতোক্ষণ,,সারাদিন একবারও আমার খোঁজ খবর নিলি না কেন,,,,,?(মারিয়া)
সরি জানু,,আমার ভুল হয়ে গিয়েছে,,কিন্তু তুমি তো বুজতেই পারছো আমি কতটুকু ব্যাস্ত আছি এখন,, কিছুদিন পরেই অনেক বড়োসরো একটা লড়াইয়ের মুখোমুখি হবো আমরা,,,তাই তোমাকে টাইম দিতে পারব না,,,,(আমি)
হুম জানি কতোটুকু ব্যাস্ত থাকিস,তোকে আজকে একটা কথা বলব প্লিজ কথাটা সিরিয়াসলি নিবি,কোন ফাজলামো এতে চলবে না,,,,,(মারিয়া)
সিরিয়াসলি না হয় নিবো,,তবে আমাকে এখন থেকে তুমি করে বলতে হবে তা হলেই আমি সিরিয়াসলি নিব,,,,(আমি)
তুমি করে বলতে পারব না,,,,(মারিয়া)
তাহলে আমিও সিরিয়াসলি নিবো না,,,(আমি)
আচ্ছা ঠিক আছে, তোকে না হয় এখন থেকে তুমি করেই বললাম,,,(মারিয়া)
এইতো গুড গার্ল,,,,এখন বলো কি বলবে,,,
আমি কদিন ধরে একটা স্বপ্ন দেখছি,,,স্বপ্নটা এরকম যে কোন একটা রুমের ভিতরে আমি আটকে আছি,,এবং কিছুক্ষণ পর একটা বড়ো কানওয়ালা মানুষ এসে,
ওয়েট ওয়েট,,,পরের টুকু আমি বলছি(মারিয়ার কথা থামিয়ে দিয়ে)
বড়ো কানওয়ালা মানুষ এসে তোমার চোখের দিকে তাকায় এবং কিছুক্ষণ পর তুমি অজ্ঞান হয়ে যাও এইতো,,,,,(আমি)
আশ্চর্য, তুমি এইসব কি করে জানলে,,,(মারিয়া)
কারন গত কিছুদিন ধরে আমার সাথেও এমন ঘটনাই ঘটে যাচ্ছে,,,, (আমি)
আমাদের দুজনের স্বপ্ন একই কেন হচ্ছে তা সম্পর্কে তুমি কি কিছু জানো,,,?(মারিয়া)
না আমি কিছুই জানি না,মনে হয় একটা বড়ো রহস্য লুকিয়ে আছে এর মাজে,,,আমি দাদুকে বলেছিলাম আমার স্বপ্নের ঐ বড়ো কানওয়ালা মানুষটার ব্যাপারে, কিন্তু দাদু আমাকে তেমন কিছু বলে নি,শুধু এইটুকুই বলেছে ঐ লোকটা হয়তো অন্য ডায়মেনশনের কেউ,,,,(আমি)
ডেভিড সত্যি বিষয় টা খুব জটিল, তবে এখন আপাতত এইসব বিষয় নিয়ে মাথা না ঘামানোই ভালো,সামনে আমাদের অনেক বড়ো পরীক্ষা, সেই পরীক্ষায় যদি টিকে থাকতে পারি তাহলে অবশ্যই পরে এইসব বিষয় নিয়ে ভাবা যাবে,,,(মারিয়া)
আচ্ছা আমিও সেটা ভাবছি,এখন বেশি চিন্তা না করে ঘুমিয়ে পরো,,কাল খুব ভোরে রকেটের রুমে চলে আসবে,,সেখানে রকেটের তৈরি করা ওয়েপনগুলোর পাওয়ার দেখব,,,,(আমি)
আচ্ছা,,,, (মারিয়া)
আমি মারিয়াকে বিদায় জানিয়ে কুইলের রুমে এসে পৌছালাম,,, আমি সোজা কুইলের সামনে চলে গেলাম এবং আমাদের স্বপ্নের সব ঘটনা খুলে বললাম,,কুইল ও সঠিক কিছু বলতে পারলো না,,,তবে সে আমাকে ডায়মেনশন জিনিসটা বুঝিয়ে দিতে চাইছিলো,,তাই আমি আর দেরি করলাম না,,,,,
ডেভিড আমি তোমার স্বপ্নের প্রাণী সম্পর্কে কিছুই জানি না,তবে তোমার দাদু যেহুতু বলেছে সেই প্রানীটা অন্য ডায়মেনশনের হতে পারে তাই তেমাকে ডায়মেনশন জিনিসটা বুজিয়ে দিচ্ছি,,,
(ডায়মেনশন জিনিসটা অনেক প্যাচের তাই একটা ভিডিওর লিংক দিয়ে দিলাম,ডায়মেনশন না বুজলে ভিডিওটা দেখতে পারেন,,,)
তার মানে ঐ প্রানীটা হয়ত ৪র্থ অথবা ৫ ম ডায়মেনশনের,,,,,কিন্তু আমার কিছু কিছু সময়ে মনে হয় আমি স্বপ্নে যা দেখছি তা সত্যি,,,,(আমি)
আমি কিছু বলতে পারছি না ডেভিড,তবে কোন ৪র্থ কিংবা পঞ্চম ডাইমেনশন থেকে যদি কেউ এসেই থাকে তাহলে তুমি তাদের দেখতে পারবে না আমাদের এই ৩ য় ডাইমেনশনে ,,,এইসব বিষয় নিয়ে এতো ভাবতে হবে না,,,তুমি তারাতাড়ি ঘুমিয়ে পরো,,,,,(কুইল)
আচ্ছা কুইল,,,,,,
পরদিন সকালে,,,,,
আজকে রাতেও একই স্বপ্ন দেখেছি,প্রতিদিন একই স্বপ্ন দেখার মানে কিছুই বুজতে পারছি না,,তবে সবাই যেহুতু স্বপ্ন টা নিয়ে বেশি ভাবতে মানা করেছে তাই আর চিন্তা না করাই ভালো,,সবে মাত্র একদিন আমার সৈন্যদের ট্রেনিং দিয়েছি,কয়েকদিনের মাঝে সৈন্যদের প্রস্তুত করতে না পারলে সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন আমার হাতে আসবে না,,,,কিন্তু শুধু সৈন্যদের দিকে নজর দিলেই চলবে না,তার পাশাপাশি ওয়েপনের কাজগুলো কতদূর এগোলো তাও দেখতে হবে,,,,এজন্য আমি ড্রাক্স ও নেবুলা কে পাঠিয়ে দিলাম প্যারোর মাঠে, তাদের বলে দিলাম একটু পর আমি আসছি,,,,,
রকেটের রুমে যাওয়ার পর দেখি মারিয়া অলরেডি সেখনে দাড়িয়ে আছে,,,
রকেট আজ কিন্তু তোমার ওয়েপনের পাওয়ার দেখাতেই হবে(আমি)
কেন দেখাব না ডেভিড,,তবে সামনা সামনি তো দেখাতে পারব না তাই তোর জন্য আমি ৩ ডি এনিমেশন তৈরি করেছি, আমাদের ওয়েপনের পাওয়ার সম্পর্কে,,,, (রকেট)
এটাতো খুবই ভালো,,,আচ্ছা দেখি তাহলে তোমার ওয়েপনটা কেমন,,,
তারপর রকেট আমাদের সামনে একটা পর্দায় ৩ ডি এনমেশন ফেললো,,,রকেটের তৈরি ওয়েপনটার পাওয়ার দেখে যতটুকু বুজতে পারলাম তা হলো ওয়েপন থেকে যেই ইলেকট্রিক শর্ক বের হবে তা মূহুর্তের ভিতরে তার ৫০ মিটারের মধ্যে সব কিছু ধ্বংস করে দিবে,,
২৪ দিন পর,,,,,,
এই ২৪ দিনে অনেক ঘটনাই ঘটে গিয়েছে,,,আমার ৫ লাখ সেনাগুলো মোটামুটি একটি ভালো পর্যায়ে আছে,,,,
একটা খারাপ খবর হলো সব গার্ডিয়ান রা এখন আমাদের সাথে নেই,,,পৃথিবী থেকে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেসেজ এসেছিলো,,,মনে হয় এভেন্জাররা বিপদে আছে,কিন্তু তারা চলে যাওয়ার আগেই আমদের ৫০ হাজারের মতো ওয়েপন উপহার দিয়ে গেছে,,এবং তার সাথে কিং টিচালার দুইটা স্পেসসিপও রেখে গিয়েছে,,,
রকেটের দেওয়া ৫০ হাজার ওয়েপন আমি আমার ঐ সব সাধারণ সৈন্য যারা ম্যাজিক ইউস করতে পারে না তাদের মাঝে বিলিয়ে দিয়েছি,,,
কালকেই মনে হয় প্লেনেট মিও এর উদ্দেশ্যে আমরা যাত্রা আরম্ভ করব,,,আম্মু হয়ত জানে সোর্ড অফ ব্ল্যাক ড্রাগন মিও এর কোন জায়গায় আছে,,,ব্ল্যাক ড্রাগন আমার হাতে আসার পর সেখান থেকে আবারও প্লেনেট টিম্বরের উদ্দেশ্যে আমাদের যাত্রা আরম্ভ করতে হবে,,,তবে আমার মনে হচ্ছে না এতো সহযেই ব্ল্যাক ড্রাগন আমার হাতে আসবে,,,অনেক ব্যাস্ততায় কাটলো ট্রেনিংএর ২৪ তম দিন,,,,
তাই রাত হওয়ার সাৎে সাথেই আমি কিছু না ভেবেই প্রতি রাতের মতো ঘুমিয়ে গেলাম,,,,
আমি দাড়িয়ে আছি এক বিশাল সমুদ্রের তীরে,,এমন সময় কে যেন আমার পিছনে হাত রাখলো,,আমি আগ্রহী হয়ে পিছনে মাথা ঘুরাতেই একজনকে দেখতে পেলাম,সে আর কেউ নয় ঐ বড়ো কানওয়ালা লোকটা,,,
আপনি, আপনি এখানে কি করছেন আর আমিই বা এখানে কেমন করে,,,?
আমি তো এখানেই থাকি তবে আপনি এখানে এসেছেন ঠিকই,কিন্তু আপনার ফুল ফর্ম এখানে আসেনি,,,(লোকট)
ফুল ফর্ম আসেনি মানে,,,আপনি কি বলছেন কিছুই বুজছি না,,বারবার আমাকে এভাবে স্বপ্নের ভিতর জ্বালাতন করার মানে কি,,,?
আপনার ফুল ফর্ম এখানে আসে নি মানে হলো আপনার বডি পরে আছে হুকারিতে এবং সোলটা রয়েছে আমার সামনে,আমি বাধ্য হয়েই আপনার সোলকে এখানে ডেকেছি,আমি কখনো আপনাকে জ্বালাতন করি নি মাস্টার,,বরং আপনাকে আমি সবসময় বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে সতর্ক করার চেষ্টা করেছি, কিন্তু আপনি এইসব কিছু কখনোই বোঝেননি,আর বোঝবেনই বা কি করে,আপনার তো কিছুই মনে নেই,,,,
আমার কিছু মনে নেই মানে,কি যা-তা বলছেন,আপনি কে,আর আমাকে মাস্টারই বা বলছেন কেন,,,,?
সব কিছু আপনি জেনে গেলে অনেক বড়ো বিপদে পরতে হবে,শুধু একটা কথাই মনে রাখবেন আপনি যাদের আপন ভাবছেন তার কেউ আপনার আপন নয়,আর আপনার সামনে যা কিছু ঘটছে সেই সব একটা সাজানো নাটক মাত্র,,,,আপনি হয়তো ঘুম থেকে জাগার পর আমার কথা গুলো বিশ্বাস হবে না,স্বপ্ন বলে উড়িয়েও দিতে পারেন,,,তাই আমি আপনাকে একটা রিং দিচ্ছি,যখন মনে হবে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে তখন রিংটাতে স্পর্শ করে একটা কথাই বলবেন বারসুম,,,,
ও আরেকটা কথা,,,আপনার আশে পাশের সব সাজানো নাটকের মাঝে তিনটা জিনিসই সত্য,এক আপনার বাবা,দুই মারিয়া, আর তিন নাম্বারটা হলো "কী অফ সুপ্রিম ডোর"
কী অফ সুপ্রিম ডোর এইটা আবার কি,,,,?(আমি)
আপনি যাকে ব্ল্যাক ড্রাগন মনে করছেন সেইটাই কী অফ ব্ল্যাক ড্রাগন,,আচ্ছা আমার চলে যাওয়ার সময় হয়েছে,এখানে বেশিক্ষন থাকলে আপনারই বিপদ,অনেক কথা আজ না বলা রয়ে গেলো,,,যখন সময় আসবে সব এক এক করে বলব,,,আর একটা কথা আপনি যেই বডিটার ভিতর আছেন সেই বডিটাও আপনার না,,,,আপনি কোন এক মহান গডের সিল হয়ে যাওয়া আত্মা,
হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেলো,,,কি দেখলাম আমি,আজকে আমি যেই স্বপ্ন দেখলাম তার সব কিছুই সত্যি মনে হতে লাগলো,,,আমি আরো বেশি অবাক হয়ে গেলাম আমার বাম হাতে থাকা একটা নতুন রিং দেখে,,,
to be continue 💕