পার্ট:8
লেখক:Hridoy Bappy।
।।।।।
।।।।।
এই রহস্য নিয়ে ভাবতে শুরু করলাম।কিন্তু কিছুই তো মাথায় আসছে না।প্রথম কেসই আমাকে সলভ করতে হবে।কিন্তু কোনো কিছুই তো ভেবে পাচ্ছি না।আগে কোনটা বের করবো।হৃদয়কে বের করবো না হৃদয় এর হারিয়ে যাওয়ার সাথে কাদের হাত আছে তাদের বের করবো।এই মেঘলা মেয়েটার উপরে আমার সন্দেহটা বেশী যাচ্ছে।কারণ তার সাথেই গিয়ে হারিয়ে গেছে হৃদয়।আজ ডিউটিটা কোনো রকম করে বিকালেই নিধিদের বাসায় চলে আসলাম।বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিলো নিধি।
.
:-আরে আপনি।চলে এসেছেন এতো তারাতারি।(আমি)
.
:-না মানে ভালো লাগতেছিলো না।তাই তো চলে আসলাম।(নিধি)
.
:-ওওও।ভালো করেছেন এসে আমার ও খুব বোর লাগে এখানে।(আমি)
.
:-আগে ভিতরে আসুন।(নিধি)
.
:-ও মনেই নাই।(আমি)
.
:-আপনাকে না পুলিশ এর ড্রেসে অনেক সুন্দর লাগে।(নিধি)
.
:-ওও ধন্যবাদ।(আমি)
.
:-আপনি ফ্রেস হয়ে ছাদে আসুন সেখানে বসে একটু আড্ডা দিবো।(নিধি)
.
:-ঠিক আছে।(আমি)
।।।।।।।
ফ্রেস হয়ে জামা চেন্জ করে ছাদে চলে গেলাম।দেখি নিধি একটা দোলনায় বসে আছে।আমি ও ওর পাশে বসলাম।অনেক কথা হলো দুজনের মধ্যে।খুব ক্লোজ হয়ে গেলাম আমরা।আপনি থেকে আমাদের কথা এখন তুমিতে চলে আসলো।হঠাৎ নিধি বলল,
:-আজকে কোনো কেস পেয়েছো নাকি।(নিধি)
.
:-একদিনেই কি পাওয়া যাই নাকি।(আমি)
.
:-ওওও।
.
:-হ্যা একটা পুরাতন কেস হাতে নিয়েছি।(আমি)
.
:-ওওও তাই নাকি কত পুরানো।(নিধি)
.
:-এইতো চার বছর আগের কেস।(আমি)
.
:-চারবছর ধরে এখনো সলভ হয় নাই।(নিধি)
.
:-না কিন্তু আমিই করে দিবো।(আমি)
.
:-ওও তাই নাকি।
.
:-হুমমমম।আচ্ছা বাদ দাও এইসব।।।তোমার কোনো বফ নাই।(আমি)
.
:-হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলা যে।(নিধি)
.
:-না তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে।তোমার সম্পর্কে সব জানতে হবে তো।(আমি)
.
:-কেনো না জেনে কি বিয়ে করা যাই না।(নিধি)
.
:-না পরে যদি তোমার বফ এর সাথে পালিয়ে যাও তখন আমার কি হবে।(আমি)
.
:-না আমার বফ নাই সো এই ভয় আর পেতে হবে না।(নিধি)
.
:-আগে ছিলো না।(আমি)
.
:-না এই প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না।(নিধি)
.
:-ওওও তাহলে তো আমিই সব পাবো।নাকি বিয়ের পর আমাকে ও ভালো লাগবে না।(আমি)
.
:-না সেটা না আমি সব বিয়ের পরই করতে চাই।(নিধি)
.
:-তোমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেলো কেনো।আমার কথায় কি কষ্ট পেলা।(আমি)
.
:-আরে না তেমন কিছু না।এমনি ভয় করছে।(নিধি)
.
:-ভয় কিসের।(আমি)
.
:-না কিছু না বাদ দাও তো।(নিধি)
.
:-ওকে।।।
।।।।।।
২ দিন কেটে গেলো।সারাদিন থানায় আর বাসায় এসে নিধির সাথে গল্প করে দিন ভালোই কাটতেছিলো।২ দিন কিভাবে চলে গেলো বুঝলামই না।।।।
।।।
আজকে সকালে থানায় চলে আসলাম।নিলয় আমার কক্ষে এসে বললো,
.
:-বাপ্পী সব খবর পেয়ে গেছি আমি।(নিলয়)
.
:-ওও ভালো বস।আর কি কি জানতে পারলি এক এক করে বল।(আমি)
.
:-দেখ প্রথমেই মেঘলার ব্যাপারটা বলি।মেঘলার পরিবার আর মেঘলার বন্ধু বান্ধুবীদের সাথে কথা বলা হয়েছে।আমার এক বন্ধু আছে রংপুরে ও আমাকে সব সাহায্য করেছে।(নিলয়)
.
:-কিছু পেলি নাকি।(আমি)
.
:-মেঘলা হৃদয় এর ছোট ফুপির মেয়ে।মানে হৃদয় এর ফুপাতো বোন।ওদের দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকেই ঝগড়া ছিলো।হৃদয় এর মা হৃদয় এর ছোট ফুপিকে একটু ও দেখতে পারতো না।মানে খুব বড় ধরনের একটা ঝগড়া ছিলো।(নিলয়)
.
:-তাহলে তো কেস সলভ।মেঘলা আর মেঘলার পরিবারই এইসব করেছে প্রতিশোধ নেওয়ার জন্য।(আমি)
.
:-না আমার মনে হয় না।কারণ মেঘলা আর হৃদয় ভালোবাসতো একে অপরকে।মেঘলা এমন করবে বলে মনে হয় না।(নিলয়)
.
:-মেঘলার আগে কারো সাথে সম্পর্ক ছিলো।(আমি)
.
:-না ওর বন্ধু বান্ধুবী আর বাসার সবার সাথে কথা হয়েছে।কিন্তু এমন কোনো কিছু পাওয়া যাই নাই।আর মেঘলা নাকি এমনি কোনো ছেলের সাথে কথাই বলতো না।(নিলয়)
.
:-তাহলে তো কেসটা অন্যদিকে চলে যাচ্ছে।(আমি)
.
:-হুমমমম।আর হৃদয় এর পরিবারের ব্যাপারেও খোজ খবর নিয়েছি।হৃদয় এর বাবা খান কম্পানির এমডি।ফেমিলী ব্যাকগ্রাউন্ড বলতে হৃদয় এর নানার।হৃদয় এর নানা অনেক বড় একজন don।(নিলয়)
.
:-কি বলিস।তাহলে কার এতো সাহস হলো যে don এর নাতি কে গুম করে দিলো।(আমি)
.
:-সাহস তো হবেই কারণ হৃদয় এর বিয়ে ্টা মেঘলার সাথে হয়ে যাওয়ার পর হৃদয় এর নানা ওদের সাথে কথা বলে না।সম্পর্ক ভেঙে দিয়েছে ওদের সাথে।(নিলয়)
.
:-আচ্ছা হৃদয় এর বিয়ে নিয়ে কি হয়েছিলো।(আমি)
.
:-আরে বলিস না।হৃদয় এর মা।তার ছেলের জন্য মেয়ে ঠিক করে রেখেছিলো।বিয়েও ঠিক হয়েছিলো।বিয়ের দিন কোথা থেকে মেঘলা এসে নাকি বিয়ে বন্ধ করে দিলো।আর এমন সব বললো।যে পরে ওর সাথেই বিয়ে দিতে হলো।(নিলয়)
.
:-কি বলিস।(আমি)
.
:-হুমমমম।
.
:-ওই মেয়ের বাসার ঠিকানা কি।এখনি যাবো ওর বাসায়।হয়তো রাগে ওই মেয়েটাই কিছু করেছে।কারণ বিয়ের দিন ছেলে বিয়ে করতে এসে যদি তাকে না বিয়ে করে তাতে তো অপমান করা হয়।আর এতে সবাই নানা কথাও বলবে।হয়তো ওই মেয়ের বাবা-মা হৃদয় এর হারিয়ে যাওয়াতে জরিত আছে।(আমি)
.
:-হুমমম হতে পারে।কিন্তু সিওর তো ওদের সাথে কথা বলেই হওয়া যাবে।(নিলয়)
.
:-ঠিকানা আছে তের কাছে।(আমি)
.
:-হুমমম এইনে।(নিলয়)
।।।।।।
একি এটা তো নিধিদের বাসার ঠিকানা।তাহলে তো ঔ মেয়েটা নিধি।নিধির তো আর কোনো বোন ও নাই।
.
:-নিলয় মেয়েটার নাম কিরে।(আমি)
.
:-কোনটা?(নিলয়)
.
:-ঔযে বাপ্পীর বিয়ে ঠিক হয়েছিলো যার সাথে।(আমি)
.
:-ওওও মনে হয় নিধি ছিলো।(নিলয়)
.
:-সিওর তো তুই।(আমি)
.
:-হ্যা কেনো তুই চিনিস নাকি ওকে।(নিলয়)
.
:-হ্যা তোকে বলেছিলাম না আমার এনগেজমেন্ট হয়েছে।।।ঔ নিধির সাথেই হয়েছে।(আমি)
.
:-ওওও
.
:-আচ্ছা তাহলে তুই থাক আমি একটু কথা বলে আসি ওদের সাথে।(আমি)
.
:- না তোর যেতে হবে না এখন বিকালে যাস।(নিলয়)
.
:-কেনো আরো কিছু বলবি নাকি।(আমি)
.
:-হুমমমম আরো কিছু বলার আছে।(নিলয়)
.
:-হুমমম বল।(আমি)
.
:-আমি সিলেট এর থানায় ও কথা বলছি।সেখানের কেস এর ফাইল আমাদের কে পাঠিয়ে দিয়েছে।(নিলয়)
.
:-কি আছে ফাইলে।(আমি)
.
:-মেঘলা আমাদের মিথ্যা বলেছে।সেদিন ওর accident কোনো আচমকা নই।সেদিন ২ জন বাইক নিয়ে ওকে হামলা করতে গিয়েছিলো।আর এরজন্যই বাচতে গিয়ে ওর accident হয়ে যাই।(নিলয়)
.
:-এটা কে বলছে।(আমি)
.
:-ওখানে কেস করার পর পুলিশ তদন্দ করে accident হওয়ার ওইখানে জিজ্ঞাসাবাদ করে এই খবর পাই।(নিলয়)
.
:-তাহলে মেঘলা আমাদেরকে এইসব বললো না কেনো।(আমি)
.
:-সেটাই তো কথা।(নিলয়)
.
:-মেঘলার সম্পর্কে তাহলে কোনো খবর পাস নাই।(আমি)
.
:-না আর তেমন কোনো জিনিস পাই নাই।(নিলয়)
.
:-তোকে ওর মোবাইলের কল history বের করতে বলেছিলাম।(আমি)
.
:- হুমমমম বের করেছি।কিন্তু কোনো কিছুই পাই নাই।(নিলয়)
.
:-কোনো আনকমন নাম্বার নাই।(আমি)
.
:-না কারো সাথেই কথা বলে না ও।(নিলয়)
.
:-ওকে হৃদয় এর বাসার সবার ফোন রেকর্ডস আমার লাগবে কালকের মধ্যেই।(আমি)
.
:-ঠিক আছে পেয়ে যাবি।(নিলয়)
।।।।।।
নিলয় ওর কক্ষে চলে গেলো।আমি ও ভাবতে লাগলাম।কে এই সব কিছুতে জরিত।মেঘলা নাকি নিধির পরিবার নাকি বাপ্পীর নানা।আচ্ছা বাপ্পীর নানা যদি কিছু করতো তাহলে তো সে মেঘলা কে কিছু করতো।নিজের নাতিকে তো কিছু করতো বলে মনে হয় না।তাহলে তার উপর সন্দেহ থাকে না।কিন্তু মেঘলার পরিবার আর নিধির পরিবারের উপর সন্দেহটা থেকেই যাচ্ছে।কি আর করার কেসটা নিয়ে ভাবতে ভাবতে অন্যকিছু নিয়ে ভাবতে ভুলেই গিয়েছি।নিধি ফোন দিচ্ছিলো কিন্তু ওদিকে আমার খেয়ালল নাই।কয়েকবার ফোন দেওয়ার পর আর দেই নাই।।।।।
।।।।।।
।।।।।
।।।।
।।।
।।
।
(চলবে)
।
।।
।।।
।।।।
।।।।।
।।।।।।
Wait For the Next Part......