(গল্পটা সম্পর্ন আমার কল্পনার উপর লেখা।তাই কেউ বাস্তব বা ধর্মের সাথে মিলাবেন না।)
কিং অফ দ্যা ইউনিভার্স
#আবির-হাসান-আকাশ
পর্বঃ-১৮
এমন সময় হঠাৎ ধাম করে একটা শব্দ হলো,সেনাপতিদের উপর চোখ পড়তেই দেখলাম তাদের পুরো শরীর কালো আগুনে ছেয়ে গিয়েছে,,এবং আমার মাথার উপর ঠান্ডা হাত দিয়ে কে যেন স্পর্শ করছে ,,মাথার উপর তাকাতেই দেখতে পেলাম এন্জেল কিং এবং হেনা দাড়িয়ে আছে,,তার মানে কি হেনার আইস ভেঙে গিয়েছে,,,,
ইতেমধ্যে ডার্ক ফায়ার বিসপ ও নাইটসেনাপতির প্রায় শেষ করে ফেলেছে ,,,,আপুকে সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে,এখানে যদি আমি একা টাইম রিং নেওয়ার জন্য আসতাম তাহলে কখনো জীবন নিয়ে ফিরতে পারতাম না,তাই মনে হচ্ছে আপু এবং এন্জেল কিং আসাতে আমারই লাভ হয়েছে,,,,,আর আমাদের আরেকটা এডভান্টেজ হলো দশটা প্লেনেটের প্রধান গন আমাদের ব্যাকাপ দেওয়ার জন্য আড়ালে আছে,,,,,,(এখানে দশটা বলা হয়েছে কারন এগারোটার মধ্যে এন্জেল কিং এখানে)
এন্জেল কিং আমাকে হিল করাতে কয়েকমিনিটের মাঝেই আমার সকল ব্যাথা শেষ হয়ে গেলো,এখন মনে হচ্ছে আমি পুরোপুরি ফিট,,আপু তার হাত আমার দিকে বাড়িয়ে দিলো,আমি আপুর হাতে ভর করে উঠে দাড়ালাম।
ধন্যবাদ স্কাইলর্ড,,(এ.কিং)
ধন্যবাদ,আবার কিসের জন্য,আমিতো ধন্যবাদ পাওয়ার কোন কাজই করলাম না,তো আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন,,?
হাহাহা,আপনি সত্যি খুব বড়ো কাজ করেছেন,বড় কাজ না করলে কি, কেউ নিজের জীবন বাজি রেখে আরেকজনকে কভারে রেখে ফাইট করে,,(এ.কিং)
ও এইটা তো একটা সাধারন বিষয় ছিলো,,,লড়াইয়ের সময়তো নিজের জীবনের কথা চিন্তা করলে চলবে না,আর আমি কি দুর্বল নাকি,
ঠিক বলেছিছ ভাই,,,এন্জেল কিং আপনি মনে হয় ভাবছেন আমার ভাই দুর্বল,,,(হেনা)
না তা ভাববো কেন,স্কাইলর্ড মোটেও দুর্বল না,,,(এ.কিং)
হয়েছে,আমাকে নিয়ে আর সমালচনা করা লাগবে না,কে কতটা পাওয়ারফুল এইটা এখনই দেখা যাবে,,
এখনই দেখা যাবে মানে,,,(হেনা)
সামনে তাকিয়ে দেখো আপু,,,
লেখক রূপে,,,,,
তারা তিনজন সামনে তাকিয়ে দেখতে পায়,প্যালিসের প্রধান দরজা দিয়ে কিং মিথরান্ডির বের হচ্ছে, এবং তার সামনে পাঁচ জন ও পিছনে পাঁচজন এলিট গার্ড,,,,ডেভিডরা বুজে যায় এখনই হবে আসল লড়াই,,,,
মিথরান্ডির ডেভিডদের সামনে এসে,,,,
তোমরা অযথা এখানে কেন লড়াই করতে এসেছো তা জানি না,তবে মনে হচ্ছে আমার এই টাইম রিং টার জন্যই,একটা বিষয় মাথায় রাখবে যদি তোমরা আমার এই টাইম রিংটার জন্যই এসে থাকো তাহলে ভুল জায়গায় এসেছো,,,তোমাদের জীবন চলে যাবে তাও তোমরা এই রিংটা পাবে না,,,,,(মিথরান্ডির)
আমরা কি চেয়ে চেয়ে তোমার কাছ থেকে নিব নাকি,,,লড়াই করে তোমাকে পরাজিত করেই টাইম রিংটা হাসিল করব,,,(ডেভিড)
হাহাহা,,,এই ছেলে কি বলে,,,কিং পিয়ারোর ছেলে হয়েছে বলেই ও এতো বড়ো কথা বলতে পারবে,দেখেতো মনে হচ্ছে পৃথিবীর একজন সাধারন মানুষ,একজন মানুষ তো আমার একজন রয়েল গার্ডদের সাথেই পেরে উঠবে না,,(মিথরান্ডির)
একজনের সাথে পেরে উঠতে পারব নাকি পারব না,সেই পরীক্ষা টা এখনই হয়ে যাক।
তাহলে তুমি আমাদের সাথে লড়াই করবে,,,,(মিথরান্ডির)
এই কথা বলে মিথরান্ডির তার পাঁচ জন এলিট গার্ডদের আমাদের সাথে ফাইট করার জন্য পাঠিয়ে দিলেন,আমি যতটুকু জানি এলিটরা ম্যাজিকের তেমন ভালো ব্যাবহার জানে না,তবে তাদের পুরোপুরি নিন্জা টেকনিক জানা আছে,তাদের উপর ম্যাজিক দ্বারা আঘাত করলেও নিন্জা টেকনিকের সাহায্যে খুব সহযেই তা প্রতিহত করতে পারবে,,,,
মিথরান্ডির এর আদেশ পাওয়া মাত্রই তার পাঁচজন এলিট সেনা আমাদের সামনে এসে পড়লো এবং পিছন থেকে পাঁচজনই একই রকমের সোর্ড বের করলো,,সোর্ডগুলো দেখতে গোল্ডেন কালারের ছিলো,,,,,,
আমার মনে হয় এই সোর্ডগুলোতেও কোন ড্রাগনের স্কিল সিল করা আছে,,
এন্জেল কিং এইটা আবার কিরকম সোর্ড,,,(আমি)
গোল্ডেন ড্রাগন মেমোরি বলা হয় এটাকে,কেউ যদি একাই একটা সৈন্য দলকে নেতৃত্ব দিয়ে যুদ্ধে জয়লাভ করে হিরোসা একাডেমি থেকে এই সোর্ডটা উপহার হিসাবে তাকে দেওয়া হয়(এ.কিং)
হিরোসা একাডেমি, এইটা আবার কেমন একাডেমি, (আমি)
এখন মনে হয় এতোকিছু বলা যাবে না,এলিট গার্ড গুলো সামনে এগিয়ে আসছে,,শুধু এইটুকু বলে রাখি এলিটগুলোর সোর্ড থেকে অদৃশ্য একটা এনার্জি বের হবে,,,যা স্টেনার এর মতো সবকিছু দূরে ফেলে দেবে কিন্তু তা কেউ দেখতে পাবে না,,,,,তাই এলিট গার্ডদের থেকে সাবধানে ফাইট করতে হবে,,,
ডেভিড রূপে,,,,
আমার তিনজন এখন এলিট গার্ডদের সামনে দাঁড়িয়ে আছি,,,,নাইটদের সাথে লড়াইয়ের সময় লেজার অফ ফায়ার ইউস করাতে লেজার অফ ফায়ার আপাতত কুল ডাউনে আছে,কিন্তু আম্মুর দেওয়া দ্যা সুপার সার্পার এখনো ইউস করে দেখি নাই,
আমার বামে হেনা আপু এবং ডানে এ.কিং,,,আপু তার ডার্ক ফায়ার সোর্ডটাকে হাতে নিয়ে একটা ভালো পজিশনে আছে,এবং এন্জেল কিং ছয়টা পাখা বের করে আমাদের চারদিক থেকে প্রায় ঘিরেই ফেলেছে,তার পাখনা গুলো দেখে মনে হচ্ছিল একেকটা বড় আকারের ব্লেড,,,
এমন সময় হঠাৎ আমি পিছন দিকে পরে যেতে নিলাম।কিন্তু আপু আমার হাতটা ধরে ফেলাতে কিছু হলো না,আমি বুজে গেলাম এলিট গার্ড গুলো এই মুহূর্ত থেকে আমাদের সাথে লড়াই করবে,
আমি সার্পার বলে আম্মুর দেওয়া দ্যা সুপার সার্পার সোর্ডটা আমার হাতে নিয়ে নিলাম,,,এখন হবে খেল মাম্মা আসো খেলা হবে,,,,
পাঁচটা এলিট গার্ড আমাদের দিকে এগিয়ে আসছে এবং গেল্ডেন ড্রাগন সোর্ডটাকে আমাদের দিকে তাক করে স্লাইস দিচ্ছে। এলিটগুলো স্লাইস দেওয়ার আগেই হেনা আপু আমাদের চারদিকে ডার্ক এনার্জির একটা বেড়িয়ার তেরি করেছিলো,,,,বেড়িয়ারের ভিতরে থাকা অবস্থায় আমাদের কিছু হবে না,,,আপু বেড়িয়ারের কভারে থেকে ডার্ক ফায়ার সোর্ডটাকে এলিট সেনাগুলোর দিকে তাক করে স্লাইস দিচ্ছে,,,,এলিট গার্ডগুলো নিনজা টেকনিক ইউস করে প্রতিটা স্লাইস থেকে বের হওয়া ডার্ক ফায়ারকে প্রতিহত করছে,,,
গার্ডগুলো যদি নিনজা টেকনিক না জানত তাহলে ডার্ক ফায়ারে তাদের অবস্থা পুরো কাহিল হয়ে যেতো,,,,
আপুর স্লাইসে কিছুই হচ্ছে না,,,,এন্জেল কিংও বেড়িয়ার থেকে বের হয়ে সামনাসামনি ফাইট করার কথা মনে হয় মাথাতেই আনে নি,,যা করার এখন আমাকেই করতে হবে,,,,,
আমি সার্পার টাকে হাতে নিয়ে এলিটগুলোর দিকে স্লাইস দিলাম,,,স্লাইস দেওয়ার সাথে সাথে অসংখ্য ছোট ছোট ব্লেড এলিটগুলোর দিকে ছুটে চললো।কিন্তু এতো ভয়ানক ওয়েপন তাদের বিপক্ষে ইউস করে কোনো লাভ হলো না,প্রতিটা ব্লেডের আঘাত খুব সহযেই গার্ডগুলো প্রতিহতো করছে,আমি যা বুজার বুজে গিয়েছি,,এই এলিটদের মারতে হলে সামনা সামনি লড়াই করে ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিতে হবে,,,,
আপু এলিটদের লক্ষ করে স্লাইস দিয়েই চলছে,কিন্তু এ.কিং এখনো কিছুই করছে না,তাকে দেখে মনে হচ্ছে তার কোন টেনশনই নেই,
আমি স্টেনার ম্যাজিক চালু করে এলিটদের দিকে এগোচ্ছি,স্টেনার এইজন্যই চালু রেখেছি যাতে করে গোল্ডেন ড্রাগন থেকে আসা অদৃশ্য এনার্জি আমাকে স্পর্শ করতে না পারে,,,,বলা চলো স্টেনার আপাতত এখন একটা বেড়িয়ার হিসাবে কাজ করছে,,,
একটা এলিট গার্ড আমাকে টার্গেট করে আমার দিকে সোর্ড তাক করে আঘাত করার জন্য তৈরি হচ্ছে, আমি তার চিন্তা বুজতে পেরে স্টেনার দিয়ে তাকে আঘাত করলাম,স্টেনার চালু করলে যেহুতু নীল একটা আলো বের হয় তাই এলিটটা আমার স্টেনার দেখতে পেয়ে তা সহযেই নিনজা টেকনিকের সাহয্যে প্রতিহত করে,কিন্তু সে এটা জানত না যে স্টেনার টা আমি তাকে আঘাত করার জন্য নয়,বরং তার মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য ইউস করছি,যেই না সে স্টেনার প্রতিহত করতে চাইলো আমি ঐ সময় তার দিকে সার্পার তাক করে স্লাইস দিলাম যার ফলে অসংখ্য ছোট ছোট ব্লেড তার দিকে ছুটে যেতে লাগলো,এবং যা হবার তাই হলো ,,,একটা ফিনিস,,,তবে এখনো চারটা আছে,,,,
আমি আরো একটা এলিটের সামনে চলে গেলাম,এইটাকেও একি পদ্ধতিতে মারার চেষ্টা করলাম,,কিন্তু আমি তার সামনে আসাতে সে যখন আমাকে আঘাত করতে এগিয়ে আসলো আপু এই সুযোগে তার দিকে ডার্ক ফায়ার ছুড়ে মারে,,,,যার ফলে এরেকটা এলিট শেষ হয়ে যায়,,,,
এখন বাকি আছে আরও তিনটা,,,
আমাকে দেখে তিনজন বুজে ফেলেছে আমি ভিতু এবং দুর্বল নই,, তাই তাদের মূল টার্গেট মনে হচ্ছে এখন আমিই,,,,
আমাকে একজন টার্গেট করে এগিয়ে আসতে লাগলো,,,বাকী দুজন আপুর ডার্ক ফায়ার থেকে ঐ একজনকে কভার দিচ্ছে, এন্জেল কিং এখনো কিসের জন্য গুটি মেরে বসে আছে তাই বুজতে পারছি না,
আমি স্টেনার এখনো চালু রেখেছি,এইটা একটা প্যাসিব স্কিল,যার কারনে এর কোন কুল ডাউন নেই,,,স্টেনার চালু না রাখলে গোল্ডেন ড্রাগন সোর্ড এর আঘাতে নিমিষেই আমি শেষ হয়ে যেতাম,,,,
তিনজন গার্ড আমার সামনে চলে আসলো,তাদের ভিতরে একজন আমাকে আঘাত করার জন্য সোর্ড তাক করে লাফ মারল,,আমি তার দিকে স্টেনার ইউস করলাম,কিন্তু কেন জানি স্টেনার কোন কাজেই আসছে না,,এখন মনে হচ্ছে গোল্ডেন ড্রাগন সোর্ডের আঘাতে আমার মাথা ঘাড় থেকে আলাদা হয়ে যাবে।
এমন সময় আমার পুরো মুখ রক্তে বেসে গেল, চোখ খুলতেই দেখি তিনটা এলিট গার্ডের মাথা ঘাড় থেকে আলাদা হয়ে আমার সামনে পরে আছে,,
,,
আমি অবক হয়ে উপরের দিকে তাকাতেই দেখলাম এন্জেল কিং উপরে ডানায় ভর করে দাড়িয়ে আছে,
তখন উপর থেকে আওয়াজ আসলো,,
বলেছিলাম না ওস্তাদের মাইর শেষ রাতে,,(এ.কিং)
মিথরান্ডির এর পাঠানো পাঁচটা এলিট গার্ড শেষ হওয়াতে মিথরান্ডির আরো রেগে গিয়া বাকি পাঁচজন এলিট গার্ড নিয়ে আমাদের দিকে তেড়ে আসতে লাগলো,,,
তোমার সবাই ঐ দুই পুঁচকে গুলোকে দেখো,আমি আমার পুরনো বন্ধুর কাছে গিয়ে পুরোনো হিসাব চুকিয়ে আসি,,,,,
এই কথা বলে মিথরান্ডির তার পিঠ থেকে ছয়টা বড়ো বড়ো কালো ডানা বের করলো, আমি মিথরান্ডির এর কালো ডানা দেখে অবাক হয়ে গেলাম,ডানাগুলো কালো আগুনে জ্বলজ্বল করছে,,,,,
প্রায় ৩০ মিনিট পর,,,
আমি আর আপু মিলে পাঁচটা এলিট গার্ডকে পরোপারে পাঠিয়ে দিয়েছি,কিন্তু মিথরান্ডির এবং এন্জেল কিং এর লড়াই এখনো শেষ হয় নি,
হঠাৎ পুরো আকাশটা সাদা আলোয় ছেয়ে গেলো,উপরের দিকে চোখ পরতেই দেখলাম এন্জেল কিং উপর থেকে মাটিতে লুটিয়ে পরছে,,,আপু এন্জেল কিং এর এই অবস্থা দেখে দৌরে এন্জেল কিং যেখানে পরবে সেখানে চলে যায়,এবং স্টেনার ম্যাজিক ব্যাবহার করে এন্জেল কিং এর উপর থেকে নিচে পরার গতিটা নিয়ন্ত্রণে নিয়ে নেয়।এন্জেল কিং আহত হওয়াতে যতটুকু না কষ্ট হচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছি। কারন একমাত্র এন্জেল কিং পারত আমাদের অন্য দশজন প্লেনেট প্রধানকে ডাকতে,এখন তারই যদি খারাপ অবস্থা হয় তাহলে আমাকে একাই লড়তে হবে,,,,,,
এন্জেল কিংকে লড়াইয়ে পরাজিত করে মিথরান্ডির উপর থেকে খুব দ্রুত বেগে আমার দিকে তেড়ে আসছে। আমি স্টেনার দিয়ে মিথরান্ডির এর গতিপথ পাল্টানোর চেষ্টা করছি কিন্তু কোন লাভ হচ্ছে না,তাই বাধ্য হয়ে সার্পার দিয়ে মিথরান্ডির কে লক্ষ করে স্লাইস দিলাম,কিন্তু সার্পার থেকে যে ব্লেড বের হয়েছিলো সেইগুলো মিথরান্ডির এর বর্মে লেগে ভেঙে যায়,তখন আমার মনে পরলো মিতরান্ডির এর বর্মটাকে কোন কিছুই বেদ করতে পারবে না,কারন এই বর্মটা ওকান্ডায় তৈরি ব্ল্যাক প্যান্থারের জন্য স্পেসাল যেই বর্মটা আছে তার ফুল কপি,কিন্তু মিথরান্ডির এর কাছে এই বর্ম টা কিভাবে আসলো তা কিছুতেই মাথায় আসছে না,,,,
এতোক্ষণে আমার লেজার অফ ফায়ারের কুলডাউন টাইমও শেষ,তাই এখন আবার লেজার অফ ফায়ার ব্যাবহার করতে পারব, একমাত্র লেজার অফ ফায়ারই মিথরান্ডির এর বর্মটা বেদ করতে পারে।কারন যখন ব্ল্যাক প্যান্থারের জন্য বর্ম তৈরি হয়েছিলো তখন লেজার অফ ফায়ার ছিলো না,
আমি আর দেরি না করে মিথরান্ডির কে লক্ষ করে লেজার ছুড়ে মারলাম। মিথরান্ডির এর দিকে তাকিয়ে দেখলাম তার বর্ম বেদ করে লেজার বের হয়ে যাচ্ছে, আমার মুখে তখন একটা হাসির রেখা ফুটে উঠলো,,লেজারের আঘাত খেয়ে মিথরান্ডির উপর থেকে মাটিতে লুটিয়ে পড়লো। আমি তার সামনে যেতেই দেখতে পেলাম তার পেটের অনেক অংশ ফুটো হয়ে গিয়েছে,,,আমাকে মিথরান্ডির তার সামনে অনুভব করতে পেরে আস্তে আস্তে চোখ খুললো।
তার চোখ খোলা দেখে বললাম,,,
আমি নাকি একটা এলিটের সাথেই পেরে উঠব না,এখন দেখেছেন আপনার এলিট এবং আপনার কি অবস্থা করেছি,,,,
হাহাহাহাহা,বোকা ছেলে তুমি আসলেই বোকার মতো কাজ করেছো,,,আমাকে যখন মারতেই চেয়েছিলে তাহলে আমার পেটে আঘাত করলে কেন,তোমার সবচেয়ে বড়ো ভুল হয়েছে আমার মাথায় আঘাত না করা হাহাহা,,,
এইকথা বলে মিথরান্ডির জোরে জোরে হাসতে লগলো,,,তার হাসির সাথে সাথে আমার এবং মিথরান্ডির এর চারপাশ সবুজ আলোতে পরিপূর্ণ হয়ে গেলো,,,আমি আমার আশে পাশে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারন আমি এখন আমার ১ মিনিট আগের অবস্থানে দড়িয়ে আছি,হাউ ইজ পসিবল তার মানে কি মিথরান্ডির তার টাইম রিংটা ইউস করছে,,,,,,,,,
স্পেসশিপের ভিতর,,,,,
কুইল,কুইল এদিকে একবার দেখে যাও,,(রকেট চিল্লিয়ে)
রকেটের চিল্লানি শুনে কুইলের ঘুম ভেঙে যায়,,,
কি হইছে রকেট,এতো চিল্লাচ্ছে কেন,,,(কুইল)
কুইল আমরা এখন এন্ডোমেডা গ্যালাক্সিতে আছি,আমি যেই পাওয়ারফুল ওয়েপনটার জন্য এখনে এসেছি সেটা আমাদের থেকে কয়েকজাম্প দূরেই আছে,কিন্তু আমার রাডারে এখন যা দেখাচ্ছে তা সত্যি খুব অবাক করা বিষয়,,, (রকেট)
কি হয়ছে রকেট,,,,?(কুইল)
আমাদের টার্গেট পয়েন্ট, মানে কেপলার প্লেনেটে কেও টাইম নিয়ে খেলছে,,,(রকেট)
টাইম নিয়ে খেলছে মানে,,,?(কুইল)
তোমার ডক্টর স্ট্রেন্জ-এর টাইম স্টোন টার কথা মনে আছে?(রকেট)
হ্যা,তবে এটা তো আমার ধ্বংস করে ফেলেছি(কুইল)
ঠিক বলেছো কুইল,তবে এই টাইম স্টোনটা ডক্টর স্ট্রেন্জ এর টাইম স্টোন থেকেও পাওয়ারফুল,,,(রকেট)
কি বললে রকেট,ব্যাপারটা তো খুবই রহস্যময়,তুমি এখনি লাইট স্পিডে প্লেনেট কেপলারের দিকে জাম্প শুরু করো,,,,,,(কুইল)
to be continue 💔